Linux/C2/File-System/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 15:04, 7 August 2014 by PoojaMoolya (Talk | contribs)
Time | Narration |
---|---|
00:00 | লিনাক্স ফাইল সিস্টেম সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়ালটিতে স্বাগত জানাচ্ছি । |
00:04 | আমি উবুন্টু ১০.০৪ ব্যবহার করছি । |
00:07 | আমি ধরে নিচ্ছি যে আপনি লিনাক্স অপারেটিং কিভাবে কাজ শুরু করতে হয়, ত়া জানেন এবং মৌলিক র্নিদেশাবলী সম্বন্ধে আপনার কিছু ধারনার আছে । |
00:13 | আপনি চাইলে এই ওয়েবসাইট-এর অন্যান্য টিউটোরিয়াল-গুলির সাহায্য নিতে পারেন । |
00:25 | মনে রাখবেন যে লিনাক্স case sensitive । |
00:28 | এই টিউটোরিয়ালটিতে ব্যবহৃত সমস্ত র্নিদেশাবলী ছোট হাতের অক্ষরে আছে, অন্যথায় সেটি উল্লেখ করা হয়েছে । |
00:36 | লিনাক্স-এ প্রায় সবকিছু-ই একটি ফাইল । |
00:39 | তাহলে একটি ফাইল কি ? দৈনন্দিন জীবনে আমরা ফাইল-এ ডকুমেন্ট এবং কাগজ সংরক্ষণ করি । |
00:47 | অনুরূপভাবে লিনাক্স-এ, ফাইল তথ্য সংরক্ষণ করার জন্য একটি ধারক । |
00:53 | এখন জানা যাক ডিরেক্টরী কি । |
00:56 | একটি ডিরেক্টরী ফাইল এবং অন্যান্য (sub)directories-এর ধারক । |
01:02 | ডিরেক্টরী আমাদের নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ফাইল গুছিয়ে রাখতে সাহায্য করে । |
01:08 | এইটি উইন্ডোজে ফোল্ডারের সমতুল্য । |
01:12 | বিভিন্ন ব্যবহারকারী-দের আলাদা নিজস্ব ডিরেক্টরী থাকে যা অন্যরা ব্যবহার অথবা পরিবর্তন করতে পারে না । |
01:20 | যদি ডিরেক্টরী না থাকত, তাহলে একটি সিস্টেম-এর সব ফাইল-গুলিকে আলাদা নাম দিতে হত । এটি বজায় রাখা খুবই কঠিন । |
01:31 | যদিও ফাইল এবং ডিরেক্টরীর এই সংজ্ঞাগুলি তাদের সম্বন্ধে একটি সাধারণ ধারণার জন্য ভাল, কিন্তু এগুলি সংপূর্ণ নির্ভূল নয় । |
01:42 | অভ্যন্তরস্থ বস্তু ছাড়াও, ফাইলের একটি নাম এবং কিছু বৈশিষ্ট্যাবলী বা “administrative information” যেমন ফাইল-টির তৈরী বা পরিবর্তনের তারিখ ও অনুমতি সংক্রান্ত তথ্য থাকে । |
01:55 | ফাইল-এর বৈশিষ্ট্যাবলী inode-এ সংরক্ষিত হয় । inode ফাইল সিস্টেম-এর একটি বিশেষ data block যাত়ে ফাইলের দৈর্ঘ্য ও ডিস্ক-এ ফাইল-টির অবস্থান সংক্রান্ত তথ্য থাকে । |
02:08 | কম্পিউটার সিস্টেম ফাইল-এর inode সংখ্যা ব্যবহার করে; ডিরেক্টরী কাঠামো আমাদের সুবিধার জন্য ফাইল-এর নামকরণ করে কারণ বড় সংখ্যার চেয়ে নাম স্মরণ রাখা অনেক সহজ । |
02:23 | প্রকৃতপক্ষে, ডিরেক্টরী-ত়ে অন্যান্য ফাইল থাকে না, ডিরেক্টরী নিজেরাই একটি ফাইল যাতে অন্যান্য ফাইল-গুলির inode সংখ্যা এবং নাম থাকে । |
02:37 | লিনাক্সে তিন ধরনের ফাইল আছে : |
02:41 | ১ নিয়মিত ফাইল অথবা সাধারণ ফাইল: এইটি অক্ষরের একটি স্ট্রীম হিসেবে কেবল তথ্য ধারণ করে । |
02:48 | ২ ডিরেক্টরী: আমরা পূর্ববর্তী স্লাইডে এই নিয়ে আলোচনা করেছি । |
02:52 | ৩ ডিভাইস ফাইল: সমস্ত হার্ডওয়্যার ডিভাইস এবং যন্ত্রপাতি লিনাক্সে এই ফাইল হিসেবে বোঝানো হয় । |
02:59 | একটি সিডি, হার্ড ডিস্ক, এমনকি একটি usb stick সবকিছুই লিনাক্সে একটি ফাইল । কিন্তু এর কারণ কি ? এইটি ডিভাইস-গুলিকে সাধারণ ফাইলের মত করেই পড়তে ও লিখতে সাহায্য করে । |
03:15 | লিনাক্সে সব ফাইল-ই সম্পর্ক-যুক্ত, সংক্ষেপে বললে সব ফাইল একটি পরিবার তৈরী করে । |
03:22 | একটি ডিরেক্টরী কিছু ফাইল ও সাবডিরেক্টরির ধারণ করলে একে অপরের সঙ্গে একটি পিতা– সন্তানের সম্পর্ক তৈরী করে । এভাবে লিনাক্স ফাইল সিস্টেম tree তৈরী হয় । |
03:34 | একদম চূড়ায় থাকে root যা একটি frontslash /এর দ্বারা বোঝানো হয় । এইটি অন্যান্য সব ফাইল এবং ডিরেক্টরী ধারণ করে । |
03:42 | সঠিক পথ জানলে একটি ফাইল অথবা ডিরেক্টরী থেকে অন্যান্য-গুলি সহজে যাওয়া যেতে পারে । |
03:51 | লিনাক্স ফাইল সিস্টেম নিয়ে কাজ করলে মনে হয় যে আমরা ওই system tree বরাবর চলছি । |
03:56 | একটি কমান্ড ব্যবহার করলেই আপনি একটি স্থান থেকে অন্যান্য স্থানে যেতে পারবেন । |
04:01 | আমরা এখন এটি দেখব । |
04:05 | যখন আমরা লিনাক্স সিস্টেম-এ login করি, তখন আমরা স্বাভাবিকভাবে home directory আসি । |
04:11 | এখন টার্মিনাল-এ গেলাম । |
04:13 | Ctrl+alt+T -একসাথে টিপে উবুন্টু-ত়ে টার্মিনাল শুরু করা যায় । |
04:17 | এই কমান্ড সব ইউনিক্ষ সিস্টেম-এ কাজ নাও করতে পারে । টার্মিনাল খোলার একটি সাধারণ পদ্ধতি অন্য একটি কথ্য টিউটোরিয়াল-এ ব্যাখ্যা করা আছে । |
04:27 | home ডিরেক্টরী দেখতে লিখুন -
"echo space dollar বড় হাতের অক্ষরে H-O-M-E" । এন্টার টিপলাম । |
04:40 | এটি home ডিরেক্টরী-এর pathname বা পথটি দেয় । |
04:44 | আমরা একটি ডিরেক্টরী থেকে অন্য-ত়ে যেতে পারি । |
04:47 | সেই ডিরেক্টরী-টিকে বর্তমান ডিরেক্টরী অথবা কর্মরত ডিরেক্টরী বলা হয় । |
04:56 | pwd কমান্ড আমাদেরকে বর্তমান ডিরেক্টরী দেখতে সাহায্য করেন । pwd অর্থাৎ present working directory । |
05:03 | কমান্ড প্রম্পট-এ " pwd " লিখে এন্টার টিপুন । এখন এইটি আমাদের বর্তমান কর্মরত ডিরেক্টরী । |
05:13 | আমরা আগেই বলেছি যে আমরা একটি ডিরেক্টরী থেকে অন্য-ত়ে যেতে পারি । |
05:17 | কিন্তু কিভাবে আমরা এটি করবো ? এর জন্য cd কমান্ড ব্যবহার করতে হবে । |
05:22 | আপনাকে cd কমান্ড-এর পরে, আপনি যে ডিরেক্টরী-ত়ে যেতে চান, তার পথ-টি লিখতে হবে । |
05:28 | আমাদের বর্তমান ডিরেক্টরী পুনরায় দেখে নিতে কমান্ড প্রম্পট-এ pwd লিখে এন্টার টিপুন । |
05:37 | তাহলে, আমরা এখন এই ডিরেক্টরী-ত়ে আছি । |
05:41 | ধরুন, আমরা slash usr ডিরেক্টরী-তে যেতে চাই । তাহলে লিখুন -
"cd space slash usr" । লক্ষ্য করুন, লিনাক্স-এ slash-বলতে front slash বোঝায় । এন্টার টিপুন । |
05:56 | এখন বর্তমান কর্মরত ডিরেক্টরী দেখা নেওয়া যাক । |
06:03 | হ্যাঁ, আমরা slash usr ডিরেক্টরী-ত়ে এসে গেছি । |
06:08 | এইক্ষেত্রে সমস্যা হল পথটি খুব দীর্ঘ হতে পারে, কারণ এগুলি হল absolute pathname বা পরম পথ যা মূল ডিরেক্টরী থেকে সমগ্র পথ তালিকাভুক্ত করে । |
06:18 | এর পরিবর্তে, আমরা relative pathname বা আপেক্ষিক পথ-ও ব্যবহার করতে পারি যা বর্তমান ডিরেক্টরী থেকে শুরু হয় । |
06:23 | এখানে দুটি বিশেষ অক্ষর জানা প্রয়োজন ।dot বর্তমান ডিরেক্টরী এবং dot dot বর্তমান ডিরেক্টরীর parent বা উর্ধ্বস্থ ডিরেক্টরীকে বোঝায় । |
06:36 | এখন cd কমান্ড নিয়ে সংক্ষেপে আলোচনা করা যাক । |
06:40 | কোনো আর্গুমেন্ট ছাড়া cd কমান্ড-এর দ্বারা home ডিরেক্টরী-ত়ে ফিরে আসা যায় । |
06:46 | কমান্ড প্রম্পট-এ "cd" লিখে করে এন্টার টিপুন । |
06:51 | এখন pwd কমান্ড-এর দ্বারা বর্তমান ডিরেক্টরী কি, ত়া দেখে নেওয়া যাক । |
06:55 | দেখুন, এখন আমরা আমাদের home ডিরেক্টরী /home/gnuhata-ত়ে ফিরে এসেছি । |
07:01 | এখন music ডিরেক্টরী-ত়ে যেতে লিখুন "cd space Music(বড় হাতের অক্ষরে M) slash" । এন্টার tipun । |
07:13 | এখন pwd কমান্ড -এর দ্বারা বর্তমান ডিরেক্টরী কি ত়া দেখেনি । এন্টার টিপুন । দেখুন, এখন আমরা /home/gnuhata/Music-ত়ে এসেছি । |
07:26 | এখন Music ডিরেক্টরী-এর parent ডিরেক্টরী-ত়ে যাওয়া যাক । এর জন্য cd কমান্ড-এর সাথে ডট ডট ব্যবহার করতে হবে । |
07:33 | লিখুন cd space dot dot । এন্টার টিপুন । |
07:40 | এবার pwd ব্যবহার করে বর্তমান ডিরেক্টরী কি, ত়া দেখে নেওয়া যাক । আমার আবার /home/gnuhata-ত়ে ফিরে এসেছি । |
07:51 | এবার ডট ব্যবহার করে বর্তমান ডিরেক্টরী-এর সাব-ডিরেক্টরী-ত়ে যাওয়া যাক । |
07:58 | কমান্ড প্রম্পট-এ লিখুন - cd space dot slash Documents(বড় হাতের অক্ষরে D) slash । এন্টার টিপুন । |
08:09 | pwd ব্যবহার করে বর্তমান ডিরেক্টরী-কি, ত়া দেখে নেওয়া যাক । আমরা এখন /home/gnuhata/Documents-ডিরেক্টরী-তে আছি । |
08:19 | ভালো করে দেখার জন্য control L-এর দ্বারা স্ক্রিন পরিস্কার করে নিন । |
08:23 | home ডিরেক্টরী-ত়ে ফিরে যাবার জন্য cd কমান্ড লিখে এন্টার টিপুন । |
08:32 | আবার pwd কমান্ড-এর দ্বারা দেখে নিন বর্তমান ডিরেক্টরী কি । আমরা /home/gnuhata -ত়ে ফিরে এসেছি । |
08:41 | আমরা আপেক্ষিক পথ-এ অনেক .. /-এর দ্বারা আলাদা করে লিখতে পারি । |
08:47 | এই স্লাইড-এ আমরা ফাইল সিস্টেমের ক্রমোচ্চ শ্রেণীবিভাগ দেখতে পাচ্ছি । Root অর্থাৎ মূল অথবা / চূড়াতে আছে । home এবং bin - root-এর অধীনে দুই সাব-ডিরেক্টরী । ব্যবহারকারীর নাম অর্থাৎ এখানে gnuhata , home-এর অধীনে gnuhata নামক একটি সাব-ডিরেক্টরী হিসাবে দেখা যাচ্ছে । |
09:05 | slash bin ডিরেক্টরী-ত়ে যেতে |
09:12 | কমান্ড প্রম্পট -এ "cd space dot dot slash dot dot slash bin" লিখে এন্টার টিপুন । |
09:23 | pwd কমান্ড-এর দ্বারা বর্তমান ডিরেক্টরী কি, ত়া দেখে নিন ।
এখন আমরা /bin ডিরেক্টরী -ত়ে আছি । |
09:30 | প্রথম আমাদের ডট ডট স্ল্যাশ home স্ল্যাশ gnuhata থেকে স্ল্যাশ home -এ নিয়ে যায় । |
09:37 | পরবর্তী ডট ডট আমাদের /home থেকে root-এ নিয়ে যায় । |
09:43 | তারপর আমরা / বা root থেকে /bin ডিরেক্টরী -ত়ে এসেছি । |
09:48 | এবার cd কমান্ড-এর দ্বারা পুনরায় home ডিরেক্টরী -ত়ে ফিরে আসা যাক । |
09:52 | ডিরেক্টরী তৈরী করার জন্য আমরা mkdir কমান্ড ব্যবহার করি । |
09:56 | এরজন্য কমান্ড এবং যে ডিরেক্টরী তৈরী করা হবে তার নাম লিখতে হয় । তাহলে বর্তমান ডিরেক্টরী -এর ভিতর ওই নামের একটি ডিরেক্টরী তৈরী হয়ে যাবে । |
10:04 | testdir নামক ডিরেক্টরী তৈরী করতে লিখুন "mkdir space testdir" । এন্টার টিপুন । |
10:15 | testdir ডিরেক্টরী সফলভাবে তৈরী হয়েছে । |
10:19 | মনে রাখবেন, ডিরেক্টরী তৈরী বা ডিলিট হলে লিনাক্স আলাদাভাবে কোনো বার্তা দেয় না । |
10:25 | আপনি যদি কোনো error message না পান, ত়ার মানেই কমান্ড-টি সফল হয়েছে । |
10:30 | আমরা পরম বা আপেক্ষিক পথ ব্যবহার করে ফাইল সিস্টেম tree-এর যেকোনো স্থানে ডিরেক্টরী তৈরী করতে পারি । এক্ষেত্রে আমাদের সেটি করার অনুমতি থাকতে হবে ও সেই নামে ফাইল অনুপস্থিত থাকতে হবে । |
10:43 | এই পদ্ধতিতে অনেকগুলি ডিরেক্টরী, এমনকি ক্রমবিন্যস্ত অনেকগুলি ডিরেক্টরী-ও তৈরী করা যায় । |
10:49 | mkdir space test1 space test2 লিখে এন্টার টিপুন । এইটি বর্তমান ডিরেক্টরীর অধীনে দুটি ডিরেক্টরী test1 এবং test2 তৈরি করবে । |
11:06 | লিখুন "mkdir space testtree space testtree slash test3" । |
11:20 | এটি একটি ডিরেক্টরী testtree এবং তার ভিতর অন্য একটি সাব-ডিরেক্টরী test3 তৈরি করবে । |
11:28 | সুতরাং, আমরা বর্তমান ডিরেক্টরীতে চারটি ডিরেক্টরী অর্থাৎ testdir, test1, test2 এবং testtree তৈরি করেছি যাদের মধ্যে প্রথমটি তিনটি খালি এবং শেষ -ডিরেক্টরীতে test3 নামক সাব-ডিরেক্টরী আছে । |
11:47 | mkdir কমান্ড-এর মতই rmdir কমান্ড আছে যার দ্বারা একটি বা অনেকগুলি ডিরেক্টরী ডিলিট বা সরিয়ে দেওয়া যায় । |
11:56 | এই কমান্ড test1 ডিরেক্টরী-টিকে ডিলিট করতে সফল হয়েছে । |
12:09 | আপনি একটি ডিরেক্টরী ডিলিট করতে পারবেন কেবলমাত্র যদি আপনি তার মালিক হন, আপনার বর্তমান ডিরেক্টরী যে ডিরেক্টরী-টি সরিয়ে দিতে হবে তার থেকে ক্রমচ্ছ শ্রেণীবিভাগে উপরে থাকে এবং যদি ডিরেক্টরী-টি ফাঁকা থাকে । |
12:23 | এখন কমান্ড প্রম্পট-এ লিখুন "cd space testtree slash test3" । |
12:35 | তাহলে আমরা এখন test3 ডিরেক্টরী-ত়ে আছি যেটি testtree- এর অন্তর্গত একটি সাব-ডিরেক্টরী । |
12:42 | এন্টার টিপুন ।. |
12:55 | দেখুন, এটি করা যাচ্ছে না । কারণ, বর্তমান ডিরেক্টরী, যে ডিরেক্টরী-টি ডিলিট করা হবে, তার থকে ক্রমচ্ছ শ্রেণীবিভাগে উপরে নেই । |
13:02 | তাহলে আমাদের এমন কোনো ডিরেক্টরী-ত়ে যেতে হবে যেটি ক্রমচ্ছ শ্রেণীবিভাগে testdir-এর থেকে উপরে আছে । |
13:08 | "cd space dot dot" লিখে এন্টার টিপলাম । |
13:14 | এবার "cd space dot dot" প্রয়োগ করে parent ডিরেক্টরী -ত়ে ফিরে যাওয়া যাক । |
13:20 | এখন পূর্বের কমান্ড-টিকে আবার প্রয়োগ করুন । |
13:24 | এন্টার টিপুন । |
13:30 | testdir ডিরেক্টরী সফলভাবে ডিলিট হয়ে গেছে । লক্ষ্য করুন testdir ফাঁকা ছিল । |
13:38 | একসাথে অনেকগুলি ডিরেক্টরী বা ক্রমচ্ছ শ্রেণীবিভাগে বিন্যস্ত ডিরেক্টরী-গুলিকে একবারেই ডিলিট করা যায় । তাহলে testtree ডিরেক্টরী এবং তার সাব-ডিরেক্টরী test3-এই দুটিকে একসাথে ডিলিট করা যাক । |
13:48 | কমান্ড প্রম্পট-এ "rmdir space testtree space testtree slash test3 " লিখে এন্টার টিপুন । |
14:02 | দেখুন এটি একটি error message জানাচ্ছে যে 'testree' ডিরেক্টরী ডিলিট করা যাবে না কারণ সেটি খালি নেই । |
14:11 | একটি বিষয় হয়তো আমরা লক্ষ্য করিনি যে testtree/test3 ডিলিট হয়ে গেছে কারণ ওটি খালি ছিল । |
14:19 | এটি পরীক্ষা করার জন্য লিখুন "cd space testtree" । এন্টার টিপুন । |
14:27 | এবার "ls" লিখে এন্টার টিপুন । দেখুন, এখন ডিরেক্টরী-ত়ে কিছু নেই, test3 ডিলিট হয়ে গেছে । |
14:36 | সুতরাং এই লিনাক্স টিউটোরিয়াল-এ আমরা লিনাক্স ফাইল ও ডিরেক্টরী এবং লিনাক্স ডিরেক্টরীর নিয়ে কিভাবে কাজ করতে হয়, ত়া শিখেছি । ডিরেক্টরী দেখুন, সেগুলি তৈরী করুন, সরিয়ে দিন, এক ডিরেক্টরী থেকে অন্য-ত়ে যাওয়া ইত্যাদি অভ্যেস করুন । |
14:49 | এখানেই এই টিউটোরিয়াল্-এর সমাপ্তি হল । স্পোকেন্ টিউটোরিয়াল্ Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ যা ICT এর National Mission on Education দ্বারা সমর্থিত । |
15:03 | এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্ক-এ প্রাপ্তিসাধ্য । |
15:08 | আমি অন্তরা এই টিউটোরিয়াল-টি অনুবাদ এবং রেকর্ড করেছি । |