Difference between revisions of "Linux-Old/C2/Synaptic-Package-Manager/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
m (Nancyvarkey moved page Linux/C2/Synaptic-Package-Manager/Bengali to Linux-Old/C2/Synaptic-Package-Manager/Bengali without leaving a redirect)
 
(No difference)

Latest revision as of 16:56, 6 September 2018

Time Narration
00:00 Synaptic প্যাকেজ ম্যানেজার ব্যবহার সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি |
00:06 এই টিউটোরিয়ালে, আমরা উবুন্টুতে Synaptic প্যাকেজ ম্যানেজার ব্যবহার করে কিভাবে অ্যাপ্লিকেশন ইনস্টল করা যায়, ত়া শিখব |
00:17 এই টিউটোরিয়াল -এ আমি GNOME environment ডেস্কটপ -এ উবুন্টু ১০.০৪ ব্যবহার করছি |
00:24 Synaptic প্যাকেজ ম্যানেজার ব্যবহারের জন্য আপনার administrative অধিকার থাকা আবশ্যক |
00:29 ইন্টারনেট সংযোগ কার্যকরী থাকা প্রয়োজন | এখন প্রথমে Synaptic প্যাকেজ ম্যানেজার খোলা যাক |
00:36 তার জন্য System->Administration থেকে Synaptic Package Manager -এ যান |
00:47 এখানে একটি অনুমোদনের ডায়লগ বক্স প্রদর্শিত হচ্ছে যা পাসওয়ার্ড জিজ্ঞাসা করছে |
00:55 পাসওয়ার্ড লিখুন ও এন্টার টিপুন |
01:06 প্রথমবার synaptic প্যাকেজ ম্যানেজার ব্যবহার করলে একটি পরিচয়্করণ ডায়লগ বক্স প্রদর্শিত হয় |
01:13 এই ডায়ালগ বক্স-এ synaptic প্যাকেজ ম্যানেজার ব্যবহার করা সংক্রান্ত তথ্য থাকে |
01:20 আসুন Synaptic প্যাকেজ ম্যানেজার দ্বারা কোনো অ্যাপ্লিকেশন বা প্যাকেজ ইনস্টল করার জন্য Proxy ও Repository বা ভান্ডার কনফিগার করি |
01:29 এটি করার জন্য এবার Synaptic প্যাকেজ ম্যানেজার উইন্ডো-ত়ে ফিরে যান |
01:36 Setting -এ যান এবং Preferences-এ ক্লিক করুন |
01:44 Preference উইন্ডো-ত়ে অনেকগুলিকে ট্যাব দেখা যাচ্ছে | proxy কনফিগার করার জন্য Network -এ ক্লিক করুন |
01:55 Proxy Server -এ দুটি অপশন আছে - সরাসরি সংযোগ এবং ম্যানুয়াল Proxy-Connection | আমি এখানে ম্যানুয়াল Proxy কনফিগারেশন ব্যবহার করছি | আপনি আপনার প্রয়োজনীয় বিকল্প নির্বাচন করুন এবং Authentication বাটনে ক্লিক করুন | এখন স্ক্রিন-এ HTTP Authentication উইন্ডো প্রদর্শিত হচ্ছে |
02:21 প্রয়োজন হলে username এবং পাসওয়ার্ড লিখুন এবং OK-ত়ে ক্লিক করুন | এখন এই পরিবর্তনগুলি কার্যকর করার জন্য “Apply” বাটন-এ ক্লিক করুন | উইন্ডো-টি বন্ধ করতে OK-বাটন-এ ক্লিক করুন |
02:38 এখন আবার “Setting”-এ যান এবং “Repositories”-এ ক্লিক করুন |
02:46 স্ক্রিন-এ Software Sources উইন্ডো প্রদর্শিত হবে |
02:51 বিভিন্ন সূত্র থেকে উবুন্টু software ডাউনলোড করা যেতে পারে | "Download From" ড্রপ ডাউন মেনুত়ে ক্লিক করুন এবং মাউস বাটন টিপে repositories বা ভান্ডারের তালিকা দেখুন |
03:05 "Other..” সারা পৃথিবীর server-গুলির তালিকা দেখায় |
03:12 Cancel -এ ক্লিক করে উইন্ডোটি বন্ধ করুন | আমি এখানে “Server for India” ব্যবহার করছি | “Close”-এ ক্লিক করে “Software Sources” উইন্ডোটি বন্ধ করলাম |
03:26 এই টুলটি কিভাবে ব্যবহার করতে হয় ত়া শিখতে, আমি এখন উদাহরণ হিসাবে vlc প্লেয়ার ইনস্টল করবো |
03:34 আপনি যদি প্রথমবার synaptic প্যাকেজ ম্যানেজার ব্যবহার করেন, তাহলে প্যাকেজ রিলোড করা প্রয়োজন | এর জন্য টুল বার-এর “Reload” বাটনে ক্লিক করুন | এতে কয়েক সেকন্ড সময় লাগতে পারে | এখন প্যাকেজগুলি ইন্টারনেটের মাধ্যমে স্থানান্তরিত হচ্ছে এবং আপডেট হচ্ছে |
03:59 রিলোড প্রক্রিয়া সম্পূর্ণ হবার পর এবার টুল বার-এ বর্তমান quick search বক্সে "vlc" লিখুন |
04:14 এখানে সব vlc প্যাকেজ-গুলির তালিকা দেখা যাচ্ছে |
04:19 “vlc package” নির্বাচিত করার জন্য, check box -এ ক্লিক করুন এবং মেনু বার থেকে “Mark for installation” নির্বাচিত করুন |
04:34 একটি dialog box -এ repository প্যাকেজগুলির তালিকা দেখা যাচ্ছে | “Mark” বাটন-এ ক্লিক করলে সব অন্যান্য প্রয়োজনীয় প্যাকেজ-গুলিও নিজে থেকে নির্বাচিত হয়ে যাবে |
04:46 টুল বার-এ যান এবং “apply” বাটনে ক্লিক করুন |
04:52 যে যে প্যাকেজ-গুলি ইনস্টল হবে, সেগুলির বর্ণনা একটি উইন্ডোত়ে সংক্ষেপে দেখা যাচ্ছে | “Apply” বাটনে ক্লিক করে ইনস্টলেশন শুরু করুন |
05:05 যে প্যাকেজগুলির ইনস্টল করা হবে সেগুলির সংখ্যা এবং সেগুলির সাইজ অনুযাই ইনস্টলেশন-এর প্রক্রিয়া -ত়ে কিছু সময় লাগতে পারে |
05:25 ইনস্টলেশন সম্পূর্ণ হবার সাথে সাথেই “Downloading Package File” উইন্ডোটি বন্ধ হয়ে যাবে |
05:43 এখন পরিবর্তনগুলি কার্যকরী হচ্ছে |
06:00 এখন vlc ইনস্টল হয়ে গেছে | “Synaptic Package Manager” উইন্ডো বন্ধ করা যাক |
06:09 এখন, পরীক্ষা করে দেখা যাক vlc player -এর ইনস্টলেশন সফল হয়েছে কিনা |
06:15 এর জন্য, Applications->Sound & Video-ত়ে যাওয়া যাক | এখানে এই তালিকায় vlc media player দেখা যাচ্ছে | এর অর্থ vlc সফলভাবে ইনস্টল হয়ে গেছে | একইভাবে Synaptic Package Manager ব্যবহার করে অন্যান্য application-ও ইনস্টল করা যেতে পারে |
06:36 সারসংক্ষেপে বলা যায় - এই টিউটোরিয়াল-এ আমরা Synaptic Package Manager-এ kibahbe Proxy এবং Repository কনফিগার করতে হয়, Synaptic Package Manager ব্যবহার করে কিভাবে application ইনস্টল করা যায় - ত়া শিখেছি |
06:51 স্পোকেন্ টিউটোরিয়াল্ Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ যা ICT এর National Mission on Education দ্বারা সমর্থিত । বিস্তারিত তথ্য নিম্নলিখিত লিঙ্ক-এ প্রাপ্তিসাধ্য।

http://spoken-tutorial.org/NMEICT-Intro.

07:19 আমি অন্তরা এই টিউটোরিয়াল-টি অনুবাদ এবং রেকর্ড করেছি । এই টিউটোরিয়াল-এ অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ । শুভবিদায় ।

Contributors and Content Editors

Nancyvarkey, PoojaMoolya, Pravin1389