LaTeX/C3/Feedback-diagram-with-Maths/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 12:23, 16 May 2018 by Nancyvarkey (Talk | contribs)
Time | Narration |
---|---|
0:00 | গণিতকে Xfig-এ স্থাপন করার পদ্ধতির উপর কথ্য টিউটোরিয়াল-এ আপনাদের স্বাগত জানাই । |
0:05 | এই টিউটোরিয়াল-এ, এই চিত্র কিভাবে তৈরি করা হয় তার ব্যাখ্যা করব । |
0:11 | দ্বিতীয় ব্লকের মধ্যে গাণিতিক রাশিটিকে দেখুন । |
0:16 | এই টিউটোরিয়াল শেখার পর আপনি যে কোন গাণিতিক রাশিকে স্থাপিত করতে পারেন । |
0:23 | "Feedback diagram through Xfig" অনুযায়ী, এই টিউটোরিয়াল-এ তৈরি করা চিত্র থেকে শুরু করে আমরা পূর্ববর্তী স্লাইড-এ থাকা চিত্রটিও নির্মাণ করব । |
0:36 | আপনাদের "Feedback diagram through Xfig" টিউটোরিয়ালটিকে বর্তমান টিউটোরিয়াল-এর পূর্বে শিখতে হবে । |
0:42 | আমাদের এখন এই টিউটোরিয়াল শেখানোর জন্যে কি উপাদান-এর প্রয়োজন তা ব্যাখ্যা করি । |
0:48 | আমি Xfig, সংস্করণ ৩.২, প্যাচ স্তর ৫ ব্যবহার করছি । |
0:52 | আমাদের LaTeX, এবং এর সম্বন্ধে সব তথ্য জানার প্রয়োজন। |
0:56 | আমাদের ইমেজ ক্রপ অথবা কাটার জন্যে সফ্টওয়্যার প্রয়োজন । |
1:01 | pdfcrop Linux এবং Mac OS X এর উপর কাজ করে । আমরা এটি এই টিউটোরিয়াল-এ শিখব । |
1:09 | Briss উইন্ডোতে কাজ করে, কিন্তু এটি এই টিউটোরিয়াল-এ বলা হয়নি । |
1:15 | আসুন Xfig-এ যাওয়া যাক । |
1:19 | আমরা আগে ফাইল নির্বাচন করব তারপর খুলবো । |
1:26 | যদি আমরা তালিকা স্ক্রল করি, তাহলে "Feedback Diagrams through Xfig" এই টিউটোরিয়াল-এ থাকা "feedback.fig", ফাইলটি দেখব । চলুন এবার এটি ক্লিক করি । |
1:42 | আমরা বাক্সের ভিতরে থাকা চিত্রটি দেখতে পাবো । |
1:45 | আসুন এটা খুলি । |
1:53 | এটি ভিতরে নিয়ে আসি । |
2:01 | এবং জুম করি বা বড় করে দেখি । |
2:05 | "ফাইল" -এ থাকা "Save As” বিকল্পটি ব্যবহার করে আমরা মেথ্স নামে এই চিত্রটি সেভ করব । |
2:20 | আসুন এটা সেভ করি । |
2:24 | বর্তমানে আমাদের কাছে maths.fig ফাইল আছে । |
2:27 | এডিটকে নির্বাচন করে প্লান্ট লেখা ক্লিক করুন । |
2:34 | মাউসকে এদিকে এনে একে ডিলিট করি এবং লিখি ।
$G(z) = \frac z{z-1}$ |
2:50 | নিশ্চিত করুন লেখার সময় মাউস যেন বাক্সের মধ্যে থাকে । |
2:56 | ফ্লেগ-এর ডিফল্ট মান "নরমাল" থেকে "Special"-এ পরিবর্তন করব । |
3:01 | "done"-এ টিপব । |
3:07 | লেখাটি লম্বা হবার দরুন, এটি অন্যান্য লেখার সঙ্গে সমাপতিত হয় । |
3:12 | আসুন লেখাকে বাক্সের বাইরে এনে তার ওপর কাজ শুরু করি । |
3:23 | আমি এখানে টিপব । |
3:26 | আমরা গ্রিড মোড নির্বাচন করব । |
