Drupal/C2/Creating-Basic-Content/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 00:14, 31 August 2016 by Satarupadutta (Talk | contribs)
Time | Narration |
00:01 | Creating Basic Content এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:06 | এই টিউটোরিয়ালে আমরা শিখব:
|
00:15 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম, Drupal 8 এবং ফায়ারফক্স ওয়েব ব্রাউজার। |
00:25 | আপনি পছন্দের ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন। |
00:29 | প্রথমে Drupal এ Content type সম্পর্কে শিখি। Content type হল কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মূল। |
00:39 | এটি একটি সাইটের শিরদাঁড়া। |
00:42 | এটি একটি জিনিস যা অন্যান্য CMS ছাড়াও Drupal সেট করে। |
00:48 | অধিকাংশ CMS এর শুধুমাত্র একটি শিরোনাম এবং বডি থাকে এবং এটি যেভাবে দেখায় সম্পূর্ণরূপে অপর্যাপ্ত। |
00:57 | Drupal এ প্রতিটি কনটেন্ট আইটেমকে নোড বলে। প্রতিটি নোড একটি একক কনটেন্ট টাইপের জন্য। |
01:06 | এরপর Content type এর গুরুত্ব বুঝি। Content type সেই ধরনের নোডের জন্য বিভিন্ন ডিফল্ট সেটিংস নির্ধারণ করে যেমন |
01:17 | যদি নোড স্বয়ংক্রিয়ভাবে প্রকাশিত হয় কিনা বা কমেন্ট অনুমতিপ্রাপ্ত কিনা এবং |
01:23 | কনটেন্ট সাইটে কিভাবে যুক্ত হয়। প্রতিটি কনটেন্ট টাইপের ফীল্ড রয়েছে। |
01:30 | কি ধরনের কনটেন্ট চলছে তার নির্ভর করে প্রয়োজনীয় তথ্যের ফীল্ড রয়েছে। |
01:38 | এটিকে এইভাবে চিত্রিত করি। এটি হল IMDb.Com যা Drupal সাইট হতে পারে। এটি Red সিনেমা সম্পর্কে। |
01:49 | পর্দায়, আপনি দেখবেন -
|
01:55 | * একটি পেরেন্টাল রেটিং,
|
01:59 | * একটি বডি বা
|
02:04 | আমাদের People ফীল্ড এর সেট হবে এবং সেই সাথে কিছু লিন্ক এবং বোতাম এবং জিনিস। |
02:09 | অন্যান্য CMS এ, CSS এ এই লেআউট বানাতে Dreamweaver এর মত কিছু ব্যবহার করতে পারি। |
02:16 | কি হবে যদি আমরা চাই
|
02:28 | আপনি অন্য CMS ব্যবহার করলে এটি করা কঠিন। কিন্তু Drupal এটি খুব সহজে সম্পন্ন করা হয়। |
02:37 | এটি Content types এর বাস্তব সুবিধা। এখন কিছু বিল্ট ইন Content types অন্বেষণ করি। |
02:46 | এরপর নতুন Content types তৈরী সম্পর্কেও শিখব। আগে নির্মিত Drupal সাইটটি খুলুন। |
02:54 | প্রথমে Article Content type সম্পর্কে শিখব। Content এ টিপে Add content এ টিপুন। |
03:04 | মনে রাখবেন আমরা আগেই একটি আর্টিকল বানিয়েছি। এখন সকল এলিমেন্ট সহ আরেকটি আর্টিকল বানাবো। |
03:13 | Article এ টিপুন। Article এ একটি বাধ্যতামূলক ফীল্ড রয়েছে অর্থাৎ Title. |
03:21 | আমরা body তে টেক্সট না লিখলে আমরা কিছু পাই না। Article Content type, Summary এর সাথে আসে। |
03:28 | আমরা Summary তে কিছু না লিখলে Drupal এটি বানাতে প্রথম কয়েকটি অক্ষর নেয়। এটিকে Teaser mode বলে। |
03:38 | এখন এগোই। আমরা এখানে টেক্সটের কয়েকটি লাইন লিখব। |
03:43 | আপনি পছন্দের যে কোনো টেক্সট লিখতে পারেন। |
03:45 | এটি আমার টেক্সট। |
03:50 | Text format দেখায় যে আমরা HTML এ কোন এলিমেন্ট রাখতে অনুমতিযোগ্য। |
03:56 | এখানে Basic, Restricted এবং Full HTML রয়েছে। যেহেতু আমরা সুপার ইউজার,আমরা সব কিছু দেখতে পারি। |
04:05 | সাধারণত, ব্যবহারকারী এডিটর বা প্রকাশক হিসেবে লগ করলে সেখানে শুধুমাত্র একটি Text format থাকে। তাদের শুধুমাত্র Text format ব্যবহারের অনুমতি দেওয়া হয়। |
04:17 | অধিক বিবরণের জন্য About text formats লিঙ্কে টিপুন। |
04:22 | এখন Basic HTML চয়ন করুন। |
04:26 | Basic HTML আমাদের অনুমতি দেয়
|
04:33 | একটি প্যারাগ্রাফ ট্যাগ, স্ট্রং ইটালিক |
04:36 | অর্ডার ছাড়া তালিকা, অর্ডার যুক্ত তালিকা এবং আরো কয়েকটি। |
04:41 | Full HTML, JavaScript এবং iframes সহ যে কোনো HTML এম্বেড করার অনুমতি দেয়। |
04:48 | Restricted HTML এ, আমাদের শুধু প্যারাগ্রাফ ট্যাগ বা লাইন ব্রেকের মত কিছু লেখার অনুমতি দেওয়া হবে। |
04:57 | WYSIWYG এডিটর হল CKEditor. আমরা এই সম্পর্কে পরে শিখব। |
05:03 | এখানে আমরা দেখি
|
05:11 | একটি formatting ড্রপ ডাউন বিভিন্ন H ট্যাগ এবং তারপর View Source চয়ন করতে। |
05:18 | আমি টেক্সট ফরম্যাট পরিবর্তন করলে আমি আরো বোতাম পাই. আমরা তাদের সম্পর্কে পরে শিখব। |
05:25 | এখন এটি Basic HTML হিসাবে রাখি। Continue বোতামে টিপুন। |
05:32 | আমাদের আর্টিকল শেষ করি. আবার এই ট্যাগ ব্যবহার করি - introduction এবং drupal. |
05:40 | আমরা এখন ইমেজ ফাঁকা রাখব। আপনি ইতিমধ্যে এর কাজ করা দেখেছেন। |
05:47 | এখানে ডানদিকে visibility এবং publication settings সেটিংস রয়েছে। |
05:52 | এই বিশেষ আর্টিকলের জন্য version control সক্রিয় করতে Create new revision চেকবাক্সে টিপুন। |
05:59 | আমরা menu link এ আর্টিকল যোগ করতে চাইলে Provide a menu link চেকবাক্সে টিপুন। Drupal মেন নেভিগেশনে মেনু আইটেম যোগ করবে। |
06:11 | আপনি সেটি করলে আমরা একশোটি মেল পাবো। সুতরাং চেকমার্ক সরিয়ে দেই। |
06:17 | আমরা একটি বিশেষ নোডে Comments অন বা অফ করতে পারি। |
06:22 | এখানে URL alias দিতে পারি। |
06:26 | এটি ফাঁকা রাখলে Drupal এটি তৈরী করবে। |
06:30 | AUTHORING INFORMATION এ আমরা দেখতে পারি কে এবং কখন এই নোড বানিয়েছে। |
06:37 | PROMOTION OPTIONS এ আমরা View সেটিংস সেট করতে পারেন যেমন -
|
06:50 | এটি সেই সেট আপ যখন Content type বানাই এবং এডিটরের সেগুলি বদলানোর প্রয়োজন নেই। |
06:56 | কিন্তু আমরা পছন্দ অনুযায়ী পরিবর্তন করতে পারি। |
07:00 | নোড সংরক্ষণ করতে Save and publish টিপুন। |
07:04 | অবিলম্বে, নোড সাইটে লাইভ হবে. আমরা এটি এখানে দেখতে পারি। |
07:10 | Home page এ টিপুন। |
07:12 | এখানে Welcome to Drupalville এবং Drupalville's Second Article রয়েছে। |
07:17 | Teaser mode এ এটি প্রকাশনার ক্রম তারিখ অনুযায়ী প্রদর্শিত হয়। |
07:23 | Read more and Add new comment লিঙ্ক এখানে রয়েছে। |
07:28 | Drupal শব্দ সহ সকল ট্র্যাগ করা নোডের তালিকা পেতে, Drupal লিঙ্কে টিপুন। |
07:35 | আবার নোড প্রকাশনার ক্রম তারিখ অনুযায়ী প্রদর্শিত হয়। |
07:40 | এটি Article Content type. |
07:43 | Edit লিঙ্কে টিপুন। |
07:45 | আমরা এখানে যা কিছু রাখতে পারি। |
07:51 | Save and keep published এ টিপুন। |
07:56 | আমরা যা কিছুর জন্য Content types ব্যবহার করতে পারি। |
07:58 | আরেকটি জিনিস যোগ করি. Shortcuts এ টিপে Add content এ টিপুন। |
08:04 | Basic page চয়ন করুন। Basic page এ Title এবং Body থাকে। |
08:10 | সেখানে কোন ট্যাগ বা ইমেজ নেই। এটি ডিফল্টরূপে সামনের পৃষ্ঠায় উন্নীত করা হয় না। |
08:17 | এছাড়াও সেখানে কমেন্ট করার জন্য কোন বিধান নেই। কারণ এটি হোম পেজে উন্নীত করা হয় না, একটি নতুন মেনু তৈরী করা খুবই সহজ। |
08:27 | লিখুন About Drupalville. |
08:30 | আপনার পছন্দের কিছু টেক্সট লিখুন। |
08:33 | এখন MENU SETTINGS এ Provide a menu link চেক করুন। |
08:38 | আপনি দেখবেন যে Title একটি Menu Title এ পরিবর্তিত হয়েছে। |
08:43 | আমরা চাইলে এটি ছোট করতে পারি। এটি মেন নেভিগেশনে যাচাই করুন এবং Weight এখনকার জন্য 0 তে রাখুন। |
08:51 | Weight হল যেখানে মেনু তালিকায় দেখাবে। একটি কম সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা এটিকে উপরে দেখাবে অর্থাৎ এটি উপরে থাকবে। |
09:03 | সবকিছু একইরকম ছেড়ে দিন। menu link চেক করা নিশ্চিত করুন এবং Save and publish এ টিপুন। |
09:11 | আমরা About Drupalville লিঙ্ক পাই। এটি একটি নোডের শিরোনাম About Drupalville সহ Basic page Content type এ নিয়ে যাবে। |
09:22 | node ID, 3 দেখায়। আপনি আগে অন্য নোড যোগ করে থাকলে আপনার নোড আইডি ভিন্ন হতে পারে। |
09:32 | নীচে বামদিকে, আমরা দেখতে পারি এই হল node ID 3. যদিও আপনার সেটি ঘনঘন প্রয়োজন হবে না। |
09:41 | এটি হল menu link এর সাথে আর্টিকল এবং Basic page Content type. এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। |
09:50 | সংক্ষিপ্তকরণ করি। এই টিউটোরিয়ালে আমরা শিখেছে:
|
10:05 | এই ভিডিওটি Acquia এবং OSTraining থেকে অভিযোজিত এবং স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প, আইআইটি বোম্বে দ্বারা সংশোধিত। |
10:15 | এই ভিডিওটি প্রকল্পকে সারাংশিত করে। ভিডিওটি ডাউনলোড করে দেখুন। |
10:22 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেই। আমাদের সাথে যোগাযোগ করুন। |
10:30 | স্পোকেন টিউটোরিয়াল প্রজেক্ট ভারত সরকারের MHRD এর NMEICT এবং মিনিস্ট্রি অফ কলচারের NVLI দ্বারা সমর্থিত। |
10:44 | আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ। |