LibreOffice-Suite-Base/C3/Create-tables/Bengali
From Script | Spoken-Tutorial
Visual Cue | Narration | |
00:00 | LibreOffice বেজ এর উপর এই কথ্য টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত | | |
00:04 | এই টিউটোরিয়াল-এ, আমরা শিখব কিভাবে | |
00:07 | একটি টেবিল তৈরি করা যায় | |
00:09 | এক) ভিউ নির্মাণ ও | |
00:11 | খ) প্রতিলিপি পদ্ধতি ব্যবহার করে | | |
00:13 | আমাদের লাইব্রেরী ডাটাবেস-এ যান | | |
00:16 | বাম প্যানেলের টেবিলস আইকনের উপর ক্লিক করা যাক | | |
00:21 | ডান প্যানেল-এ, আমরা একটি টেবিল তৈরি করার তিনটি উপায় দেখতে পাচ্ছি | | |
00:26 | আমরা এখন ‘Create View’ বিকল্পটি ব্যবহার করবো | | |
00:30 | তার আগে, আমাদের ভিউ-এর বিষয় জানতে হবে | একটি ভিউ আসলে কি? | |
00:36 | একটি ভিউ একটা টেবিল-এর অনুরূপ, কিন্তু এতে তথ্য রাখা হয় না | | |
00:43 | এটা হলো কোয়েরী এক্সপ্রেসন যা টেবিল বা ডেটাবেস-এর অন্য কোনো ভিউ থেকে তথ্য উদ্ধার করে । | |
00:54 | তাই এটিকে টেবিলের মতই দেখতে লাগে যেখানে সারি ও কলামে তথ্য থাকে । | |
01:00 | তথ্য ব্যবহার সীমিত করতে ভিউ ব্যবহার করা হয় | | |
01:06 | অথবা অন্তর্নিহিত টেবিলটির গঠন বা কলামগুলি নাম এবং টেবিল-এর তথ্য লুকাতে ব্যবহার করা হয় । | |
01:13 | উদাহরণস্বরূপ, আমরা একটি সাধারণ ভিউ তৈরী করতে পারি যাতে গ্রন্থাগারের সকল সদস্যদের তালিকা থাকবে | | |
01:21 | এক্ষেত্রে আমরা গোপনীয়তা বজায় রাখার জন্য তাদের ফোন নম্বর ভিউ-তে রাখবো না | | |
01:27 | এখানে অন্তর্নিহিত টেবিলটি হেব Members টেবিল | | |
01:32 | ইব্রেরী ডাটাবেস-এর অন্যান্য ব্যবহারকারীদের এই ভিউ দেখার অনুমতি থাকবে, কিন্তু মেম্বারস টেবিল-টিকে নয় | | |
01:40 | এই ভাবে, আপনি সদস্যদের ফোন নম্বর না দেখেও শুধুমাত্র তাদের নাম দেখতে পারেন | | |
01:46 | ঠিক আছে, এখন প্রধান ভিউ উইন্ডোতে ফিরে যান | |
01:53 | ডান প্যানেলের ‘Create View’ ক্লিক করুন | | |
01:58 | আমরা ভিউ ডিজাইন নামে একটি নতুন উইন্ডো এবং Add tables নামে একটি পপআপ উইন্ডো দেখতে পাচ্ছি | | |
02:06 | Members –এর উপর ক্লিক করা যাক | | |
02:09 | এবং এই পপআপ উইন্ডো বন্ধ করুন | | |
02:12 | এখন আমরা ভিউ ডিজাইন উইন্ডোতে আছি | | |
02:16 | এবং আপনি MemberId এবং নেম ক্ষেত্র-এর উপর ডবল ক্লিক করুন | | |
02:21 | ID ক্ষেত্র যোগ করা সবসময় দরকারী | | |
02:25 | কারণ এটি এই ভিউ-কে অন্য কোন সম্পর্কিত টেবিলের সাথে এই জয়েন করতে সাহায্য করে যেমন BooksIssued টেবিলের সাথে | | |
02:34 | আমরা ফাংশন, বিচার্য বিষয় যোগ এবং এটা আমরা চাই কোনো ভাবে সাজাতে পারেন. | |
02:40 | এখনকার মত, আমরা সদস্যদের নাম উর্দ্ধক্রমে সাজাবো | | |
02:45 | এর জন্য, নিচের বিভাগে, sort সারিতে Name কলামের নিচের খালি সেলে ক্লিক করুন | | |
02:54 | এবং তারপর 'ascending' এ ক্লিক করুন | | |
02:58 | আমাদের প্রথম ভিউ সংরক্ষণ করে নেওয়া যাক | | |
03:01 | এখানে, এই ভিউ-এর জন্য একটি বর্ণনামূলক নাম লিখুন : View: Members Name Only | | |
03:10 | এবং OK বাটনের উপর ক্লিক করুন | | |
03:14 | এর ভিরতের তথ্য দেখতে, উপরের এডিট মেনুতে ক্লিক করুন | | |
03:22 | এবং তারপর নীচে Run Query এর উপর ক্লিক করুন | | |
03:27 | এখন আমরা উপরে একটি নরুন অংশও দেখতে পাচ্ছি যেখানে লাইব্রেরির সকল সদস্যদের উর্ধক্রমানুসারে সাজানো তালিকা দেখা যাচ্চ্ছে | | |
03:36 | লক্ষ্য করুন, আমরা কোনো ফোন নম্বর দেখতে পাচ্ছি না | | |
03:40 | এটি –ই হলো আমাদের সরল ভিউ | | |
03:43 | আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ভিউ নির্মাণ ও সাজাতে পারেন | | |
03:48 | পরবর্তী বিষয় আলোচনার আগে এখান একটি অনুশীলনী রয়েছে | | |
03:53 | Members টেবিলের উপর এপর একটি ভিউ তৈরী করুন যাতে শুধুমাত্র যে বইগুলো চেক ইন করা হইনি, সেগুলি দেখা যাবে | | |
04:01 | ||
04:12 | ভিউ-এর নাম দিন ‘View: List of Books not checked in’ | | |
04:20 | ঠিক আছে, এখন প্রতিলিপি পদ্ধতি ব্যবহার করে টেবিল তৈরি শেখা যাক | | |
04:25 | এটি টেবিল তৈরি করার একটি খুব সহজ উপায় যদি দুটি টেবিলের কাঠামো অনুরূপ হয় | | |
04:33 | এর জন্য, ধরা যাক, আমাদের গ্রন্থাগারে ডিভিডি এবং সিডি রয়েছে | | |
04:39 | এবং আমরা মিডিয়া নামে একটি নতুন টেবিলের এই তথ্য সংরক্ষণ করতে পারি | | |
04:44 | ধরুন, CD অথবা DVD-র একটি শিরোনাম এবং প্রকাশনার বত্সর রয়েছে | | |
04:51 | একটি অডিও এবং একটি ভিডিও –এর মধ্যে পার্থক্য করার জন্য, আমরা একটি MediaType ক্ষেত্রটি যোগ করবো | | |
05:00 | যেহেতু Books টেবিলে প্রায় অনুরূপ ক্ষেত্র রয়েছে, তাই আপনি Books টেবিল কপি করে পেস্ট করতে পারেন | | |
05:08 | এবং তারপর আপনি ক্ষেত্রগুলির এবং টেবিল-এর নাম পরিবর্তন করতে পারেন | | |
05:14 | দেখুন, এটি কিভাবে করা যায় | | |
05:16 | প্রধান বেস উইন্ডোতে যান | | |
05:19 | এখন Books টেবিলের উপর ডান ক্লিক করুন | | |
05:23 | আপনি এখানে কপি বিকল্প দেখতে পাচ্ছেন | এটির উপর ক্লিক করুন | | |
05:28 | এবং তারপর ডান ক্লিক করুন | | |
05:31 | এখানের বাকি বিকল্পগুলি লক্ষ্য করুন |একটি পেস্ট এবং Paste Special রয়েছে | | |
05:39 | আমরা একটি নির্দিষ্ট বিন্যাসে কপি এবং পেস্ট ব্যবহার করতে পারি | | |
05:44 | বিন্যাসগুলি হলো Formatted text, HTML বা একটি Data Source Table |.. | |
