BASH/C2/Basics-of-Shell-Scripting/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 18:07, 23 February 2017 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Basics of Shell Scripting এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:05 এই টিউটোরিয়ালে আমরা শিখব
00:09 সিস্টেম ভ্যারিয়েবল
00:11 ইউসার ডিফাইন্ড ভ্যারিয়েবল এবং
00:13 কীবোর্ডের মাধ্যমে ইউসার ইনপুট গ্রহণ করা।
00:16 টিউটোরিয়ালটি অনুসরণ করতে লিনাক্স অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে হবে।
00:23 না হলে, প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন।
00:29 এখানে ব্যবহার করছি
00:32 উবুন্টু লিনাক্স 12.04 OS এবং
00:35 GNU Bash সংস্করণ 4.1.10
00:40 অনুশীলনের জন্য GNU Bash 4 বা তার উচ্চতর সংস্করণ ব্যবহার করা হয়।
00:46 এখন ভ্যারিয়েবলের ভূমিকা দিয়ে শুরু করি।
00:49 ব্যাশ ভ্যারিয়েবল তথ্যের জন্য অস্থায়ী স্থান প্রদান করে।
00:55 এই ভ্যারিয়েবল প্রোগ্রাম জুড়ে ব্যবহার করা যেতে পারে।
01:01 দুই ধরনের ভ্যারিয়েবল হল

সিস্টেম ভ্যারিয়েবল

ইউসার ডিফাইন্ড ভ্যারিয়েবল।

01:07 সিস্টেম ভ্যারিয়েবল, এগুলি লিনাক্স ব্যাশ শেল দ্বারা তৈরী এবং বজায় রাখা হয়।
01:14 এগুলি বড়হাতের অক্ষর দ্বারা সংজ্ঞায়িত করা হয়।
01:17 সাধারণভাবে ব্যবহৃত সিস্টেম ভ্যারিয়েবল হল
01:20 BASH_VERSION, HOSTNAME,
01:23 HOME ইত্যাদি।
01:25 এখন আপনার কীবোর্ডে Ctrl + Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল খুলুন।
01:33 এখন set লিখে Enter টিপুন।
01:38 এটি সকল সিস্টেম ভ্যারিয়েবল প্রদর্শন করবে।
01:42 অথবা আপনি env বা printenv লিখে সকল সিস্টেম ভ্যারিয়েবল দেখতে পারেন।
01:53 প্রম্পট মুছে ফেলি।
01:55 এখন লিখুন echo স্পেস ডবল উদ্ধৃতিতে ডলার চিহ্ন HOSTNAME
02:01 এবং এখন Enter টিপুন।
02:04 সিস্টেমের হোস্টনেম প্রদর্শিত হবে।
02:07 এখন হোম ডাইরেক্টরীর সম্পূর্ণ পাথ নির্ণয় করি।
02:11 লিখুন echo স্পেস ডবল উদ্ধৃতিতে ডলার চিহ্ন HOME (বড়হাতের অক্ষরে)
02:18 Enter টিপুন।
02:21 ইউসারের হোম ডাইরেক্টরীর সম্পূর্ণ পাথ প্রদর্শিত হবে।
02:26 এখন লিখুন, echo স্পেস ডাবল উদ্ধৃতিতে HOME (বড়হাতের অক্ষরে)
02:32 Enter টিপুন।
02:34 এটি শুধুমাত্র HOME প্রদর্শন করবে HOME ভ্যারিয়েবলের ভ্যালু নয়।
02:39 তাই প্রতিটি ভ্যারিয়েবলের পূর্বে তার ভ্যালু প্রদর্শন করতে ডলার চিহ্ন ('$') ব্যবহার করা আবশ্যক।
02:48 স্লাইডে ফিরে আসি।
02:51 ইউসার ডিফাইন্ড ভ্যারিয়েবল।
02:53 এই ভ্যারিয়েবল ইউসারের দ্বারা তৈরী এবং পরিচালিত হয়।
02:57 ইউসার ডিফাইন্ড ভ্যারিয়েবলের নামের জন্য অ্যাপারকেস এড়ানো সর্বদা একটি ভাল ধারণা।
03:05 এটি ইউসার ডিফাইন্ড এবং সিস্টেম ভ্যারিয়েবলের মধ্যে পার্থক্য করতে সহজ করে।
03:12 টার্মিনালে ফিরে যাই।
03:14 লিখুন username ইকুয়াল টু চিহ্ন sunita
03:20 username, equal to চিহ্ন এবং sunita এর মাঝে কোনো ফাঁকা স্থান থাকা উচিত নয়।
03:29 এখন Enter টিপুন।
03:30 username ভ্যারিয়েবলের ভ্যালু প্রদর্শন করতে
03:33 লিখুন echo স্পেস ডাবল উদ্ধৃতিতে ডলার চিহ্ন username
03:40 Enter টিপুন।
03:42 এটি টার্মিনালে sunita প্রদর্শন করবে।
03:46 ভ্যারিয়েবলের ভ্যালু আনসেট করা যেতে পারে।
03:50 স্লাইডে ফিরে আসি।
03:52 unset, ভ্যারিয়েবলের ভ্যালু unset কমান্ড ব্যবহার করে আনসেট করা যেতে পারে।
03:59 এর জন্য সিনট্যাক্স হল unset variablename
04:03 এখন ইউসারনেম যেখানে ভ্যারিয়েবল সেই উদাহরণ ব্যবহার করি।
04:08 টার্মিনালে ফিরে আসি। এখন লিখুন unset স্পেস username. Enter টিপুন।
04:18 যাচাই করতে লিখুন echo স্পেস ডাবল উদ্ধৃতিতে ডলার চিহ্ন username. Enter টিপুন।
04:28 টার্মিনালে কিছুই দেখায় না।
04:30 এর মানে username ভ্যারিয়েবলের ভ্যালু মুছে ফেলা হয়েছে।
04:36 এখন স্লাইডে ফিরে আসি।
04:39 গ্লোবাল এবং লোকাল ভ্যারিয়েবল।
04:42 শেল স্ক্রিপ্টে, ইউসার ডিফাইন্ড ভ্যারিয়েবল গ্লোবাল বা লোকাল রূপে ঘোষণা করা যেতে পারে।
04:49 ডিফল্টরূপে, সকল ভ্যারিয়েবল গ্লোবাল।
04:52 এর মানে ফাংশনের ভিতরে এবং বাইরে ভ্যালু একই থাকে।
04:59 এখন ভ্যারিয়েবল গ্লোবাল বা লোকাল রূপে ঘোষণা করা শিখি।
05:04 টার্মিনালে ফিরে গিয়ে লিখুন
05:07 gedit স্পেস g আন্ডারস্কোর variable ডট sh স্পেস & চিহ্ন।
05:16 gedit হল টেক্সট এডিটর, g আন্ডারস্কোর variable ডট sh আমাদের ফাইলের নাম
05:23 এবং & (এম্পারসেন্ড) প্রম্পট মুক্ত করতে ব্যবহৃত হয়।
05:28 Enter টিপুন।
05:30 এখন এখানে g আন্ডারস্কোর variable ডট sh ফাইলে প্রদর্শিত কোড লিখুন।
05:35 কোড ব্যাখ্যা করি।
05:38 হ্যাশ এবং বিস্ময়বোধক চিহ্ন সহ প্রথম লাইন হল shebang বা bang লাইন।
05:44 username=sunita হল ইউসার ডিফাইন্ড ভ্যারিয়েবল যা গ্লোবালি ঘোষিত করা হয়েছে।
05:51 echo, outside function স্ট্রিং প্রদর্শন করবে এবং
05:55 $username ভ্যারিয়েবল username এর ভ্যালু প্রিন্ট করবে।
06:00 এইভাবে আমরা স্ক্রিপ্টে ফাংশন সংজ্ঞায়িত করেছি।
06:04 আমরা পরের টিউটোরিয়ালে, ফাংশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
06:09 এটি হল ফাংশনের বডি।
06:12 এখানে ইউসারনেমের ভ্যালুর সাথে আরেকটি ম্যাসেজ inside function প্রদর্শিত হবে।
06:19 এখানে ফাংশন কল করি।
06:21 এটি আমাদের কোড। এটি এক্সিকিউট করি।
06:23 টার্মিনালে ফিরে আসি।
06:26 প্রম্পট মুছে ফেলি।
06:28 ফাইল এক্সিকিউটেবল করতে
06:31 লিখুন chmod স্পেস প্লাস x স্পেস g আন্ডারস্কোর variable ডট sh. Enter টিপুন।
06:39 এখন লিখুন ডট স্ল্যাশ g আন্ডারস্কোর variable ডট sh
06:45 Enter টিপুন।
06:47 আউটপুট দেখুন। Outside functionusername, sunita নেয়।
06:53 এছাড়াও Inside functionusername একই ভ্যালু sunita নেয়।
06:59 এর কারণ হল username, Outside function এ গ্লোবালি ঘোষিত করা হয়েছে।
07:04 এরপর, ভ্যারিয়েবল লোকাল রূপে ঘোষিত করা শিখি।
07:09 লিখুন gedit স্পেস l আন্ডারস্কোর variable ডট sh স্পেস & চিহ্ন।
07:18 Enter টিপুন।
07:20 এখন এখানে l আন্ডারস্কোর variable ডট sh ফাইলে প্রদর্শিত কোড লিখুন।
07:25 কোড ব্যাখ্যা করি।
07:28 Inside function কোডের একটি অতিরিক্ত লাইন ছাড়া, কোড আগের মত একই।
07:36 ফাংশন ব্লকের ভিতরে একটি লাইন রয়েছে, local স্পেস username ইকুয়াল্স টু jack
07:41 এটি username ভ্যারিয়েবলে লোকাল রূপে নতুন ভ্যালু নির্ধারিত করে।
07:48 এখন টার্মিনালে যাই।
07:50 এখন ফাইল এক্সিকিউটেবল করতে
07:52 লিখুন chmod স্পেস প্লাস x স্পেস l আন্ডারস্কোর variable ডট sh
08:00 Enter টিপুন।
08:02 লিখুন ডট স্ল্যাশ l আন্ডারস্কোর variable ডট sh
08:07 Enter টিপুন।
08:08 আউটপুট দেখায়।
08:10 Outside function এ username, sunita গ্রহণ করে।
08:15 যখনকি inside function এ username, jack গ্রহণ করে।
08:20 এর কারণ হল username ফাংশনে লোকাল রূপে এই ভ্যালু নির্ধারিত করেছে।
08:26 এখন কীবোর্ডের মাধ্যমে দ্রুত ইউসার ইনপুট পাওয়া দেখি।
08:31 read কমান্ড কীবোর্ড থেকে ইনপুট গ্রহণ করতে ব্যবহৃত হয়।
08:36 এটি ইউসার ডিফাইন্ড ভ্যারিয়েবলে ইনপুট ভ্যালু নির্ধারণ করতেও ব্যবহৃত হয়।
08:41 read কমান্ডের সিনট্যাক্স হল
08:44 read স্পেস হাইফেন p স্পেস ডাবল উদ্ধৃতিতে PROMPT
08:50 PROMPT শুধুমাত্র একটি স্ট্রিং যা ইউসার ইনপুটের জন্য অপেক্ষা করে।
08:55 এটি আপনার স্ট্রিং দ্বারা বদলাতে পারেন।
08:58 এখন টার্মিনালে ফিরে যাই।
09:00 লিখুন gedit স্পেস read ডট sh স্পেস & চিহ্ন।
09:08 Enter টিপুন।
09:09 এখন read ডট sh ফাইলে প্রদর্শিত কোড লিখুন।
09:14 কোড ব্যাখ্যা করি।
09:16 এখানে ইনপুট ইউসারের দ্বারা কীবোর্ড থেকে দেওয়া হয়।
09:21 এটি bang লাইন।
09:23 এখানে হাইফেন p নতুন লাইন ছাড়া প্রম্পট দেখায় এবং কীবোর্ড থেকে ইনপুট নেয়।
09:31 ইউসার ইনপুট username ভ্যারিয়েবলে সংরক্ষণ হবে।
09:36 echo কমান্ড ম্যাসেজ দেখায়।
09:38 Hello এবং কীবোর্ডের মাধ্যমে ইউসারের দ্বারা লিখিত নাম।
09:43 প্রোগ্রাম এক্সিকিউট করি।
09:45 টার্মিনালে ফিরে আসি।
09:49 লিখুন chmod স্পেস প্লাস x স্পেস read ডট sh
09:55 Enter টিপুন। লিখুন ডট স্ল্যাশ read ডট sh. Enter টিপুন।
10:01 এখানে এটি Enter username দেখায়।
10:04 আমি ashwini লিখে Enter টিপব।
10:08 Hello ashwini ম্যাসেজ প্রদর্শিত হয়েছে।
10:13 ashwini ইউসার ডিফাইন্ড ভ্যারিয়েবল username এ একটি ইনপুট ভ্যালু হিসাবে নির্ধারিত।
10:20 স্লাইডে ফিরে গিয়ে সংক্ষিপ্তকরণ করি।
10:23 এখানে শিখেছি
10:26 সিস্টেম ভ্যারিয়েবল, ইউসার ডিফাইন্ড ভ্যারিয়েবল এবং
10:29 কীবোর্ডের মাধ্যমে ইউসার ইনপুট গ্রহণ করা।
10:33 এখন নিম্ন সিস্টেম ভ্যারিয়েবল পেতে একটি সহজ ব্যাশ প্রোগ্রাম লিখুন।
10:38 pwd এবং logname
10:41 একটি সহজ ব্যাশ প্রোগ্রাম লিখে
10:43 ইউসারের কাছ থেকে username জিজ্ঞাসা করুন।
10:46 ইউসার 10 সেকেন্ডের মধ্যে কিছু না লিখলে প্রোগ্রাম থেকে প্রস্থান করুন।
10:51 {ইঙ্গিত: read হাইফেন t 10 হাইফেন p}
10:56 এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন।
10:59 এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
11:02 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
11:07 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
11:16 বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
11:23 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ।
11:27 এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।
11:34 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
11:40 এই স্ক্রিপ্ট FOSSEE এবং স্পোকেন টিউটোরিয়াল দল তৈরী করেছে।
11:44 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta