Tux-Typing/S1/Learn-advanced-typing/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 09:41, 22 April 2014 by Kaushik Datta (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00.00 Tux Typing (টক্স টাইপিং) এর পরিচিতির এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00.05 এই টিউটোরিয়ালে আপনি শিখবেন:
00.08 বাক্যাংশ লেখা,

নিজস্ব শব্দের তালিকা বানানো এবং

00.12 টাইপিং এর জন্য ভাষার স্থাপনা সম্পর্কে তথ্য জানা।
00.17 এখানে, Tux Typing 1.8.0 ব্যবহার করছি যা উবুন্টু লিনাক্স 11.10 তে উপলব্ধ।
00.26 Tux Typing খুলুন।
00.28 Dash Home এ টিপুন।
00.31 Search (সার্চ) বাক্সে, Tux Typing লিখুন।
00.36 Tux Typing আইকনে টিপুন।
00.38 Main (মুখ্য) মেনু থেকে, Options এ টিপুন।
00.42 Options (অপশন্স) মেনু প্রদর্শিত হয়। এখন বাক্যাংশ লেখা অনুশীলন করি।
00.47 Phrase Typing এ টিপুন।
00.49 টিচার্স লাইনে প্রদর্শিত হওয়া বাক্য লিখুন।
00.53 এই ক্ষেত্রে এটি হল “The quick brown fox jumps over the lazy dog”.
01.06 এখন আমাদের পরবর্তী বাক্য লিখতে হবে। করা উচিত নয়?
01.10 Enter(এন্টার) টিপুন। পরের বাক্য প্রদর্শিত হয়।
01.14 এখন আমাদের বাক্য লেখা শিখতে হবে।
01.17 আপনি বিভিন্ন বাক্যের সাথে অনুশীলন করতে পারেন।
01.21 আপনি আগের মেনুতে ফেরৎ যেতে Esc টিপুন।
01.26 Options (অপশন্স) মেনু প্রদর্শিত হয়।
01.29 এখন আমাদের নতুন শব্দ এবং বাক্য যোগ করা শিখতে হবে।
01.34 Edit Word Lists এ টিপুন।
01.37 Word List Editor উইন্ডো প্রদর্শিত হয়।
01.40 আমরা নতুন শব্দ লিখতে পারি?
01.42 Word List Editor উইন্ডোতে, NEW তে টিপুন।
01.46 Create a New Wordlist উইন্ডো প্রদর্শিত হয়।
01.49 Create a New Wordlist উইন্ডোতে, Learn to Type লিখুন। OK টিপুন।
02.01 Word List Editor উইন্ডো প্রদর্শিত হয়।
02.04 Remove এ টিপে আমরা লিখিত শব্দ বা বাক্য মুছতে পারি।
02.10 DONE এ টিপে শব্দ বা বাক্য সংরক্ষণ করে অভ্যন্তরীণ মেনুতে যান।
02.17 Options (অপশন্স) মেনু প্রদর্শিত হয়।
02.20 অভ্যন্তরীণ মেনু থেকে Setup language বিকল্পে টিপে ভাষা স্থাপিত করতে পারেন।
02.26 আপনার নির্বাচিত ভাষায় টক্স টাইপিং ইন্টারফেস এবং পাঠ প্রদর্শিত হবে।
02.32 তবে, বর্তমানে টক্স টাইপিং অন্যান্য ভাষায় পাঠ সমর্থন করে না।
02.38 একটি খেলা খেলি।
02.40 Main menu (মেনু) তে টিপুন।
02.44 Fish Cascade (ফিস ক্যাসকেড) বোতামে টিপুন।
02.47 Game menu (গেম মেনু) প্রদর্শিত হয়।
02.50 খেলা শুরু করার পূর্বে, নির্দেশাবলী সম্পর্কে পড়ুন। Instructions এ টিপুন।
02.57 খেলা খেলতে নির্দেশাবলী পড়ুন।
03.03 অবিরত রাখতে, space bar টিপুন।
03.07 টাইপিং অনুশীলনের জন্য সহজ খেলা নির্বাচন করুন। Easy তে টিপুন।
03.13 বিভিন্ন বিকল্প দ্বারা গঠিত উইন্ডো প্রদর্শিত হয়।
03.18 বিভিন্ন বিকল্প হল রঙ, ফল, গাছ ইত্যাদির নাম। Colors এ টিপুন।
03.26 আকাশ থেকে পতিত মাছ। প্রতিটি মাছে একটি অক্ষর ও রয়েছে।
03.32 আপনি শব্দ সঠিকভাবে লিখলে, শব্দ লালে বদলায় এবং অদৃশ্য হয়ে যায়।
03.38 মাছ যেই পরে, পেঙ্গুইন তা খেতে দৌড়োয়।
03.42 একটি অক্ষর লিখুন, যা পতিত মাছের অংশ নয়। কি হয়?
03.47 অক্ষর সাদাই থাকে যা নির্দেশ দেয় যে তা সঠিকভাবে লিখতে হবে।
03.52 ইচ্ছেমত খেলা চালিয়ে যেতে পারেন।
03.55 Games (গেম্স) মেনুতে ফেরৎ যেতে Escape বোতাম দুবার টিপুন।
04.00 নির্দেশিত কাজ।
04.02 কঠিনতার স্তর মিডিয়াম বা হার্ড এ বদলান এবং খেলুন।
04.09 আমরা Tux Typing টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
04.14 এই টিউটোরিয়ালে আমরা বাক্যাংশ লেখা, নিজস্ব শব্দ যোগ করা এবং খেলা শিখেছি।
04.21 এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন, http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial
04.24 এটি প্রকল্পকে সংক্ষেপে বিবরণ করে।
04.27 ভালো ব্যান্ডউইডথ না থাকলে. আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন।
04.32 প্রকল্প দল
04.34 টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে।
04.36 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র (সার্টিফিকেট) দেওয়া হয়।
04.41 আরো জানতে, contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
04.47 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প talk to a teacher প্রকল্পের অংশবিশেষ।
04.52 এটি ভারত সরকারের ICT, MHRD এর রাষ্ট্রীয় সাক্ষরতা মিশন দ্বারা সমর্থিত।
04.59 এই সম্বন্ধে আরও তথ্য এই লিঙ্কে উপলব্ধ spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
05.11 আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।

Contributors and Content Editors

Kaushik Datta, PoojaMoolya