KiCad/C2/Mapping-components-in-KiCad/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 11:37, 17 August 2016 by Kaushik Datta (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration


00:01 KiCad এ Mapping components with footprints এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালে আমরা শিখব:
00:10 সংশ্লিষ্ট ফুটপ্রিন্টের সাথে উপাদানগুলি ম্যাপ করা।
00:13 এই টিউটোরিয়ালের জন্য পূর্বে ইলেকট্রনিক সার্কিট সম্পর্কে মৌলিক জ্ঞান অবশ্যক।
00:18 ব্যবহারকারীর এটি জানা দরকার যে KiCad এ স্কিমেটিক সার্কিট কিভাবে ডিসাইন করে।
00:23 এবং ইলেকট্রিক রুল চেক এবং নেটলিস্ট জেনারেশন কিভাবে করে।
00:26 প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য, spoken-tutorial.org তে যান।
00:33 আমরা এই টিউটোরিয়ালের জন্য অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু 12.04 এর সাথে
00:37 KiCad 2011 হাইফেন 05 হাইফেন 25 ব্যবহার করছি।
00:47 KiCad শুরু করতে,
00:49 উবুন্টু ডেস্কটপ পর্দার উপরের বাম দিকের অংশে যান।
00:52 প্রথম আইকন যা হল Dash Home এটিতে টিপুন।
00:56 সার্চ ট্যাবে KiCad লিখুন এবং এন্টার টিপুন।
01:04 এটি KiCad মেন উইন্ডো খুলবে।
01:07 EEschema খুলতে, উপরের প্যানেলে যান, EEschema ট্যাবে টিপুন।
01:17 একটি ইনফো ডায়লগ বাক্স দেখায় যা বলে যে এটি স্কিমেটিক খুঁজতে পারে না।
01:21 OK তে টিপুন।
01:24 অস্ট্যাবল মাল্টিভাইব্রেটর যা আগে তৈরী করা হয়েছিল, আমি তার সার্কিট স্কিমেটিক ব্যবহার করব।
01:30 এটি করতে, আমি File মেনুতে যাবো, Open এ টিপব।
01:37 আমি এই উইন্ডো দৃশ্যমান এলাকায় আনবো।
01:44 সেই ফোল্ডার চয়ন করুন যেখানে ফাইল সংরক্ষণ করা হয়েছে।
01:50 এবং Open এ টিপুন।
01:55 এই সার্কিট স্কিমেটিক খুলবে।
01:57 আমি মাউসের স্ক্রোল বোতাম ব্যবহার করে জুম ইন করব।
02:02 আমরা ইতিমধ্যে এই সার্কিটের জন্য নেটলিস্ট তৈরী করেছি।
02:07 এখন আমরা উপাদানগুলি মাপ করার প্রক্রিয়া দেখি যা ফুটপ্রিন্টের সাথে স্কিমেটিকে প্রয়োগ হয়েছে।
02:14 ফুটপ্রিন্ট সেই উপাদানের বাস্তবিক লেআউট বা বিন্যাস যা প্রিন্টেড সার্কিট বোর্ডে স্থিত।
02:21 উপাদানের ম্যাপিং শুরু করতে,
02:24 EEschema উইন্ডোর উপরের প্যানেলে যান।
02:28 Run Cvpcb বোতামে টিপুন।
02:33 এটি Cvpcb উইন্ডো খুলবে।
02:37 এটি Component Library Error শীর্ষকের একটি ডায়লগ বাক্স ও খুলবে।
02:42 এটি বন্ধ করতে OK বোতামে টিপুন।
02:47 লক্ষ্য করুন যে এটি project1.net ফাইল খোলে। দয়া করে মনে করুন যে আমরা নেটলিস্ট জেনারেশন টিউটোরিয়ালে এই ফাইল তৈরী করেছি।
02:58 Cvpcb উইন্ডোকে দুটি প্যানেলে বিভক্ত করা হয়েছে।
03:03 বাম প্যানেলে প্রথম কলাম হল সিরিয়াল নম্বর বা ক্রমসংখ্যা।
03:07 দ্বিতীয় কলাম স্কিমেটিকে ব্যবহৃত উপাদানের সূচীর জন্য রেফারেন্স id দেখায়।
03:14 তৃতীয় কলাম সংশ্লিষ্ট উপাদানের মান দেখায়।
03:19 ডান প্যানেল উপলব্ধ ফুটপ্রিন্টের একটি সূচী দেয়।
03:25 এখন আমরা উপাদানগুলি তাদের সাথে যুক্ত ফুটপ্রিন্টের সাথে ম্যাপ করব।
03:30 আমরা Cvpcb উইন্ডোর ডান অংশে নির্বাচিত উপাদান অর্থাৎ C1 এর জন্য উপলব্ধ ফুটপ্রিন্টের সূচী দেখতে পারি।
03:41 এখন আমরা নির্বাচিত উপাদান থেকে সংশ্লিষ্ট ফুটপ্রিন্ট দেখবো।
03:45 Cvpcb উইন্ডোর উপরের প্যানেলে 'View selected footprint' এ টিপুন।
03:53 এটি ফুটপ্রিন্ট উইন্ডো খুলবে যা নির্বাচিত ফুটপ্রিন্টের ইমেজ প্রদর্শন করে।
04:02 আমরা আলাদা আলাদা ফুটপ্রিন্টে টিপে তাদের ইমেজ ও দেখতে পারি।
04:12 এখন আমি ফুটপ্রিন্ট উইন্ডোটি বন্ধ করব।
04:15 প্রথম উপাদান C1 এর জন্য, ডান প্যানেলে থেকে ফুটপ্রিন্ট C1 নির্বাচন করব।
04:22 প্রথমে উপাদানে C1 ফুটপ্রিন্ট নিযুক্ত করতে, ফুটপ্রিন্টে দুইবার টিপুন।
04:27 যেমনকি আপনি দেখতে পারেন, সূচীতে প্রথম উপাদানকে C1 ফুটপ্রিন্ট নির্ধারিত করা হয়েছে।
04:34 একইভাবে দ্বিতীয় উপাদান C2 এর জন্য ও আমরা ফুটপ্রিন্ট C1 এ দুইবার টিপে এটি নির্বাচন করব।
04:43 পরবর্তী উপাদান D1 এর জন্য আমরা LED হাইফেন 3MM নির্বাচন করি।
04:50 কানেক্টর P1 এর জন্য আমরা ডান প্যানেলে থেকে SIL হাইফেন 2 চয়ন করি।
05:02 আমি ডান প্যানেলে এটি নির্বাচন করতে নীচে স্ক্রোল করব।
05:09 R1 এর জন্য আমরা R3 চয়ন করি।
05:13 R2 এর জন্য আমরা R3 চয়ন করি।
05:17 R3 এর জন্য আমরা R3 চয়ন করি।
05:22 U1 অর্থাৎ LM555 এর জন্য আমরা DIP হাইফেন 8 আন্ডারস্কোর 300 আন্ডারস্কোর ELL নির্বাচন করি যা 8 পিন যুক্ত স্ট্যান্ডার্ড IC ফুটপ্রিন্ট।
05:38 এখন আমরা Cvpcb উইন্ডোর উপরের প্যানেলে Save netlist and footprint files বোতামে টিপে নেটলিস্ট সংরক্ষণ করব।
05:48 এটি Save Net and Component List উইন্ডো খুলবে।
05:54 ভালো দৃশ্যের জন্য আমি এই উইন্ডো মাপ বদলাবো।
06:00 এই ফাইলটি সংরক্ষণ করতে Save এ টিপুন। এটি ফাইলটি সংরক্ষণ করবে এবং স্বয়ংক্রিয়ভাবেই Cvpcb উইন্ডোটি বন্ধও করবে।
06:13 এখন ফুটপ্রিন্টের তথ্যের সাথে নেটলিস্ট আপডেট হয়ে গেছে।
06:18 এখানে উপাদানের ম্যাপিং করার প্রক্রিয়া পূর্ণ হয়ে গেছে।
06:21 EEschema উইন্ডোতে যান. এখন এই উইন্ডোটি বন্ধ করুন।
06:29 এছাড়াও KiCad মেন উইন্ডোটি বন্ধ করুন।
06:35 আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
06:38 এই টিউটোরিয়ালে আমরা শিখেছি,
06:40 Cvpcb উইন্ডো ব্যবহার করে সংশ্লিষ্ট ফুটপ্রিন্টের সাথে উপাদানগুলি ম্যাপ করা।
06:47 এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন।
06:51 এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
06:56 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
07:02 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল
07:04 কর্মশালার আয়োজন করে।
07:07 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
07:11 বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
07:19 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ।
07:23 এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।
07:29 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
07:32 spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
07:38 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।
07:41 অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, Satarupadutta