3:31 | একবার আমাদের ইচ্হেমত পরিবর্তনের পর, আমরা লেখাকে বাক্সের ভিতরে রাখতে পারি । |
3:39 | আসুন ফাইলটি সেভ করি । |
3:44 | Combined পিডিএফ এবং Latex ফাইল দিয়ে একে এক্সপোর্ট করি । |
3:51 | ফাইল, এক্সপোর্ট, Combined পিডিএফ এবং LaTeX সংযুক্ত । এবার এক্সপোর্ট করা যাক । |
4:03 | আমি একটি ত্রুটির বার্তা পেয়েছি, কিন্তু এই নিয়ে চিন্তার ব্যাপার নেই । |
4:11 | টার্মিনালে যাওয়া যাক । |
4:13 | "ls-lrt" লিখুন । |
4:21 | আমরা ফাইলের একটি তালিকা পাবো, যেখানে সবথেকে নতুন বানানো ফাইলটি শেষে দেখানো হবে । |
4:26 | গত দুই ফাইলগুলি হল maths.pdf_t এবং maths.pdf |
4:33 | "Open maths.pdf" এই কমান্ড চালাই । |
4:42 | একে ভিতরে আনি। |
4:45 | আমরা গাণিতিক রাশি ছাড়া ব্লক ডায়াগ্রাম দেখতে পাবো । |
4:50 | এটি বন্ধ করা যাক । |
4:52 | Emacs এডিটর যা ইতিমধ্যে খোলা আছে এতে আমরা maths.pdf_t ফাইল দেখতে পাবো । |
5:01 | এটা এখানে আছে । আমরা এটা খুলি । |
5:14 | অনুগ্রহ করে লক্ষ্য করুন আপনি Emacs-এর ব্যবহার নাও করতে পারেন । |
5:17 | যে এডিটর নিয়ে আপনি আরামে কাজ করতে পারবেন তার ব্যবহার করুন । |
5:22 | আমরা দেখতে পারি “পিকচার” পরিবেশ-এর ব্যবহার হয়েছে । |
5:26 | এখানে "ইনক্লুডগ্রাফিক্স " এবং "কলর" প্যাকেজ-এর ব্যবহার করা হয়েছে- এই প্রয়োজনীয়তার ব্যাপারে আমাদের LaTeX কে জানাতে হবে । |
5:41 | এখন math-bp.tex ফাইল খোলা যাক, যা আমি ইতিমধ্যে এই টিউটোরিয়ালের জন্য তৈরি করে রেখেছি । |
5:59 | আমি আর্টিকল ক্লাস ব্যবহার করেছি । |
6:02 | আমি কলর এবং graphicx প্যাকেজ ব্যবহার করেছি কারণ এর ব্যবহার pdf_t ফাইল-এ করা হয়েছে, যা আমরা আগেই দেখেছি । |
6:15 | আমার empty পেজস্টাইল চাই কারণ আমরা পৃষ্ঠা সংখ্যা চাই না । |
6:20 | অবশেষে, আমাকে maths.pdf_t ফাইলটি অন্তর্ভুক্ত করতে হবে । |
6: 27 | আসুন টার্মিনালে "pdflatex maths-bp" কমান্ডকে চালাই । |
6:42 | maths-bp.pdf নির্মিত হয়ে গেছে এমন বার্তা আমরা পাচ্ছি । |
6:48 | "open maths-bp.pdf" কমান্ড-এর ব্যবহার করে এটি খোলা যাক । |
6:58 | আমাদের কাছে এখন ফাইল উপস্থিত আছে । এটা জুম করা বা বড় করে দেখা যাক । |
7:07 | এখন আমরা জানি যে গাণিতিক রাশি কাজ করছে, আসুন লেখাকে বাক্সের ভিতরে নিয়ে যাই । |
7:30 | একে সেভ করে এক্সপোর্ট করি । এটা প্রয়োজনীয় ভাষায় ইতিমধ্যেই আছে । এক্সপোর্ট করা হোক । |
7:38 | এই সতর্কবার্তা বরখাস্ত করি । |
7:41 | আবার একে সংকলন করি । |
7:44 | পিডিএফ ব্রাউজার-এ ক্লিক করি যেখানে ফাইলটি আছে । |
7: 49 | আমরা যেভাবে চাই বাক্সের ভিতরে সেভাবে গাণিতিক রাশি দেখতে পাবো । |
7:56 | যদি স্পেশাল ফ্লাগ নির্বাচন না করি তাহলে দেখা যাক কি হয় । |
8:01 | চলুন আমি এখানে আসছি । |
8:04 | লেখা পরিবর্তন করি, "স্পেশাল ফ্লাগ" থেকে "নরমাল" –এ পরিবর্তন । এটি সম্পন্ন হয়ে গেছে । |
8:25 | ফাইলটি সেভ করে এক্সপোর্ট করব । |
8:37 | সঙ্কলন করি, এবং এখানে আসি । |
8:41 | সূত্র সেই ফর্মে নেই যে ফর্ম-এ আমাদের চাই । |
8:46 | "স্পেশাল ফ্লাগ "কে আবার "স্পেশাল"–এ পরিবর্তন করব । |
9:03 | ফাইলকে সেভ করে এক্সপোর্ট করা হোক । |
9:12 | আবার কম্পাইল করব । দেখুন,ফাইল প্রয়োজনীয় ফর্ম–এ আছে । |
9:18 | আসুন এখন এই ফর্মুলাগুলির চেহারার উন্নতি করা যাক । |
9:22 | এই ক্ষেত্রে dfrac, ভগ্নাংশকে ভালো দেখাতে আমাদের সাহায্য করে । |
9:28 | এই ব্যাপারে, আমরা frac কে dfrac–এ পরিবর্তন করব । |
9:38 | আমি এখানে টিপছি এবং মাউসকে বাক্সের ভেতরে রাখছি । |
9:43 | ‘d’ কে এখানে লিখব । এটা হয়ে গেছে । এবার ফাইলকে সেভ করে এক্সপোর্ট করব । |
9:52 | "pdflatex" ব্যবহার করে আবার সঙ্কলন করব । |
10:03 | আমরা "Undefined control sequence" \ dfrac নামে এরর বার্তা পাবো । |
10:11 | \ dfrac কমান্ড "Amsmath"প্যাকেজ-এ নির্ধারিত কিন্তু আমরা একে অন্তর্ভুক্ত করিনি তাই জন্যে LaTeX এরর দেয় । |
10:21 | আমাদের একে maths-bp.tex ফাইলে অন্তর্ভুক্ত করতে হবে । |
10:27 | আসুন এটা করি । Emacs-এ যাই । |
10:35 | "\ Usepackage {amsmath}" লিখুন । |
10:41 | ফাইলটি সেভ করুন । আবার সঙ্কলন করুন । প্রথমে বাইরে প্রস্থান করি । |
10:49 | একে আবার সঙ্কলন করুন । এখন এটা সঙ্কলন হচ্ছে । একে টিপুন । |
10:59 | এখন আমরা দেখতে পারছি যে ফ্রকশন চমত্কারভাবে তৈরী হয়ে এসেছে । |
11:03 | আমরা এখন আমাদের উদ্দেশ্য অর্জন করেছি যে কিভাবে গাণিতিক রাশিকে Xfig-এ যুক্ত করতে হবে । |
11:11 | উল্লেখ্য যে Xfig, LaTeX কমান্ড বুঝতে পারে না । |
11:16 | "pdflatex" কমান্ড এটির ব্যাখ্যা করতে পারবে । |
11:20 | কম্পাইলেশন-এর সময় LaTeX কমান্ডের সঠিক ও সামঞ্জস্যপূর্ণ থাকা জরুরি । |
11:25 | এখন আমরা কিভাবে চিত্রের চারপাশের সাদা স্থান মুছে ফেলবো তার ব্যাখ্যা করব । |
11:31 | টার্মিনাল-এ যাত্তয়া যাক । |
11:33 | "pdfcrop maths-bp.pdf" কমান্ড লেখা যাক । এই ফাইলটিকে আমি "maths-out.pdf"-এর মধ্যে বানিয়ে ছিলাম । |
11:53 | Pdfcrop আমাদের জানাবে ফাইল-এ এক পৃষ্ঠা লেখা হয়ে গেছে । |
11:57 | “pdfcrop "একটি ইনপুট ফাইলকে নিয়ে, চিত্রের কাছাকাছি খালি স্থান মুছে দিয়ে ক্রপ্ড ফাইলকে আউটপুট ফাইলে পরিবর্তন করব । |
12:09 | "Pdfcrop" ইতিমধ্যেই আমার সিস্টেমের মধ্যে ইনস্টল করা হয়ে গেছে । |
12:12 | আপনি যদি এটি না করে থাকেন, তাহলে আপনাকে প্রথমে এটি ইনস্টল করতে হবে । |
12:15 | "open maths-out.pdf" কমান্ড দ্বারা আমরা আউটপুট ফাইল দেখতে পাবো । |
12:29 | একে ভিতরে নিয়ে আসি । |
12:31 | চিত্রটি এখন অত্যন্ত ছোটো(কমপ্যাক্ট) হয়ে গেছে । |
12:34 | খালি স্থান যেটা এখানে ছিল সম্পূর্ণ মুছে ফেলা হয়েছে । |
12:38 | আমরা এখন একে ডকুমেন্টস-এ সন্নিবেশ করতে পারি । |
12:42 | এটাকে বন্ধ করি এছাড়া এটিকেও বন্ধ করা যাক । |
12:52 | স্লাইড-এ ফিরে আসি । |
12:57 | এছাড়াও "briss" সফ্টওয়্যার সাদা স্থানগুলি বাদ দিতে আমাদের সাহায্য করে । |
13:01 | এটি লিনাক্স, Mac OS X এছাড়া উইন্ডোজ এও কাজ করে । |
13:08 | আমি Mac OS X -এ একে চালিয়ে পরীক্ষা করেছি কিন্তু আমরা এটিকে এখানে প্রদর্শন করব না । |
13:17 | আমরা এখন এই টিউটোরিয়ালটির শেষে চলে এসেছি । |
13:20 | আমাদের কাছে আপনার জন্য একটি কাজ আছে । এই টিউটোরিয়াল-এ তৈরি করা ছবি আরো প্রতিসম এবং সুন্দর করে তুলুন । |
13:27 | বিভিন্ন গাণিতিক রাশি ব্যবহার করুন । |
13:30 | ফ্লিপ এবং রোটেট নামে অন্যান্য বিকল্পও ব্যবহার করুন । এর উল্লেখ আপনারা এই টিউটোরিয়াল-এ পাবেন না । |
13:36 | বিভিন্ন চিত্র নির্মাণের চেষ্টা করুন । library অন্বেষণ করুন । |
13:41 | ইন্টারনেটে অনুসন্ধান করুন এবং Xfig প্রাসঙ্গিক তথ্য সনাক্ত করুন । |
13:47 | পড়াশোনার জন্য দরকারী তথ্য spoken tutorial.org-এ উপলব্ধ । এটি এখানে উপস্থিত । |
14:02 | কথ্য টিউটোরিয়াল-এর ধারণা "what is spoken tutorial" –এ ব্যাখ্যা করা হয়েছে । |
14:09 | আপনি এখানে উপলব্ধ কথ্য টিউটোরিয়াল থেকে LaTeX শিখতে পারেন যা আমি অন্য একটি ট্যাবে ডাউনলোড করেছি । |
14:19 | Mathematical Typesetting টিউটোরিয়ালে LaTeX-এ কিভাবে গাণিতিক রাশি লেখা যায় তার ব্যাখ্যা করা আছে । |
14:29 | টেবিল এবং ফিগারস এর উপর এই টিউটোরিয়াল ব্যাখ্যা করা আছে কিভাবে এই টিউটোরিয়াল-এ তৈরী করা ছবিগুলির মত ছবি কোন নথিতে যুক্ত করা যায় । |
14:38 | এই ওয়েবসাইট-এ Xfig টিউটোরিয়াল সহ আরও অনেক দরকারী তথ্য পাবেন । স্লাইড-এ ফিরে আসুন । |
14:53 | স্পোকেন্ টিউটোরিয়াল্ Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ, এটি ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত । |
15:03 | এই বিষয়ে আরো তথ্য spoken-tutorial.org/NMEICT-Intro লিঙ্ক থেকে পাওয়া যাবে । |
15:12 | আমরা আপনাদের অংশগ্রহণ এবং মতামতকে স্বাগত জানাই । |
15:16 | আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়াল-টি অনুবাদ করেছি । এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ । |