Difference between revisions of "LibreOffice-Suite-Impress/C2/Creating-a-presentation-document/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '=Resources for recording= Creatingapresentation {| border=1 || Visual Cues || Narration |- ||00:00 ||LibreOffice Impress -এ প্রে…')
 
 
(No difference)

Latest revision as of 16:29, 17 December 2013

Resources for recording

Creatingapresentation

Visual Cues Narration
00:00 LibreOffice Impress -এ প্রেসেন্টেশন তৈরী এবং সেটির বিন্যাস সংক্রান্ত এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি |
00:08 এই টিউটোরিয়াল-এ আমরা ইমপ্রেস উইন্ডোর অংশগুলির সম্পর্কে এবং স্লাইড যোগ, স্লাইড প্রতিলিপি, ফন্ট এবং ফন্টের বিন্যাস সম্পর্কে শিখব |
00:21 এখানে আমরা উবুন্টু লিনাক্স ১০.০৪ এবং LibreOffice সংকলন সংস্করণ ৩.৩.৪ ব্যবহার করছি |
00:29 আগের টিউটোরিয়ালে তৈরী করা প্রেসেন্টেশন অর্থাৎ “Sample Impress” খোলা যাক |
00:35 দেখা যাক স্ক্রিন-এ কী কী আছে |
00:39 কেন্দ্রস্থলে , ‘Workspace’ অর্থাৎ কার্য-ক্ষেত্র দেখা যাচ্ছে |
00:44 দেখুন, “Workspace” -এ পাঁচটি ট্যাব আছে যাদের “View buttons” বলা হয় |
00:49 বর্তমানে “Normal” ট্যাব নির্বাচিত আছে |
00:52 পৃথক স্লাইড তৈরি করার জন্য এটি-ই প্রধান ভিউ |
00:55 “Outline” ভিউ প্রতিটি স্লাইডের বিষয়ের শিরোনাম এবং বুলেটযুক্ত ও সংখ্যাযুক্ত তালিকা দেখায় |
01:03 “Notes” ভিউ ত়ে আপনি প্রত্যেক স্লাইডে নোট বা টিকা লিখে রাখতে পারেন যেগুলি প্রেসেন্টেশনের সময় দেখা যাবে না |
01:10 “Handout” ভিউ-ত়ে আপনি বিলিপত্রের জন্য স্লাইড ছাপতে পারেন |
01:14 প্রত্যেক পৃষ্ঠায় আমরা কটি স্লাইড ছাপতে চাই, তা আমরা এখানে নির্বাচন করতে পারি |
01:19 “Slide Sorter” ভিউ স্লাইড এর থাম্বনেল দেখায় |
01:23 এবার “Normal” ভিউ বাটন ক্লিক করুন |
01:26 স্ক্রিনের বামদিকে, আপনি “Slides” অংশ দেখতে পাচ্ছেন | এতে প্রেসেন্টেশনের স্লাইড-গুলির ‘thumbnails’ আছে |
01:34 ডানদিকে, আপনি “Tasks” অংশ দেখতে পাচ্ছেন, যার ৫-টি বিভাগ আছে |
01:40 Layouts বিভাগে কিছু নির্দিষ্ট লে-আউট বা বিন্যাস আছে |
01:43 আমরা এগুলি সরাসরি বা আমাদের প্রয়োজনমত পরিবর্তন করে ব্যবহার করতে পারি |
01:48 পরবর্তী টিউটোরিয়াল-গুলিতে এগুলির প্রত্যেকটি নিয়ে বিশদ আলোচনা আছে |
01:53 এখন শেখা যাক কিভাবে একটি স্লাইড যোগ করা যায় | “Slides” অংশতে দ্বিতীয় স্লাইডে ক্লিক করে সেটি নির্বাচিত করুন |
02:02 এখন আপনি “Insert” এবং তারপর “Slide”-এ ক্লিক করুন |
02:05 দেখুন, দ্বিতীয় স্লাইডের নীচে একটি নতুন খালি স্লাইড যুক্ত হয়ে গেছে |
02:10 স্লাইডে একটি শিরোনাম যোগ করতে, ‘Click to add Title’ লেখা টেক্সট বক্সে ক্লিক করুন |
02:17 ‘Short Term Strategy’ লিখুন এবং টেক্সট বক্সের বাইরে ক্লিক করুন |
02:23 তাহলে এভাবে একটি শিরোনাম যোগ করা যায় |
02:26 একটি স্লাইডের কপি বা প্রতিলিপি তৈরী করার দুটি পদ্ধতি আছে |
02:30 প্রথম পদ্ধতি-টি দেখা যাক | “Insert” এবং তারপর “Duplicate Slide” ক্লিক করুন |
02:35 দেখুন, আগের ধাপে তৈরী করা স্লাইড-টির পরে একটি সদৃশ স্লাইড যুক্ত হয়ে গেছে |
02:42 অথবা, “Workspace” অংশের “Slide Sorter” ট্যাবে ক্লিক করে slide sorter ভিউ-ত়ে যান |
02:50 এখন সপ্তম স্লাইডে রাইট-ক্লিক করুন ও দৃশ্যমান মেনু থেকে "Copy”-ত়ে ক্লিক করে স্লাইডটির কপি বা প্রতিলিপি বানান |
02:58 শেষ স্লাইড-এ রাইট ক্লিক করে, Paste ক্লিক করুন |
03:01 ‘After’ নির্বাচন করুন এবং ‘OK’-ত়ে ক্লিক করুন |
03:04 এখন আপনি প্রেসেন্টেশনের শেষে স্লাইড-টির একটি প্রতিলিপি তৈরী করেছেন |
03:10 এখন ফন্ট এবং ফন্ট বিন্যাসের কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করা যাক |
03:15 ডবল ক্লিক করে ‘Long term goal’ শিরোনামের স্লাইডটি নির্বাচন করুন |
03:20 Body” টেক্স বক্স-এ ক্লিক করুন এবং সব লেখা নির্বাচন করুন | এখন লেখা মুছে ফেলুন
03:26 এখন লিখুন  : reduce costs , reduce dependence on few vendors, develop customized applications |
03:37 ফন্ট টাইপ এবং ফন্ট সাইজ পরিবর্তন LibreOffice Writer - এর মত করেই করা যায় |
03:43 একটি লাইন নির্বাচন করুন, “Text Format” টুল বারে গিয়ে Font type “Albany” থেকে “Arial Black” ত়ে পরিবর্তন করুন |
03:52 এবং ফন্ট সাইজ “৩২” থেকে “৪০ ” করুন |
03:56 টেক্সট বক্সের বাইরে কোথাও ক্লিক করুন |
03:59 লক্ষ্য করুন, ফন্ট পরিবর্তন হয়ে গেছে |
04:02 ফন্ট বদলাতে আপনাকে প্রধান মেনুর Format -এ ক্লিক করে, Character বিকল্পতে ক্লিক করুন |
04:09 একটি ডায়লগ বক্স প্রদর্শিত হচ্ছে যাতে আপনি প্রয়োজনমত ফন্ট, স্টাইল এবং সাইজ নির্ধারণ করতে পারবেন |
04:16 ডায়ালগ বক্সটি বন্ধ করুন |
04:19 ফন্ট-এর রং পরিবর্তন করতে, ‘Development up to present’ শিরোনামের স্লাইড-টি নির্বাচন করুন |
04:25 body টেক্সট বক্স-এ ক্লিক করুন এবং সব লেখা নির্বাচন করুন |
04:30 font color আইকন-এর পাশের নিম্নমুখী তীর-এ ক্লিক করুন এবং পছন্দের রং বেছে নিন |
04:37 টেক্সট বক্স-এর বাইরে যেকোনো স্থানে ক্লিক করুন |
04:40 রং-এর পরিবর্তনটি লক্ষ্য করুন |
04:43 Bold, Italics এবং Underline বিন্যাসগুলি LibreOffice Writer ডকুমেন্ট-এর মত করেই করা যায় |
04:50 ‘Recommendations’ শিরোনামের স্লাইড -টি নির্বাচন করুন |
04:53 “Body” টেক্সট বক্স-এ ক্লিক করুন ও একটি লাইন নির্বাচন করুন |
04:58 এবার Bold Italics এবং Underline আইকন-গুলিতে ক্লিক করুন |
05:03 এই টেক্সট বক্সের বাইরে যেকোনো স্থানে ক্লিক করুন |
05:06 লেখাটির পরিবর্তন লক্ষ্য করুন |
05:08 এখানেই এই টিউটোরিয়াল-এর সমাপ্তি হল |
05:11 সারসংক্ষেপে, এই টিউটোরিয়ালে আমরা শিখেছি : ইমপ্রেস উইন্ডোর অংশ এবং স্লাইড যোগ, স্লাইড প্রতিলিপি, ফন্ট এবং ফন্ট বিন্যস্ত করার পদ্ধতি |
05:24 অনুশীলনী-টি নিজে চেষ্টা করুন :-
05:28 একটি নতুন প্রেসেন্টেশন তৈরী করুন |
05:30 তৃতীয় এবং চতুর্থ স্লাইড-এর মধ্যে আরেকটি স্লাইড যোগ করুন |
05:35 প্রেসেন্টেশন-এর শেষে চতুর্থ স্লাইড-এর একটি প্রতিলিপি তৈরী করুন |
05:40 দ্বিতীয় স্লাইডে একটি টেক্সট বক্স তৈরী করুন | এখন সেটিতে কিছু লিখুন |
05:45 লেখাটির ফন্ট সাইজ পরিবর্তন করে ৩২ করুন |
05:49 লেখাটি বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এবং নীল রঙের করুন |
05:56 এই লিঙ্ক-এ উপলব্ধ ভিডিও-টি দেখুন |
05:59 এটি Spoken Tutorial প্রকল্পটি সারসংক্ষেপে বোঝায় |
06:02 যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে, তাহলে আপনি ভিডিও-টি ডাউনলোড করে দেখতে পারেন |
06:07 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল , কথ্য টিউটোরিয়াল-গুলি ব্যবহার করে শিক্ষাশিবির সঞ্চালন করে |
06:12 যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র দেয় |
06:16 এই বিষয় বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন |
06:23 স্পোকেন্ টিউটোরিয়াল্ Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত ।
06:35 এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্ক-এ প্রাপ্তিসাধ্য । http://spoken-tutorial.org/NMEICT-Intro |
06:46 আমি অন্তরা এই টিউটোরিয়াল-টি অনুবাদ এবং রেকর্ড করেছি ।

এই টিউটোরিয়াল-এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ ।

Contributors and Content Editors

Nancyvarkey, Pratibha