KTurtle/C3/Question-Glues/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 11:50, 25 March 2014 by Kaushik Datta (Talk | contribs)

Jump to: navigation, search
Visual Cue Narration
00.01 নমস্কার, KTurtleQuestion Glues এর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00.08 এই টিউটোরিয়ালে, আমরা নিম্নলিখিত question glues (কোস্বেন গ্লুস) and, not শিখব।
00.16 এই টিউটোরিয়ালটি রেকর্ড করতে, আমি উবুন্টু লিনাক্স OS সংস্করণ 12.04, KTurtle সংস্করণ 0.8.1 বিটা ব্যবহার করছি।
00.29 আমরা ধরে নেই, যে আপনার KTurtle সম্পর্কে এবং KTurtle“if-else” স্টেটমেন্ট সম্পর্কে মৌলিক জ্ঞান রয়েছে।
00.39 না হলে, প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য, আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন http://spoken-tutorial.org
00.46 এগোনোর আগে, আমি question glue শব্দ সম্পর্কে ব্যাখ্যা করি।
00.51 Question glue শব্দ, আমাদের ছোট কোস্বেনকে বড় কোস্বেনে গ্লু করতে সক্রিয় করে তোলে।
01.00 “and”, “or” এবং “not” কয়েকটি গ্লু শব্দ। গ্লু শব্দ if-else কন্ডিশনের সাথে একসঙ্গে ব্যবহার করা হয়।
01.11 একটি নতুন KTurtle এপ্লিকেশন খুলুন।
01.15 Dash home এ টিপুন।
01.18 সার্চ বারে, KTurtle লিখুন।
01.22 এবং option এ টিপুন।
01.24 এখন গ্লু শব্দ and এর সাথে টিউটোরিয়াল শুরু করি।
01.28 আমরা কাছে ইতিমধ্যে text editor এ একটি প্রোগ্রাম রয়েছে।
01.33 আমি text এডিটর থেকে প্রোগ্রাম কপি করে KTurtle এডিটরে পেস্ট করব।
01.40 এখানে টিউটোরিয়াল থামান এবং KTurtle editor এ প্রোগ্রাম লিখুন।
01.46 প্রোগ্রাম লেখার পর টিউটোরিয়াল পুনঃ আরম্ভ করুন।
01.50 আমি প্রোগ্রাম টেক্সটে জুম করি।
01.52 এটি সম্ভবত একটু ঝাপসা হতে পারে।
01.56 এখন কোড দেখি।
01.59 reset কমান্ড Turtle কে ডিফল্ট স্থানে সেট করে।
02.04 keyword message এর পর প্রোগ্রামে ম্যাসেজ ডাবল উদ্ধৃতি চিনহে দেওয়া হয়।
02.10 “message” কমান্ড “string” কে ইনপুট হিসাবে নেয়।
02.14 এটি string থেকে টেক্সট সম্মিলিত করে একটি পপ আপ ডায়লগ বাক্স প্রদর্শন করে এবং non null strings এর জন্য একটি বিপ করে।
02.24 $a, $b এবং $c হল ভ্যারিয়েবল যা ইউসার ইনপুট সংরক্ষণ করে।
02.30 “ask” কমান্ড ভ্যারিয়েবলে সংরক্ষিত হওয়া ইউসার ইনপুটের জন্য প্রম্পট করে।
02.36 if(($a+$b>$c) এবং ($b+$c>$a) এবং ($c+$a>$b), “if” কন্ডিশন যাচাই করে।
02.49 যখন দুটি গ্লু কোস্বেন “and” এর সাথে true হয়, ফলাফল true হয়।
02.55 'if(($a !=$b) এবং ($b != $c) এবং ($c != $a)) , if কন্ডিশন যাচাই করে।
03.05 যখন 'if' কন্ডিশন true এর উপর হয়, কন্ট্রোল nested if ব্লকে স্থানান্তরিত হয়।
03.12 এটি যাচাই করে যদি ত্রিভুজের দিক অসমান হয়।
03.17 fontsize 18, print কমান্ড দ্বারা ব্যবহৃত ফন্টের আকার সেট করে।
03.22 go 10,100, Turtle কে ক্যানভাসের বাম থেকে 10 pixels এবং উপর থেকে 100 pixels এগোনোর অনুমতি দেয়।
03.35 print কমান্ড if কন্ডিশন যাচাইয়ের পর string প্রদর্শন করে।
03.41 else কমান্ড else কন্ডিশন যাচাই করে, যখন if কন্ডিশন ব্লকে false হয়।
03.48 print কমান্ড else কন্ডিশন যাচাইয়ের পর string প্রদর্শন করে।
03.54 else কমান্ড অন্তিম কন্ডিশন যাচাই করে।
03.57 এখানে শুধুমাত্র else যাচাই করা হয়, যখন উপরোক্ত কন্ডিশন false হয়।
04.03 print কমান্ড else কন্ডিশন যাচাইয়ের পর string প্রদর্শন করে। আমি সকল কন্ডিশন যাচাইয়ের জন্য কোড রান করব।
04.12 প্রোগ্রাম রান করতে “Run” বোতামে টিপুন।
04.15 একটি ম্যাসেজ ডায়লগ বাক্স পপ আপ হয়। এখন OK টিপুন।
04.20 AB এর দৈর্ঘ্যের জন্য 5 লিখুন এবং OK টিপুন।
04.25 BC এর জন্য 8 লিখুন এবং OK টিপুন।
04.29 AC এর জন্য 9 লিখুন এবং OK টিপুন।
04.33 “A scalene triangle” ক্যানভাসে প্রদর্শিত হয়।
04.37 আবার রান করুন।
04.40 একটি ম্যাসেজ ডায়লগ বাক্স পপ আপ হয়। OK টিপুন।
04.44 এখন 'AB' এর দৈর্ঘ্যের জন্য 5 লিখুন এবং OK টিপুন, 'BC' এর দৈর্ঘ্যের জন্য 6 লিখুন এবং OK টিপুন, 'AC' এর দৈর্ঘ্যের জন্য 6 লিখুন এবং OK টিপুন।
