Drupal/C2/User-group-and-Entity-Reference/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 15:13, 3 September 2016 by Satarupadutta (Talk | contribs)
|
|
00:01 | User Group and Entity Reference এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:06 | এই টিউটোরিয়ালে User Group Content type বানানো |
00:11 | User Group ফীল্ড জোড়া এবং Entity reference এর সাথে Content types সংযোগ করা শিখব। |
00:18 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি
|
00:27 | আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন। |
00:32 | Events Content type মনে রাখুন, যা আগের টিউটোরিয়ালে বানিয়েছি। |
00:38 | আমরা আগে পাঁচটি fields বানিয়েছি যা দেখানো হয়েছে। |
00:42 | Event Sponsor ফীল্ড বানাতে, আমাকে User Groups Content type বানাতে হবে। |
00:48 | User Groups হল মানুষের গ্রুপ যারা ইভেন্ট আয়োজন করতে একসাথে আসে। |
00:54 | যেমন Cincinnati User group, Drupal Mumbai group, Bangalore Drupal group ইত্যাদি। |
01:03 | প্রথমে User Groups কাগজে বানাই। |
01:07 | গ্রুপ website, contact person, তার email এবং তার experience level হতে পারে। |
01:15 | Drupal এ URL এবং Email এর জন্য ডিফল্ট ফীল্ড রয়েছে। তাই এই field types চয়ন করেছি। |
01:23 | ব্যক্তির নাম Name field দ্বারা ক্যাপচার করা যেতে পারে। কিন্তু এখন আমরা Text (plain) প্রয়োগ করব। |
01:31 | ইউসারের অভিজ্ঞতার ধরণ Beginner, Intermediate বা Advanced হতে পারে। |
01:39 | এটি লাগু করতে List (text) field type চয়ন করব। |
01:45 | এখানে অন্তিম field, এই গ্রুপ দ্বারা স্পন্সর সকল ইভেন্ট ক্যাপচার করতে। |
01:51 | এইজন্য, উপস্থিত Events Content type লিঙ্ক করতে Entity reference field ব্যবহার করি। |
02:01 | User Groups Content type সেট করুন। |
02:05 | Add content type এ টিপুন। এর নাম User Groups দিন। |
02:11 | লক্ষ্য করুন Machine name হল user underscore groups. |
02:16 | Description এ লিখুন - This is where we track the Drupal groups from around the world |
02:23 | Title field label এ, এটিকে User Group Name নাম দেবো। |
02:29 | Events Content type এর মত এটি সেট করি। |
02:35 | Publishing options ট্যাবে টিপুন। |
02:38 | Default options এ,
|
02:48 | Display settings ট্যাবে টিপুন। |
02:52 | তারপর Display author and date information বাক্স আনচেক করুন। |
02:58 | শেষে Menu settings ট্যাবে টিপুন এবং Main navigation বাক্স আনচেক করুন। |
03:05 | একবার সেটি সেট করলে দিলে তারপর নীচে Save and manage fields বোতামে টিপতে পারি। |
03:13 | আমরা Manage fields পৃষ্ঠায় এসেছি। |
03:17 | এখানে Body তে Label বদলান। |
03:21 | Operations কলামের নীচে Edit বোতামে টিপুন। |
03:26 | Label ফীল্ডে, User Group Description লিখুন এবং তারপর নীচে Save settings বোতামে টিপুন। |
03:36 | আমরা উপরে সবুজ রঙে সাফল্য বার্তা দেখি। |
03:40 | Content type এর জন্য, শুধুমাত্র 5টি fields সেট করব। |
03:46 | আমরা আগেই একটি field বানিয়েছি। আরেকটি বানাই। |
03:52 | Add field বোতামে টিপুন। |
03:55 | এক্ষেত্রে আমরা Reuse an existing field ড্রপ-ডাউনে টিপব। |
04:02 | দেখুন: field_event_ website ফীল্ড উপলব্ধ। |
04:08 | আমরা এটিকে আগেই Event website নাম দিয়েছি। |
04:13 | field এর পুনরায় ব্যবহার Drupal database এ table পুনরায় ব্যবহারের অনুমতি দেয়। |
04:20 | এটি একই field এর জন্য ভিন্ন সেটিংস বাজিয়ে রাখতে করা হয়। |
04:25 | এক্ষেত্রে, নতুন field সেট করতে এটি অধিক বোঝায়। |
04:30 | Add a new field ড্রপ ডাউনে Link field type চয়ন করুন। |
04:35 | Label এ লিখুন Group Website. |
04:39 | Save and continue তে টিপে Save field settings এ টিপুন। |
04:45 | এখন External links only চয়ন করব, কারণ কোনো User Groups এর Drupalville এ কোনো পৃষ্ঠা নেই। |
04:54 | Save settings বোতামে টিপুন। |
04:57 | আবার Add field এ টিপুন। |
05:01 | এখন contact person’s এর নামের জন্য Text field ব্যবহার করব। |
05:07 | Add a new field ড্রপ ডাউনে টিপে field type Text (plain) চয়ন করুন। |
05:14 | Label কে Group Contact নাম দিন। |
05:18 | Save and continue তে টিপে Save field settings এ টিপুন। |
05:24 | তারপর Save settings বোতামে টিপুন। |
05:28 | আবার Add field বোতামে টিপুন। এখন ড্রপ ডাউনে Email field চয়ন করুন। |
05:37 | Label কে Contact Email নাম দেবো। Save and continue বোতামে টিপুন। |
05:44 | Allowed number of values এ, শুধু 1 চাই। Save field settings এ টিপুন। |
05:52 | এখানে আর কোনো সেটিংস নেই। তাই নীচে Save settings এ টিপব। |
05:59 | আবার Add field বোতামে টিপুন। |
06:03 | এখন Field type ড্রপ ডাউনে List (text) বিকল্প চয়ন করুন। |
06:09 | Label field এ Group Experience লিখে Save and continue বোতামে টিপুন। |
06:16 | এই Field type সম্পর্কে দরকারী তথ্য এই ম্যাসেজে দেওয়া হয়েছে। |
06:23 | These settings impact the way the data is stored in the database and cannot be changed once data has been created. |
06:32 | এই কারণেই আমরা প্লানিং এ জোর দিচ্ছি। |
06:37 | এটি ভ্যালু জুড়ুন - Beginner, Intermediate, Advanced এবং Expert |
06:44 | User Group খুব সহজে, একের অধিক ভ্যালু তাতে প্রযোজ্য করতে পারে। |
06:51 | Allowed number of values এ Limited কে Unlimited এ বদলে Save field settings এ টিপুন। |
07:01 | এখন Save settings এ টিপুন। |
07:04 | এখানে জুড়তে আরেকটি field রয়েছে যা হল Entity reference field. |
07:10 | এখন শিখব যে Entity Reference কি এবং এটি কিভাবে বানায়। |
07:17 | ওয়েবসাইটে একটি কাজ এই করতে চাই যে Events, User Groups দ্বারা এবং User Groups, Events দ্বারা স্পন্সর হয়। |
07:28 | website এ এটি সাধারণ ব্যাপার যেখানে দুটি পৃথক কন্টেন্ট লিঙ্ক করতে চান. |
07:35 | Events, User Groups দ্বারা স্পন্সর। তাই User Group এর তথ্য প্রতিটি কন্টেন্টের জন্য উপলব্ধ করাতে চাই. |
07:45 | এটি সেট করি. Add field এ টিপুন। |
07:49 | আপনি ডেটাবেস পার্সন হলে, এটি ডেটাতে many to many relationship হিসাবে চিনবেন। |
07:57 | Add a new field ড্রপ ডাউনে টিপুন। Reference এর নীচে Content চয়ন করুন। |
08:04 | Label ফীল্ডে Events Sponsored লিখে Save and continue তে টিপুন। |
08:12 | এরপর Type of item to reference চয়ন করতে জিজ্ঞাসা করে। |
08:17 | আপনি এখানে অনেকগুলি বিকল্প দেখেন। |
08:21 | এটি খুব সহজ রাখবো - Content চয়ন করুন। |
08:26 | Allowed number of values এ Unlimited চয়ন করুন। |
08:31 | Save field settings এ টিপুন। |
08:34 | এখানে Settings পৃষ্ঠায় আমরা চয়ন করব যা Content types User Groups দ্বারা রেফারেন্স করা। |
08:42 | এখানে Events Content type রেফারেন্স করছি। |
08:46 | এখানে একটি ইভেন্ট জুড়লে, ইভেন্ট স্পষ্ট হবে যখন Events title লেখা শুরু করব। |
08:55 | এইভাবে,নিশ্চিত করতে হবে এখানে সঠিক Content Type চয়ন করেছি। |
09:01 | Events চয়ন করে Save settings এ টিপুন। |
09:05 | এখন আমাদের Events Content type এ এইভাবে করতে হবে। |
09:10 | Structure এ টিপুন এবং এখানে bread crumbs এ Content types এ টিপুন। |
09:16 | Events Content type এর জন্য Manage fields চয়ন করুন। |
09:21 | আরেকটি field জুড়ুন। Add a new field ড্রপ ডাউনে Content চয়ন করুন। |
09:28 | Label ফীল্ডে লিখুন Event Sponsors |
09:32 | Save and continue তে টিপুন। |
09:34 | Allowed number of values বদলান। Unlimited চয়ন করুন। |
09:39 | এর কারণ হল একের অধিক User Group ইভেন্ট স্পন্সর করতে পারে। Save field settings এ টিপুন। |
09:48 | REFERENCE TYPE এ User groups চয়ন করুন। |
09:53 | এটি আবার কারণ Events Sponsors ফীল্ডের জন্য User Groups রেফারেন্স করছি। |
09:59 | Save settings এ টিপুন। |
10:01 | এখন এটি সেই দুটি Content Type কে একসাথে many to many relationship এ লিঙ্ক করে। |
10:08 | এটি events sponsors এবং কোন User Group দ্বারা স্পন্সর করা হচ্ছে তার উপর নির্ভরশীল। |
10:16 | এই সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। সংক্ষিপ্তকরণ করি। |
10:22 | এই টিউটোরিয়ালে User Group Content type বানানো |
10:28 | User Group ফীল্ডস জোড়া এবং Entity reference এর সাথে Content types সংযোগ করা শিখেছি। |
10:40 | এই ভিডিওটি Acquia এবং OSTraining থেকে অভিযোজিত এবং স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প, আইআইটি বোম্বে দ্বারা সংশোধিত। |
10:51 | এই ভিডিওটি স্পোকেন প্রকল্পকে সারাংশিত করে। ভিডিওটি ডাউনলোড করে দেখুন। |
10:58 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেই। আমাদের সাথে যোগাযোগ করুন। |
11:07 | স্পোকেন টিউটোরিয়াল প্রজেক্ট ভারত সরকারের MHRD এর NMEICT এবং মিনিস্ট্রি অফ কলচারের NVLI দ্বারা সমর্থিত। |
11:21 | আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ। |