Digital-Divide/C2/Introduction-to-PAN-Card/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 12:23, 19 December 2014 by Kaushik Datta (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:00 Introduction to PAN card এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:06 এই টিউটোরিয়ালে আমরা শিখব:
00:08 PAN কার্ড সম্পর্কে,
00:10 PAN কার্ডের স্ট্রাকচার এবং বৈধতা,
00:14 PAN কার্ডের প্রয়োজনীয়তা এবং
00:16 নিজের PAN কার্ড সম্পর্কে জানা।
00:18 PAN কার্ডের মানে হল Permanent Account Number
00:23 PAN কার্ড এইরকম দেখায়।
00:28 এটি 10 অঙ্কের আল্ফা-নিউমেরিক কম্বিনেশন যা আইন সংস্থা দ্বারা জারি করা হয়।
00:35 এটি ভারতীয় আয়কর বিভাগ দ্বারা জারি করা হয়।
00:40 PAN কার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল
00:44 সনাক্তকরণ করা এবং
00:48 সেই সংস্থার আর্থিক আদান-প্রদানের তথ্য রাখা।
00:53 PAN কার্ডের তথ্য:
00:55 PAN অনন্য, জাতীয় এবং স্থায়ী হয়।
01:00 এটি ঠিকানার পরিবর্তন দ্বারা প্রভাবিত হয় না।
01:03 একাধিক PAN কার্ড রাখা অবৈধ।
01:07 কারা কারা PAN কার্ড পেতে পারে?
01:10 ব্যক্তি।
01:12 কোম্পানি।
01:15 HUF অর্থাৎ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি।
01:19 ট্রাস্ট এবং অন্যান্য সংস্থা।
01:22 কেনো আমাদের PAN কার্ড প্রয়োজন?
01:25 PAN কার্ড গুরুত্বপূর্ণ ফটো আইডি প্রমাণ হিসাবে কাজ করে।
01:30 PAN কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে সাহায্য করে।
01:38 সম্পদ ক্রয় বা বিক্রয় করতে সাহায্য করে।
01:43 PAN কার্ড প্রাপ্য কর যোগ্য বেতনের উপর অ্যাকাউন্টিং উদ্দেশ্যে ব্যবহৃত হয়।
01:50 আয়কর রিটার্ন ফাইল করতে সহায়ক হয়।
01:53 শেয়ার ট্রেডিং এর জন্য ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে ডকুমেন্টারী প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়।
01:59 ব্যাংক থেকে 50,000 এর অধিক টাকা তোলার জন্য ডকুমেন্টারী প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়।
02:07 এটি একটি টুল যা কর খেলাপির উপর নিয়ন্ত্রণ রাখতে আইটি বিভাগের সহায়তা করে।
02:13 এটি পরোক্ষভাবে তাদের ক্রেডিট হিস্ট্রি যাচাই করে সম্পন্ন করা হয়।
02:18 এটি TDS অর্থাৎ (Tax Deductions at Source) প্রাপ্ত করতে ডকুমেন্টারী প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়।
02:27 পাসপোর্টের আবেদনের জন্য এটি ডকুমেন্টারী প্রমাণ।
02:31 ঠিকানা পরিবর্তন করতে
02:32 এবং অন্যান্য কিছু প্রাসঙ্গিক তথ্য প্রাপ্ত করতে।
02:40 50,000 এর অধিক টাকা ফিক্সড ডিপোজিটের জন্য।
02:47 25,000 এর অধিক টাকা হোটেল বিল এবং ভ্রমণ খরচ শোধ করতে।
02:56 ক্রেডিট কার্ড জারি করার আবেদনের জন্য।
03:05 টেলিফোন সংযোগের আবেদনের জন্য।
03:10 PAN স্ট্রাকচার এইরকম হয়।
03:13 প্রথম পাঁচটি ক্যারেক্টার অক্ষর, আগামী চারটি সংখ্যা এবং শেষের ক্যারেক্টার অক্ষর।
03:21 প্রথম তিনটি অক্ষর AAA থেকে ZZZ পর্যন্ত অক্ষরের ক্রম হয়।
03:29 চতুর্থ ক্যারেক্টার কার্ড ধারকের ধরণ সম্পর্কে বলে। প্রতিটি মূল্যায়ন অনন্য হয়।
03:36 ব্যক্তির জন্য P
03:38 কোম্পানির জন্য C
03:41 HUF অর্থাৎ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির জন্য H
03:45 ফার্ম এর জন্য F
03:47 AOP অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ পার্সন্সের জন্য A
03:51 ট্রাস্টের জন্য T
03:53 BOI অর্থাৎ বডি অফ ইন্ডিভিজ্যুয়ালসের জন্য B
03:57 লোকাল অথারিটির জন্য L
04:01 আর্টিফিশিয়াল জুরিডিকল পার্সনের জন্য J
04:05 গভর্নমেন্টের জন্য G
04:07 PAN এর পঞ্চম ক্যারেক্টার:
04:10 ব্যক্তিগত PAN কার্ডের ক্ষেত্রে, ব্যক্তির সার নেম বা লাস্ট নেমের প্রথম ক্যারেক্টার,
04:18 প্রদর্শিত ইমেজে, সারনেম হল Yadav তাই পঞ্চম ক্যারেক্টার হল Y.
04:26 কোম্পানি / HUF / ফার্ম বা অন্য ধরনের PAN কার্ডের ক্ষেত্রে সত্তা/ ট্রাস্ট/ সোসাইটি/ সংস্থার নাম।
04:38 প্রদর্শিত ইমেজে, ট্রাস্টের নাম হল Shanoz
04:42 তাই পঞ্চম ক্যারেক্টার হল S.
04:46 শেষের ক্যারেক্টার হল আল্ফাবেটিক চেক ডিজিট।
04:50 PAN কার্ড জারি করার তারিখ PAN কার্ডের ডানদিকে উল্লেখ করা হয়।
04:59 নিম্ন লিঙ্কে গিয়ে আপনি নতুন এবং বিদ্যমান PANনম্বর বৈধ বা যাচাই করতে পারেন।
05:10 সংক্ষেপে
05:12 এই টিউটোরিয়ালে শিখেছি:
05:15 PAN কার্ড সম্পর্কে।
05:16 PAN কার্ডের স্ট্রাকচার এবং বৈধতা।
05:19 PAN কার্ডের প্রয়োজনীয়তা এবং
05:21 নিজের PAN কার্ড সম্পর্কে জানা।
05:23 এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন।
05:27 এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
05:30 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
05:34 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল
05:36 কর্মশালার আয়োজন করে।
05:40 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
05:43 বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
05:50 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ।
05:54 এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।
06:01 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, http://spoken-tutorial.org/NMEICT-Intro
06:11 আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
06:14 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta