Difference between revisions of "Thunderbird/C2/How-to-Use-Thunderbird/Bengali"
From Script | Spoken-Tutorial
Line 616: | Line 616: | ||
|- | |- | ||
|12.13 | |12.13 | ||
− | | যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে, তাহলে আপনি ভিডিও-টি ডাউনলোড করে দেখতে পারেন| | + | |যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে, তাহলে আপনি ভিডিও-টি ডাউনলোড করে দেখতে পারেন| |
|- | |- |
Revision as of 12:58, 29 July 2013
Time | Narration |
---|---|
00.00 | Thunderbird ব্যবহারের এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00.05 | এই টিউটোরিয়ালে আমরা শিখব যে: |
00.07 | Launcher এ থান্ডারবার্ড শর্টকাট কিভাবে জুড়ব |
00.10 | ট্যাগ ম্যাসেজেস
কুইক ফিল্টার সর্ট এবং থ্রেড ম্যাসেজেস |
00.17 | আমরা এও শিখব: |
00.18 | Save as এবং Print Messages |
00.21 | ফাইল সংযুক্ত করা। |
00.22 | আর্কাইভ ম্যাসেজেস |
00.24 | Activity Messages দেখা। |
00.27 | এখানে আমরা উবুন্টু 12.04 এ মোজিলা থান্ডারবার্ড 13.0.1 ব্যবহার করছি। |
00.36 | যেমনকি আমরা থান্ডারবার্ড প্রায়ই ব্যবহার করি, এরজন্য একটি শর্টকাট আইকন তৈরি করুন। |
00.43 | এখন থান্ডারবার্ড শর্টকাট আইকন লঞ্চারের উপর ড্র্যাগ এবং ড্রপ করুন। |
00.49 | প্রথমে, Dash Home এ টিপুন। |
00.52 | সার্চ ফীল্ডে, থান্ডারবার্ড লিখুন। |
00.57 | সার্চ ফীল্ডের নীচে থান্ডারবার্ড আইকন প্রদর্শিত হয়। |
01.01 | এটি নির্বাচন করুন, এবং বাম মাউস বোতাম ছাড়বেন না। |
01.06 | এখন আইকনকে লঞ্চারে ড্র্যাগ এবং ড্রপ করুন। |
01.09 | এবং বাম মাউস বোতাম ছেড়ে দিন। |
01.12 | এটি বন্ধ করতে Dash Home এ টিপুন। |
01.14 | লঞ্চারে থান্ডারবার্ড আইকনের উপর টিপুন। |
01.19 | থান্ডারবার্ড উইন্ডো প্রদর্শিত হয়। |
01.23 | STUSERONE at gmail dot com ID এর নীচে, ইনবক্স-এ টিপুন। |
01.29 | লক্ষ্য করুন যে কয়েকটি ম্যাসেজ গাঢ়। |
01.32 | এটি অপঠিত ম্যাসেজেস। |
01.35 | Get Mail আইকনে টিপুন এবং Get All New Messages নির্বাচন করুন। |
01.41 | আমরা জী-মেল একাউন্ট থেকে ম্যাসেজ পেয়েছি। |
01.45 | ধরুন যে আমরা এই ম্যাসেজ Sender দ্বারা বাছাই করতে চাই। |
01.49 | শুধু কলাম হেডিং From এ টিপুন। |
01.52 | এখন ম্যাসেজ বর্ণানুসারে শ্রেণীবদ্ধ হয়ে গেছে। |
01.57 | আবার From এ টিপুন। |
02.01 | এখন ম্যাসেজ বিপরীত বর্ণানুসারে শ্রেণীবদ্ধ হয়ে গেছে। |
02.06 | এখন Subject দ্বারা শ্রেণীবদ্ধ করুন। |
02.09 | শুধু Subject এ টিপুন। |
02.12 | এখন ম্যাসেজ Subject দ্বারা শ্রেণীবদ্ধ হয়ে গেছে। |
02.16 | এই টিউটোরিয়ালটি থামান এবং এই নির্দেশিত কাজটি করার চেষ্টা করুন। |
02.20 | Date received দ্বারা ম্যাসেজ শ্রেণীবদ্ধ করুন। |
02.24 | আপনি ম্যাসেজ ট্যাগ ও করতে পারেন। |
02.26 | যে ম্যাসেজ আপনি আবার খুলতে চান, এইভাবে সহজে চিহ্নিত করতে পারেন। |
02.32 | আপনি অনুরূপ ম্যাসেজ একসাথে একত্রিত করতেও ট্যাগ ব্যবহার করতে পারেন। |
02.37 | ধরুন আপনি একটি মেল গুরুত্বপূর্ণ রূপে ট্যাগ করতে চান। |
02.40 | ইনবক্স-এ টিপুন, প্রথম মেল নির্বাচন করুন। |
02.44 | টুলবার থেকে Tag আইকনে টিপুন এবং Important নির্বাচন করুন। |
02.51 | লক্ষ্য করুন যে ঐ মেল লাল রঙে প্রদর্শিত হয়। |
02.54 | নীচের প্যানেলে দেখুন। |
02.57 | মেল গুরুত্বপূর্ণ রূপে ট্যাগ হয়ে গেছে। |
03.00 | ট্যাগ মুছে ফেলার জন্য, প্রথমে মেল নির্বাচন করুন। |
03.04 | টুলবার থেকে Tag আইকনে টিপুন এবং আবার Important এ টিপুন। |
03.09 | ইনবক্সে প্রথম মেল Important রূপে এবং দ্বিতীয় মেল Work রূপে ট্যাগ করুন। |
03.17 | ধরি আমরা শুধুমাত্র সেই মেল দেখতে চাই যা ডান প্যানেলে ট্যাগ করা হয়েছে। |
03.22 | এটি করা কি সম্ভব হবে? |
03.25 | কুইকলী ফিল্টার এবং ম্যাসেজ দেখতে Quick Filter টুলবার ব্যবহার করতে পারেন। |
03.31 | ট্যাগ করা ম্যাসেজ দেখতে Quick Filter টুলবারে Tagged আইকনে টিপুন। |
03.37 | শুধু আমাদের দ্বারা ট্যাগ করা ম্যাসেজ প্রদর্শিত হয়। |
03.42 | এখন আবার Tagged আইকনে টিপুন। |
03.45 | এখন আমরা সব মেল দেখতে পারি। |
03.49 | এখন Message Threads সম্পর্কে শিখি। |
03.52 | Message Threads কি? সম্পর্কিত ম্যাসেজ যা ক্রম বা বার্তালাপ রূপে প্রদর্শিত হয় |
03.57 | তাকে Message Threads বলে। |
04.02 | আমরা message threads এর ব্যবহার একটি অবিচ্ছিন্ন প্রবাহে একটি সম্পূর্ণ বার্তালাপ রূপে জড়িত ম্যাসেজ দেখতে করতে পারি। |
04.10 | এটি কিভাবে করি এখন শেখা যাক। |
04.14 | Message Threads আইকন প্রদর্শন করতে ইনবক্সের বাম কোণায় টিপুন। |
04.21 | মেল বার্তালাপ রূপে প্রদর্শিত হয়। |
04.24 | সম্পূর্ণ বার্তালাপ দেখতে corresponding thread এর আগে Threading symbol এ টিপুন। |
04.33 | সমগ্র বার্তালাপ ম্যাসেজ প্রিভিউ প্যানেলে দৃশ্যমান। |
04.38 | Thread ভিউয়ের বাইরে আসতে শুধু Thread আইকনের উপর আবার টিপুন। |
04.45 | এখন মেল ফোল্ডারে সংরক্ষণ করা এবং তারপর তা প্রিন্ট করা শেখা যাক। |
04.50 | এই টিউটোরিয়ালের উদ্দেশ্য: |
04.53 | আমরা ডেস্কটপে একটি নতুন ফোল্ডার তৈরি করেছি। |
04.56 | একে Saved Mails নাম দিয়েছি। |
05.00 | প্রথম মেইল নির্বাচন করে সংরক্ষণ করুন। |
05.04 | মেলে ডাবল ক্লিক করুন। |
05.06 | এটি একটি আলাদা ট্যাবে খোলে। |
05.09 | টুলবার থেকে File, Save As এবং File এ টিপুন। |
05.15 | Save Message As ডায়লগ বাক্স প্রদর্শিত হয়। |
05.19 | ডেস্কটপের জন্য ব্রাউজ করুন এবং Saved Mills ফোল্ডার নির্বাচন করুন। Save এ টিপুন। |
05.26 | ম্যাসেজ ফোল্ডারে সংরক্ষিত হয়েছে। |
05.29 | Saved Mills ফোল্ডারে যান। |
05.33 | এতে ডাবল ক্লিক করুন এবং এটি খুলুন। |
05.35 | মেল Gedit এ একটি টেক্সট ফাইল রূপে খোলে। |
05.40 | বন্ধ করুন এবং এই ফাইল থেকে প্রস্থান করুন। |
05.42 | আপনি template রূপেও ম্যাসেজ সংরক্ষণ করতে পারেন। |
05.46 | টুলবার থেকে File, Save As এবং templates এ টিপুন। |
05.52 | থান্ডারবার্ডে ম্যাসেজ Templates ফোল্ডারে সংরক্ষিত হয়। |
05.56 | থান্ডারবার্ড বাম প্যানেল থেকে Templates ফোল্ডারে টিপুন। |
06.01 | মেল নির্বাচন করে ডাবল ক্লিক করুন। |
06.04 | এটি মূল মেলে সূচিবদ্ধ, পূর্ণ সংযোগের সাথে টু এড্রেস ফীল্ডের সঙ্গে পৃথক ট্যাবে খোলে। |
06.13 | আপনি এখন এই মেলে বিষয়বস্তু পরিবর্তন করতে পারেন, সংযোগ যুক্ত করুন বা মুছুন এবং তা পাঠান। |
06.20 | সাবজেক্টে 1 যোগ করুন। |
06.23 | Template বন্ধ করতে, ট্যাবের উপরে বাম দিকে X আইকনে টিপুন। |
06.29 | Save Message ডায়লগ বাক্স প্রদর্শিত হয়। Don't Save এ টিপুন। |
06.36 | এখন ম্যাসেজ প্রিন্ট করুন। |
06.39 | Inbox এ টিপুন এবং ডান প্যানেল থেকে দ্বিতীয় মেইল নির্বাচন করে তার উপর ডবল ক্লিক করুন। |
06.46 | এটি একটি নতুন ট্যাবে খোলে। |
06.50 | মুখ্য মেনু থেকে File এ যান, এবং প্রিন্ট নির্বাচন করুন। |
06.55 | Print ডায়লগ বাক্স প্রদর্শিত হয়। |
06.58 | আমরা এই মেল ছায়াচিত্র রূপে Orientation এর সাথে A4 শীটে প্রিন্ট করে এর দুটি কপি বানাবো। |
07.08 | Page Setup ট্যাবে টিপুন। |
07.11 | Paper Size ফীল্ডে, ড্রপ ডাউন সূচীতে টিপে A4 নির্বাচন করুন। |
07.16 | Orientation ফীল্ডে, ড্রপ ডাউন সূচীতে টিপে Portrait নির্বাচন করুন। |
07.22 | এখন General ট্যাবে টিপুন। |
07.25 | Copies ফীল্ডে 2 লিখুন। Print এ টিপুন। |
07.31 | আপনার প্রিন্টার সঠিকভাবে কনফিগার করা থাকলে মেল প্রিন্ট করা এখন শুরু করা উচিত। |
07.38 | Print ডায়ালগ বাক্স থেকে প্রস্থান করতে Cancel এ টিপুন। Mail ট্যাবও বন্ধ করুন। |
07.46 | এখন ইয়াহু একাউন্টে এটাচমেন্ট রূপে ভিডিও পাঠান। |
07.51 | একটি নতুন ম্যাসেজ লিখুন। |
07.54 | মেনু বারে Write এ টিপুন। New Message উইন্ডো প্রদর্শিত হয়। |
08.00 | To ফীল্ডে, ইয়াহু আইডির প্রথম অক্ষর S লিখুন। |
08.06 | লক্ষ্য করুন যে ইয়াহু মেল আইডি নিজেই প্রবিষ্ট হয়ে যায়। |
08.11 | Subject ফীল্ডে, Video Attachment লিখুন। |
08.16 | টুলবারে Attach এ টিপুন। Attach Files ডায়লগ বাক্স প্রর্দশিত হয়। |
08.23 | ডেস্কটপ থেকে What is a Spoken Tutorial.rar ফাইল নির্বাচন করুন। Open এ টিপুন। |
08.34 | ফাইল সংযুক্ত হয়ে গেছে এবং এটাচমেন্ট উপরে ডান কোনায় প্রদর্শিত হয়। Send এ টিপুন। |
08.44 | আমাদের ইয়াহু অ্যাকাউন্টে লগইন করি। |
08.56 | আমরা এটাচমেন্টের সাথে ম্যাসেজ পেয়েছি। |
08.59 | এখন ইয়াহু অ্যাকাউন্টটি বন্ধ করুন। |
09.03 | আমরা একটি গুরুত্বপূর্ণ ম্যাসেজ পেতে পারি যার আমরা উল্লেখ করতে পারি। |
09.07 | কিন্তু এখানে ইনবক্সে অনেক মেল হতে পারে, যার ফলে এটি অব্যবস্থিত হতে পারে। |
09.12 | থান্ডারবার্ড আপনাকে এরকম ম্যাসেজ সংগ্রহ করতে দেয়। |
09.16 | প্রথমে আমাদের আর্কাইভ সেটিংস যাচাই করতে হবে। |
09.20 | বাম প্যানেলে STUSERONE জীমেল একাউন্টে টিপুন। |
09.25 | ডান প্যানেলে Account এর নীচে, View Settings for this account এ টিপুন। |
09.31 | Account Settings ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়। |
09.35 | বাম প্যানেলে, STUSERONE জীমেল একাউন্টে টিপুন, Copies এবং Folders এ টিপুন। |
09.43 | Message Archives বিকল্প সক্রিয় হয়ে গেছে। |
09.48 | এই বিকল্প ফোল্ডার নির্ধারিত করে, যেখানে ম্যাসেজ সংগ্রহিত আছে। |
09.53 | যদি এই বিকল্প সক্রিয় না হয়, তাহলে: |
09.57 | Keep message archives বাক্স যাচাই করুন। |
10.01 | "Archives" Folder on STUSERONE at gmail.com বিকল্পটি নির্বাচন করুন। OK তে টিপুন। |
10.10 | এখন, STUSERONE জীমেল অ্যাকাউন্টের নীচে Inbox এ টিপুন। |
10.15 | তৃতীয় ম্যাসেজ সংগ্রহ করুন। |
10.19 | ডান প্যানেল থেকে এটি নির্বাচন করুন। |
10.21 | কনটেক্সট মেনুর জন্য রাইট ক্লিক করুন এবং Archive নির্বাচন করুন। |
10.27 | ম্যাসেজ STUSERONE জীমেল একাউন্টের নীচে Archive ফোল্ডারে স্থানান্তরিত হয়ে গেছে। |
10.36 | এখন এটি আর ইনবক্সে প্রদর্শিত হয় না। |
10.39 | আর কি, যদি আমরা অ্যাকশন দেখতে চাই যা আমরা থান্ডারবার্ড ব্যবহার করে করেছি? |
10.44 | এটি সহজ! Activity Manager থান্ডারবার্ডে সম্পন্ন অ্যাকশনসের সূচী প্রদর্শিত করে। |
10.52 | মুখ্য মেনুতে, Tools এবং Activity Manager এ টিপুন। |
10.57 | Activity Manager ডায়লগ বাক্স প্রদর্শিত হয়। |
11.01 | এখন আপনি সকল ইমেল কার্যকলাপ যাচাই করতে সূচী দেখতে পারেন! |
11.05 | Activity Manager ডায়লগ বাক্স বন্ধ করুন। |
11.09 | থান্ডারবার্ড উইন্ডোর বাম কোনায় লাল ক্রসে ক্লিক করে থান্ডারবার্ড থেকে প্রস্থান করুন। |
11.16 | এই টিউটোরিয়াল আমরা শিখেছি যে: |
11.20 | Launcher এ থান্ডারবার্ড শর্টকাট কিভাবে জুড়ব, |
11.23 | Tট্যাগ ম্যাসেজেস, কুইক ফিল্টার
সর্ট এবং থ্রেড ম্যাসেজেস |
11.28 | আমরা এও শিখেছি: |
11.30 | ম্যাসেজ Save as এবং Print করা।
ফাইল সংযুক্ত করা। |
11.34 | ম্যাসেজেস আর্কাইভ করা,
Activity Messages দেখা। |
11.38 | এখানে আপনার জন্য একটি নির্দেশিত কাজ আছে। |
11.41 | থান্ডারবার্ডে লগইন করুন। |
11.44 | message thread দেখুন।
ম্যাসেজ Save এবং Print করুন। |
11.48 | একটি ইমেল নির্বাচন করুন, কন্টাক্ট মেনুর জন্য ডান ক্লিক করুন। |
11.53 | এতে সকল বিকল্প যাচাই করুন। |
11.56 | Activity Manager ডায়লগ বাক্স দেখুন। |
12.00 | থান্ডারবার্ড লগআউট করুন। |
12.03 | আপনার লগইন-এর সময় Activity Manager ডায়লগ বাক্স আবার যাচাই করুন। |
12.07 | |
12.10 | |
12.13 | |
12.18 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল, |
12.20 | |
12.23 | |
12.27 | |
12.33 | স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ, |
12.37 | এটি ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত। |
12.45 | এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, spoken hypen tutorial dot org slash NMEICT hypen Intro |
12.56 | এই টিউটোরিয়ালে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ। |