05:51 | সুতরাং আপনি এখানে ডাটাবেস টেবিল নির্বাচন করতে পারেন | | |
05:55 | অথবা ডান ক্লিক মেনু থেকে পেস্ট নির্বাচন করতে পারেন | | |
05:59 | এটি একটি উইজার্ড খুলে দেয় | এই উইন্ডোতে | |
06:03 | আপনি প্রথমে এই টেবিলের নাম পরিবর্তন করতে টেবিলের নাম হিসাবে ‘Media’ লিখুন | | |
06:11 | এই বিকল্পগুলির মধ্য থেকে Definition and Data ক্লিক করুন | | |
06:16 | নেক্সট বাটনে ক্লিক করা যাক | | |
06:19 | পরবর্তী উইন্ডোতে, আমরা কলাম যোগ করবো | | |
06:23 | এখন দেখানোর জন্য, BookId, শিরোনাম এবং প্রকাশনার বছরের নির্বাচন করা যাক | | |
06:29 | এখন আপনি বাম দিক থেকে এই ক্ষেত্রগুলি নির্বাচন করুন এবং তাদের ডান দিকে সরাতে একক তীর বাটন ব্যবহার করুন | | |
06:39 | নেক্সট বাটনে ক্লিক করুন | | |
06:42 | পরবর্তী উইন্ডোর মধ্যে, আমরা আমাদের কলামগুলি দেখতে পাচ্ছি | | |
06:46 | এখানে আপনি ক্ষেত্রগুলির নাম পরিবর্তন এবং তাদের তথ্যপ্রকার পরিবর্তন করতে পারেন | | |
06:51 | আমরা BookId নামান্তর করে MediaId করবো | | |
06:55 | আবর Create বাটন ক্লিক করুন | | |
06:59 | প্রধান বেস উইন্ডোতে আমাদের নতুন Media টেবিল দেখা যাচ্ছে | | |
07:05 | ||
07:15 | এখন আপনি টেবিল ডিসাইন উইন্ডোতে আছেন | | |
07:19 | এখানে শেষ কলাম হিসাবে MediaType যোগ করুন | | |
07:24 | Publishyear –এর নীচের সেলে ক্লিক করুন | | |
07:27 | এবং ক্ষেত্র নাম হিসেবে 'MediaType' লিখুন এবং তারপর ক্ষেত্র প্রকার হিসাবে টেক্সট নির্বাচন করুন |.. | |
07:36 | এখন এই টেবিল নকশা সংরক্ষণ করা যাক | হয়ে গেছে | | |
07:41 | তাহেল আমরা এখন শুধু কপি পদ্ধতি ব্যবহার করে আমাদের মিডিয়া টেবিল তৈরি করেছি | | |
07:48 | এখন আপনাদের জন্য একটি অনুশীলনী রয়েছে | | |
07:51 | ‘Use Wizard to Create table’ পদ্ধতি ব্যবহার করে একটি টেবিল তৈরি করুন | | |
07:57 | এখানে, 'নমুনা তবিল হিসাবে ‘Assets’ টেবিল ব্যবহার করুন এবং এটির নামান্তর করে 'AssetsCopy' করুন | | |
08:04 | এবং এই পদ্ধতির বিভিন্ন বিকল্পগুলি নিজে দ্দেখুন | | |
08:08 | এই LibreOffice বেস-এ টেবিল তৈরি করা সংক্রান্ত এই টিউটোরিয়ালটি সমাপ্ত হলো | | |
08:14 | সারসংক্ষেপে, আমরা শিখেছি - | |
08:17 | কিভাবে
ক) ভিউ নির্মাণ ও খ) কপি পদ্ধতি ব্যবহার করে টেবিল তৈরী করা যায় | | |
08:23 | কথ্য টিউটোরিয়াল প্রকল্প আইসিটি, MHRD ভারত সরকারের মাধ্যমে জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত একটি শিক্ষক প্রকল্পের টক, এর একটি অংশ. এই প্রকল্পটি http://spoken-tutorial.org দ্বারা সমন্বিত হয়. একই সম্পর্কে আরও তথ্য নিম্নলিখিত লিঙ্ক থেকে পাওয়া যায়. |