Gedit-Text-Editor/C3/Snippets-in-gedit/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 12:28, 18 May 2017 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 gedit Text editor এ Snippets এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:08 এই টিউটোরিয়ালে, আমরা ডিফল্ট Snippets এর ব্যবহার।
00:13 নতুন snippets জোড়া।
00:15 snippets মোছা।
00:17 Highlight matching bracket এবং Document Statistics সম্পর্কে শিখব।
00:22 টিউটোরিয়ালটি রেকর্ড করতে, আমি উবুন্টু লিনাক্স 14.04 অপারেটিং সিস্টেম, gedit 3.10 ব্যবহার করছি।
00:33 টিউটোরিয়ালটি অনুসরণ করতে যে কোনো অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে হবে।
00:39 Snippets কি?
00:41 Snippets টেক্সট বা সোর্স কোডের লাইন যা ব্যবহার প্রোগ্রাম লেখার সময় ঘন ঘন করি।
00:49 এটি ইউসারকে পুনরাবৃত্তিমূলক টাইপিং এড়ানোর অনুমতি দেয়।
00:54 Snippets gedit Text editor এ একটি ডিফল্ট plugins.
00:59 দেখি যে Snippets কিভাবে বানাই বা ব্যবহার করতে পারি।
01:04 gedit Text editor খুলুন।
01:08 প্রথমে Snippet plugin সক্ষম করতে হবে।
01:12 মেন মেনু থেকে Edit এবং Preferences এ ক্লিক করুন।
01:17 Plugin ট্যাবে, নীচে স্ক্রোল করুন এবং Snippets বাক্স চেক করুন।
01:23 Close এ ক্লিক করুন।
01:25 প্রদত্ত সংখ্যার ধনাত্মক না ঋণাত্মক তা যাচাই করতে একটি C প্রোগ্রাম লিখুন।
01:32 প্রথমে ফাইলটিকে NumCheck.c হিসাবে সংরক্ষণ করুন।
01:39 টিউটোরিয়ালটি থামান এবং এই কোডটি gedit Text editor এ লিখুন।
01:44 লেখা শেষ হলে, কার্সারটি পরবর্তী লাইনে রাখুন।
01:49 এখন If শব্দটি লিখুন এবং Tab কী টিপুন।
01:54 আপনি যদি এখানে নিজেই সন্নিবেশ করা If স্টেটমেন্টের কাঠামো দেখতে পারেন।
02:00 লক্ষ্য করুন, কার্সার ডিফল্টরূপে condition শব্দে রয়েছে।
02:05 num==0 লিখুন।
02:09 Condition শব্দ ওভাররাইট হয়েছে।
02:12 আপনি স্বতঃ আসা ওপেন কোঁকড়া বন্ধনী এবং এন্ড বন্ধনী দেখতে পারেন।
02:18 এর কারণ আমরা পূর্বের টিউটোরিয়ালে Intelligent text completion নামে plugin যুক্ত করেছি।
02:26 লিখুন printf open brackets double quotes.
02:31 লক্ষ্য করুন এন্ড ডাবল উদ্ধৃতিগুলি নিজেই এসেছে।
02:36 মনে রাখবেন Intelligent Text Completion এর একটি বৈশিষ্ট্য হল Auto close brackets and quotes.
02:44 এখানে যা দেখাচ্ছে তা লিখুন।
02:48 এখন, মেন মেনু থেকে Tools এবং Manage Snippets চয়ন করুন।
02:54 Manage Snippets ডায়লগ বাক্স দেখায়।
02:56 বাম দিকের প্যানেলে, নীচে স্ক্রোল করে C চয়ন করুন।
03:02 এটির পাশে ত্রিভুজীয় চিহ্নে টিপুন।
03:06 C এর জন্য সকল Snippets এর তালিকা এখানে তালিকাভুক্ত রয়েছে।
03:11 If snippet এ ক্লিক করুন।
03:14 উপরের ডান প্যানেলে, আপনি C ল্যাঙ্গুয়েজে If স্টেটমেন্টের সম্পূর্ণ সিনট্যাক্স দেখতে পারেন।
03:21 নীচে ডানদিকে Tab Trigger ফীল্ডে দেখুন। এটি ডিফল্টরূপে If দেখাচ্ছে।
03:30 If লিখে এবং ট্যাব কী টিপে, সম্পূর্ণ If স্টেটমেন্ট চলে আসে।
03:38 আরেকটি else if নামে snippet দেখি।
03:42 বাম দিকে, C এর নীচে else if snippet এ ক্লিক করুন।
03:48 আপনি এর জন্য সিনট্যাক্স উপরের ডানদিকের প্যানেলে দেখতে পারেন।
03:53 Tab trigger এ elif রয়েছে।
03:56 Close এ ক্লিক করুন।
04:00 এখন দেখি যে প্রোগ্রামে এই snippet কিভাবে ব্যবহার করে।
04:04 elif লিখুন এবং ট্যাব টিপুন।
04:09 আপনি দেখতে পারেন else if এর জন্য সিনট্যাক্স লেখা হয়েছে।
04:14 এখানে দেখানো প্রোগ্রাম কোড লিখুন।
04:19 Snippets এর সাহায্যে, আমরা সোর্স কোডে পুনরাবৃত্তিমূলক টাইপিং এড়াতে পারি।
04:26 এখন দেখবো যে নিজের Snippet কিভাবে বানায়।
04:30 এখন, মেন মেনু থেকে, Tools এবং Manage snippets এ ক্লিক করুন।
04:38 Manage Snippets ডায়লগ বাক্সে C চয়ন করুন।
04:42 উইন্ডোর নীচে বামদিকে, নতুন snippet বানাতে প্লাস আইকনে ক্লিক করুন।
04:49 HelloWorld লিখুন এবং এন্টার টিপুন।
04:53 Edit প্যানেলে ক্লিক করুন।
04:56 নিম্নলিখিত কোড লিখুন। এটি C তে একটি সাধারণ মৌলিক প্রোগ্রাম।
05:02 Tab trigger ফীল্ডে, hello লিখুন। এটি এডিটরে ব্যবহৃত শর্টকাট কীওয়ার্ড।
05:10 Close এ ক্লিক করুন।
05:13 gedit Text editor এ নতুন ডকুমেন্ট খুলুন।
05:18 ফাইলটি helloworld.c হিসাবে সংরক্ষণ করুন।
05:22 আপনি ফাইলটি .c এক্সটেনশন ছাড়া সংরক্ষণ করলে snippets কাজ করবে না।
05:29 এটি ফাইলটি টেক্সট ফাইল হিসাবে বিবেচনা করবে, না কি একটি c প্রোগ্রাম ফাইল।
05:35 hello লিখুন এবং ট্যাব কী টিপুন।
05:39 টেক্সট যা আমরা HelloWorld snippet এ লিখেছি, এখানে লেখা হয়েছে।
05:45 এইভাবে custom snippet বানায় এবং এটি ব্যবহার করে।
05:50 এরপর, snippet মুছে ফেলা সম্পর্কে শিখি।
05:54 মেন মেনু থেকে Tools এবং Manage Snippets এ ক্লিক করুন।
05:59 Snippet তালিকাতে C তে ক্লিক করুন।
06:02 HelloWorld snippet এ ক্লিক করুন, যা আগে বানিয়েছি।
06:07 উইন্ডোর নীচে বামদিকে, snippet মূছে ফেলতে মাইনাস আইকনে ক্লিক করুন।
06:13 Snippet মুছে গেছে।
06:16 এখন তালিকা থেকে While loop snippet খুঁজে বের করুন এবং মুছতে এটি চয়ন করুন।
06:23 এখানে দেখতে পারি যে ডিলিট আইকনটি অক্ষম রয়েছে।
06:28 এর মানে আমরা আমাদের দ্বারা নির্মিত snippets মুছতে পারি এবং নাকি ডিফল্ট গুলি।
06:35 Close এ ক্লিক করুন।
06:37 NumCheck.c ট্যাবে ফিরে যান।
06:42 C প্রোগ্রামে আপনি বিভিন্ন ধরনের বন্ধনী দেখতে পারেন।
06:47 মাঝে মাঝে, আমরা ক্লোজিং বন্ধনীর ট্র্যাক হারাতে পারি যা ওপেনিং বন্ধনীর সাথে মেলে।
06:54 দেখি যে ম্যাচিং বন্ধনী কিভাবে লক্ষণীয় করে।
06:58 মেন মেনু থেকে Edit এবং Preferences এ ক্লিক করুন।
07:03 View ট্যাবে, Highlight matching brackets বাক্স চেক করুন।
07:07 Close এ ক্লিক করুন।
07:09 এখন, কার্সারটি প্রোগ্রামের শুরুতে ওপেন কোঁকড়া বন্ধনীতে রাখুন।
07:15 লক্ষ্য করুন যে অন্তিম ক্লোস কোঁকড়া বন্ধনী অবিলম্বে লক্ষণীয় হয়।
07:22 কার্সার দ্বিতীয় ওপেন কোঁকড়া বন্ধনীতে রাখুন।
07:27 লক্ষ্য করুন দ্বিতীয় অন্তিম ক্লোস কোঁকড়া বন্ধনী ধূসর রঙে তুলে লক্ষণীয় হয়েছে।
07:33 প্রোগ্রামে বন্ধনী ট্র্যাক করার এটি ভাল উপায়।
07:38 এটি নিশ্চিত করতে সহায়তা করে যে সকল ওপেন বন্ধনীর অনুরূপ ক্লোসিং বন্ধনী রয়েছে।
07:44 এখন Document Statistics বৈশিষ্ট্য সম্পর্কে শিখব।
07:49 Document Statistics plugin বর্তমান ডকুমেন্ট সম্পর্কিত বিভিন্ন পরিসংখ্যান দেখায়।
07:56 এটি তথ্য যেমন: Number of words ,Number of lines ,Number of characters ,Number of non-space characters ,Size of the file in bytes দেখায়।
08:10 gedit Text editor এ ফিরে আসুন।
08:14 মেন মেনু থেকে Edit এবং Preferences এ ক্লিক করুন।
08:19 Plugins ট্যাবে ক্লিক করুন।
08:22 Document Statistics বিকল্প দেখতে নীচে স্ক্রোল করুন।
08:26 Document Statistics plugin সক্ষম না হলে এটি চেক করুন।
08:32 Close এ ক্লিক করুন।
08:34 মেন মেনু থেকে, Tools এবং Document Statistics চয়ন করুন।
08:39 Document Statistics ডায়লগ বাক্স খোলে।
08:43 এই NumCheck.c ডকুমেন্টে lines, words, characters এবং bytes সহ পরিসংখ্যান প্রদর্শন করে।
08:53 NumCheck.c ফাইলে, শব্দগুলি বদলান যেমন এখানে দেখাচ্ছে।
09:01 Document Statistics ডায়লগ বাক্সে, Update এ ক্লিক করুন।
09:07 লক্ষ্য করুন যে তথ্য আমাদের দ্বারা পরিবর্তনে আপডেট করা হয়েছে।
09:12 Close এ ক্লিক করুন।
09:15 এই বৈশিষ্ট্য খুবই কার্যকর, যখন একটি ডকুমেন্টে নির্দিষ্ট সংখ্যক শব্দের প্রয়োজন হয়।
09:22 এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
09:25 সংক্ষিপ্তকরণ করি।
09:27 এখানে আমরা ডিফল্ট snippets এর ব্যবহার।
09:32 নতুন snippets জোড়া।
09:34 মূছে ফেলা।
09:36 Highlight matching brackets এবং Document Statistics সম্পর্কে শিখেছি।
09:41 এখানে একটি অনুশীলনী রয়েছে।
09:44 company header নামে একটি নতুন কাস্টম snippet বানান।
09:49 এডিট প্যানেলে কম্পানির সম্পূর্ণ ঠিকানা লিখুন।
09:53 Tab trigger ফীল্ডে, company রূপে শর্টকাট কী রাখুন।
09:58 নতুন ডুকমেন্ট খুলুন এবং snippet ব্যবহার করুন।
10:02 নিম্ন লিঙ্কে দেওয়া ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি ডাউনলোড করে দেখুন।
10:10 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে সার্টিফিকেট দেয়।
10:19 অধিক তথ্যের জন্য, আমাদের লিখুন।
10:22 এই ফোরামে আপনার টাইমড ক্যোয়ারী পোস্ট করুন।
10:26 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটি ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা পরিচালিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে উপলব্ধ।
10:39 আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, Satarupadutta