Avogadro/C2/Hydrogen-Bonding/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 07:38, 2 July 2018 by Antarade (Talk | contribs)

Jump to: navigation, search

|-

Time Narration
00:01 নমস্কার! Hydrogen bonding in molecules টিউটোরিয়ালটিতে স্বাগত।
00: 07 এই টিউটোরিয়ালে, আমরা শিখব, Avogadro কনফিগার করা
00: 11 অণুর মধ্যে হাইড্রোজেন বন্ড দেখা
00: 14 হাইড্রোজেন বন্ড-এর দৈর্ঘ্য পরিমাপ
00: 16 ফোর্স প্রকার প্রদর্শন করা এবং অণুগুলিতে dipole moments দেখা।
00: 22 এখানে আমি ব্যবহার করছি উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেমের সংস্করণ 14.04
00: 27 Avogadro সংস্করণ 1.1.1। এবং কার্যকরী ইন্টারনেট সংযোগ।
00: 34 এই টিউটোরিয়ালটি অনুসরণ করতে, আপনার Avogadro ইন্টারফেস-এর সাথে পরিচিত হওয়া উচিত ।
00: 40 যদি না হন, প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য, অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট দেখুন।
00: 45 এই টিউটোরিয়ালে ব্যবহৃত কাঠামো আপনার রেফারেন্সের জন্য কোড ফাইল হিসাবে প্রদান করা হয়েছে ।
00: 52 আমি একটি নতুন Avogadro উইন্ডো খুললাম।
00: 56 ড্র 'টুল আইকন-এ ক্লিক করুন, প্যানেল এ ক্লিক করুন।
01: 01 প্যানেল-এ মিথেন আঁকা হয়েছে ।
01: 04 এখন আমরা Avogadro কনফিগার করতে শিখব।
01: 08 সেটিংস মেনুতে যান এবং Configure Avogadro ক্লিক করুন।
01: 13 সেটিংস ডায়লগ বাক্স প্রদর্শিত হয় ।
01: 16 ডায়ালগ বাক্সে তিনটি মেনু আইটেম সহ একটি পার্শ্ব মেনু আছে-

General

Plugins

Project tree

01: 24 ডিফল্টভাবে General মেনু নির্বাচন করা থাকে ।
01: 28 'General মেনুতে দু'টি স্লাইডার আছে:Quality এবং Fog
01: 34 আপনি স্লাইডারটি Low থেকে High তে টেনে আনলে রেন্ডারিংয়ের গুণমান বাড়ে ।
01: 41 Qualityস্লাইডারটি Low তে টেনে আনুন এবং Apply বোতামটি ক্লিক করুন।
01: 47 লক্ষ্য করুন যে কাঠামোটি যথাযথভাবে উপস্থাপিত হয়নি ।
01: 51 Quality 'স্লাইডারটি High তে টেনে আনুন এবং Apply বোতামটি ক্লিক করুন।
01: 56 লক্ষ্য করুন যে অণু উচ্চ মানের রেন্ডারিংএর সঙ্গে উজ্জ্বলভাবে প্রদর্শিত হচ্ছে ।
02: 02 উচ্চ মানের রেন্ডারিং- মুদ্রণ এবং প্রকাশের ছবির জন্য সেট করা হয়
02: 07 এটি বেশি CPU শক্তি ব্যবহার করে।
02: 11 Quality স্লাইডার Medium-এ টেনে আনুন এবং Apply ক্লিক করুন।
02: 16 মাঝারি মানের সেটিং সাধারণ দেখার উদ্দেশ্য-এর জন্য ভালোভাবে কাজ করে।
02: 21 এখন Fog স্লাইডার
02: 24 Fog স্লাইডারটি Lots -এ টেনে আনুন এবং Apply বোতামটি ক্লিক করুন।
02: 28 লক্ষ্য করুন যে কাঠামোটি আবঝা হয়ে গেছে ।
02: 32 'Fog স্লাইডারটি Some -এ টেনে আনুন এবং Apply বোতামটি ক্লিক করুন।। কাঠামোটি পরিষ্কারভাবে প্রদর্শিত হয় ।
02: 40 এরপর Plugins মেনু
02: 43 Display Types ড্রপ ডাউনগুলি প্রদর্শিত হয় ।
02: 46 লক্ষ্য করুন যে সমস্ত' Display Types' চেক বাক্সগুলি সক্রিয় আছে।
02: 51 Axes এ ক্লিক করুন। Details টেক্সট বাক্সে Axes Display Type সম্পর্কে বিস্তারিত বিবরণ' প্রদর্শিত হয়।
02: 59 একইভাবে আপনি অন্যান্য Display Types বিস্তারিতভাবে দেখতে পারেন।
03: 04 আমি সব চেক বাক্সগুলি অ-নির্বাচিত করব এবং Apply বোতামটি ক্লিক করব।
03: 11 Ball and Stick চেক বক্সটি কেবলমাত্র Display Types মেনুতে দেখা যায়।
03: 16 Ball and Stick Display Type চেকবক্সর টিক তুলে দিন ।
03: 20 যদি Ball and Stick 'অক্ষম থাকে, তবে অণু প্যানেল থেকে অদৃশ্য হয়ে যায়।
03: 26 ডিসপ্লে সক্রিয় করতে Ball and Stick 'চেক বক্সে ক্লিক করুন।
03: 30 সমস্ত Display Types সক্ষম করতে Plugins-এ যান ।
03: 33 Display Types ড্রপ ডাউন এর সব চেক বক্সগুলিতে ক্লিক করুন।
03: 39 Apply বোতামটি ক্লিক করুন।
03: 41 Display Types ড্রপ ডাউন-এ সব Display Types প্রদর্শিত হয়।
03: 46 সেটিংস ডায়ালগ বাক্সটি বন্ধ করতে OK ক্লিক করুন।
03: 50 যদি Display Types মেনুতে কোন একটি Display Types' সক্রিয় না হয়, তাহলে Add বোতামে ক্লিক করুন।
03: 58 Add Display Type' ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে ।
04: 02 Types ড্রপ ডাউন এ ক্লিক করুন এবং প্রয়োজনমত Display Type নির্বাচন করুন ।
04: 07 আমি হাইড্রোজেন বন্ড নির্বাচন করব এবং ওকে ক্লিক করব।
04: 11 Display Types মেনুতে Hydrogen Bond Display Type প্রদর্শিত হচ্ছে ।
04: 16 এখন আমি polar methanol অণুতে হাইড্রোজেন বন্ধন প্রদর্শন করব।
