Difference between revisions of "C-and-C++/C2/Arithmetic-Operators/Bengali"
From Script | Spoken-Tutorial
Line 100: | Line 100: | ||
|- | |- | ||
| 02.05 | | 02.05 | ||
− | | Save এ টিপুন। | + | | '''Save''' এ টিপুন। |
|- | |- | ||
Line 282: | Line 282: | ||
|- | |- | ||
| 06.32 | | 06.32 | ||
− | | ''Save'' এ টিপুন। | + | | '''Save''' এ টিপুন। |
|- | |- |
Revision as of 12:08, 10 September 2013
Time' | Narration
| |
00.02 | C এবং C ++ এ গাণিতিক অপারেটরসের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। | |
00.08 | এই টিউটোরিয়ালে আমরা শিখব | |
00.10 | গাণিতিক অপারেটরস সম্পর্কে যেমন
+ যোগ: যেমন a + b - বিয়োগ: যেমন a - b / ভাগ: যেমন a / b
এবং % মডুলাস: যেমন a % b | |
00.28 | এই টিউটোরিয়ালটি রেকর্ড করতে, আমি অপারেটিং সিস্টেম হিসাবে উবুন্টু 11.10 | |
00.33 | এবং উবুন্টুতে gcc ও g ++ কম্পাইলার সংস্করণ 4.6.1 ব্যবহার করছি। | |
00.39 | আমি এখন একটি C প্রোগ্রামের সাহায্যে এই গাণিতিক অপারেশন ব্যবহার করা দেখাবো। | |
00.45 | আমি ইতিমধ্যে প্রোগ্রাম লিখেছি। | |
00.47 | সুতরাং আমি এডিটর খুলবো এবং কোড ব্যাখ্যা করব। | |
00.50 | এটি হল গাণিতিক অপারেটরের জন্য C প্রোগ্রাম। | |
00.57 | প্রথম দুটি স্টেটমেন্টে ভ্যারিয়েবল ঘোষিত এবং ব্যাখ্যা করা হয়েছে। | |
01.03 | পরের দুটি স্টেটমেন্টে, | |
01.05 | a র জন্য 5 | |
01.07 | b এর জন্য 2 নির্ধারিত হয়েছে। | |
01.11 | এখন এডিশন অপারেটর কিভাবে কাজ করে তা দেখি। | |
01.15 | c হল a ও b এর যোগফল। | |
01.19 | এই printf স্টেটমেন্ট পর্দায় a ও b এর সমষ্টি প্রদর্শন করে। | |
01.29 | এখানে %.2f দশমিক বিন্দুর পর দুটি অঙ্কের স্পষ্টতা প্রদান করে। | |
01.37 | পরের স্টেটমেন্টে, c হল a ও b এর গুনফল। | |
01.43 | এই printf স্টেটমেন্ট পর্দায় a ও b এর গুনফল প্রদর্শন করে। | |
01.49 | এই দুটি অপারেটর কিভাবে কাজ করে তা দেখি। | |
01.53 | আমরা নিম্নলিখিত লাইন কমেন্ট করব। | |
01.56 | / * * / লিখুন | |
02.05 | Save এ টিপুন। | |
02.08 | ফাইলটি এক্সটেনশন .c দিয়ে সংরক্ষণ করুন। | |
02.11 | আমি arithmetic.c হিসাবে ফাইল সংরক্ষিত করেছি। | |
02.15 | Ctrl, Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল উইন্ডো খুলুন। | |
02.23 | কোড কম্পাইল করুন, টার্মিনালে নিম্নলিখিত কমান্ড লিখুন। | |
02.27 | gcc arithmetic.c -o arith | |
02.38 | Enter টিপুন। | |
02.41 | কোড এক্সিকিউট করতে লিখুন ./arith
| |
02.48 | Enter টিপুন। | |
0250 | আউটপুট পর্দায় প্রদর্শিত হয়েছে। | |
02.53 | এটি দেখায় যে, | |
02.54 | 5 এবং 2 এর যোগফল হল 7.00 এবং | |
02.59 | 5 এবং 2 এর গুনফল হল 10.00 | |
03.05 | এখন সাবট্রেকশন অপারেটর আপনার নিজের চেষ্টা করা উচিত। | |
03.09 | এডিশন অপারেটরকে সাবট্রেকশন অপারেটরে বদলানোর চেষ্টা করুন। | |
03.14 | আপনি ফলাফল 3 পাবেন। | |
03.19 | প্রোগ্রাম এবং স্টেটমেন্টের অন্তিম সেটে ফিরে আসি। | |
03.23 | এখন আমি ভাগের জন্য কোড ব্যাখ্যা করব। | |
03.26 | এখান এবং এখান থেকে মাল্টি লাইন কমেন্ট মুছে ফেলুন। | |
03.35 | এই স্টেটমেন্টে, c হল পূর্ণসংখ্যা a ও b এর ভাগফল। | |
03.41 | লক্ষ্য করুন যে পূর্ণসংখ্যা বিভাগে ভগ্নাংশ বাদ দেওয়া হয়েছে। | |
03.47 | printf স্টেটমেন্ট পর্দায় ডিভিশন আউটপুট প্রদর্শন করে। | |
03.58 | এই স্টেটমেন্টে আমরা প্রকৃত ডিভিশন সম্পাদন করছি। | |
04.02 | এখানে একটি অপারেটর float হিসাবে নির্দেশিত করা হয়েছে। | |
04.10 | আমরা কাস্ট ভ্যারিয়েবল a লিখেছি। | |
04.14 | এখন সিঙ্গল অপারেশনের জন্য a একটি float ভ্যারিয়েবলের মত আচরণ করবে। | |
04.24 | printf স্টেটমেন্ট পর্দায় প্রকৃত ডিভিশন আউটপুট প্রদর্শন করে। | |
04.31 | রিটার্ন 0 লিখুন এবং এন্ডিং কার্লি বন্ধনী বন্ধ করুন। | |
04.37 | Save এ টিপুন। | |
04.40 | কোড কম্পাইল এবং এক্সিকিউট করতে টার্মিনালে ফিরে আসি। | |
04.45 | কম্পাইল করতে লিখুন gcc arithmetic.c -o arith. Enter টিপুন। | |
04.59 | কোড এক্সিকিউট করতে লিখুন ./arith. Enter টিপুন। | |
05.05 | আউটপুট পর্দায় প্রদর্শিত হয়েছে। | |
05.08 | আমাদের কাছে পূর্ববর্তী এডিশন এবং মাল্টিপ্লীকেশন অপারেটরের আউটপুট রয়েছে। | |
05.17 | আমাদের কাছে 2 দ্বারা 5 এর পূর্ণসংখ্যা বিভাজন রয়েছে। | |
05.22 | আমরা দেখতে পারি যে পূর্ণসংখ্যা বিভাজনে ভগ্নাংশ বাদ দেওয়া হয়েছে। | |
05.29 | তারপর আমাদের কাছে 2 দ্বারা 5 এর প্রকৃত বিভাজন 2.50 রয়েছে। | |
05.35 | প্রকৃত ডিভিশনে ফলাফল আশানুরূপ। | |
05.38 | আমরা এই ফলাফল পেতে টাইপ-কাস্টিং ব্যবহার করেছি। | |
05.45 | এখন ধরুন, আমি একই প্রোগ্রাম C ++ এ লিখতে চাই। | |
05.50 | দেখা যাক যদি আমি একই কোড C ++ এও ব্যবহার করতে পারি? | |
05.55 | চলুন দেখা যাক। | |
05.56 | এডিটরে ফিরে যাই। | |
06.01 | এখানে আমাদের কাছে C ++ কোড আছে। | |
06.05 | লক্ষ্য করুন যে এখানে হেডার C ফাইল হেডারের থেকে ভিন্ন। | |
06.13 | namespace ও এখানে ব্যবহার করা হয়েছে। | |
06.19 | এছাড়াও, লক্ষ্য করুন যে C ++ এ আউটপুট স্টেটমেন্ট হল cout. | |
06.25 | সুতরাং এই তফাৎ ছাড়া, কোড দুটি অনেকটা একই। | |
06.32 | Save এ টিপুন। | |
06.33 | নিশ্চিত করুন যে ফাইলটি এক্সটেনশন .cpp দিয়ে সংরক্ষিত হয়েছে। | |
06.37 | আমি ফাইলটি arithmetic.cpp হিসাবে সংরক্ষিত করেছি। | |
06.42 | কোড এক্সিকিউট করি এবং দেখি যে আমরা কি ফলাফল পাই। | |
06.49 | টার্মিনাল খুলুন এবং লিখুন g++ arithmetic.cpp -o arith. Enter টিপুন। | |
07.09 | কোড এক্সিকিউট করতে লিখুন ./arith. Enter টিপুন। | |
07.17 | এখানে আউটপুট প্রদর্শিত হয়েছে: | |
07.19 | সুতরাং, আমরা দেখি যে ফলাফল C প্রোগ্রামের অনুরূপ। | |
07.23 | একমাত্র পার্থক্য হল আউটপুটের স্পষ্টতায়। | |
07.30 | সংক্ষিপ্তকরণ করি। | |
07.32 | এই টিউটোরিয়াল আমরা গাণিতিক অপারেটর ব্যবহার করতে শিখেছি। | |
07.37 | নির্দেশিত কাজ হিসাবে: | |
07.38 | মডুলাস অপারেটরের ব্যবহার প্রদর্শন করতে একটি প্রোগ্রাম লিখুন। | |
07.43 | উল্লেখ্য যে, মডুলাস অপারেটর বিভাগের ভাগশেষ দেয়। যেমন c = a % b; | |
07.51 | আপনার ফলাফল 1 হিসাবে পাওয়া উচিত। | |
07.55 | এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। | |
07.58 | এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। | |
08.01 | যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে, তাহলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন। | |
08.05 | কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। | |
08.10 | যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র দেওয়া হয়। | |
08.14 | এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact at spoken hyphen tutorial dot org তে ইমেল করুন। | |
08.21 | স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ। | |
08.25 | এটি ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত। | |
08.31 | এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, | |
08.33 | spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro. | |
08.41 | আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।
অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |