ExpEYES/C2/Conductivity-of-ionic-solutions/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 10:36, 8 August 2016 by Satarupadutta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Conductivity of ionic solutions এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালে আমরা শিখব:
  • Conductivity অর্থাৎ পরিবাহিতা মাপা এবং
  • আয়নিক দ্রবণের রোধ গণনা করা।
00:15 এখানে আমি ব্যবহার করছি:
  • ExpEYES সংস্করণ 3.1.0
  • উবুন্টু লিনাক্স OS সংস্করণ 14.04
00:23 টিউটোরিয়ালটি অনুসরণ করতে ExpEYES Junior ইন্টারফেস সম্পর্কে জানতে হবে। না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটে যান।
00:35 প্রথমে দ্রবণের পরিবাহিতা সংজ্ঞায়িত করি।
00:38 দ্রবণের পরিবাহিতা হল তাতে বিদ্যুৎ পরিচালনার ক্ষমতার পরিমাপ।
00:44 জলের পরিবাহিতা এতে দ্রবীভূত আয়নের ঘনত্বের সাথে সরাসরি সম্পর্কিত।
00:51 এখন কলের জলের পরিবাহিতা প্রদর্শন করব।
00:56 আমি সার্কিট সংযোগ ব্যাখ্যা করব। A1, SINE এর সাথে জোড়া হয়েছে।
01:02 SINE এবং A2 এর তার কলের জলযুক্ত কাঁচের গ্লাসে ডোবানো হয়।
01:08 10K এর রোধ A2 এবং GND এর মাঝে জোড়া হয়েছে। এটি সার্কিট ডায়াগ্রাম।
01:16 এখন প্লট উইন্ডোতে ফলাফল দেখি।
01:20 প্লট উইন্ডোতে A1 এ টিপে CH1 পর্যন্ত টানুন। A1, CH1 এ নির্ধারিত করা হয়।
01:28 A2 তে টিপে CH2 পর্যন্ত টানুন। A2, CH2 তে নির্ধারিত করা হয়।
01:35 তরঙ্গ সমন্বয় করতে mSec/div স্লাইডার সরান। দুটি sine তরঙ্গ তৈরী হয়।
01:43 কালো ট্রেস হল মূল সাইন তরঙ্গ। লাল ট্রেস কলের জলের পরিবাহিতা।
01:50 CH1 এ টিপে FIT পর্যন্ত ড্র্যাগ করুন। CH2 তে টিপে FIT পর্যন্ত ড্র্যাগ করুন।
01:56 উইন্ডোর ডানপাশে ভোল্টেজ এবং কম্পাঙ্ক এর ভ্যালু দেখুন। লক্ষ্য করুন কলের জলের ভোল্টেজ ইনপুট ভোল্টেজের তুলনায় খুব কম।
02:08 ভোল্টেজ এবং ডিগ্রীতে Phase difference দেখতে CH1 এ ডান ক্লিক করুন।
02:15 এখন কপার সালফেট দ্রবণের পরিবাহিতা পরিমাপ করব. দ্রব বানাতে 100 ml জলে এক চামচ কপার সালফেট দ্রবীভূত হয়।
02:27 একই কানেকশনে SINE এবং A2 এর তার কপার সালফেট দ্রবণে ডোবানো হয়।
02:34 প্লট উইন্ডোতে আমরা পরিবাহিতা কার্ভ দেখতে পারি।
02:38 লাল ট্রেস কপার সালফেট দ্রবণের পরিবাহিতা।
02:42 বর্ধিত পরিবাহিতা দ্রবণে উপস্থিত কপার এবং সালফেট আয়নের জন্য।
02:48 ডানদিকে ভোল্টেজ এবং কম্পাঙ্কের ভ্যালু দেখুন।
02:52 ভোল্টেজ এবং Phase difference এর ভ্যালু দেখতে CH1 এ ডান ক্লিক করুন।
02:59 এখন লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণের পরিবাহিতা পরিমাপ করব। লঘু সালফিউরিক অ্যাসিডের কয়েক ফোঁটা জলে ঢালা হয়েছে।
03:09 তার সালফিউরিক অ্যাসিড দ্রবণে ডোবানো হয়। এখন প্লট উইন্ডোতে ফলাফল দেখি।
03:17 লক্ষ্য করুন কালো এবং লাল ট্রেস প্রায় একে অপরের উপরে রয়েছে।
03:23 লঘু সালফিউরিক অ্যাসিডের কয়েক ফোঁটা যোগ করলে কলের জলের পরিবাহিতা বৃদ্ধি পায়।
03:30 ডানদিকে ভোল্টেজ এবং কম্পাঙ্কের ভ্যালু দেখুন।
03:34 ভোল্টেজ এবং ডিগ্রীতে Phase difference এর ভ্যালু দেখতে CH1 এ ডান ক্লিক করুন।
03:41 আমরা লঘু পটাসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পরিবাহিতা পরিমাপ করব। লঘু পটাসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের কয়েক ফোঁটা কলের জলে দেই।
03:52 এখানে দেখি যে কালো এবং লাল ট্রেস প্রায় একে অপরের উপরে রয়েছে।
03:58 কলের জলে পটাসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের কয়েক ফোঁটা যোগ করায় পরিবাহিতায় বৃদ্ধি দেখুন।
04:05 উইন্ডোর ডানপাশে ভোল্টেজ এবং কম্পাঙ্কের ভ্যালু দেখুন।
04:11 ভোল্টেজ এবং ডিগ্রীতে Phase difference এর ভ্যালু দেখতে CH1 এ ডান ক্লিক করুন।
04:18 ভোল্টেজ ভ্যালু ব্যবহার করে আয়নিক দ্রবণের রোধ গণনা করেছি এবং ফলাফল শ্রেণীবদ্ধ করেছি।
04:27 কলের জলের রোধের ভ্যালু হল 7.7 KOhm (kilo ohm). কপার সালফেট দ্রবণের রোধের ভ্যালু হল 1.2 KOhm.
04:38 সালফিউরিক অ্যাসিড দ্রবণের রোধ 0.17 KOhm এবং পটাসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের রোধ 0.14 KOhm. লক্ষ করুন যে আয়নিক ঘনত্ব বৃদ্ধি পেলে রোধের ভ্যালু কম হয়।
04:55 সংক্ষিপ্তকরণ করি।
04:57 এখানে আমরা শিখেছি:
  • পরিবাহিতা মাপা এবং
  • আয়নিক দ্রবণের রোধ গণনা করা।
05:06 একটি অনুশীলনী হিসেবে, সোডিয়াম হাইড্রক্সাইড, অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম ক্লোরাইড দ্রবণের পরিবাহিতা পরিমাপ করুন এবং আয়নিক দ্রবণের রোধ গনণা করুন।
05:18 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারাংশিত করে। ভিডিওটি ডাউনলোড করে nদেখুন।
05:26 আমরা কর্মশালার আয়োজন করি এবং প্রশংসাপত্র দেই। আমাদের সাথে যোগাযোগ করুন।
05:32 স্পোকেন টিউটোরিয়াল প্রজেক্ট ভারত সরকারের MHRD এর NMEICT দ্বারা সমর্থিত।
05:39 আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, Satarupadutta