C-and-C++/C3/String-Library-Functions/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 16:22, 18 June 2014 by Pratik kamble (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:01 C তে স্ট্রিং লাইব্রেরী ফাংশনের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালে আমরা শিখব,
00:09 স্ট্রিং লাইব্রেরী ফাংশন।
00:11 এটি কিছু উদাহরণের সাহায্যে করব।
00:15 এই টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি
00:18 উবুন্টু অপারেটিং সিস্টেম সংস্করণ 11.10
00:22 এবং gcc কম্পাইলার সংস্করণ 4.6.1 ব্যবহার করছি।
00:27 স্ট্রিং লাইব্রেরী ফাংশনের ভূমিকা দিয়ে শুরু করা যাক।
00:31 এই ফাংশনের গ্রুপগুলি স্ট্রিং এ অপারেশন বাস্তবায়িত করে।
00:36 বিভিন্ন অপারেশন যেমন কপি করা, কনকেটিনেশন, সার্চিং ইত্যাদি সাপোর্ট করে।
00:44 কয়েকটি স্ট্রিং লাইব্রেরি ফাংশন দেখা যাক।
00:48 এখানে strncpy ফাংশন রয়েছে।
00:52 এর সিনট্যাক্স হল strncpy(char str1, char str2, int n);
01:02 এটি স্ট্রিং str1 এর মধ্যে স্ট্রিং str2 এর প্রথম n অক্ষর কপি করে।
01:09 উদাহরণস্বরূপ char strncpy(char hello, char world, 2);
01:16 আউটপুট হবে Wollo.
01:21 এখানে আমাদের কাছে স্ট্রিং 2 থেকে Wo এবং বাকি অক্ষর স্ট্রিং 1 থেকে রয়েছে।
01:29 এখন আমরা strncmp ফাংশন দেখবো, এর সিনট্যাক্স হল strncmp (char str1, char str2, int n);
01:42 এটি স্ট্রিং 2 এর প্রথম n অক্ষর স্ট্রিং 1 এর সাথে তুলনা করবে।
01:48 উদাহরণস্বরূপ int strncmp(char ice, char icecream, 2);
01:55 আউটপুট 0 হবে।
01:58 এখন আমরা স্ট্রিং লাইব্রেরী ফাংশন ব্যবহার করা দেখবো।
02:02 আমি আপনাকে সাধারণত ব্যবহৃত কিছু স্ট্রিং ফাংশন দেখাতে যাচ্ছি।
02:07 আমি ইতিমধ্যে এডিটরে প্রোগ্রাম লিখে ফেলেছি,
02:10 আমি এটি খুলবো।
02:12 এখানে স্ট্রিং Length(লেনথ) ফাংশন রয়েছে।
02:15 আমাদের ফাইলের নাম হল strlen.c
02:20 এখানে আমরা স্ট্রিং এর দৈর্ঘ্য পাবো।
02:23 stdio.h এবং string.h হিসেবে এটি হল হেডার ফাইল।
02:29 এটি মেন ফাংশন।
02:31 এখানে একটি ক্যারেক্টার ভ্যারিয়েবল 'arr' রয়েছে।
02:35 এটি 'Ashwini' সংরক্ষিত করে।
02:38 আমাদের কাছে একটি ইন্টিজার ভ্যারিয়েবল len1 রয়েছে।
02:42 এখানে strlen ফাংশন ব্যবহার করে আমরা স্ট্রিং এর দৈর্ঘ্য পাবো।
02:48 ফলাফল len1 এ সংরক্ষিত হবে।
02:52 তারপর আমরা স্ট্রিং এবং স্ট্রিং এর দৈর্ঘ্য প্রিন্ট করি।
02:56 এটি আমাদের রিটার্ন স্টেটমেন্ট।
02:59 প্রোগ্রাম এক্সিকিউট করি।
03:01 আপনার কীবোর্ডCtrl, Alt এবং T একসাথে
03:04 টিপে টার্মিনাল উইন্ডো খুলুন।
03:09 কম্পাইল করতে লিখুন, "gcc" স্পেস "strlen.c" স্পেস “-o” স্পেস “str1”. Enter টিপুন।
03:19 লিখুন ./str1(ডট স্লেস str1). Enter টিপুন।
03:24 প্রদর্শিত আউটপুট হল
03:26 string = Ashwini, Length = 7
03:30 আপনি এখানে গণনা করতে পারেন। 1,2,3,4,5,6, এবং 7.
03:37 আরেকটি স্ট্রিং ফাংশন দেখি।
03:40 এখানে স্ট্রিং copy(কপি) ফাংশন রয়েছে।
03:43 দ্রষ্টব্য যে আমাদের ফাইলের নাম strcpy.c
03:48 এখানে আমরা টার্গেট স্ট্রিং এ সোর্স স্ট্রিং কপি করব।
03:53 এখানে সোর্স স্ট্রিং এ Ice আছে, এটি টার্গেট স্ট্রিং এ কপি করা হবে।
03.59 এটি আমাদের strcpy ফাংশন।
04:02 এখানে আমরা সোর্স স্ট্রিং এবং টার্গেট স্ট্রিং প্রিন্ট করি।
04:07 এক্সিকিউট করি এবং দেখি।
04:09 টার্মিনালে ফিরে আসি।
04:11 কম্পাইল করতে লিখুন, gcc স্পেস strcpy.c স্পেস -o স্পেস str2. Enter টিপুন।
04:20 লিখুন ./str2(ডট স্লেস str2). Enter টিপুন।
04:24 প্রদর্শিত আউটপুট হল
04:26 source string = Ice
04:29 target string = Ice
04:32 আরেকটি স্ট্রিং ফাংশন দেখি।
04:34 এখন আমরা স্ট্রিং compare(কম্পেয়ার) ফাংশন দেখবো।
04:37 আমাদের ফাইলের নাম strcmp.c
04:42 এখানে দুটি স্ট্রিং তুলনা করব।
04:46 এখানে str1এবং str2 রূপে ক্যারেক্টার ভেরিয়েবল রয়েছে।
04:52 str1, 'Ice' হিসাবে এবং str2, 'Cream' হিসাবে মান সংরক্ষণ করে।
04:58 এখানে i এবং j হিসাবে ইন্টিজার ভেরিয়েবল রয়েছে।
05:03 এখানে আমরা strcmp ফাংশন ব্যবহার করে সেই স্ট্রিং তুলনা করব।
05:08 এখানে আমরা str1 তুলনা করি যা হল 'Ice' এর সাথে 'Hello'
05:14 ফলাফল i তে সংরক্ষিত হয়েছে।
05:16 এখানে আমরা স্ট্রিং 2 তুলনা করব যা হল 'Cream' এর সাথে 'Cream'
05:23 ফলাফল j তে সংরক্ষিত হয়েছে।
05:25 তারপর উভয় ফলাফল প্রিন্ট করি।
05:28 এটি আমাদের রিটার্ন স্টেটমেন্ট।
05:31 প্রোগ্রাম এক্সিকিউট করি।
05:33 টার্মিনালে ফিরে আসি।
05:35 কম্পাইল করতে লিখুন, gcc স্পেস strcmp.c স্পেস -o স্পেস str3.
05:46 Enter টিপুন।
05:47 লিখুন ./str3(ডট স্লেস str3)
05:50 আউটপুট 1,0 হিসাবে প্রদর্শিত হয়েছে।
05:54 প্রোগ্রামে ফিরে আসি।
05:56 এখানে আমরা 1 পাই এবং এখানে আমরা 0 পাই।
06:01 স্লাইডে ফিরে যাই।
06:04 সংক্ষিপ্তকরণ করি।
06:06 এই টিউটোরিয়ালে আমরা শিখেছি,
06:07 স্ট্রিং লাইব্রেরী ফাংশন।
06:09 strlen()
06:11 strcpy()
06:13 strcmp()
06:14 strncpy()
06:16 এবং strncmp ()
06:19 নির্দেশিত কাজ হিসাবে
06:21 স্ট্রিং বেস্ট এবং স্ট্রিং বাস কনকেটিনেট করতে একটি C প্রোগ্রাম লিখুন।
06:25 ইঙ্গিত: strcat(char str1, char str2);
06:32 স্ট্রিং লাইব্রেরীতে অন্যান্য ফাংশন ও অন্বেষণ করুন।
06:36 এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন, http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial
06:39 এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
06:42 ভাল ব্যান্ডউইডথ না থাকলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন।
06:46 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল
06:49 কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে।
06:52 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়।
06:56 এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact [at] spoken-tutorial.org তে ইমেল করুন।
07:03 স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ
07:08 এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় সাক্ষরতা মিশন দ্বারা সমর্থিত।
07:15 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। http:// spoken- tutorial.org/NMEICT-Intro
07:20 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।
07:24 অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, Pratik kamble