Digital-Divide/C2/Model-Village-Hiware-Bazar/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 00:42, 29 December 2014 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 আদর্শ গ্রাম : Hiware Bazar এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:06 এই টিউটোরিয়ালে শিখব:
00:09 Hiware Bazar এর মানুষের সম্মুখে আসা সমস্যা,
00:13 Hiware Bazar এর চলতি পরিস্থিতি এবং
00:16 এই পরিবর্তনগুলি আনার পদ্ধতি।
00:20 Hiware Bazar এর মানুষের সম্মুখীন আসা সমস্যা।
00:24 এখানকার মানুষ কৃষির জন্য বৃষ্টির উপর নির্ভরশীল।
00:29 অধিক মাটির ক্ষয়ে জমির গুণ হ্রাস পেয়েছে।
00:35 পানীয় জল অনেক কষ্টে উপলব্ধ ছিল।
00:40 তাদের কাছে যথেষ্ট গোচারা ছিল না।
00:44 জ্বালানির কাঠ ও উপলব্ধ ছিল না।
00:49 এর ফলে নিম্ন সমস্যা দেখা দেয় -
00:53 বেকারত্ব।
00:55 মানুষের চাকরী পাওয়া কঠিন হয়ে গিয়েছিল।
00:58 স্থানান্তরণ।
01:00 অনেকে গ্রাম থেকে চলে যেতে শুরু করে
01:03 এবং অপরাধের হার বৃদ্ধি পায়।
01:06 Hiware Bazar এর বর্তমান স্থিতি।
01:09 মাথাপিছু আয় 1995 সালে 830 টাকা থেকে বেড়ে 2012 সালে 30,000 টাকা হয়ে গেছে।
01:19 গ্রামে 60 জন লক্ষপতি রয়েছে।
01:23 দারিদ্র্য সীমার নীচে থাকা পরিবারের সংখ্যা 1995 সালে 168 থেকে কমে 2012 সালে মাত্র 3 রয়ে গেছে।
01:34 একই সময়ে, দুধের উৎপাদন 150 লিটার থেকে বেড়ে 4000 লিটার হয়ে গেছে।
01:43 সাক্ষরতার হার 30% থেকে বেড়ে 95% হয়েছে।
01:51 অপরাধের হার অত্যন্ত কমে গেছে।
01:54 কর্মসংস্থান ও বৃদ্ধি পেয়েছে।
01:57 পদ্ধতি যার দ্বারা স্থিতি উন্নত হয়েছে।
02:00 পাঁচ আযামী দৃষ্টিকোণ বা Panchsutri
02:05 নিঃশুল্ক স্বেচ্ছাকৃত শ্রম বা Shramdaan
02:09 পশুচারণ নিষিদ্ধ বা Charai Bandi
02:14 বৃক্ষ কাটা নিষিদ্ধ বা Kurhad Bandi
02:19 নেশা করা নিষিদ্ধ বা Nasha Bandi
02:25 পরিবার পরিকল্পনা বা Kutumb Niyojan
02:30 Shramdaan
02:32 মানুষেরা সমাজের কল্যাণের জন্য একসাথে কাজ করা শুরু করে।
02:38 গ্রামবাসীরা একটি কার্য সংস্কৃতি বিকশিত করে।
02:42 জলপ্রবাহের গতি কমাতে তারা একসাথে পাহাড়ের কাছাকাছি বাঁধ নির্মাণ করতে আসে।
02:50 বাঁধ স্থলের জলের স্তর বৃদ্ধি করতে সাহায্য করে এবং মাটির ক্ষয় হ্রাস করে।
02:58 CharaiBandi
03:00 গবাদি পশুর অধিক চারণ নিষিদ্ধ করা হয়।
03:05 অধিক চারণ মরুকরণ এবং মাটি ক্ষয়ের কারণ।
03:12 গোচারণ নিষিদ্ধ -
03:14 ঘাসের উৎপাদন 1994-95200 টন থেকে 2001-20025000-6000 টনের ও অধিক হয়েছে।
03:30 Kurhad Bandi
03:32 গাছ কাটা নিষিদ্ধ করা হয়।
03:35 গাছ মাটির ক্ষয় প্রতিরোধ করতে সাহায্য করে।
03:40 মাটির ক্ষয় জমি খারাপ করে এবং এইজন্য কৃষির উত্পাদন কম হয়।
03:47 গাছ বৃষ্টির জল মন্থর করে এবং জলের স্তর বৃদ্ধি করতে সাহায্য করে।
03:54 বৃক্ষের বর্জ্য মাটি উর্বরতা বৃদ্ধি করতে উপযোগী।
04:00 Nasha Bandi
04:02 22 টি মদের দোকান বন্ধ ছিল।
04:05 তামাক এবং মদ খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়।
04:10 গ্রাম সভা ব্যাংকের সাথে জুড়ে মদের দোকানদারদের ঋণ প্রদান করে।
04:17 অপরাধের হার হ্রাস পায়।
04:20 মানুষ অধিক উৎপাদনশীল কাজে লাগে যাতে সমাজের সাহায্য হয়।
04:26 Kutumb Niyojan
04:28 প্রতি পরিবারে একটি সন্তানের নিয়ম জারি করা হয়।
04:33 জন্মের হার প্রতি হাজারে 11 হ্রাস পেয়েছে।
04:39 এটি মহিলাদের গর্ভাবস্থা সম্পর্কিত স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা করে।
04:44 পরিবার পরিকল্পনা থেকে শিশুর মৃত্যু ও হ্রাস পায়।
04:49 এটি মানুষকে ক্ষমতা প্রদান করে পরিবারকে অধিক শিক্ষিত করতে সাহায্য করে।
04:55 পরিবার পরিকল্পনা একটি দীর্ঘকালীন সমাজ তৈরীর চাবিকাঠি।
05:01 এখান থেকে এই সিদ্ধান্তে আসি যে
05:04 গ্রামের যৌথিক প্রচেষ্টা একটি বিশাল পরিবর্তন আনতে পারে।
05:09 Panchsutri নীতি খুব কার্যকর প্রমাণিত হয়েছে।
05:15 এই পদ্ধতি অনুসরণ করে এই ধরনের অনেক আদর্শ গ্রাম তৈরী হতে পারে।
05:21 আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
05:24 এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন।
05:28 এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
05:32 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
05:37 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে।
05:44 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
05:48 বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
05:55 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ।
06:01 এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।
06:09 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, http://spoken-tutorial.org/NMEICT-Intro
06:28 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।
06:31 অংশগ্রহণের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta