GChemPaint/C2/Formation-of-Bonds/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 14:19, 21 August 2014 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:00 নমস্কার।
00:02 GChemPaint এ Formation of bonds এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালে আমরা শিখব,
00:10 বিদ্যমান বন্ডে বন্ড যোগ করা।
00:13 বন্ড ওরিয়েন্ট করা।
00:15 স্টিরিও রাসায়নিক বন্ড যুক্ত করা।
00:18 ইন্ভার্স ওয়েজ হ্যাশ যোগ করা।
00:21 এখানে আমি উবুন্টু লিনাক্স OS সংস্করণ 12.04
00:27 GChemPaint সংস্করণ 0.12.10 ব্যবহার করছি।
00:33 টিউটোরিয়ালটি অনুসরণ করতে
00:37 GChemPaint কেমিকাল স্ট্রাকচার এডিটর সম্পর্কে জানতে হবে।
00:40 না হলে, প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন।
00:46 আমি ইথেনের গঠনের সাথে একটি নতুন GChemPaint এপ্লিকেশন খুলেছি।
00:51 এখন সম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অসম্পৃক্ত হাইড্রোকার্বনে রূপান্তর করা দেখি।
00:58 ইথেনের গঠন কপি করে তা প্রদর্শিত এলাকায় দুইবার পেস্ট করুন।
01:05 Select one or more objects টুলে টিপুন।
01:08 এটি নির্বাচন করতে ইথেনের গঠনে টিপুন।
01:11 গঠন কপি করতে CTRL +C টিপুন
01:14 এবং গঠন পেস্ট করতে CTRL + V টিপুন।
01:19 দুটি গঠন একে অপরের উপর রয়েছে।
01:23 দ্বিতীয় গঠনটি সরিয়ে আনি।
01:27 গঠনের উপর কার্সার রেখে এটি মাউস দিয়ে টেনে আনুন।
01:33 গঠনে কার্বন পরমাণুর মধ্যে সিঙ্গল বন্ড লক্ষ্য করুন।
01:40 প্রথমে সিঙ্গল বন্ডকে ডাবল বন্ডে পরিবর্তন করি।
01:44 Add a bond or change the multiplicity of an existing on টুলে টিপুন।
01:51 গঠিত দ্বিতীয় ইথেনর বিদ্যমান বন্ডে টিপুন।
01:55 লক্ষ্য করুন যে সিঙ্গল বন্ড ডবল বন্ডে পরিবর্তিত হয়েছে।
02:00 হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 6 থেকে কমে 4 হয়েছে।
02:06 প্রাপ্ত গঠনটি হল ইথিন (Ethene)
02:09 এরপর সিঙ্গল বন্ডকে ট্রিপল বন্ডে রুপান্তরিত করি।
02:14 গঠিত তৃতীয় ইথেনের বিদ্যমান বন্ডে দুইবার টিপুন।
02:20 লক্ষ্য করুন যে সিঙ্গল বন্ড ট্রিপল বন্ডে পরিবর্তিত হয়েছে।
02:25 হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 6 থেকে কমে 2 হয়েছে।
02:30 প্রাপ্ত গঠনটি হল ইথাইন (Ethyne)
02:34 এখন গঠনগুলির নাম লিখুন।
02:37 Add or modify a text টুলে টিপুন।
02:41 গঠনের নীচে টিপুন।
02:43 গঠনের নাম দিন ইথেন (Ethane) , ইথিন (Ethene) এবং ইথাইন (Ethyne)
02:53 এরপর, টেট্রাহাইড্রাল জ্যামিতি সম্পর্কে শিখি।
02:57 এখন গঠনটি সরিয়ে আনি।
03:00 CTRL+A টিপে সকল অবজেক্ট নির্বাচন করুন।
03:03 Select one or more objects টুলে টিপে গঠনটি টেনে আনুন।
03:10 এটি হল টেট্রাহাইড্রাল মিথেনের গঠনের স্লাইড।
03:14 সকল বন্ডের দৈর্ঘ্য 1.09 আর্মস্ট্রং এর সমান।
03:19 টেট্রাহাইড্রাল মিথেনের গঠনে, সকল বন্ডের কোণ 109.5 ডিগ্রী হয়।
03:31 এখন টেট্রাহাইড্রাল ইথেনের গঠন আঁকি।
03:35 Add a bond or change the multiplicity of an existing one টুলে টিপুন।
03:41 প্রদর্শিত এলাকায় টিপুন।
03:43 অনুভূমিক ভাবে বন্ড রাখুন।
03:47 প্রতিটি বন্ডের প্রান্তে তিনটি বন্ড আঁকুন।
03:51 টেট্রাহাইড্রাল জ্যামিতি গঠন করতে বন্ড আঁকুন।
03:55 প্রতিটি প্রান্তে টিপুন। তারপর বিভিন্ন দিকে তিনটি বন্ড আঁকুন।
04:02 একইভাবে অন্যান্য প্রান্তে আঁকি।
04:07 প্রতিটি প্রান্তে হাইড্রোজেন পরমাণু যোগ করি।
04:10 প্রান্তে হাইড্রোজেন পরমাণু জুড়তে বড় হাতের H টিপুন।
04:16 একটি সাবমেনু যাতে আমরা H নির্বাচন করব।
04:21 লক্ষ্য করুন যে H পরমাণু টুল বাক্সে দেখায়।
04:26 CAdd or modify an atom টুলে টিপুন।
04:29 হাইড্রোজেন পরমাণু জুড়তে সকল প্রান্তে টিপুন।
04:37 এখন ইথেনের গঠনে স্টিরিও রাসায়নিক বন্ড যোগ করি।
04:42 স্টিরিও রাসায়নিক বন্ড নিম্ন টুল বাক্সে উপলব্ধ,
04:46 Add a wedge bond,
04:48 Add a hash bond,
04:50 Add a squiggle bond
04:53 এবং Add a fore bond.
04:55 এখন Add a wedge bond ব্যবহার করে ইথেনকে স্টিরিও রাসায়নিক গঠনে বদলান।
05:03 Add a wedge bond এ টিপুন।
05:05 তারপর সকল বন্ডে টিপুন।
05:10 পরিবর্তন লক্ষ্য করুন।
05:13 Add a hash bond এ টিপুন
05:15 এবং তারপর প্রদর্শিত এলাকায় টিপুন।
05:19 আমি ইনভার্ট ওয়েজ হ্যাশ সম্পর্কে ব্যাখ্যা করব।
05:25 Edit মেনুতে যান এবং Preferences এ টিপুন।
05:31 GChemPaint Preferences উইন্ডো প্রর্দশিত হয়।
05:34 Invert wedge hashes চেক বাক্সে টিপুন।
05:38 এটি করলে, ওয়েজ হ্যাশ বন্ড স্বাভাবিক নিয়ম অনুসরণ করবে।
05:43 বন্ডের শুরুতে এটি সরু হয় এবং অপর প্রান্তে বিস্তৃত হয়।
05:50 এই সঠিকভাবে বন্ড দেখতে সাহায্য করে।
05:55 GChemPaint এ ডিফল্ট নিয়ম হল বিপরীত, কারণ এটি পরিপ্রেক্ষিত নিয়মের সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ।
06:05 Hash বন্ডে পরিবর্তন লক্ষ্য করুন।
06:09 Close বোতামে টিপে উইন্ডো বন্ধ করুন।
06:13 ইথেনের গঠনে বন্ডকে Add a hash bond এ পরিবর্তন করুন।
06:18 Add a hash bond এ টিপুন।
06:21 সকল বন্ডে টিপুন।
06:27 এখন ফাইলটি সংরক্ষণ করুন।
06:30 টুলবারে Save the current file আইকনে টিপুন।
06:34 Save as ডায়লগ বাক্স প্রর্দশিত হয়।
06:37 ফাইলের নাম হিসাবে Formation of bond লিখুন।
06:41 Save বোতামে টিপুন।
06:44 সংক্ষেপে,
06:46 এই টিউটোরিয়ালে শিখেছি,
06:49 বিদ্যমান বন্ডে বন্ড যোগ করা।
06:52 বন্ড ওরিয়েন্ট করা।
06:54 স্টিরিও রাসায়নিক বন্ড যুক্ত করা।
06:56 এবং ইনভার্ট ওয়েজ হ্যাশ যোগ করা।
07:00 নির্দেশিত কাজ হল:
07:01 প্রোপেনকে প্রোপাইনে রূপান্তর করা।
07:04 প্রোপেন এবং বিউটেনের গঠন আঁকা।
07:07 স্টিরিও রাসায়নিক বন্ড প্রদর্শন করা।
07:11 আপনার করা নির্দেশিত কাজ এরকম হওয়া উচিত।
07:16 এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন, http://spoken-tutorial.org /What_a_Spoken_Tutorial
07:19 এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
07:23 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
07:28 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে।
07:33 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
07:36 বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
07:42 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ।
07:47 এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।
07:54 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, http://spoken-tutorial.org/NMEICT-Intro
08:00 আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।
08:02 ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta