Difference between revisions of "LibreOffice-Suite-Draw/C2/Basics-of-working-with-objects/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 4: Line 4:
 
|-
 
|-
 
|| 00,02
 
|| 00,02
|| LibreOffice ড্র তে বস্তু নিয়ে মৌলিক কাজ করা সম্পর্কিত এই কথ্য টিউটোরিয়াল-এ আপনাদের স্বাগত ।
+
|| LibreOffice ড্র তে বস্তু নিয়ে মৌলিক কাজ করা সম্পর্কিত এই কথ্য টিউটোরিয়াল-এ আপনাদের স্বাগত ।
 
|-
 
|-
 
|| 00,08
 
|| 00,08
|| এই টিউটোরিয়ালটি-এ  আপনি শিখবেন :
+
|| এই টিউটোরিয়ালটি-তে আপনি শিখবেন:
 
|-
 
|-
 
|| 00,11
 
|| 00,11
|| বস্তু কাট, কপি, পেস্ট করা ।
+
|| বস্তু কাট, কপি, পেস্ট করা ।
 
|-
 
|-
 
|| 00,14
 
|| 00,14
|| হাতল গুলি ব্যবহার করে বস্তুর আকার পরিবর্তন করা ।
+
|| হাতল গুলি ব্যবহার করে বস্তুর আকার পরিবর্তন করা ।
 
|-
 
|-
 
|| 00,17
 
|| 00,17
|| বস্তুগুলি সুসজ্জিত করা ।
+
|| বস্তুগুলি সুসজ্জিত করা ।
 
|-
 
|-
 
|| 00,19
 
|| 00,19
||বস্তু দলবদ্ধ এবং দল মুক্ত করা ।
+
|| বস্তু দলবদ্ধ এবং দল মুক্ত করা ।
 
|-
 
|-
 
|| 00,21
 
|| 00,21
|| একটি দলের প্রতিটি বস্তু সম্পাদন করা ।
+
|| একটি দলের প্রতিটি বস্তু সম্পাদন করা ।
 
|-
 
|-
 
|| 00,24
 
|| 00,24
|| একটি দলের   মধ্যে বস্তু সরান ।
+
|| একটি দলের মধ্যে বস্তু সরান ।
 
|-
 
|-
 
|| 00,28
 
|| 00,28
|| এখানে আমরা উবুন্টু লিনাক্স সংস্করণ ১০.০৪ এবং LibreOffice সংকলন সংস্করণ ৩.৩.৪ ব্যবহার করছি ।
+
|| এখানে আমরা উবুন্টু লিনাক্স সংস্করণ ১০.০৪ এবং LibreOffice সংকলন সংস্করণ ৩.৩.৪ ব্যবহার করছি ।
 
|-
 
|-
 
|| 00,37
 
|| 00,37
| |ডেস্কটপ-এ সংরক্ষিত "WaterCycle" ফাইলটি খোলা যাক ।
+
|| ডেস্কটপ-এ সংরক্ষিত "WaterCycle" ফাইলটি খোলা যাক ।
 
|-
 
|-
 
|| 00,42
 
|| 00,42
|| এখন, এই ছবিতে আরো তিনটি মেঘ কপি   এবং   পেস্ট   করুন
+
|| এখন, এই ছবিতে আরো তিনটি মেঘ কপি এবং পেস্ট করুন ।
 
|-
 
|-
 
|| 00,47
 
|| 00,47
|| প্রথম মেঘ নির্বাচন করুন, তারপর কনটেক্সট মেনু দেখতে ডান ক্লিক করুন এবং "কপি" ক্লিক করুন।
+
|| প্রথম মেঘ নির্বাচন করুন, তারপর কনটেক্সট মেনু দেখতে ডান ক্লিক করুন এবং "কপি" ক্লিক করুন ।
 
|-
 
|-
 
|| 00,54
 
|| 00,54
|| তারপর, কার্সারটি পৃষ্ঠায়   রাখুন, কনটেক্সট মেনুর জন্য আবার ডান ক্লিক করুন এবং "Paste" ক্লিক করুন ।
+
|| তারপর, কার্সারটি পৃষ্ঠায় রাখুন, কনটেক্সট মেনুর জন্য আবার ডান ক্লিক করুন এবং "Paste" ক্লিক করুন ।
 
|-
 
|-
 
|| 01,02
 
|| 01,02
|| কিন্তু আমরা কেবল একটিমাত্র   মেঘ দেখতে পাচ্ছি !
+
|| কিন্তু আমরা কেবল একটিমাত্র মেঘ দেখতে পাচ্ছি !
 
|-
 
|-
 
|| 01,05
 
|| 01,05
|| যে মেঘটি   আমরা কপি এবং পেস্ট করেছি, সেটি কোথায় ?
+
|| যে মেঘটি আমরা কপি এবং পেস্ট করেছি, সেটি কোথায় ?
 
|-
 
|-
 
|| 01,08
 
|| 01,08
| | কপি করা মেঘ আসলে মূল মেঘ-এর   উপরেই যুক্ত হয়ে গেছে !
+
|| কপি করা মেঘ আসলে মূল মেঘ-এর উপরেই যুক্ত হয়ে গেছে !
 
|-
 
|-
 
|| 01,13
 
|| 01,13
| |এই মেঘটি নির্বাচন করে , বাঁদিকের  সরিয়ে নিয়ে যাওয়া যাক ।
+
||এই মেঘটি নির্বাচন করে, বাঁদিকে সরিয়ে নিয়ে যাওয়া যাক ।
 
|-
 
|-
 
|| 01,17
 
|| 01,17
| |একই পদ্ধতিতে আরো একটি মেঘ তৈরি করা যাক ।
+
||একই পদ্ধতিতে আরো একটি মেঘ তৈরি করা যাক ।
 
|-
 
|-
 
|| 01,21
 
|| 01,21
|| মেঘ নির্বাচন করে, কনটেক্সট মেনু র জন্য ডান   ক্লিক করুন এবং "কপি" ক্লিক করুন ।
+
|| মেঘ নির্বাচন করে, কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন এবং "কপি" ক্লিক করুন ।
 
|-
 
|-
 
|| 01,26
 
|| 01,26
|| আবার কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন এবং "Paste " ক্লিক করুন ।
+
|| আবার কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন এবং "Paste " ক্লিক করুন ।
 
|-
 
|-
 
|| 01,30
 
|| 01,30
|| এখন, কপি করা মেঘটি নির্বাচন করে, বাঁদিকের  সরান ।
+
|| এখন, কপি করা মেঘটি নির্বাচন করে, বাঁদিকে সরান ।
 
|-
 
|-
 
|| 01,37
 
|| 01,37
|| আমরা বস্তুর কপি তৈরী করার জন্য কিছু শর্ট -কাট ব্যবহার করতে পারি  
+
|| আমরা বস্তুর কপি তৈরী করার জন্য কিছু শর্ট-কাট ব্যবহার করতে পারি ।
 
|-
 
|-
 
|| 01,41
 
|| 01,41
Line 73: Line 73:
 
|-
 
|-
 
|| 01,44
 
|| 01,44
|| Ctrl + V একটি বস্তু পেস্ট করে
+
|| Ctrl + V একটি বস্তু পেস্ট করে ।
 
|-
 
|-
 
|| 01,47
 
|| 01,47
|| Ctrl + X একটি বস্তু কাট দেয়
+
|| Ctrl + X একটি বস্তু কাট দেয় ।
 
|-
 
|-
 
|| 01,50
 
|| 01,50
|| মেঘ নির্বাচন করুন এবং CTRL ও   c কী -দুটি   একসাথে টিপুন
+
|| মেঘ নির্বাচন করুন এবং CTRL ও C কী-দুটি একসাথে টিপুন ।
 
|-
 
|-
 
|| 01,55
 
|| 01,55
|| মেঘটি   কপি করা হয়েছে।
+
|| মেঘটি কপি করা হয়েছে ।
 
|-
 
|-
 
|| 01,57
 
|| 01,57
| |পেস্ট করার জন্য Ctrl ও V কীদুটি    একসঙ্গে টিপুন ।
+
|| পেস্ট করার জন্য Ctrl ও V কী-দুটি একসঙ্গে টিপুন ।
 
|-
 
|-
 
|| 02,02
 
|| 02,02
|| এখন মেঘটি   নির্বাচন করে পছন্দসই অবস্থানে স্থানান্তরিত করুন
+
|| এখন মেঘটি নির্বাচন করে পছন্দসই অবস্থানে স্থানান্তরিত করুন ।
 
|-
 
|-
 
|| 02,08
 
|| 02,08
||এই টিউটোরিয়ালটি সাময়িকভাবে থামান এবং এই অনুশিলোনীটি  সম্পূর্ণ করুন ।
+
|| এই টিউটোরিয়ালটি সাময়িকভাবে থামান এবং এই অনুশীলনীটি সম্পূর্ণ করুন ।
 
|-
 
|-
 
|| 02,11
 
|| 02,11
|| আপনার ড্র ফাইল-এ দুটি পৃষ্ঠা যুক্ত করুন ।
+
|| আপনার ড্র ফাইল-এ দুটি পৃষ্ঠা যুক্ত করুন ।
 
|-
 
|-
 
|| 02,14
 
|| 02,14
|| প্রথম পৃষ্ঠায় দুটি   বস্তু আঁকুন ।
+
|| প্রথম পৃষ্ঠায় দুটি বস্তু আঁকুন ।
 
|-
 
|-
 
|| 02,18
 
|| 02,18
| | প্রথম পাতা থেকে দ্বিতীয় পাতাতে একটি বস্তু কপি করুন ।
+
| | প্রথম পাতা থেকে দ্বিতীয় পাতাতে একটি বস্তু কপি করুন ।
 
|-
 
|-
 
|| 02,22
 
|| 02,22
| |দেখুন , কোথায় প্রতিলিপি করা বস্তুটি স্থাপিত হয়েছে
+
|| দেখুন, কোথায় প্রতিলিপি করা বস্তুটি স্থাপিত হয়েছে ।
 
|-
 
|-
 
|| 02,25
 
|| 02,25
|| একটি বস্তু কাট করে পেস্ট করুন । আপনি এই কাজের জন্য শর্ট কাট কী ব্যবহার করতে পারেন ।
+
|| একটি বস্তু কাট করে পেস্ট করুন । আপনি এই কাজের জন্য শর্ট কাট কী ব্যবহার করতে পারেন ।
 
|-
 
|-
 
|| 02,31
 
|| 02,31
||পরীক্ষা করুন আপনি যখন বস্তুটি কাট করলেন , সেটির একটি কপি তৈরী হয় কি না ।
+
|| পরীক্ষা করুন আপনি যখন বস্তুটি কাট করলেন, সেটির একটি কপি তৈরী হয় কি না ।
 
|-
 
|-
 
|| 02,36
 
|| 02,36
|| এবার এই মেঘর  আকার হ্রাস করুন ।
+
|| এবার এই মেঘের আকার হ্রাস করুন ।
 
|-
 
|-
 
|| 02,38
 
|| 02,38
|| তাহলে প্রথমে এটি নির্বাচন করুন ।
+
|| তাহলে প্রথমে এটি নির্বাচন করুন ।
 
|-
 
|-
 
|| 02,40
 
|| 02,40
|| এখন হাতলগুলি দেখা যাচ্ছে
+
|| এখন হাতলগুলি দেখা যাচ্ছে ।
 
|-
 
|-
 
|| 02,43
 
|| 02,43
|| এরপর, কার্সরটি কোনো একটি হাতল-এর উপর স্থাপন করুন যতক্ষণ না তীরমুখ -গুলি দৃশ্যমান হচ্ছে
+
|| এরপর, কার্সারটি কোনো একটি হাতল-এর উপর স্থাপন করুন যতক্ষণ না তীরমুখ-গুলি দৃশ্যমান হচ্ছে ।
 
|-
 
|-
 
|| 02,50
 
|| 02,50
|| এখন, মাউসের বাম বোতাম ধরে রাখুন .এবং মেঘ ছোট করার জন্য তীর ভিতরের দিকে টেনে আনুন ।
+
|| এখন, মাউসের বাম বোতাম ধরে রাখুন এবং মেঘ ছোট করার জন্য তীর ভিতরের দিকে টেনে আনুন ।
 
|-
 
|-
 
|| 02,57
 
|| 02,57
|| মেঘটি বড় করার জন্য, তীর কে বাইরের দিকে টানুন ।
+
|| মেঘটি বড় করার জন্য, তীর কে বাইরের দিকে টানুন ।
 
|-
 
|-
 
|| 03,00
 
|| 03,00
|| এই তীর কে আর বড় করার জন্য, প্রথমে তা নির্বাচন করুন ।
+
|| এই তীর কে আরও বড় করার জন্য, প্রথমে তা নির্বাচন করুন ।
 
|-
 
|-
 
|| 03,04
 
|| 03,04
|| এখন কার্সারটি কোনো একটি হাতল-এর   উপর আনুন
+
|| এখন কার্সারটি কোনো একটি হাতল-এর উপর আনুন ।
 
|-
 
|-
 
|| 03,07
 
|| 03,07
|| একটি বর্গক্ষেত্র সহ একটি ছোট স্বচ্ছ তীর, কার্সার এর প্রান্তে নীচে প্রদর্শিত হবে ।
+
|| একটি বর্গক্ষেত্র সহ একটি ছোট স্বচ্ছ তীর, কার্সার এর প্রান্তে নীচে প্রদর্শিত হবে ।
 
|-
 
|-
 
|| 03,14
 
|| 03,14
|| এখন, কীবোর্ডের "শিফ্ট" কী টিপুন, মাউসের বাম বোতাম টিপুন এবং তীর এর হাতল ব্যবহার করে, এটি নিচে টানুন ।
+
|| এখন, কীবোর্ডের "শিফ্ট" কী টিপুন, মাউসের বাম বোতাম টিপুন এবং তীর এর হাতল ব্যবহার করে, এটি নিচে টানুন ।
 
|-
 
|-
 
|| 03,25
 
|| 03,25
|| যদি Shift কী টেপেন, তাহলে আপনি অনেক সহজে বস্তুর পুনঃ মাপ করতে পারবেন
+
|| যদি Shift কী টেপেন, তাহলে আপনি অনেক সহজে বস্তুর পুনঃ মাপ করতে পারবেন ।
 
|-
 
|-
 
|| 03,32
 
|| 03,32
|| একটি বস্তুর হ্যান্ডলগুলি ব্যবহার করে আকার পরিবর্তন করাকে বলা হয় "ডাইনামিক Resizing"
+
|| একটি বস্তুর হ্যান্ডলগুলি ব্যবহার করে আকার পরিবর্তন করাকে বলা হয় "ডাইনামিক Resizing" .
 
|-
 
|-
 
|| 03.38
 
|| 03.38
| |এর অর্থ হল এখানে আমরা সঠিক পরিমাপ ব্যবহার করি না ।
+
|| এর অর্থ হল এখানে আমরা সঠিক পরিমাপ ব্যবহার করি না ।
 
|-
 
|-
 
|| 03,42
 
|| 03,42
|| আমরা পরবর্তী   টিউটোরিয়াল-এ সঠিক পরিমাপ ব্যবহার বস্তুর আকার পরিবর্তন করতে শিখব
+
|| আমরা পরবর্তী টিউটোরিয়াল-এ সঠিক পরিমাপ ব্যবহার বস্তুর আকার পরিবর্তন করতে শিখব ।
 
|-
 
|-
 
|| 03,47
 
|| 03,47
| |অনুরূপ পদ্ধতিতে একটি আয়তক্ষেত্র-এর  প্রস্থ বৃদ্ধি করা যাক।  
+
|| অনুরূপ পদ্ধতিতে একটি আয়তক্ষেত্রের প্রস্থ বৃদ্ধি করা যাক ।  
 
|-
 
|-
 
|| 03,52
 
|| 03,52
|| আয়তক্ষেত্রটি নির্বাচন করুন,   কীবোর্ডের Shift কী টিপুন এবং সেটি উপরের দিকে টানুন ।
+
|| আয়তক্ষেত্রটি নির্বাচন করুন, কীবোর্ডের Shift কী টিপুন এবং সেটি উপরের দিকে টানুন ।
 
|-
 
|-
 
|| 03,59
 
|| 03,59
| | ড্র উইন্ডোর নিচের দিকে “Status” বার এ দেখুন
+
|| ড্র উইন্ডোর নীচের দিকে “Status” বার এ দেখুন ।
 
|-
 
|-
 
|| 04,03
 
|| 04,03
|| লক্ষ্য করুন, আমরা যখন আয়তক্ষেত্র-এর  আকার পরিবর্তন করি, সেটির মাত্রা পরিবর্তিত হয়
+
|| লক্ষ্য করুন, আমরা যখন আয়তক্ষেত্রের আকার পরিবর্তন করি, সেটির মাত্রা পরিবর্তিত হয় ।
 
|-
 
|-
 
|| 04,09
 
|| 04,09
|| “Status” বার-এ বস্তুর অবস্থান এবং মাত্রার পরিবর্তন দেখায় ।
+
|| “Status” বার-এ বস্তুর অবস্থান এবং মাত্রার পরিবর্তন দেখায় ।
 
|-
 
|-
 
|| 04,16
 
|| 04,16
|| এখন এখানে যেমন দেখানো আছে, মেঘগুলি এবং সূর্য সেরকম সাজিয়ে নেওয়া যাক  
+
|| এখন এখানে যেমন দেখানো আছে, মেঘগুলি এবং সূর্য সেরকম সাজিয়ে নেওয়া যাক ।
 
|-
 
|-
 
|| 04,20
 
|| 04,20
|| মেঘগুলিকে   সনাক্ত করার জন্য , বাম থেকে ডাইনে  তাদের সংখ্যা ১, ২, ৩,৪ করা যাক |
+
|| মেঘগুলিকে সনাক্ত করার জন্য, বাম থেকে ডানে তাদের সংখ্যা ১, ২, ৩, ৪ করা যাক |
 
|-
 
|-
 
|| 04,29
 
|| 04,29
|| সংখ্যাগুলি যোগ করার জন্য, এই মেঘ-এ ডবল ক্লিক করুন এবং লিখুন ১
+
|| সংখ্যাগুলি যোগ করার জন্য, এই মেঘ-এ ডবল ক্লিক করুন এবং লিখুন ১ ।
 
|-
 
|-
 
|| 04,36
 
|| 04,36
|| একইভাবে অন্যান্য মেঘগুলির নম্বর দিন  
+
|| একইভাবে অন্যান্য মেঘগুলির নম্বর দিন ।
 
|-
 
|-
 
|| 04,44
 
|| 04,44
|| এখন, মেঘ ৪ নির্বাচন করুন এবং সূর্য-এর  উপরে রাখুন ।
+
|| এখন, মেঘ ৪ নির্বাচন করুন এবং সূর্যের উপরে রাখুন ।
 
|-
 
|-
 
|| 04,49
 
|| 04,49
|| এটিকে সূর্যের পিছনে পাঠানোর জন্য, কনটেক্সট মেনুর জন্য মেঘ-এর উপর ডান ক্লিক করুন ।
+
|| এটিকে সূর্যের পিছনে পাঠানোর জন্য, কনটেক্সট মেনুর জন্য মেঘ-এর উপর ডান ক্লিক করুন ।
 
|-
 
|-
 
|| 04,55
 
|| 04,55
Line 190: Line 190:
 
|-
 
|-
 
|| 04,58
 
|| 04,58
|| মেঘ ৪ এখন সূর্যর  পিছনে চলে গেছে ।.
+
|| মেঘ ৪ এখন সূর্যের পিছনে চলে গেছে ।
 
|-
 
|-
 
|| 05,02
 
|| 05,02
|| “Send Backward” একটি বস্তুকে বর্তমান স্তর থেকে এক স্তর   পিছনে পাঠায় ।
+
|| “Send Backward” একটি বস্তুকে বর্তমান স্তর থেকে এক স্তর পিছনে পাঠায় ।
 
|-
 
|-
 
|| 05,07
 
|| 05,07
|| এখন মেঘ ৩   নির্বাচন করুন এবং সূর্যর  উপরে রাখুন ।
+
|| এখন মেঘ ৩ নির্বাচন করুন এবং সূর্যের উপরে রাখুন ।
 
|-
 
|-
 
|| 05,12
 
|| 05,12
|| কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন, “Arrange” ক্লিক করুন এবং “Send to Back” নির্বাচন করুন
+
|| কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন, “Arrange” ক্লিক করুন এবং “Send to Back” নির্বাচন করুন ।
 
|-
 
|-
 
|| 05,18
 
|| 05,18
|| মেঘ ৩ এখন সূর্য এবং মেঘ 4 এর দুটোরই পিছনে চলে গেছে ।
+
|| মেঘ ৩ এখন সূর্য এবং মেঘ এর দুটোরই পিছনে চলে গেছে ।
 
|-
 
|-
 
|| 05,23
 
|| 05,23
|| “Send to Back” একটা বস্তুকে শেষ স্তর-এ পাঠায়
+
|| “Send to Back” একটা বস্তুকে শেষ স্তর-এ পাঠায় ।
 
|-
 
|-
 
|| 05,28
 
|| 05,28
| |এখন স্লাইড এর মতন দেখাতে করে মেঘগুলি সাজানো সহজ হয়ে গেছে  
+
|| এখন স্লাইড এর মতন দেখাতে করে মেঘগুলি সাজানো সহজ হয়ে গেছে ।
 
|-
 
|-
 
|| 05,32
 
|| 05,32
|| মেঘ 4 নির্বাচন করুন, কনটেক্সট মেনু জন্য ডান ক্লিক করুন, “Arrange” ক্লিক করুন এবং “Bring to Front” নির্বাচন করুন।
+
|| মেঘ নির্বাচন করুন, কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন, “Arrange” ক্লিক করুন এবং “Bring to Front” নির্বাচন করুন ।
 
|-
 
|-
 
|| 05,40
 
|| 05,40
|| “Bring to Front” একটা বস্তুকে   প্রথম স্তরে আনে ।
+
|| “Bring to Front” একটা বস্তুকে প্রথম স্তরে আনে ।
 
|-
 
|-
 
|| 05,44
 
|| 05,44
||তারপর মেঘ ৩ নির্বাচন করুন, কনটেক্সট মেনুর জন্য ডানদিকের বাটন   ক্লিক করুন,   “Arrange” এবং “Bring Forward” ক্লিক করুন ।
+
|| তারপর মেঘ ৩ নির্বাচন করুন, কনটেক্সট মেনুর জন্য ডানদিকের বাটন ক্লিক করুন, “Arrange” এবং “Bring Forward” ক্লিক করুন ।
 
|-
 
|-
 
|| 05,52
 
|| 05,52
|| “Bring Forward” একটি বস্তুকে এক স্তর এগিয়ে আনে ।
+
|| “Bring Forward” একটি বস্তুকে এক স্তর এগিয়ে আনে ।
 
|-
 
|-
 
|| 05,57
 
|| 05,57
|| এখন, মেঘ ২ নির্বাচন করুন এবং   মেঘ ১-এর ওপরে   রাখুন ।
+
|| এখন, মেঘ ২ নির্বাচন করুন এবং মেঘ ১-এর ওপরে রাখুন ।
 
|-
 
|-
 
|| 06,01
 
|| 06,01
|| স্লাইড এ দেখানো আছে তেমনভাবে মেঘগুলি সাজানো হয়ে গেছে
+
|| স্লাইড এ দেখানো আছে তেমনভাবে মেঘগুলি সাজানো হয়ে গেছে ।
 
|-
 
|-
 
|| 06,07
 
|| 06,07
| |পরবর্তী মেঘ এর সংখ্যা মুছে ফেলা যাক ।
+
|| পরবর্তী মেঘ এর সংখ্যা মুছে ফেলা যাক ।
 
|-
 
|-
 
|| 06,10
 
|| 06,10
|| এই কাজের জন্য, মেঘ এর উপর ডবল ক্লিক করুন তারপর নম্বর   নির্বাচন করুন, তারপর সংখ্যাটি নির্বাচন করুন এবং কীবোর্ডের মুছুন কি টিপুন |
+
|| এই কাজের জন্য, মেঘ এর উপর ডবল ক্লিক করুন তারপর নম্বর নির্বাচন করুন, তারপর সংখ্যাটি নির্বাচন করুন এবং কীবোর্ডের মুছুন কী টিপুন |
 
|-
 
|-
 
|| 06,23
 
|| 06,23
|| এই নিয়োগ জন্য এখানে টিউটোরিয়াল এর বিরাম ।
+
|| এই নিয়োগের জন্য এখানে টিউটোরিয়াল-এর বিরাম ।
 
|-
 
|-
 
|| 06,26
 
|| 06,26
|| একটি বর্গাকার , একটি তারকা ,একটি বৃত্ত আঁকুন এবং এখানে যেমন দেখা যাচ্ছে তেমনভাবে বসান
+
|| একটি বর্গাকার, একটি তারকা ,একটি বৃত্ত আঁকুন এবং এখানে যেমন দেখা যাচ্ছে তেমনভাবে বসান ।
 
|-
 
|-
 
|| 06,32
 
|| 06,32
|| প্রতিটি বস্তু নির্বাচন করুন এবং মেনু থেকে প্একটি  বিকল্প ব্যবস্থা প্রয়োগ করুন ।
+
|| প্রতিটি বস্তু নির্বাচন করুন এবং মেনু থেকে প্রতিটি বিকল্প ব্যবস্থা প্রয়োগ করুন ।
 
|-
 
|-
 
|| 06,38
 
|| 06,38
| |লক্ষ্য করুন , প্রতিটি বিকল্পর  জন্য কিভাবে বস্তুগুলির অবস্থান পরিবর্তিত হয় ।
+
|| লক্ষ্য করুন, প্রতিটি বিকল্পের জন্য কিভাবে বস্তুগুলির অবস্থান পরিবর্তিত হয় ।
 
|-
 
|-
 
|| 06,44
 
|| 06,44
||এখন বস্তুগুলিকে স্লাইড এর মত করে বসান এবং Bring to Front এবং Send to Back   বিকল্পদুটি নির্বাচন করুন
+
|| এখন বস্তুগুলিকে স্লাইড এর মত করে বসান এবং Bring to Front এবং Send to Back বিকল্প দুটি নির্বাচন করুন ।
 
|-
 
|-
 
|| 06,53
 
|| 06,53
|| এরপর, এই স্লাইড -এ যেমন দেখানো আছে, সেইমত এই জল চক্র চিত্রটিতে গাছ যোগ করা যাক  
+
|| এরপর, এই স্লাইড-এ যেমন দেখানো আছে, সেইমত এই জল চক্র চিত্রটিতে গাছ যোগ করা যাক ।
 
|-  
 
|-  
 
|| 06,59
 
|| 06,59
|| আমরা একটি গাছ আঁকতে একটি block তীর   এবং একটি explosion ব্যবহার করব
+
|| আমরা একটি গাছ আঁকতে একটি block তীর এবং একটি explosion ব্যবহার করব ।
 
|-
 
|-
 
|| 07,05
 
|| 07,05
|| আমাদের এই ড্র ফাইলএ একটি নতুন পৃষ্ঠা যোগ করা যাক, Insert, স্লাইড এ ক্লিক করুন
+
|| আমাদের এই ড্র ফাইলে একটি নতুন পৃষ্ঠা যোগ করা যাক, Insert, স্লাইড এ ক্লিক করুন ।
 
|-
 
|-
 
|| 07,11
 
|| 07,11
|| এটি একটি নতুন পাতা আমাদের ফাইল যুক্ত করবে
+
|| এটি একটি নতুন পাতা আমাদের ফাইল যুক্ত করবে ।
 
|-
 
|-
 
|| 07,15
 
|| 07,15
|| গাছ এর কান্ড   আঁকার জন্য , অঙ্কন টুলবার থেকে "ব্লক তীরচিহ্নগুলি" নির্বাচন করুন ।
+
|| গাছ-এর কান্ড আঁকার জন্য, অঙ্কন টুলবার থেকে "ব্লক তীরচিহ্নগুলি" নির্বাচন করুন ।
 
|-
 
|-
 
|| 07,21
 
|| 07,21
|| ছোট কালো ত্রিভুজ এর উপর ক্লিক করে উপলব্ধ আকারগুলি দেখুন এবং নির্বাচন করুন "স্প্লিট অ্যারো "।
+
|| ছোট কালো ত্রিভুজ এর উপর ক্লিক করে উপলব্ধ আকারগুলি দেখুন এবং নির্বাচন করুন "স্প্লিট অ্যারো " ।
 
|-
 
|-
 
|| 07,28
 
|| 07,28
| |পাতার উপর কার্সারটি রাখুন , বাম মাউস বোতাম ধরে রেখে নিচে ও পাশে টানুন
+
|| পাতার উপর কার্সারটি রাখুন, বাম মাউস বোতাম ধরে রেখে নীচে ও পাশে টানুন ।
 
|-
 
|-
 
|| 07,35
 
|| 07,35
|| আপনি গাছের একটি কান্ড ও দুটি শাখা অঙ্কন করেছেন ।
+
|| আপনি গাছের একটি কান্ড ও দুটি শাখা অঙ্কন করেছেন ।
 
|-
 
|-
 
|| 07,39
 
|| 07,39
|| এখন গাছের   পাতা যোগ করা যাক ।
+
|| এখন গাছের পাতা যোগ করা যাক ।
 
|-
 
|-
 
|| 07,42
 
|| 07,42
|| অঙ্কন টুলবার থেকে তারা নির্বাচন করুন।
+
|| অঙ্কন টুলবার থেকে তারা নির্বাচন করুন ।
 
|-
 
|-
 
|| 07,45
 
|| 07,45
|| তারপর পাশের ছোট কালো ত্রিভূজএ ক্লিক করুন এবং নির্বাচন করুন "explosion "
+
|| তারপর পাশের ছোট কালো ত্রিভূজ-এ ক্লিক করুন এবং নির্বাচন করুন "explosion " .
 
|-
 
|-
 
|| 07,51
 
|| 07,51
|| এখন ড্র পৃষ্ঠায় যান , কার্সারটি কে তীর এর বাম শাখাএ  রাখুন, বাম মাউস বোতাম ধরে রাখুন   এবং আকৃতিটি আঁকার জন্য বামদিকে টানুন
+
|| এখন ড্র পৃষ্ঠায় যান, কার্সারটি কে তীর-এর বাম শাখায় রাখুন, বাম মাউস বোতাম ধরে রাখুন এবং আকৃতিটি আঁকার জন্য বামদিকে টানুন ।
 
|-
 
|-
 
|| 08,01
 
|| 08,01
||গাছ এ পাতা যোগ হয়ে গেছে !
+
|| গাছ-এ পাতা যোগ হয়ে গেছে !
 
|-
 
|-
 
|| 08,04
 
|| 08,04
||এখন গাছের ডান শাখায় এই আকৃতিটির প্রতিলিপি করা যাক ।
+
|| এখন গাছের ডান শাখায় এই আকৃতিটির প্রতিলিপি করা যাক ।
 
|-
 
|-
 
|| 08,09
 
|| 08,09
|| আকৃতিটি   নির্বাচন করুন ।
+
|| আকৃতিটি নির্বাচন করুন ।
 
|-
 
|-
 
|| 08,11
 
|| 08,11
|| কীবোর্ড এ , কপি করার জন্য Ctrl ও C কীদুটি টিপুন
+
|| কীবোর্ড এ, কপি করার জন্য Ctrl ও C কী দুটি টিপুন ।
 
|-
 
|-
 
|| 08,15
 
|| 08,15
|| তারপর পেস্ট করার জন্য Ctrl ও V কীদুটি টিপুন
+
|| তারপর পেস্ট করার জন্য Ctrl ও V কী দুটি টিপুন ।
 
|-
 
|-
 
|| 08,19
 
|| 08,19
|| এখন এই আকৃতিটিকে গাছ এর ডান শাখা এ সরিয়ে নিয়ে যান  
+
|| এখন এই আকৃতিটিকে গাছ-এর ডান শাখায় সরিয়ে নিয়ে যান ।
 
|-
 
|-
 
|| 08,22
 
|| 08,22
|| আমরা একটি গাছ অঙ্কন করেছি !
+
|| আমরা একটি গাছ অঙ্কন করেছি !
 
|-
 
|-
 
|| 08,25
 
|| 08,25
|| এবার গাছটি নির্বাচন করুন এবং নিচে 
+
|| এবার গাছটি নির্বাচন করুন এবং নীচে নিয়ে আসুন
 
|-
 
|-
 
|| 08,28
 
|| 08,28
|| শুধু কান্ড-টিই নিচে চলে আসছে, পাতাগুলি   না!
+
|| শুধু কান্ড-টিই নিচে চলে আসছে, পাতাগুলি না !
 
|-
 
|-
 
|| 08,32
 
|| 08,32
Line 316: Line 316:
 
|-
 
|-
 
|| 08,38
 
|| 08,38
|| চলুন ,গাছের কান্ডটি যেখানে ছিল সেখানেই নিয়ে যাই ।
+
|| চলুন ,গাছের কান্ডটি যেখানে ছিল সেখানেই নিয়ে যাই ।
 
|-
 
|-
 
|| 08,41
 
|| 08,41
| |চলুন সেখা যাক , কিভাবে গাছের কান্ড এবং পাতাগুলিকে একটি দলে একক ভাবে রাখা যায়ে
+
|| চলুন শেখা যাক, কিভাবে গাছের কান্ড এবং পাতাগুলিকে একটি দলে একক ভাবে রাখা যায়
 
|-
 
|-
 
|| 08,47
 
|| 08,47
| |একটি দলে   কোন পরিবর্তন করলে দলের সব বস্তু একসাথে পরিবর্তিত হয়
+
|| একটি দলে কোন পরিবর্তন করলে দলের সব বস্তু একসাথে পরিবর্তিত হয় ।
 
|-
 
|-
 
|| 08,53
 
|| 08,53
|| প্রথমে পাতার উপর ক্লিক করুন, যাতে কোন বস্তু   নির্বাচিত না থাকে
+
|| প্রথমে পাতার উপর ক্লিক করুন, যাতে কোন বস্তু নির্বাচিত না থাকে ।
 
|-
 
|-
 
|| 08,58
 
|| 08,58
|| তারপর, অঙ্কন টুলবার থেকে "সিলেক্ট "   ক্লিক করুন ।
+
|| তারপর, অঙ্কন টুলবার থেকে "সিলেক্ট " ক্লিক করুন ।
 
|-
 
|-
 
|| 09,02
 
|| 09,02
|| কার্সার পৃষ্ঠায় নিয়ে যান এবংপৃষ্ঠাতে  ক্লিক করুন ।
+
|| কার্সার পৃষ্ঠায় নিয়ে যান এবং পৃষ্ঠাতে ক্লিক করুন ।
 
|-
 
|-
 
|| 09,05
 
|| 09,05
|| এখন বাম মাউসের বোতাম টিপুন এবং টানুন যাতে সমস্ত বস্তু নির্বাচিত হয়ে যায়
+
|| এখন বাম মাউসের বোতাম টিপুন এবং টানুন যাতে সমস্ত বস্তু নির্বাচিত হয়ে যায় ।
 
|-
 
|-
 
|| 09,11
 
|| 09,11
|| আপনি একটি বিন্দুযুক্ত আয়তক্ষেত্র দেখতে পাচ্ছেন
+
|| আপনি একটি বিন্দুযুক্ত আয়তক্ষেত্র দেখতে পাচ্ছেন ।
 
|-
 
|-
 
|| 09,14
 
|| 09,14
|।নিশ্চিত করুন, গাছের সব অংশই যেন এই আয়তক্ষেত্র মধ্যে থাকে
+
|| নিশ্চিত করুন, গাছের সব অংশই যেন এই আয়তক্ষেত্রের মধ্যে থাকে ।
 
|-
 
|-
 
|| 09,20
 
|| 09,20
|| অথবা, আপনি এক অথবা একাধিক বস্তু নির্বাচন করতে, Shift কী টিপে তারপর প্রতিটি বস্তুর উপর ক্লিক করতে পারেন
+
|| অথবা, আপনি এক অথবা একাধিক বস্তু নির্বাচন করতে, Shift কী টিপে তারপর প্রতিটি বস্তুর উপর ক্লিক করতে পারেন ।
 
|-
 
|-
 
|| 09,28
 
|| 09,28
|| কনটেক্সট মেনু জন্য ডান ক্লিক করুন এবং "গ্রুপ" নির্বাচন করুন ।
+
|| কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন এবং "গ্রুপ" নির্বাচন করুন ।
 
|-
 
|-
 
|| 09,32
 
|| 09,32
|| এখন গাছএর  মধ্যে কোনো বস্তুর উপর ক্লিক করুন ।
+
|| এখন গাছ-এর মধ্যে কোনো বস্তুর উপর ক্লিক করুন ।
 
|-
 
|-
 
|| 09,36
 
|| 09,36
|| হ্যান্ডলগুলি প্রদর্শিত হচ্ছে , যেন তারা একটি বস্তুরই অংশ
+
|| হ্যান্ডলগুলি প্রদর্শিত হচ্ছে, যেন তারা একটি বস্তুরই অংশ ।
 
|-
 
|-
 
|| 09,40
 
|| 09,40
|| এই বস্তুগুলিকে এখন একক বস্তু হিসাবে গন্য করা হয় ।
+
|| এই বস্তুগুলিকে এখন একক বস্তু হিসাবে গন্য করা হয় ।
 
|-
 
|-
 
|| 09,45
 
|| 09,45
||এগুলিকে দলমুক্ত করে পৃথক বস্তু করতে, গাছটি নির্বাচিত করুন এবং ডান ক্লিক করে "ungroup" নির্বাচন করুন ।
+
|| এগুলিকে দলমুক্ত করে পৃথক বস্তু করতে, গাছটি নির্বাচিত করুন এবং ডান ক্লিক করে "ungroup" নির্বাচন করুন ।
 
|-
 
|-
 
|| 09,52
 
|| 09,52
|| এখন বস্তুগুলি দলমুক্ত হয়ে গেছে । তাদের তিনটি পৃথক বস্তু হিসাবে গণ্য করা হচ্ছে
+
|| এখন বস্তুগুলি দলমুক্ত হয়ে গেছে । তাদের তিনটি পৃথক বস্তু হিসাবে গণ্য করা হচ্ছে ।
 
|-
 
|-
 
|| 09,56
 
|| 09,56
||চলুন আবার তাদের দলবদ্ধ করা যাক  
+
|| চলুন আবার তাদের দলবদ্ধ করা যাক ।
 
|-
 
|-
 
|| 09,58
 
|| 09,58
||Shift কী টিপে বস্তুগুলিকে পরপর নির্বাচন করুন ।
+
|| Shift কী টিপে বস্তুগুলিকে পরপর নির্বাচন করুন ।
 
|-
 
|-
 
|| 10,03
 
|| 10,03
|| ডান ক্লিক করে নির্বাচন করুন 'গ্রুপ'।
+
|| ডান ক্লিক করে নির্বাচন করুন 'গ্রুপ' ।
 
|-
 
|-
 
|| 10,06
 
|| 10,06
Line 376: Line 376:
 
|-
 
|-
 
|| 10.10
 
|| 10.10
|| তাই কপি করতে Ctrl ও C টিপুন, প্রথম পৃষ্ঠায় যান, পেস্ট করার জন্য Ctrl ও 'V ' টিপুন
+
|| তাই কপি করতে Ctrl ও C টিপুন, প্রথম পৃষ্ঠায় যান, পেস্ট করার জন্য Ctrl ও 'V ' টিপুন ।
 
|-
 
|-
 
|| 10,17
 
|| 10,17
|| এখন, যদি   আমরা দল-এর মধ্যে একটি একক বস্তুকে পরিবর্তন করতে চাই, তাহলে আমরা কি করব?
+
|| এখন, যদি আমরা দল-এর মধ্যে একটি একক বস্তুকে পরিবর্তন করতে চাই, তাহলে আমরা কি করব ?
 
|-
 
|-
 
|| 10.23
 
|| 10.23
|।আমি এর একটি সহজ উপায় দেখাবো, যাতে   বস্তুগুলি দলমুক্ত এবং দলবদ্ধ করার প্রয়োজন না হয়
+
|| আমি এর একটি সহজ উপায় দেখাবো, যাতে বস্তুগুলি দলমুক্ত এবং দলবদ্ধ করার প্রয়োজন না হয় ।
 
|-
 
|-
 
|| 10,30
 
|| 10,30
| |কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন
+
|| কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন ।
 
|-
 
|-
 
|| 10,33
 
|| 10,33
|| "এন্টার গ্রুপ" নির্বাচন করুন ।
+
|| "এন্টার গ্রুপ" নির্বাচন করুন ।
 
|-
 
|-
 
|| 10,35
 
|| 10,35
||লক্ষ্য করুন,   দল- এর বাইরের কোনো বস্তুই এখন কার্যক্ষম নেই  
+
|| লক্ষ্য করুন, দল-এর বাইরের কোনো বস্তুরই এখন কার্যক্ষম নেই ।
 
|-
 
|-
 
|| 10,39
 
|| 10,39
|| শুধু দল-এর মধ্যের   বস্তুগুলিকে সম্পাদনা করা যাবে।
+
|| শুধু দল-এর মধ্যের বস্তুগুলিকে সম্পাদনা করা যাবে ।
 
|-
 
|-
 
|| 10,43
 
|| 10,43
|| উদাহরণস্বরূপ, আমরা গাছের ডান দিকের পাতা নির্বাচন করব  এবং আকার হ্রাস করবো ।
+
|| উদাহরণস্বরূপ, আমরা গাছের ডান দিকের পাতা নির্বাচন করবো এবং আকার হ্রাস করবো ।
 
|-
 
|-
 
|| 10,51
 
|| 10,51
|| পূর্বাবস্থায় ফিরে যাবার জন্য   Ctrl + 'Z' টিপুন ।  
+
|| পূর্বাবস্থায় ফিরে যাওয়ার জন্য Ctrl + 'Z' টিপুন ।  
 
|-
 
|-
 
|| 10,56
 
|| 10,56
|| এখন আমাদের গাছের আকার ছোট করতে হবে যাতে সেটি জলচক্র চিত্রে ধরে যায়
+
|| এখন আমাদের গাছের আকার ছোট করতে হবে যাতে সেটি জলচক্র চিত্রে ধরে যায় ।
 
|-
 
|-
 
|| 11,02
 
|| 11,02
|| তাই দল -এর "সম্পাদনা মোড "   থেকে প্রস্থান করতে হবে ।
+
|| তাই দল-এর "সম্পাদনা মোড " থেকে প্রস্থান করতে হবে ।
 
|-
 
|-
 
|| 11,05
 
|| 11,05
| |দল থেকে প্রস্থান করতে, কার্সারটি পৃষ্ঠায়   রাখুন এবং ডান ক্লিক করে নির্বাচন করুন "exit group"
+
|| দল থেকে প্রস্থান করতে, কার্সারটি পৃষ্ঠায় রাখুন এবং ডান ক্লিক করে নির্বাচন করুন "exit group" .
 
|-
 
|-
 
|| 11,13
 
|| 11,13
|| আমরা এখন দল এর   "সম্পাদনা মোড " এর বাইরে আছি ।
+
|| আমরা এখন দল-এর "সম্পাদনা মোড" এর বাইরে আছি ।
 
|-
 
|-
 
|| 11,16
 
|| 11,16
||গাছটি নির্বাচন করুন এবংকার্সারটি  নিচে ডান দিকের হাতলের উপর রাখুন ।
+
|| গাছটি নির্বাচন করুন এবং কার্সারটি নীচে ডান দিকের হাতলের উপর রাখুন ।
 
|-
 
|-
 
|| 11,21
 
|| 11,21
|| কার্সারটি আকার পরিবর্তনের তীরচিহ্ন-এ পরিবর্তিত হয়ে গেছে
+
|| কার্সারটির এখন তীরচিহ্ন-এ পরিবর্তিত হয়ে গেছে ।
 
|-
 
|-
 
|| 11,24
 
|| 11,24
|| তীরটিকে ভেতরে টেনে আনুন।
+
|| তীরটিকে ভেতরে টেনে আনুন ।
 
|-
 
|-
 
|| 11,26
 
|| 11,26
|| আমরা সম্পূর্ণ গাছের আকার ছোট করেছি !
+
|| আমরা সম্পূর্ণ গাছের আকার ছোট করেছি !
 
|-
 
|-
 
|| 11,29
 
|| 11,29
| |এই ছবিতে তিনটি আরো গাছ যোগ করা যাক ।
+
| |এই ছবিতে আরো তিনটি গাছ যোগ করা যাক ।
 
|-
 
|-
 
|| 11,32
 
|| 11,32
|| গাছ নির্বাচন করুন এবং ctrl এবংC টিপে কপি করুন   এবং. তিনবার Ctrl ও 'V' টিপে   তিনবার পেস্ট করুন
+
|| গাছ নির্বাচন করুন এবং ctrl এবং C টিপে কপি করুন এবং তিনবার Ctrl ও 'V' টিপে তিনবার পেস্ট করুন ।
 
|-
 
|-
 
|| 11,39
 
|| 11,39
|| এর দ্বারা গাছের তিনটি প্রতিলিপি তৈরী করা হয়েছে
+
|| এর দ্বারা গাছের তিনটি প্রতিলিপি তৈরী করা হয়েছে ।
 
|-
 
|-
 
|| 11,41
 
|| 11,41
|| এখন আমরা তাদের পছন্দসই অবস্থানে স্থানান্তরিত করা যাক ।
+
|| এখন তাদের পছন্দসই অবস্থানে স্থানান্তরিত করা যাক ।
 
|-
 
|-
 
|| 11,45
 
|| 11,45
|| সব গাছের জন্য এই ধাপটি পুনরায় করুন ।
+
|| সব গাছের জন্য এই ধাপটি পুনরায় করুন ।
 
|-
 
|-
 
|| 11,51
 
|| 11,51
||মনে রাখবেন, প্রতিটি গাছ তিনটি বস্তু দিয়ে তৈরি করা হয়।
+
|| মনে রাখবেন, প্রতিটি গাছ তিনটি বস্তু দিয়ে তৈরি করা হয় ।
 
|-
 
|-
 
|| 11,55
 
|| 11,55
|| প্রতিটি গাছ নিজেই একটি দল
+
|| প্রতিটি গাছ নিজেই একটি দল ।
 
|-
 
|-
 
|| 11,58
 
|| 11,58
|| আমরা বস্তুগুলির-ও দল তৈরি করেছি ।   
+
|| আমরা বস্তুগুলির-ও দল তৈরি করেছি ।   
 
|-
 
|-
 
|| 12,01
 
|| 12,01
|| এখন এই অঙ্কনে "জলাধার " যোগ করা যাক ।
+
|| এখন এই অঙ্কনে "জলাধার" যোগ করা যাক ।
 
|-
 
|-
 
|| 12,04
 
|| 12,04
|| জল বোঝানোর জন্য , আমরা আয়তক্ষেত্রর  পাশে ছোট কালো ত্রিভুজ যোগ করবো, তারপর একটি বক্ররেখা যোগ করা হবে ।
+
|| জল বোঝানোর জন্য, আমরা আয়তক্ষেত্রের পাশে ছোট কালো ত্রিভুজ যোগ করবো, তারপর একটি বক্ররেখা যোগ করা হবে ।
 
|-
 
|-
 
|| 12,12
 
|| 12,12
|| একটি ত্রিভুজ আঁকার জন্য , "অঙ্কন" টুলবার থেকে "বেসিক শেপস" নির্বাচন করুন ।
+
|| একটি ত্রিভুজ আঁকার জন্য, "অঙ্কন" টুলবার থেকে "বেসিক শেপস" নির্বাচন করুন ।
 
|-
 
|-
 
|| 12,18
 
|| 12,18
|| ছোট কালো ত্রিভুজ-এ   ক্লিক করুন এবং "সমকোণী ত্রিভুজ" নির্বাচন করুন।
+
|| ছোট কালো ত্রিভুজ-এ ক্লিক করুন এবং "সমকোণী ত্রিভুজ" নির্বাচন করুন ।
 
|-
 
|-
 
|| 12.24
 
|| 12.24
|| এটি আঁকুন এবং আয়তক্ষেত্রর পাশে স্থাপন করুন
+
|| এটি আঁকুন এবং আয়তক্ষেত্রের পাশে স্থাপন করুন ।
 
|-
 
|-
 
|| 12,28
 
|| 12,28
|| এখন জল এর গতি বোঝাতে, রং দিয়ে পূর্ণ একটি বক্ররেখা আঁকুন
+
|| এখন জল-এর গতি বোঝাতে, রং দিয়ে পূর্ণ একটি বক্ররেখা আঁকুন ।
 
|-
 
|-
 
|| 12,34
 
|| 12,34
|| "অঙ্কন" টুলবার থেকে, "কার্ভ" নির্বাচন করুন, এখন, "Freeform লাইন' ক্লিক করুন ও ফিল ক্লিক করুন ।
+
|| "অঙ্কন" টুলবার থেকে, "কার্ভ" নির্বাচন করুন, এখন, "Freeform লাইন' ক্লিক করুন ও ফিল ক্লিক করুন ।
 
|-
 
|-
 
|| 12,42
 
|| 12,42
|| তারপর ত্রিভুজএর  উপর কার্সারটি রাখুন এবং মাউস-এর বাম বাটন ধরে রেখে   নিচে টেনে আনুন ।
+
|| তারপর ত্রিভুজ-এর উপর কার্সারটি রাখুন এবং মাউস-এর বাম বাটন ধরে রেখে নীচে টেনে আনুন ।
 
|-
 
|-
 
|| 12,49
 
|| 12,49
|| এই   বক্ররেখাটিকে একটু পরিবর্তন করা যাক   যাতে ওটি প্রবহমান জল-এর মত দেখাযে
+
|| এই বক্ররেখাটিকে একটু পরিবর্তন করা যাক যাতে ওটি প্রবহমান জল-এর মত দেখায়
 
|-
 
|-
 
|| 12,56
 
|| 12,56
|| ত্রিভুজ এবং বক্ররেখা একসঙ্গে জল সৃষ্টি করছে, তাই   তাদের একটি বস্তু হিসাবে দলবদ্ধ করুন 
+
|| ত্রিভুজ এবং বক্ররেখা একসঙ্গে জল সৃষ্টি করছে, তাই তাদের একটি বস্তু হিসাবে দলবদ্ধ করুন  
 
|-
 
|-
 
|| 13,03
 
|| 13,03
|| অঙ্কন টুলবার থেকে, "সিলেক্ট" ক্লিক করুন।
+
|| অঙ্কন টুলবার থেকে, "সিলেক্ট" ক্লিক করুন ।
 
|-
 
|-
 
|| 13,07
 
|| 13,07
|| তারপর কার্সার কে পৃষ্ঠায় নিয়ে যান, মাউসের বাম বোতাম টিপুন এবং ত্রিভুজ এবং বক্ররেখা কে  আবরণ করে টেনে আনুন ।
+
|| তারপর কার্সারকে পৃষ্ঠায় নিয়ে যান, মাউসের বাম বোতাম টিপুন এবং ত্রিভুজ এবং বক্ররেখাকে আবরণ করে টেনে আনুন ।
 
|-
 
|-
 
|| 13,16
 
|| 13,16
| |ডান ক্লিক করুন এবং গ্রুপ নির্বাচন করুন ।
+
|| ডান ক্লিক করুন এবং গ্রুপ নির্বাচন করুন ।
 
|-
 
|-
 
|| 13,18
 
|| 13,18
|| এখন আমরা ওয়াটার সাইকেল এর কিছু মৌলিক রূপরেখা তৈরি করেছি
+
|| এখন আমরা ওয়াটার সাইকেল-এর কিছু মৌলিক রূপরেখা তৈরি করেছি ।
 
|-
 
|-
 
|| 13,23
 
|| 13,23
|| এখানে আপনার জন্য একটি অনুশীলনী আছে ।
+
|| এখানে আপনার জন্য একটি অনুশীলনী আছে ।
 
|-
 
|-
 
|| 13,26
 
|| 13,26
|| আপনার নিজেই এই ছবি তৈরি করুন ।
+
|| আপনি নিজেই এই ছবি তৈরি করুন ।
 
|-
 
|-
 
|| 13,30
 
|| 13,30
|| এখানেই LibreOffice ড্র এর এই টিউটোরিয়ালটি সমাপ্ত হলো
+
|| এখানেই LibreOffice ড্র এর এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল
 
|-
 
|-
 
|| 13,33
 
|| 13,33
|| এই টিউটোরিয়ালটি,তে  আপনারা বস্তু নিয়ে কিছু মৌলিক কাজ শিখেছেন । আপনারা   শিখেছেন ,
+
|| এই টিউটোরিয়ালটিতে আপনারা বস্তু নিয়ে কিছু মৌলিক কাজ শিখেছেন । আপনারা শিখেছেন,
 
|-
 
|-
 
|| 13.39
 
|| 13.39
|| বস্তুকে কাটা, কপি, পেস্ট করা   
+
|| বস্তুকে কাটা, কপি, পেস্ট করা   
 
|-
 
|-
 
|| 13,42
 
|| 13,42
||হ্যান্ডলগুলি ব্যবহার করে বস্তুর আকার পুনরায় পরিবর্তন করা ।
+
|| হ্যান্ডলগুলি ব্যবহার করে বস্তুর আকার পুনরায় পরিবর্তন করা ।
 
|-
 
|-
 
|| 13,46
 
|| 13,46
Line 514: Line 514:
 
|-
 
|-
 
|| 13,48
 
|| 13,48
||দলবদ্ধ এবং দলমুক্ত করা |
+
|| দলবদ্ধ এবং দলমুক্ত করা
 
|-
 
|-
 
|| 13,50
 
|| 13,50
||একটি দলের বস্তুগুলিকে আলাদা করে সম্পাদনা করা ।
+
|| একটি দলের বস্তুগুলিকে আলাদা করে সম্পাদনা করা ।
 
|-
 
|-
 
|| 13,53
 
|| 13,53
|| একটি দলের বস্তুগুলিকে   সরান ।
+
|| একটি দলের বস্তুগুলিকে সরান ।
 
|-
 
|-
 
|| 13,57
 
|| 13,57
|| নিম্নলিখিত লিঙ্ক -এ  উপলব্ধ ভিডিও-টি দেখুন |
+
|| নিম্নলিখিত লিঙ্কে উপলব্ধ ভিডিও-টি দেখুন
 
|-
 
|-
 
|| 14,01
 
|| 14,01
|| এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পটিকে সারসংক্ষেপে বোঝায় |
+
|| এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পটিকে সারসংক্ষেপে বোঝায়
 
|-
 
|-
 
|| 14,04
 
|| 14,04
|| আপনার যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে , আপনি এটি ডাউনলোড করেও দেখতে পারেন।
+
|| আপনার যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে, আপনি এটি ডাউনলোড করেও দেখতে পারেন ।
 
|-
 
|-
 
|| 14,08
 
|| 14,08
|| কথ্য টিউটোরিয়াল প্রকল্পর দল
+
|| কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল
 
|-
 
|-
 
|| 14,11
 
|| 14,11
|| কথ্য টিউটোরিয়াল-গুলি ব্যবহার করে কর্মশালা সঞ্চালন করে |
+
|| কথ্য টিউটোরিয়াল-গুলি ব্যবহার করে কর্মশালা সঞ্চালন করে
 
|-
 
|-
 
|| 14,14
 
|| 14,14
|| যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয় |
+
|| যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয়
 
|-
 
|-
 
||14.18
 
||14.18
|| অধিক বিবরণের জন্য, contact@spoken-tutorial.org তে ইমেল করুন
+
|| অধিক বিবরণের জন্য, contact@spoken-tutorial.org তে ইমেল করুন ।
 
|-
 
|-
 
||14.24
 
||14.24
||স্পোকেন্ টিউটোরিয়াল্ Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ |
+
|| স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ
 
|-
 
|-
 
|| 14.28
 
|| 14.28
Line 550: Line 550:
 
|-
 
|-
 
|| 14.36
 
|| 14.36
|| এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্ক-এ প্রাপ্তিসাধ্য । http://spoken-tutorial.org/NMEICT-Intro
+
|| এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য । http://spoken-tutorial.org/NMEICT-Intro .
 
|-
 
|-
 
|| 14.47
 
|| 14.47
 
||এই টিউটোরিয়াল-এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ । শুভবিদায় ।
 
||এই টিউটোরিয়াল-এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ । শুভবিদায় ।
 
}
 
}

Revision as of 15:57, 27 June 2013

Visual Cues Narration
00,02 LibreOffice ড্র তে বস্তু নিয়ে মৌলিক কাজ করা সম্পর্কিত এই কথ্য টিউটোরিয়াল-এ আপনাদের স্বাগত ।
00,08 এই টিউটোরিয়ালটি-তে আপনি শিখবেন:
00,11 বস্তু কাট, কপি, পেস্ট করা ।
00,14 হাতল গুলি ব্যবহার করে বস্তুর আকার পরিবর্তন করা ।
00,17 বস্তুগুলি সুসজ্জিত করা ।
00,19 বস্তু দলবদ্ধ এবং দল মুক্ত করা ।
00,21 একটি দলের প্রতিটি বস্তু সম্পাদন করা ।
00,24 একটি দলের মধ্যে বস্তু সরান ।
00,28 এখানে আমরা উবুন্টু লিনাক্স সংস্করণ ১০.০৪ এবং LibreOffice সংকলন সংস্করণ ৩.৩.৪ ব্যবহার করছি ।
00,37 ডেস্কটপ-এ সংরক্ষিত "WaterCycle" ফাইলটি খোলা যাক ।
00,42 এখন, এই ছবিতে আরো তিনটি মেঘ কপি এবং পেস্ট করুন ।
00,47 প্রথম মেঘ নির্বাচন করুন, তারপর কনটেক্সট মেনু দেখতে ডান ক্লিক করুন এবং "কপি" ক্লিক করুন ।
00,54 তারপর, কার্সারটি পৃষ্ঠায় রাখুন, কনটেক্সট মেনুর জন্য আবার ডান ক্লিক করুন এবং "Paste" ক্লিক করুন ।
01,02 কিন্তু আমরা কেবল একটিমাত্র মেঘ দেখতে পাচ্ছি !
01,05 যে মেঘটি আমরা কপি এবং পেস্ট করেছি, সেটি কোথায় ?
01,08 কপি করা মেঘ আসলে মূল মেঘ-এর উপরেই যুক্ত হয়ে গেছে !
01,13 এই মেঘটি নির্বাচন করে, বাঁদিকে সরিয়ে নিয়ে যাওয়া যাক ।
01,17 একই পদ্ধতিতে আরো একটি মেঘ তৈরি করা যাক ।
01,21 মেঘ নির্বাচন করে, কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন এবং "কপি" ক্লিক করুন ।
01,26 আবার কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন এবং "Paste " ক্লিক করুন ।
01,30 এখন, কপি করা মেঘটি নির্বাচন করে, বাঁদিকে সরান ।
01,37 আমরা বস্তুর কপি তৈরী করার জন্য কিছু শর্ট-কাট ব্যবহার করতে পারি ।
01,41 CTRL + C একটা বস্তু কপি করে ।
01,44 Ctrl + V একটি বস্তু পেস্ট করে ।
01,47 Ctrl + X একটি বস্তু কাট দেয় ।
01,50 মেঘ নির্বাচন করুন এবং CTRL ও C কী-দুটি একসাথে টিপুন ।
01,55 মেঘটি কপি করা হয়েছে ।
01,57 পেস্ট করার জন্য Ctrl ও V কী-দুটি একসঙ্গে টিপুন ।
02,02 এখন মেঘটি নির্বাচন করে পছন্দসই অবস্থানে স্থানান্তরিত করুন ।
02,08 এই টিউটোরিয়ালটি সাময়িকভাবে থামান এবং এই অনুশীলনীটি সম্পূর্ণ করুন ।
02,11 আপনার ড্র ফাইল-এ দুটি পৃষ্ঠা যুক্ত করুন ।
02,14 প্রথম পৃষ্ঠায় দুটি বস্তু আঁকুন ।
02,18 প্রথম পাতা থেকে দ্বিতীয় পাতাতে একটি বস্তু কপি করুন ।
02,22 দেখুন, কোথায় প্রতিলিপি করা বস্তুটি স্থাপিত হয়েছে ।
02,25 একটি বস্তু কাট করে পেস্ট করুন । আপনি এই কাজের জন্য শর্ট কাট কী ব্যবহার করতে পারেন ।
02,31 পরীক্ষা করুন আপনি যখন বস্তুটি কাট করলেন, সেটির একটি কপি তৈরী হয় কি না ।
02,36 এবার এই মেঘের আকার হ্রাস করুন ।
02,38 তাহলে প্রথমে এটি নির্বাচন করুন ।
02,40 এখন হাতলগুলি দেখা যাচ্ছে ।
02,43 এরপর, কার্সারটি কোনো একটি হাতল-এর উপর স্থাপন করুন যতক্ষণ না তীরমুখ-গুলি দৃশ্যমান হচ্ছে ।
02,50 এখন, মাউসের বাম বোতাম ধরে রাখুন এবং মেঘ ছোট করার জন্য তীর ভিতরের দিকে টেনে আনুন ।
02,57 মেঘটি বড় করার জন্য, তীর কে বাইরের দিকে টানুন ।
03,00 এই তীর কে আরও বড় করার জন্য, প্রথমে তা নির্বাচন করুন ।
03,04 এখন কার্সারটি কোনো একটি হাতল-এর উপর আনুন ।
03,07 একটি বর্গক্ষেত্র সহ একটি ছোট স্বচ্ছ তীর, কার্সার এর প্রান্তে নীচে প্রদর্শিত হবে ।
03,14 এখন, কীবোর্ডের "শিফ্ট" কী টিপুন, মাউসের বাম বোতাম টিপুন এবং তীর এর হাতল ব্যবহার করে, এটি নিচে টানুন ।
03,25 যদি Shift কী টেপেন, তাহলে আপনি অনেক সহজে বস্তুর পুনঃ মাপ করতে পারবেন ।
03,32 একটি বস্তুর হ্যান্ডলগুলি ব্যবহার করে আকার পরিবর্তন করাকে বলা হয় "ডাইনামিক Resizing" .
03.38 এর অর্থ হল এখানে আমরা সঠিক পরিমাপ ব্যবহার করি না ।
03,42 আমরা পরবর্তী টিউটোরিয়াল-এ সঠিক পরিমাপ ব্যবহার বস্তুর আকার পরিবর্তন করতে শিখব ।
03,47 অনুরূপ পদ্ধতিতে একটি আয়তক্ষেত্রের প্রস্থ বৃদ্ধি করা যাক ।
03,52 আয়তক্ষেত্রটি নির্বাচন করুন, কীবোর্ডের Shift কী টিপুন এবং সেটি উপরের দিকে টানুন ।
03,59 ড্র উইন্ডোর নীচের দিকে “Status” বার এ দেখুন ।
04,03 লক্ষ্য করুন, আমরা যখন আয়তক্ষেত্রের আকার পরিবর্তন করি, সেটির মাত্রা পরিবর্তিত হয় ।
04,09 “Status” বার-এ বস্তুর অবস্থান এবং মাত্রার পরিবর্তন দেখায় ।
04,16 এখন এখানে যেমন দেখানো আছে, মেঘগুলি এবং সূর্য সেরকম সাজিয়ে নেওয়া যাক ।
04,20 মেঘগুলিকে সনাক্ত করার জন্য, বাম থেকে ডানে তাদের সংখ্যা ১, ২, ৩, ৪ করা যাক |
04,29 সংখ্যাগুলি যোগ করার জন্য, এই মেঘ-এ ডবল ক্লিক করুন এবং লিখুন ১ ।
04,36 একইভাবে অন্যান্য মেঘগুলির নম্বর দিন ।
04,44 এখন, মেঘ ৪ নির্বাচন করুন এবং সূর্যের উপরে রাখুন ।
04,49 এটিকে সূর্যের পিছনে পাঠানোর জন্য, কনটেক্সট মেনুর জন্য মেঘ-এর উপর ডান ক্লিক করুন ।
04,55 “Arrange” নির্বাচন করুন এবং “Send Backward” ক্লিক করুন ।
04,58 মেঘ ৪ এখন সূর্যের পিছনে চলে গেছে ।
05,02 “Send Backward” একটি বস্তুকে বর্তমান স্তর থেকে এক স্তর পিছনে পাঠায় ।
05,07 এখন মেঘ ৩ নির্বাচন করুন এবং সূর্যের উপরে রাখুন ।
05,12 কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন, “Arrange” ক্লিক করুন এবং “Send to Back” নির্বাচন করুন ।
05,18 মেঘ ৩ এখন সূর্য এবং মেঘ ৪ এর দুটোরই পিছনে চলে গেছে ।
05,23 “Send to Back” একটা বস্তুকে শেষ স্তর-এ পাঠায় ।
05,28 এখন স্লাইড এর মতন দেখাতে করে মেঘগুলি সাজানো সহজ হয়ে গেছে ।
05,32 মেঘ ৪ নির্বাচন করুন, কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন, “Arrange” ক্লিক করুন এবং “Bring to Front” নির্বাচন করুন ।
05,40 “Bring to Front” একটা বস্তুকে প্রথম স্তরে আনে ।
05,44 তারপর মেঘ ৩ নির্বাচন করুন, কনটেক্সট মেনুর জন্য ডানদিকের বাটন ক্লিক করুন, “Arrange” এবং “Bring Forward” ক্লিক করুন ।
05,52 “Bring Forward” একটি বস্তুকে এক স্তর এগিয়ে আনে ।
05,57 এখন, মেঘ ২ নির্বাচন করুন এবং মেঘ ১-এর ওপরে রাখুন ।
06,01 স্লাইড এ দেখানো আছে তেমনভাবে মেঘগুলি সাজানো হয়ে গেছে ।
06,07 পরবর্তী মেঘ এর সংখ্যা মুছে ফেলা যাক ।
06,10 এই কাজের জন্য, মেঘ এর উপর ডবল ক্লিক করুন তারপর নম্বর নির্বাচন করুন, তারপর সংখ্যাটি নির্বাচন করুন এবং কীবোর্ডের মুছুন কী টিপুন |
06,23 এই নিয়োগের জন্য এখানে টিউটোরিয়াল-এর বিরাম ।
06,26 একটি বর্গাকার, একটি তারকা ,একটি বৃত্ত আঁকুন এবং এখানে যেমন দেখা যাচ্ছে তেমনভাবে বসান ।
06,32 প্রতিটি বস্তু নির্বাচন করুন এবং মেনু থেকে প্রতিটি বিকল্প ব্যবস্থা প্রয়োগ করুন ।
06,38 লক্ষ্য করুন, প্রতিটি বিকল্পের জন্য কিভাবে বস্তুগুলির অবস্থান পরিবর্তিত হয় ।
06,44 এখন বস্তুগুলিকে স্লাইড এর মত করে বসান এবং Bring to Front এবং Send to Back বিকল্প দুটি নির্বাচন করুন ।
06,53 এরপর, এই স্লাইড-এ যেমন দেখানো আছে, সেইমত এই জল চক্র চিত্রটিতে গাছ যোগ করা যাক ।
06,59 আমরা একটি গাছ আঁকতে একটি block তীর এবং একটি explosion ব্যবহার করব ।
07,05 আমাদের এই ড্র ফাইলে একটি নতুন পৃষ্ঠা যোগ করা যাক, Insert, স্লাইড এ ক্লিক করুন ।
07,11 এটি একটি নতুন পাতা আমাদের ফাইল যুক্ত করবে ।
07,15 গাছ-এর কান্ড আঁকার জন্য, অঙ্কন টুলবার থেকে "ব্লক তীরচিহ্নগুলি" নির্বাচন করুন ।
07,21 ছোট কালো ত্রিভুজ এর উপর ক্লিক করে উপলব্ধ আকারগুলি দেখুন এবং নির্বাচন করুন "স্প্লিট অ্যারো " ।
07,28 পাতার উপর কার্সারটি রাখুন, বাম মাউস বোতাম ধরে রেখে নীচে ও পাশে টানুন ।
07,35 আপনি গাছের একটি কান্ড ও দুটি শাখা অঙ্কন করেছেন ।
07,39 এখন গাছের পাতা যোগ করা যাক ।
07,42 অঙ্কন টুলবার থেকে তারা নির্বাচন করুন ।
07,45 তারপর পাশের ছোট কালো ত্রিভূজ-এ ক্লিক করুন এবং নির্বাচন করুন "explosion " .
07,51 এখন ড্র পৃষ্ঠায় যান, কার্সারটি কে তীর-এর বাম শাখায় রাখুন, বাম মাউস বোতাম ধরে রাখুন এবং আকৃতিটি আঁকার জন্য বামদিকে টানুন ।
08,01 গাছ-এ পাতা যোগ হয়ে গেছে !
08,04 এখন গাছের ডান শাখায় এই আকৃতিটির প্রতিলিপি করা যাক ।
08,09 আকৃতিটি নির্বাচন করুন ।
08,11 কীবোর্ড এ, কপি করার জন্য Ctrl ও C কী দুটি টিপুন ।
08,15 তারপর পেস্ট করার জন্য Ctrl ও V কী দুটি টিপুন ।
08,19 এখন এই আকৃতিটিকে গাছ-এর ডান শাখায় সরিয়ে নিয়ে যান ।
08,22 আমরা একটি গাছ অঙ্কন করেছি !
08,25 এবার গাছটি নির্বাচন করুন এবং নীচে নিয়ে আসুন ।
08,28 শুধু কান্ড-টিই নিচে চলে আসছে, পাতাগুলি না !
08,32 এখানে গাছের কান্ড এবং পাতাগুলিকে দুটি পৃথক বস্তু হিসাবে গণ্য করা হচ্ছে ।
08,38 চলুন ,গাছের কান্ডটি যেখানে ছিল সেখানেই নিয়ে যাই ।
08,41 চলুন শেখা যাক, কিভাবে গাছের কান্ড এবং পাতাগুলিকে একটি দলে একক ভাবে রাখা যায় ।
08,47 একটি দলে কোন পরিবর্তন করলে দলের সব বস্তু একসাথে পরিবর্তিত হয় ।
08,53 প্রথমে পাতার উপর ক্লিক করুন, যাতে কোন বস্তু নির্বাচিত না থাকে ।
08,58 তারপর, অঙ্কন টুলবার থেকে "সিলেক্ট " ক্লিক করুন ।
09,02 কার্সার পৃষ্ঠায় নিয়ে যান এবং পৃষ্ঠাতে ক্লিক করুন ।
09,05 এখন বাম মাউসের বোতাম টিপুন এবং টানুন যাতে সমস্ত বস্তু নির্বাচিত হয়ে যায় ।
09,11 আপনি একটি বিন্দুযুক্ত আয়তক্ষেত্র দেখতে পাচ্ছেন ।
09,14 নিশ্চিত করুন, গাছের সব অংশই যেন এই আয়তক্ষেত্রের মধ্যে থাকে ।
09,20 অথবা, আপনি এক অথবা একাধিক বস্তু নির্বাচন করতে, Shift কী টিপে তারপর প্রতিটি বস্তুর উপর ক্লিক করতে পারেন ।
09,28 কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন এবং "গ্রুপ" নির্বাচন করুন ।
09,32 এখন গাছ-এর মধ্যে কোনো বস্তুর উপর ক্লিক করুন ।
09,36 হ্যান্ডলগুলি প্রদর্শিত হচ্ছে, যেন তারা একটি বস্তুরই অংশ ।
09,40 এই বস্তুগুলিকে এখন একক বস্তু হিসাবে গন্য করা হয় ।
09,45 এগুলিকে দলমুক্ত করে পৃথক বস্তু করতে, গাছটি নির্বাচিত করুন এবং ডান ক্লিক করে "ungroup" নির্বাচন করুন ।
09,52 এখন বস্তুগুলি দলমুক্ত হয়ে গেছে । তাদের তিনটি পৃথক বস্তু হিসাবে গণ্য করা হচ্ছে ।
09,56 চলুন আবার তাদের দলবদ্ধ করা যাক ।
09,58 Shift কী টিপে বস্তুগুলিকে পরপর নির্বাচন করুন ।
10,03 ডান ক্লিক করে নির্বাচন করুন 'গ্রুপ' ।
10,06 এবার গাছটিকে প্রথম পৃষ্ঠায় কপি করে নিয়ে যাওয়া যাক ।
10.10 তাই কপি করতে Ctrl ও C টিপুন, প্রথম পৃষ্ঠায় যান, পেস্ট করার জন্য Ctrl ও 'V ' টিপুন ।
10,17 এখন, যদি আমরা দল-এর মধ্যে একটি একক বস্তুকে পরিবর্তন করতে চাই, তাহলে আমরা কি করব ?
10.23 আমি এর একটি সহজ উপায় দেখাবো, যাতে বস্তুগুলি দলমুক্ত এবং দলবদ্ধ করার প্রয়োজন না হয় ।
10,30 কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন ।
10,33 "এন্টার গ্রুপ" নির্বাচন করুন ।
10,35 লক্ষ্য করুন, দল-এর বাইরের কোনো বস্তুরই এখন কার্যক্ষম নেই ।
10,39 শুধু দল-এর মধ্যের বস্তুগুলিকে সম্পাদনা করা যাবে ।
10,43 উদাহরণস্বরূপ, আমরা গাছের ডান দিকের পাতা নির্বাচন করবো এবং আকার হ্রাস করবো ।
10,51 পূর্বাবস্থায় ফিরে যাওয়ার জন্য Ctrl + 'Z' টিপুন ।
10,56 এখন আমাদের গাছের আকার ছোট করতে হবে যাতে সেটি জলচক্র চিত্রে ধরে যায় ।
11,02 তাই দল-এর "সম্পাদনা মোড " থেকে প্রস্থান করতে হবে ।
11,05 দল থেকে প্রস্থান করতে, কার্সারটি পৃষ্ঠায় রাখুন এবং ডান ক্লিক করে নির্বাচন করুন "exit group" .
11,13 আমরা এখন দল-এর "সম্পাদনা মোড" এর বাইরে আছি ।
11,16 গাছটি নির্বাচন করুন এবং কার্সারটি নীচে ডান দিকের হাতলের উপর রাখুন ।
11,21 কার্সারটির এখন তীরচিহ্ন-এ পরিবর্তিত হয়ে গেছে ।
11,24 তীরটিকে ভেতরে টেনে আনুন ।
11,26 আমরা সম্পূর্ণ গাছের আকার ছোট করেছি !
11,29 এই ছবিতে আরো তিনটি গাছ যোগ করা যাক ।
11,32 গাছ নির্বাচন করুন এবং ctrl এবং C টিপে কপি করুন এবং তিনবার Ctrl ও 'V' টিপে তিনবার পেস্ট করুন ।
11,39 এর দ্বারা গাছের তিনটি প্রতিলিপি তৈরী করা হয়েছে ।
11,41 এখন তাদের পছন্দসই অবস্থানে স্থানান্তরিত করা যাক ।
11,45 সব গাছের জন্য এই ধাপটি পুনরায় করুন ।
11,51 মনে রাখবেন, প্রতিটি গাছ তিনটি বস্তু দিয়ে তৈরি করা হয় ।
11,55 প্রতিটি গাছ নিজেই একটি দল ।
11,58 আমরা বস্তুগুলির-ও দল তৈরি করেছি ।
12,01 এখন এই অঙ্কনে "জলাধার" যোগ করা যাক ।
12,04 জল বোঝানোর জন্য, আমরা আয়তক্ষেত্রের পাশে ছোট কালো ত্রিভুজ যোগ করবো, তারপর একটি বক্ররেখা যোগ করা হবে ।
12,12 একটি ত্রিভুজ আঁকার জন্য, "অঙ্কন" টুলবার থেকে "বেসিক শেপস" নির্বাচন করুন ।
12,18 ছোট কালো ত্রিভুজ-এ ক্লিক করুন এবং "সমকোণী ত্রিভুজ" নির্বাচন করুন ।
12.24 এটি আঁকুন এবং আয়তক্ষেত্রের পাশে স্থাপন করুন ।
12,28 এখন জল-এর গতি বোঝাতে, রং দিয়ে পূর্ণ একটি বক্ররেখা আঁকুন ।
12,34 "অঙ্কন" টুলবার থেকে, "কার্ভ" নির্বাচন করুন, এখন, "Freeform লাইন' ক্লিক করুন ও ফিল ক্লিক করুন ।
12,42 তারপর ত্রিভুজ-এর উপর কার্সারটি রাখুন এবং মাউস-এর বাম বাটন ধরে রেখে নীচে টেনে আনুন ।
12,49 এই বক্ররেখাটিকে একটু পরিবর্তন করা যাক যাতে ওটি প্রবহমান জল-এর মত দেখায় ।
12,56 ত্রিভুজ এবং বক্ররেখা একসঙ্গে জল সৃষ্টি করছে, তাই তাদের একটি বস্তু হিসাবে দলবদ্ধ করুন ।
13,03 অঙ্কন টুলবার থেকে, "সিলেক্ট" ক্লিক করুন ।
13,07 তারপর কার্সারকে পৃষ্ঠায় নিয়ে যান, মাউসের বাম বোতাম টিপুন এবং ত্রিভুজ এবং বক্ররেখাকে আবরণ করে টেনে আনুন ।
13,16 ডান ক্লিক করুন এবং গ্রুপ নির্বাচন করুন ।
13,18 এখন আমরা ওয়াটার সাইকেল-এর কিছু মৌলিক রূপরেখা তৈরি করেছি ।
13,23 এখানে আপনার জন্য একটি অনুশীলনী আছে ।
13,26 আপনি নিজেই এই ছবি তৈরি করুন ।
13,30 এখানেই LibreOffice ড্র এর এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল ।
13,33 এই টিউটোরিয়ালটিতে আপনারা বস্তু নিয়ে কিছু মৌলিক কাজ শিখেছেন । আপনারা শিখেছেন,
13.39 বস্তুকে কাটা, কপি, পেস্ট করা
13,42 হ্যান্ডলগুলি ব্যবহার করে বস্তুর আকার পুনরায় পরিবর্তন করা ।
13,46 বস্তু সুসজ্জিত,
13,48 দলবদ্ধ এবং দলমুক্ত করা ।
13,50 একটি দলের বস্তুগুলিকে আলাদা করে সম্পাদনা করা ।
13,53 একটি দলের বস্তুগুলিকে সরান ।
13,57 নিম্নলিখিত লিঙ্কে উপলব্ধ ভিডিও-টি দেখুন ।
14,01 এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পটিকে সারসংক্ষেপে বোঝায় ।
14,04 আপনার যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে, আপনি এটি ডাউনলোড করেও দেখতে পারেন ।
14,08 কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল
14,11 কথ্য টিউটোরিয়াল-গুলি ব্যবহার করে কর্মশালা সঞ্চালন করে ।
14,14 যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয় ।
14.18 অধিক বিবরণের জন্য, contact@spoken-tutorial.org তে ইমেল করুন ।
14.24 স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ ।
14.28 এটি ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত ।
14.36 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য । http://spoken-tutorial.org/NMEICT-Intro .
14.47 এই টিউটোরিয়াল-এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ । শুভবিদায় ।

}

Contributors and Content Editors

Antarade, Kaushik Datta, PoojaMoolya