04.58 “Not a scalene triangle” ক্যানভাসে প্রদর্শিত হয়।
05.02 ডিফল্ট কন্ডিশন যাচাই করতে, আবার রান করুন।
05.06 একটি ম্যাসেজ ডায়লগ বাক্স পপ আপ হয়। OK টিপুন।
05.11 AB এর দৈর্ঘ্যের জন্য 1 লিখুন এবং OK টিপুন।
05.16 BC এর জন্য 1 লিখুন এবং OK টিপুন।
05.20 AC এর জন্য 2 লিখুন এবং OK টিপুন।
05.24 "Does not satisfy triangle's inequality" ক্যানভাসে প্রদর্শিত হয়।
05.30 এখন এই প্রোগ্রাম মুছে ফেলি। আমি clear কমান্ড লিখি এবং ক্যানভাস পরিষ্কার করতে clear কমান্ড রান করি।
05.40 এরপর 'not' কন্ডিশনের সাথে কাজ করি।
05.43 এখন text editor থেকে প্রোগ্রাম কপি করে KTurtle editor এ পেস্ট করি।
05.51 এখানে টিউটোরিয়াল থামান এবং KTurtle editor এ প্রোগ্রাম লিখুন।
05.56 প্রোগ্রাম লেখার পর টিউটোরিয়াল পুনঃ আরম্ভ করুন।
06.01 আমি প্রোগ্রাম টেক্সটে জুম করি এবং প্রোগ্রাম ব্যাখ্যা করি।
06.05 reset কমান্ড “Turtle” কে তার ডিফল্ট স্থানে সেট করে।
06.09 $a, $b এবং $c হল ভ্যারিয়েবল যা ইউসার ইনপুট সংরক্ষণ করে।
06.15 if not (($a==$b) এবং ($b==$c) এবং ($c==$a)) , if not কন্ডিশন যাচাই করে।
06.27 not হল একটি বিশেষ কোস্বেন গ্লু শব্দ। এটি এর অপেরেন্ডের লজিক্যাল স্টেট উল্টো করে।
06.36 উদাহরণস্বরূপ: যদি প্রদত্ত কন্ডিশন true হয়, not false হবে।
06.42 এবং যখন কন্ডিশন false হয়, আউটপুট true হবে।
06.48 print কমান্ড if not কন্ডিশন যাচাইয়ের পর string প্রদর্শন করে।
06.55 if কন্ডিশন false হলে, else কমান্ড নিষ্পাদিত হয়।
07.01 print কমান্ড else কন্ডিশন যাচাইয়ের পর string প্রদর্শন করে।
07.07 go 100,100, Turtle কে ক্যানভাসের বাম থেকে 100 pixels এবং ক্যানভাসের উপর থেকে 100 pixels স্থানান্তরিত করে।
07.20 repeat 3{turnright 120 forward 100} ক্যানভাসে একটি সমবাহু ত্রিভুজ তৈরীর জন্য turtle কে অনুমতি দেয়।
07.32 সকল কন্ডিশন যাচাই করার জন্য আমি প্রোগ্রাম রান করি।
07.36 কোড রান করার জন্য F5 কী টিপুন।
07.40 AB এর দৈর্ঘ্যের জন্য 6 লিখুন এবং OK টিপুন।
07.45 BC এর দৈর্ঘ্যের জন্য 5 লিখুন এবং OK টিপুন।
07.48 AC এর দৈর্ঘ্যের জন্য 7 লিখুন এবং OK টিপুন।
07.54 “Triangle is not equilateral” ক্যানভাসে প্রদর্শিত হয়।
07.58 আবার রান করুন। AB এর দৈর্ঘ্যের জন্য 5 লিখুন এবং OK টিপুন।
08.05 BC এর দৈর্ঘ্যের জন্য 5 লিখুন এবং OK টিপুন।
08.09 AC এর দৈর্ঘ্যের জন্য 5 লিখুন এবং OK টিপুন।
08.13 “Triangle is equilateral” ক্যানভাসে প্রদর্শিত হয়। একটি সমবাহু ত্রিভুজ ক্যানভাসে তৈরী হয়েছে।
08.21 এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
08.25 সংক্ষিপ্তকরণ করি।
08.28 এই টিউটোরিয়ালে আমরা কোস্বেন গ্লু and, not সম্পর্কে শিখেছি।
08.35 নির্দেশিত কাজ হিসাবে, আমি চাই যে নির্ধারিত করতে প্রোগ্রাম লিখুন,
08.40 কোস্বেন গ্লু “or” ব্যবহার করে সমকোণী ত্রিভুজের জন্য কোণের অবধারণা।
08.48 if or কন্ডিশনের গঠন।
08.51 if বন্ধনীতে condition or বন্ধনীতে condition or বন্ধনীতে condition.
08.59 কোঁকড়া বন্ধনীতে do something.
09.02 else কোঁকড়া বন্ধনীতে do something.
09.06 এই লিঙ্কে উপলব্ধ ভিডিও-টি দেখুন http://spoken-tutorial.org/What is a Spoken Tutorial
09.10 এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
09.13 যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে, তাহলে আপনি ভিডিও-টি ডাউনলোড করে দেখতে পারেন।
09.18 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল,
09.20 কথ্য টিউটোরিয়াল-গুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে।
09.23 যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র দেয়।
09.27 এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
09.34 স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ,
09.38 এটি ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত।
09.44 এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
09.49 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, Pratik kamble