Jmol-Application/C2/Script-Console-and-Script-Commands/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 03:13, 20 November 2014 by Kaushik Datta (Talk | contribs)
Time | Narration |
00:01 | Jmol এ Script console এবং Script commands এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:08 | এই টিউটোরিয়ালে আমরা শিখব: |
00:11 | স্ক্রিপ্ট কমান্ড সম্পর্কে। |
00:13 | স্ক্রিপ্ট কনসোল ব্যবহার করা। |
00:16 | স্ক্রিপ্ট কমান্ড ব্যবহার করে মডেলের প্রদর্শন বদলানো। |
00:21 | প্যানেলের টেক্সটের লাইন প্রদর্শন করা। |
00:24 | টিউটোরিয়ালটি অনুসরণ করতে, |
00:26 | Jmol অ্যাপ্লিকেশনে |
00:27 | আণবিক মডেল তৈরী এবং সম্পাদন করতে জানতে হবে। |
00:32 | না হলে, নিম্নলিখিত লিঙ্ক থেকে প্রাসঙ্গিক টিউটোরিয়াল দেখুন। |
00:37 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে |
00:39 | উবুন্টু OS সংস্করণ 12.04, |
00:44 | Jmol সংস্করণ 12.2.2 |
00:47 | এবং জাভা সংস্করণ 7 ব্যবহার করছি। |
00:51 | Jmol প্যানেলের প্রদর্শনের পরিবর্তন |
00:55 | মেনু বারে বিকল্প বা |
00:57 | পপ আপ মেনুতে বিকল্প বা |
01:00 | স্ক্রিপ্ট কনসোলে কমান্ড লিখে করতে পারি। |
01:04 | আমরা আগের টিউটোরিয়াল মেনু বার এবং পপ আপ মেনু ব্যবহার করে প্রদর্শন পরিবর্তন সম্পর্কে শিখেছি। |
01:13 | এই টিউটোরিয়ালে আমরা স্ক্রিপ্ট কমান্ডের ব্যবহার সম্পর্কে শিখব। |
01:18 | কমান্ডের সেটকে Script command (স্ক্রিপ্ট কমান্ড) বলা হয়। |
01:22 | স্ক্রিপ্ট কমান্ড পর্দায় মডেলের প্রদর্শন নিয়ন্ত্রণ করে। |
01:27 | Jmol, Rasmol এর উপর ভিত্তি করে একটি কমান্ড ভাষা ব্যবহার করে। |
01:32 | এই ধরনের কমান্ড লেখাকে Scripting (স্ক্রিপ্টিং) বলে। |
01:36 | Jmol স্ক্রিপ্টিং ভাষার তথ্য এবং কমান্ডের তালিকা এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, http://chemapps.stolaf.edu/jmol/docs/ |
01:44 | এখন স্ক্রিপ্ট কমান্ডের ব্যবহার। |
01:47 | স্ক্রিপ্ট কমান্ড “Script console” উইন্ডোতে লেখা হয়েছে। |
01:53 | স্ক্রিপ্ট কনসোল হল Jmol এর কমান্ড লাইন ইন্টারফেস। |
01:58 | এটি মেনু বারে File এর নীচে এবং Console বিকল্পে উপলব্ধ। |
02:03 | পর্দায় এটি প্রোপেন মডেলের সাথে Jmol অ্যাপ্লিকেশন উইন্ডো। |
02:08 | এখন স্ক্রিপ্ট কনসোল সম্পর্কে শিখি। |
02:12 | একটি স্ক্রিপ্ট কনসোল উইন্ডো খুলতে, মেনু বারে File মেনুতে টিপুন। |
02:19 | ড্রপ ডাউনে, নীচে স্ক্রোল করে Console এ টিপুন। |
02:24 | Jmol script console উইন্ডো পর্দায় প্রর্দশিত হয়। |
02:29 | কনসোল উইন্ডোতে কমান্ড লিখতে টেক্সটের ক্ষেত্র রয়েছে। |
02:34 | উইন্ডোর নীচে, স্ক্রিপ্ট এডিটর উইন্ডো খুলতে একটি বোতাম রয়েছে। |
02:40 | অন্যান্য বোতাম যেমন Variables, Clear, History এবং State ও এই উইন্ডোতে উপস্থিত রয়েছে। |
02:49 | Help বোতামে টিপে উপলব্ধ স্ক্রিপ্ট কমান্ডের তালিকা প্রদর্শনের পৃষ্ঠা খুলুন। |
02:57 | OK বোতামে টিপে এই উইন্ডো বন্ধ করুন। |
03:01 | এখন কয়েকটি সহজ স্ক্রিপ্ট কমান্ড দেখি। |
03:05 | কমান্ডগুলি কিভাবে লেখে: |
03:08 | স্ক্রিপ্ট কনসোল উইন্ডোতে $ প্রম্পটের পর কমান্ড লিখুন। |
03:13 | স্ক্রিপ্ট কমান্ড Command (কমান্ড) শব্দের সাথে শুরু হয়। |
03:17 | স্পেস দ্বারা পৃথক করা প্যারামিটারের সেট ব্যবহার করে এগোন |
03:22 | এটি লাইনের সমাপ্তি চিহ্ন বা সেমিকোলন দ্বারা শেষ হয়। |
03:27 | কমান্ড লেখা শেষ না হওয়া পর্যন্ত এই কমান্ড লাল রঙে প্রদর্শিত হবে। |
03:33 | কমান্ড সক্রিয় করতে, কীবোর্ডে Enter কী টিপুন। |
03:37 | আমি কনসোল বড় করে KMag স্ক্রীন ম্যাগনিফায়ার ব্যবহার করছি। |
03:44 | এখন প্রোপেনের সকল কার্বন কমলা রঙে বদলাতে; কার্সার স্ক্রিপ্ট কনসোল উইন্ডোতে রাখুন। |
03:53 | ডলার প্রম্পটে লিখুন, select carbon সেমিকোলন color atoms orange |
04:05 | কীবোর্ডে Enter কী টিপুন। |
04:08 | এখন প্যানেলে প্রোপেন মডেলের সকল কার্বন কমলা রঙে রয়েছে। |
04:14 | এখন সকল বন্ধনের রঙ নীল এ বদলাতে, |
04:18 | ডলার প্রম্পটে লিখুন, |
04:20 | select all bonds সেমিকোলন color bonds blue |
04:26 | এখন Enter কী টিপুন। |
04:29 | প্রোপেন মডেলে সকল বন্ধন এখন নীল রঙে রয়েছে। |
04:35 | এরপর বন্ধনের আকার পরিবর্তন করি। |
04:39 | ডলার প্রম্পটে লিখুন wireframe 0.05 |
04:45 | দশমিক সংখ্যা angstroms এ বন্ধনের ব্যাসার্ধ উল্লেখ করতে ব্যবহৃত হয়। Enter টিপুন। |
04:53 | প্রোপেন মডেলে বন্ধনের আকারে পরিবর্তন লক্ষ্য করুন। |
04:58 | একইভাবে, বন্ধনের আকার বৃদ্ধি করতে, প্রম্পটে লিখুন wireframe 0.1 |
05:07 | আবার বন্ধনের আকারে পরিবর্তন লক্ষ্য করুন। |
05:12 | পরমাণুর আকার বদলাতে আমরা spacefill কমান্ডের পর দশমিক সংখ্যা ব্যবহার করব। |
05:20 | ডলার প্রম্পটে লিখুন spacefill 0.2 |
05:26 | দশমিক সংখ্যা অণুর ব্যাসার্ধ উল্লেখ করে। |
05:30 | এখন Enter টিপুন। |
05:33 | প্রোপেন অণুতে পরমাণুর আকার হ্রাস পাওয়া লক্ষ্য করুন। |
05:39 | একইভাবে, পরমাণুর আকার বৃদ্ধি করতে লিখুন: |
05:43 | spacefill 0.5 |
05:46 | Enter টিপুন। |
05:48 | আপনি পরিবর্তন লক্ষ্য করুন। |
05:51 | অথবা, আমরা cpk কমান্ড এর পর শতাংশ বা দশমিক সংখ্যা ও ব্যবহার করতে পারি। |
05:59 | শতাংশ পরমাণুর Van der Waals ব্যাসার্ধকে বোঝায়। |
06:04 | উদাহরণস্বরূপ, লিখুন cpk 20% . Enter টিপুন। |
06:11 | পরমাণু আকারে পরিবর্তন লক্ষ্য করুন। |
06:15 | Jmol প্যানেলে টেক্সটের লাইন প্রদর্শন করতে কমান্ড লেখা সম্ভব। |
06:22 | টেক্সটের কমান্ড লাইন 'set echo' দ্বারা শুরু হয়। |
06:27 | এটি পর্দায় টেক্সটের অবস্থান দ্বারা অনুসৃত হয়েছে। |
06:31 | আমরা প্যানেলের উপরের কেন্দ্রে 'Propane' হিসাবে অণুর নাম প্রদর্শন করব। |
06:39 | তাই লিখুন set echo top center সেমিকোলন echo Propane . Enter টিপুন। |
06:48 | আমরা প্যানেলের উপরের কেন্দ্রে 'Propane' টেক্সট দেখতে পারি। |
06:54 | প্যানেলে অন্যান্য টেক্সটের লাইনও দেখাতে পারি। |
06:58 | আমি প্যানেলের নীচের বাম কোণায় কিছু টেক্সট চাই। |
07:04 | ডলার প্রম্পটে লিখুন, |
07:06 | set echo bottom left সেমিকোলন echo This is a model of propane |
07:15 | Enter টিপুন। |
07:17 | প্যানেলের নীচের বাম কোণায় টেক্সট লাইন দেখতে পারেন। |
07:22 | আপনি প্রদর্শিত টেক্সটের রঙ, আকার এবং ফন্ট ও পরিবর্তন করতে পারেন। |
07:29 | আমি Arial Italic ফন্টে টেক্সট চাই। |
07:34 | ডলার প্রম্পটে লিখুন, font echo 20 Arial italic |
07:42 | Enter টিপুন। |
07:43 | এটি টেক্সটকে 'Arial Italic' ফন্টে রূপান্তর করে। |
07:48 | টেক্সটের রঙ বদলাতে, আমরা color echo এর পর কলরের নাম ব্যবহার করব। |
07:55 | তাই লিখুন color echo yellow এবং Enter টিপুন। |
08:01 | এখন ফন্টের রঙে পরিবর্তন লক্ষ্য করুন। |
08:05 | একইভাবে, আরো অনেক কমান্ড অন্বেষণ করে পরিবর্তন দেখতে পারেন। |
08:11 | সংক্ষেপে: |
08:13 | এই টিউটোরিয়ালে শিখেছি: |
08:15 | স্ক্রিপ্ট কমান্ড এবং |
08:17 | স্ক্রিপ্ট কনসোল সম্পর্কে। |
08:18 | এছাড়া |
08:19 | স্ক্রিপ্ট কমান্ড ব্যবহার করে মডেলের ডিসপ্লে বৈশিষ্ট্য পরিবর্তন করা এবং |
08:24 | প্যানেলের টেক্সটের লাইন প্রদর্শন করাও শিখেছি। |
08:28 | এখন |
08:30 | 3-methyl-pentane এর মডেল তৈরি করুন। |
08:33 | কমান্ড ব্যবহার করে এগুলি করুন: |
08:36 | সকল হাইড্রোজেনের রঙ "নীল" এ বদলান। |
08:40 | সকল বন্ধনের রঙ "লাল" এ বদলান। |
08:43 | এবং অণু "spin" এ সেট করুন। |
08:46 | এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন, http://spoken-tutorial.org/What_is_a_Spoken_ Tutorial |
08:49 | এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। |
08:52 | ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। |
08:57 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল |
08:59 | কর্মশালার আয়োজন করে। |
09:02 | অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। |
09:06 | বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। |
09:13 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ। |
09:17 | এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। |
09:24 | এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, http://spoken-tutorial.org/NMEICT-Intro |
09:30 | আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ। |