Inkscape/C2/Text-tool-features/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 17:32, 15 September 2015 by Kaushik Datta (Talk | contribs)
|
|
00:01 | Inkscape ব্যবহার করে Text tool features এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:06 | এই টিউটোরিয়ালে আমরা নিম্ন সম্পর্কে শিখব: |
00:09 | ম্যানুয়াল কার্নিং |
00:10 | স্পেল চেকিং |
00:12 | সুপার-স্ক্রিপ্ট |
00:13 | সাব-স্ক্রিপ্ট |
00:15 | এই টিউটোরিয়াল রেকর্ড করতে আমি ব্যবহার করছি, |
00:17 | উবুন্টু লিনাক্স 12.04 OS |
00:20 | Inkscape সংস্করণ 0.48.4 |
00:24 | আমি এই টিউটোরিয়াল সর্বোচ্চ রেজল্যুশন মোডে রেকর্ড করব। এটি সকল টুল অন্তর্ভুক্ত করার জন্য যা ব্যাখ্যা করা হবে। |
00:33 | Inkscape খুলুন। |
00:35 | এই শৃঙ্খলার পূর্বে আমরা Text টুল ব্যবহার করে টেক্সট ফরম্যাট এবং বানানো শিখেছি। |
00:40 | এখন, আমরা Text টুলের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে শিখব। এটিতে টিপুন। |
00:45 | Manual kerning দিয়ে শুরু করি। |
00:48 | Horizontal kerning, Vertical shift এবং Character rotation কে manual kerns বলে। |
00:54 | Spoken শব্দ লিখুন। |
00:58 | অক্ষর S এর পর কার্সার রাখুন। |
01:01 | Horizontal kerning নির্বাচিত অক্ষরের পর স্পেস যোগ করে। |
01:05 | অক্ষর S এবং p এর মাঝের স্পেস হ্রাস এবং বৃদ্ধি করতে আপ এবং ডাউন অ্যারো কীতে টিপুন। |
01:13 | লক্ষ্য করুন যে স্পেস শুধুমাত্র S এবং p এর মাঝে দেখা দেয়। |
01:19 | আমি Horizontal kerning প্যারামিটার 3 রাখি। |
01:24 | পরবর্তী আইকন হল Vertical shift যা নির্বাচিত অক্ষরের পর অক্ষর আপ এবং ডাউনে স্থানান্তরিত করে। |
01:30 | আপ এবং ডাউন অ্যারোতে টিপুন। |
01:34 | দেখুন যে কার্সারের নীচের অক্ষর উপর এবং নীচে স্থানান্তরিত হয়ে গেছে। |
01:39 | এই প্যারামিটার 15 করুন। |
01:42 | এরপর আমরা Character rotation ব্যবহার করে আমাদের অক্ষর রোটেট করব। |
01:47 | এই আইকন শুধুমাত্র একটি অক্ষর রোটেট করে যা কার্সারের পর ডানদিকে রয়েছে। |
01:51 | তাই, অক্ষর e এর আগে কার্সার রাখুন। |
01:55 | Character rotation এর আপ এবং ডাউন অ্যারোতে টিপুন এবং দেখুন যে অক্ষর e রোটেট হয়। |
02:02 | একাধিক অক্ষরে Kerns প্রয়োগ করতে প্রথমে অক্ষর নির্বাচন করুন তারপর ভ্যালু দিন। |
02:09 | আমি অক্ষর p এবং o নির্বাচন করি এবং Horizontal kerning প্যারামিটার কে 5, |
02:17 | Vertical shift প্যারামিটারকে 10 এবং |
02:21 | Character rotation প্যারামিটারকে ভ্যালু 20 দেই। |
02:24 | পরিবর্তন লক্ষ্য করুন। |
02:26 | Kerns সরাতে Text মেনুতে যান। |
02:29 | Remove Manual Kerns এ টিপুন। |
02:32 | Manual Kerns এর ব্যবহার শুধুমাত্র নিয়মিত টেক্সটে করা হয়। |
02:35 | Flowed টেক্সটে এই বিকল্প নিষ্ক্রিয় হবে। |
02:39 | যাচাই করতে একটি টেক্সট বাক্স তৈরী করুন। |
02:43 | দেখুন যে Manual kerns বিকল্প এখন নিষ্ক্রিয় হয়ে গেছে। |
02:47 | এই ক্রিয়া আনডু করতে Ctrl + Z টিপুন। |
02:51 | এরপর আমরা Spell check বৈশিষ্ট্য সম্পর্কে শিখব। |
02:54 | Spell check বৈশিষ্ট্য বোঝাতে আমি LibreOffice Writer থেকে টেক্সট কপি করব যা আমি পূর্বে সংরক্ষণ করেছি। |
03:01 | সম্পূর্ণ টেক্সট নির্বাচন করতে Ctrl + A টিপুন এবং তারপর এটি কপি করতে Ctrl + C টিপুন। |
03:08 | এখন Inkscape এ যান। |
03:10 | canvas এ টিপুন এবং টেক্সট পেস্ট করতে Ctrl + V টিপুন। |
03:15 | Text menu তে যান এবং Check Spelling বিকল্পে টিপুন। |
03:19 | একটি নতুন ডায়লগ বাক্স প্রদর্শিত হয়। |
03:22 | সম্পূর্ণ টেক্সট নির্বাচিত হয় এটি নির্বাচিত থাকুক বা না থাকুক। |
03:27 | যখন একটি সন্ধিধ্য শব্দ পাওয়া যায় তখন এটি লাল বাক্সের সাথে চিন্হান্কিত হবে এবং কার্সার টেক্সটের পূর্বে থাকবে। |
03:33 | http শব্দের জন্য পরামর্শের সূচী প্রদর্শিত হবে। |
03:37 | যেহেতু বানান সঠিক আমরা এই শব্দগুলি ডিকশেনারীতে জুড়ব। |
03:41 | এটি করতে Add to Dictionary বোতামে টিপুন। |
03:45 | এর কারণে spell checker সর্বদা সঠিক বানান যুক্ত শব্দ স্বীকার করবে। |
03:50 | এরপর tutorial শব্দ চিন্হান্কিত হয়। |
03:53 | যেহেতু বানান ভুল, পরামর্শ তালিকা থেকে সঠিক শব্দ নির্বাচন করুন যা হল tutorial. |
03:59 | এখন Accept বোতামে টিপুন। |
04:02 | আপনি Ignore এ টিপলে ডকুমেন্টে একই বানানের সকল শব্দ উপেক্ষা করা হবে। |
04:08 | আপনি Ignore once এ টিপলে শব্দ শুধুমাত্র একবার উপেক্ষিত হবে অর্থাৎ কেবল প্রথমবার। |
04:14 | আপনি যদি স্পেল চেকিং প্রক্রিয়া বন্ধ করতে চান তাহলে Stop এ টিপুন। |
04:18 | আমরা Start বোতামে টিপে প্রক্রিয়া পুনরায় শুরু করতে পারি। |
04:22 | স্পেল চেকিং উপরের ডানদিকের টেক্সট থেকে এবং canvas এর নীচের দিকে শুরু হবে। |
04:27 | এখন এই ডায়ালগ বাক্স বন্ধ করুন এবং এই টেক্সট সরিয়ে রাখুন। |
04:32 | এরপর আমরা Superscript এবং Subscript লেখা শিখব। |
04:36 | গাণিতিক সূত্র লিখুন (a+b)2 = a2+b2+2ab' (a + b whole square is equal to a square plus b square plus 2ab) |
04:44 | আমরা তিনটি স্থানে square হিসাবে সংখ্যা 2 পরিবর্তন করেছি। |
04:48 | প্রথমে 2 নির্বাচন করুন। Tool controls বারে যান। Toggle Superscript আইকনে টিপুন। |
04:56 | একইভাবে, বাকি 2 টি পরিবর্তন করুন। |
04:59 | এরপর আমরা subscript ব্যবহার করে একটি রাসায়নিক সূত্র লিখব। |
05:04 | তাই লিখুন H2SO4 |
05:07 | এখানে 2 এবং 4 subscripts হিসাবে লেখা উচিত। |
05:11 | প্রথমে 2 নির্বাচন করুন। Tool controls বারে যান এবং Toggle Subscript আইকনে টিপুন। |
05:17 | একইভাবে 4 পরিবর্তন করুন। |
05:19 | সংক্ষেপে, |
05:21 | এই টিউটোরিয়াল আমরা শিখেছি: |
05:24 | ম্যানুয়াল কার্নিং, |
05:25 | স্পেল চেকিং, |
05:26 | সুপার-স্ক্রিপ্ট, |
05:27 | সাব-স্ক্রিপ্ট। |
05:29 | এখানে 2 টি নির্দেশিত কাজ রয়েছে। |
05:31 | টেক্সট How are you লিখুন এবং ফন্টের আকার 75 এ বদলান। |
05:36 | কার্সার w এর পর রাখুন এবং Horizontal kerning প্যারামিটার -20 তে বদলান। |
05:42 | শব্দ are নির্বাচন করুন. Vertical shift প্যারামিটার 40 তে বদলান। |
05:47 | শব্দ you নির্বাচন করুন. Character rotation প্যারামিটার -30 তে বদলান। |
05:52 | Sub-script এবং Super-script বিকল্প ব্যবহার করে নিম্নলিখিত সূত্র লিখুন: |
05:57 | Silver sulfate - Ag₂SO₄. |
06:00 | a2−b2=(a−b)(a+b) |
06:06 | আপনার সম্পন্ন নির্দেশিত কাজ এইরকম হওয়া উচিত। |
06:09 | এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি ডাউনলোড করে দেখুন। |
06:15 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। |
06:22 | বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। |
06:24 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। |
06:30 | এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। |
06:34 | আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। |
06:36 | আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। যোগাযোগের জন্য ধন্যবাদ। |