04: 22 আমাদের প্যানেল-এ ইতিমধ্যেই একটি মিথেন অণু আছে।
04: 26 প্রদর্শনের জন্য আমার মিথেন অণুর একটি গ্রুপ প্রয়োজন।
04: 31 মিথেন অণু 'আঁকার একটি সহজ পদ্ধতি হল Draw tool ব্যবহার করা ।
04: 36 'ডিফল্টরূপে, 'ড্রপ সেটিংস' 'মেনুতে রয়েছে,এলিমেন্ট হিসেবে কার্বন এবং বন্ড অর্ডার হিসেবে Single
04: 43 প্যানেল এ ক্লিক করুন।
04: 46 অক্সিজেন নির্বাচন করুন
04: 50 তারপর মিথেন অণুর হাইড্রোজেনগুলির যেকোনো একটিতে ক্লিক করুন।
04: 56 এখন আমাদের প্যানেল-এ Methanol অণুর একটি গ্রুপ আছে।
05: 00 Display Typesহাইড্রোজেন বন্ড চেক বক্সে ক্লিক করুন ।
05: 04 সঠিক অভিযোজন-এর জন্য অণু অপটিমাইজ করা যাক।
05: 08 টুলবারে অটো অপ্টিমাইজেশান টুল এ ক্লিক করুন।
05: 12 বাম দিকে অটো অপ্টিমাইজেশান সেটিংস মেনু প্রদর্শিত হচ্ছে
05: 17 ফোর্স ফিল্ড 'ড্রপ ডাউন-এ, MMFF94 নির্বাচন করুন।
05: 22 optimize করতে Start বোতামে ক্লিক করুন।
05: 26 আপনি হলুদ ড্যাশ লাইন হিসাবে হাইড্রোজেন বন্ড গঠন দেখতে পাচ্ছেন।
05: 31 এই লাইনগুলি, একটি অণুর হাইড্রোজেন এবং অন্যান্য অণুর অক্সিজেন -এর মধ্যে গঠিত হয়।
05: 38 অটো অপ্টিমাইজেশান বন্ধ করতে স্টপ এ ক্লিক করুন ।
05: 42 এখন আমি ortho-nitrophenol-এ মধ্যে অন্তঃআণৱিক হাইড্রোজেন বন্ড প্রদর্শন করবো ।
05: 48 আমি Chemical structure database থেকে অণু আনব ।
05: 54 সমস্ত আগে খোলা উইন্ডো-গুলি বন্ধ করুন এবং একটি নতুন উইন্ডো খুলুন।
05: 59 ফাইল মেনু তে ক্লিক করে Import-এ যান । Fetch by Chemical name-এ ক্লিক করুন।
06: 06 Chemical Name টেক্সট বাক্স প্রদর্শিত হয় ।
06: 09 ছোট হাতের অক্ষরে ortho-nitrophenol লিখুন এবং ওকে বাটনে ক্লিক করুন।
06: 15 Ortho-nitrophenol অণুটি প্যানেল-এ প্রদর্শিত হয় ।
06: 19 হাইড্রোজেন বন্ধন দেখাতে, আপনার প্যানেল-এ Ortho-nitrophenol 'অণুর একটি গ্রুপের প্রয়োজন।
06: 26 আমি প্যানেলে অনু কপি করে পেস্ট করেছি।
06: 30 নির্বাচন টুল ব্যবহার করে অণু নির্বাচন করুন।
06: 34 কপি করার জন্য CTRL + C এবং পেস্ট করতে CTRL + V টিপুন।
06: 39 হাইড্রোজেন বন্ড চেক বক্সে ক্লিক করুন।
06: 42 প্রয়োজন হলে যথাযথ অবস্থানের জন্য অনু-গুলি optimize করুন ।
06: 46 অপটিমাইজেশন প্রক্রিয়ার সময়, অণুর মধ্যে Intra molecular Hydrogen bond গঠিত হয়।
06: 54 নাইট্রো গ্রুপ-এর অক্সিজেন এবং হাইড্রক্সি গ্রুপের হাইড্রোজেন এর মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় ।
07: 02 এখন হাইড্রোজেন বন্ড দৈর্ঘ্য পরিমাপ করা যাক।
07: 06 টুলবারেClick to Measure আইকন-এ ক্লিক করুন।
07: 10 হাইড্রোজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণুতে ক্লিক করুন।
07: 14 প্যানেলের নীচে হাইড্রোজেন বন্ড দৈর্ঘ্য প্রদর্শিত হয়।
07: 19 এই স্লাইডটি হাইড্রোজেন বন্ড-এর গুরুত্ব দেখায়।
07: 23 হাইড্রোজেন বন্ড - জলের অনন্য দ্রাবক ক্ষমতা নির্ধারণ করুন এবং বরফ-এর স্ফটিক গঠন স্থির করুন

07: 32 ডিএনএ- র পরিপূরক সূত্রগুলি একসঙ্গে রাখে
07: 36 প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের কাঠামো নির্ধারণ করে এবং স্থির রাখে ।
07: 41 এনজাইম অনুঘটন-এর পদ্ধতিতে যোগদান করে ।
07: 46 একটি অনুশীলনী হিসাবে, হাইড্রোজেন বন্ধন প্রদর্শন করুন,

1. Para-hydroxybenzoic acid.

2. Nucleobases- adenine এবং uracil এর মধ্যে

07: 56 এগুলি নিম্নরূপ দেখতে হওয়া উচিত।
08: 00 Para-hydroxybenzoic acid অণুগুলির মধ্যে আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধন পর্যবেক্ষণ করুন।

এবং adenine এবং uracil অণুর মধ্যেও

08: 10 অণুগুলির জন্য বল প্রদর্শন করতে আমাদের Display Types-এ বিকল্প রয়েছে।
08: 15 আমি কয়েকটি জল-এর অণু যুক্ত একটি নতুন উইন্ডো খুলব।
08: 19 Display Types-এ ফোর্স চেক বক্সে ক্লিক করুন
08: 23 হাইড্রোজেন বন্ড চেক বক্সে ক্লিক করুন।
08: 26 টুলবারের অটো অপ্টিমাইজেশান টুল আইকনে ক্লিক করুন।
08: 30 MMFF94 Force Field নির্বাচন করুন । ` 'স্টার্ট বোতামে ক্লিক করুন।
08: 36 অপ্টিমাইজেশান প্রক্রিয়ার সময়: ফোর্স ডিসপ্লে টাইপ, প্রতিটি পরমাণুর উপর প্রযুক্ত বল, সবুজ তীর দিয়ে দেখায় ।
08: 45 তীরগুলি, দিক এবং বলের পরিমাণ দেখায় ।
08: 49 যখন একটি অণু অপ্টিমাইজেশনের কাছাকাছি থাকে, তীরগুলি ছোট হয়ে যায় এবং অদৃশ্য হয়ে যায়।
08: 55 এখন অনুর dipole moment
08: 59 dipole moment পোলার অনুতে চার্জ পৃথকীকরণ-এর জন্য হয় ।
09: 04 Dipole moment(μ) = charge(Q) times distance of separation(r)
09: 09 Dipole moment, Debye এককের মাধ্যমে প্রকাশ করা হয়।
09: 13 এখন আমি হাইড্রোজেন সাইনাইড (এইচ সি এন) এবং জলের অণুতে dipole moment দেখাব ।
09: 20 একটি নতুন উইন্ডো খুলুন

ড্র টুল ব্যবহার করে, প্যানেলে হাইড্রোজেন সাইনাইড (এইচ সি এন) অণু আঁকুন।

09: 27 হাইড্রোজেন নির্বাচন করুন এবং কার্বন পর্যন্ত একটি বন্ড আঁকুন।
09: 31 নাইট্রোজেন নির্বাচন করুন, বন্ড অর্ডার হিসাবে triple নির্বাচন করুন এবং যেমন দেখান রয়েছে তেমন একটি বন্ড আঁকুন ।
09: 38 MMFF94 Force Field ব্যবহার করে কাঠামোটি অপটিমাইজ করুন।
09: 44 dipole moment দেখানোর জন্য, Display Types -এর মধ্যে Dipole চেক বাক্সে ক্লিক করুন' '।
09: 50 একটি লাল রঙের তীর ব্যবহার করে Dipole দেখানো হয়।
09:54 আনুমানিক dipole moment দেখতে, View মেনুতে যান।
09: 57 Properties এ নেভিগেট করুন এবং Molecule Properties নির্বাচন করুন ।

Molecule Properties উইন্ডো খুলে গেছে ।

10: 05 উইন্ডো-তে হাইড্রোজেন সাইনাইডের আনুমানিক dipole moment হিসাবে 0.396D দেখাচ্ছে
10: 13 একইভাবে জলের আনুমানিক dipole moment হল 0.245D
10: 21 সংক্ষিপ্ত বিবরণ
10: 23 এই টিউটোরিয়ালে আমরা শিখেছি-

Avogadro কনফিগার করা

10: 27 Methanol-এর মধ্যে আন্তঃ-আণবিক হাইড্রোজেন বন্ড দেখা
10: 31 ortho-nitrophenol -এর মধ্যে আন্তঃ-আণবিক হাইড্রোজেন বন্ড দেখা
10: 35 হাইড্রোজেন বন্ড-এর দৈর্ঘ্য পরিমাপ
10: 38 জল-এর অণুর মধ্যে Force display type প্রদর্শন করা
10: 42 HCN এবং জলের অণুতে dipole moment দেখা।
10: 48 একটি অনুশীলনী হিসাবে,

1. কার্বন ডাই অক্সাইড এবং মিথাইল ক্লোরাইড অণুর dipole moment দেখান। 2. অ্যামোনিয়া অণুগুলির Force Display Type দেখান।

10: 59 এই ভিডিওটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে দেখায়।

আপনার যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে, তাহলে আপনি এটি ডাউনলোড করে দেখতে পারেন।

11: 06 আমরা স্পোকেন টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালা পরিচালনা করি এবং সার্টিফিকেট দিয়ে থাকি । আমাদের সাথে যোগাযোগ করুন ।
11: 12 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটি ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা পরিচালিত হয়।
11: 18 আমি অন্তরা এই টিউটোরিয়াল-টি অনুবাদ এবং রেকর্ড করেছি । যোগদান করার জন্য আপনাকে ধন্যবাদ।

Contributors and Content Editors

Antarade