PERL/C2/Overview-and-Installation-of-PERL/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 16:18, 1 September 2014 by Kaushik Datta (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:01 PERL Overview এবং Installation এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:08 এই টিউটোরিয়ালে আমরা শিখব:
00:10 পর্লের সংক্ষিপ্ত বিবরণ এছাড়া উবুন্টু-লিনাক্স এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে পর্ল সংস্থাপনের উপায়।
00:20 এই টিউটোরিয়ালের জন্য,
0:21 ইন্টারনেটের সংযোগ থাকতে হবে।
00:25 উবুন্টু-লিনাক্স এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম থাকতে হবে।
00:30 স্পষ্টিকরণের জন্য আমি উবুন্টু লিনাক্স 12.04 এবং উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম ব্যবহার করব।
00:39 উবুন্টু লিনাক্স সংস্থাপনের জন্য, আপনার সিস্টেমে সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার সংস্থাপিত থাকতে হবে।
00:47 আপনার অ্যাডমীনিসট্রেটিভ অধিকার থাকতে হবে
00:50 এবং আপনার উবুন্টুতে টার্মিনাল এবং সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার সম্পর্কে ও জানতে হবে।
00:57 না হলে, প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটে যান।
01:03 এখন পর্ল সম্পর্কে অল্প বলি।
01:07 পর্ল হল প্রাকটিক্যাল এক্সট্রকশন এবং রিপোর্টিং ভাষার একটি সংক্ষিপ্তি।
01:14 এটি একটি সাধারণ প্রোগ্রামিং ভাষা।
01:18 এটি মূলত টেক্সট ম্যানিপুলেশনের জন্য বিকশিত হয়েছে।
01:23 এর ব্যবহার ওয়েব ডেভেলপমেন্ট, নেটওয়ার্ক প্রোগ্রামিং, GUI ডেভিলপমেন্ট এর জন্য করা হয়।
01:31 এটি সরল এবং বুঝতে খুব সহজ।
01:35 এতে C বা JAVA এর মত জটিল ডেটা স্ট্রাকচার নেই।
01:41 এটি প্যাটার্ন ম্যাচিং এর অধিক পরিচিত।
01:45 এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, পর্ল একটি ওপেন সোর্স ভাষা।
01:49 পর্ল উবুন্টু লিনাক্স 12.04 অপারেটিং সিস্টেমে আগে থেকেই রয়েছে।
01:56 অতএব, সংস্থাপন অনুসরণ করতে কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই।
02:01 উবুন্টু 12.04 এ পর্লের সংস্থাপিত সংস্করণ যাচাই করি।
02:07 কীবোর্ডে Ctrl + Alt + T কী একসাথে টিপে টার্মিনাল খুলুন।
02:15 লিখুন perl স্পেস হাইফেন v
02:18 তারপর Enter টিপুন।
02:21 আউটপুট টার্মিনালে প্রদর্শিত হয়েছে।
02:26 আউটপুট পর্লের আধুনিক সংস্থাপিত সংস্করণ প্রদর্শন করে।
02:31 আমাদের ক্ষেত্রে এটি পর্ল 5.14.2.
02:36 উবুন্টু 12.04 এ উপলব্ধ ডিফল্ট পর্ল প্যাকেজ যাচাই করি।
02:43 এখন লঞ্চার বারে যান এবং Dash Home এ টিপুন।
02:48 সার্চ বারে লিখুন Synaptic
02:51 Synaptic Package Manager আইকন দৃশ্যমান হবে।
02:55 এটিতে টিপুন।
02:57 অথেনটিকেশনের জন্য, আপনাকে অ্যাডমিন পাসওয়ার্ড লিখতে বলা হবে।
03:03 অ্যাডমিন পাসওয়ার্ড লিখুন এবং Authenticate এ টিপুন।
03:08 অবিলম্বে, সিনাপ্টিক প্যাকেজ ম্যানেজার প্যাকেজ তালিকা লোড করবে।
03:13 ইন্টারনেট এবং সিস্টেম গতির উপর নির্ভর করে এটি কিছু সময় নিতে পারে।
03:18 লোড হয়ে গেলে Quick FilterPerl লিখুন।
03:22 আপনি প্যাকেজের তালিকা দেখবেন।
03:25 Perl প্যাকেজের পূর্বে দৃশ্যমান গাঢ় সবুজ রঙের চেকবাক্স বলে যে এটি ইতিমধ্যে সংস্থাপিত রয়েছে।
03:33 যখনকি তারকা চিহ্ন সহ চেকবাক্স বলে যে এই প্যাকেজগুলি ও প্রয়োজন হতে পারে।
03:41 এটি আপনাকে ডকুমেন্ট তৈরী বা পর্ল স্ক্রিপ্ট ডিবাগ করতে সাহায্য করবে।
03:47 ভবিষ্যতে পর্ল ব্যবহারের উপর নির্ভর করে, অনুপস্থিত প্যাকেজ গুলি সংস্থাপিত করুন।
03:54 এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে পার্ল সংস্থাপন করার ধাপগুলি দেখি।
04:00 পর্ল টিউটোরিয়াল রেকর্ড করার সময়, উইন্ডোজে সংস্করণ 5.14.2 উপলব্ধ ছিল।
04:08 এখন একটি নতুন পর্ল সংস্করণ উপলব্ধ।
04:12 আমি নতুন পর্ল সংস্করণ 5.16.3 ব্যবহার করে সংস্থাপন প্রদর্শন করব।
04:19 টিউটোরিয়ালে প্রদর্শিত সকল পর্ল কমান্ড নতুন সংস্করণেও ভালোমত কাজ করবে।
04:26 উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্রাউজার খুলুন,
04:30 এবং এড্রেস বারে, প্রদর্শিত URL লিখুন।
04:35 আপনি সরাসরি পর্লের ডাউনলোড পৃষ্ঠায় যাবেন।
04:39 সিস্টেমের প্রয়োজন মত, ডাউনলোডের সংস্করণ নির্বাচন করুন।
04:44 আমার ক্ষেত্রে এটি পর্লের 32 বিট সংস্করণ।
04:49 কম্পিউটারে আপনার পছন্দমত জায়গায় পর্ল msi ফাইল সংরক্ষণ করুন।
04:56 আমি ইতিমধ্যে এটি সংরক্ষণ করেছি।
05:00 পর্ল msi ফাইল যেখানে ডাউনলোড করেছেন সেই ফোল্ডারে গিয়ে সেটিতে দুই বার টিপুন।
05:07 তারপর পপ আপ উইন্ডোতে Run এ টিপুন।
05:11 সেটআপ উইজার্ড উইন্ডোতে Next টিপুন।
05:15 I accept the terms in the License Agreement নির্বাচন করে Next এ টিপুন।
05:21 এখন, Custom Setup উইন্ডো খোলে।
05:25 এই উইন্ডো সকল পর্ল বৈশিষ্ট্য সংস্থাপনের তালিকা প্রদর্শন করে।
05:31 এগুলি হল:
05:32 Perl,
05:33 PPM, এটি উইন্ডোজে পর্ল মডিউল ডাউনলোড এবং সংস্থাপনে ব্যবহৃত হয়।
05:39 Documentation যা পর্ল মডিউলের তথ্য প্রদান করে।
05:44 এবং Examples
05:47 এই সকল ডিফল্ট বৈশিষ্ট্য রেখে Next এ টিপুন।
05:52 environmental variable এবং file extension সেটিং এর জন্য একটি পপআপ উইন্ডো খুলবে।
05:59 এই চেক বাক্স গুলি নির্বাচন করুন।
06:03 Next এ টিপে Install এ টিপুন।
06:07 এটি পর্লের সংস্থাপন শুরু করবে।
06:11 এটি আপনার ইন্টারনেট গতির উপর নির্ভর করে কিছু সময় নেবে।
06:16 এটি হয়ে গেলে, Display Release Note চেকবাক্স অনির্বাচিত করে Finish এ টিপুন।
06:23 এটি উইন্ডোসে পর্লের সংস্থাপন সমাপ্ত করে।
06:23 এখন সংস্থাপন যাচাই করি।
06:32 Start এমনুতে যান এবং কমান্ড প্রম্পট খুলতে cmd লিখুন।
06:39 কমান্ড প্রম্পটে লিখুন, perl স্পেস হাইফেন v
06:44 এবং Enter টিপুন।
06:46 আপনি পর্লের সংস্থাপিত সংস্করণ দেখবেন।
06:50 এটি সংস্করণ প্রদর্শন না করলে, উপরোক্ত সংস্থাপনের ধাপ পুনরায় করুন।
06:57 এখন একটি সহজ হ্যালো পর্ল প্রোগ্রাম এক্সিকিউট করি।
07:02 এই ফাইলটি প্লেয়ারের নীচের কোড ফাইল লিঙ্কে এই টিউটোরিয়ালের সাথে প্রদান করা হয়েছে।
07:11 এই ফাইলটি ডাউনলোড করে ব্যবহার করুন।
07:14 আমি ফাইলটি সিস্টেমের users\Amol ডিরেক্টরিতে সংরক্ষণ করেছি।
07:21 সেখানে যাই।
07:23 লিখুন perl হাইফেন sampleProgram.pl
07:28 এবং Enter টিপুন।
07:30 কমান্ড প্রম্পটে "Hello Perl" প্রিন্ট হবে।
07:35 সংক্ষেপে,
07:37 এই টিউটোরিয়ালে শিখেছি:
07:40 পর্লের সংক্ষিপ্ত বিবরণ।
07:43 উবুন্টু-লিনাক্স 12.04 এবং উইন্ডোজ 7 এর জন্য পর্ল সংস্থাপন সংক্রান্ত নির্দেশাবলী।
07:50 এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন।
07:54 এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
07:58 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
08:03 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল
08:06 কর্মশালার আয়োজন করে।
08:10 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
08:15 বিস্তারিত তথ্যের জন্য
08:18 contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
08:23 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ।
08:29 এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।
08:38 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
08:50 আশা করি টিউটোরিয়ালটি লাভদায়ক হয়েছে।
08:53 আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।
08:56 ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta