Difference between revisions of "Scilab/C2/Installing/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 148: Line 148:
 
| 01:52
 
| 01:52
  
|  '''Next'''
+
|  '''Next''', '''Next'''
 
+
|-
+
 
+
| 01:53
+
 
+
| '''Next'''
+
  
 
|-
 
|-

Latest revision as of 14:29, 27 February 2017

Time Narration
00:01 উইন্ডোজ অপারেটিং সিস্টেমে Scilab সংস্থাপনের স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে Scilab সংস্করণ 5.2 সংস্থাপন করব।
00:13 এই পদ্ধতি Scilab এর সকল সংস্করণ এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের অন্যান্য সংস্করণের জন্য প্রযোজ্য।
00:20 scilab.org ওয়েবসাইট থেকে আপনি scilab ডাউনলোড করতে পারেন।
00:25 products এ গিয়ে ডাউনলোড নির্বাচন করে এটিতে টিপুন।
00:31 নীচে স্ক্রোল করুন এবং উইন্ডোজ বিভাগের নীচে scilab 5.2 নির্বাচন করে এটিতে টিপুন।
00:41 এটি exe ফাইল ডাউনলোড করতে একটি ডায়ালগ বাক্স খুলবে।
00:45 Save file এ টিপুন, এটি exe ফাইল ডাউনলোড করা শুরু করবে।
00:50 এই প্রক্রিয়া কিছু সময় নেবে। এটি মিনিমাইজ করি।
00:54 আমি ব্রাউজার মিনিমাইজ করি।
00:58 Scilab ডাউনলোড করতে সরাসরি লিঙ্ক দেওয়া হয়েছে।
01:03 সংস্থাপনের প্রক্রিয়া শুরু করার পূর্বে নিশ্চিত করুন যে আপনার কম্পিউটার ইন্টারনেটের সাথে যুক্ত রয়েছে।
01:10 সংস্থাপনের প্রক্রিয়ার সময় ইন্টেল ম্যাথ কর্নেল লাইব্রেরী ডাউনলোড এবং সংস্থাপন করতে এটি আবশ্যক।
01:16 এটি মিনিমাইজ করি।
01:18 সংস্থাপনের প্রক্রিয়া শুরু করতে যে সেট আপ ফাইল ডাউনলোড করেছেন তাতে দুইবার টিপুন।
01:25 Run এ টিপুন।
01:28 ইংরেজি হিসাবে সেট আপ ভাষা নির্বাচন করুন। OK তে টিপুন।
01:33 এটি Scilab Setup Wizard শুরু করবে।
01:37 Next এ টিপুন।
01:39 license agreement স্বীকার করুন এবং Next বোতামে টিপুন।
01:42 আপনার কম্পিউটারে scilab সংস্থাপন করতে একটি গন্তব্য ফোল্ডার নির্বাচন করুন।
01:47 Next বোতামে টিপুন।
01:48 Full Installation নির্বাচন করুন
01:50 Next বোতামে টিপুন।
01:52 Next, Next
01:55 সংস্থাপনের প্রক্রিয়া শুরু করতে install এ টিপুন।
01:58 ইন্টারনেটের সাথে জুড়তে OK তে টিপুন।
02:03 এটি ইন্টেল ম্যাথকর্নেল লাইব্রেরি ডাউনলোড করা শুরু করবে।
02:11 এই প্রক্রিয়া কিছু সময় নেবে।
02:20 ইন্টেল ম্যাথ কর্নেল লাইব্রেরি ডাউনলোড হয়েছে এবং scilab এর সংস্থাপন প্রক্রিয়া শুরু হয়েছে।
02:28 এই প্রক্রিয়া কিছু সময় নেবে।
02:46 সংস্থাপনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে Finish এ টিপুন।
02:51 এটি Scilab 5.2 আপনার কম্পিউটারে আরম্ভ করবে।
03:00 আমি এটি বন্ধ করি।
03:03 আমাদের কাছে Scilab সম্পর্কিত বেশ কিছু টিউটোরিয়াল রয়েছে।
03:08 এটি নীচে তালিকাভুক্ত।
03:12 ভারতে Scilab এর প্রচেষ্টা scilab.in ওয়েবসাইটের মাধ্যমে সমন্বিত হয়।
03:18 এখানে কিছু আকর্ষণীয় প্রকল্প চলছে।
03:21 টেক্সটবুক প্রকল্প যা scilab ব্যবহার করে স্ট্যান্ডার্ড টেক্সটবুক থেকে উদাহরণকে কোড প্রদান করে।
03:28 লিংকস প্রকল্প ব্যবহারকারীদের পরিচিত scilab ডকুমেন্ট জুড়তে এবং রেঙ্ক দেওয়ার অনুমতি দেয়।
03:35 আমরা Scilab কর্মশালা আয়োজন করতেও সাহায্য করি।
03:38 আমাদের কাছে দুটি মেলিং সূচী রয়েছে একটি ঘোষণার জন্য এবং একটি আলোচনার জন্য।
03:44 আমরা আমাদের সকল গতিবিধিতে আপনাদের আমন্ত্রিত করি।
03:47 স্পোকেন টিউটোরিয়ালে ফিরে যাই।
03:50 মৌখিক অংশ বিভিন্ন ভারতীয় ভাষায় উপলব্ধ।
03:54 এটি spoken tutorial.org তে উপলব্ধ।
03:58 Scilab প্রশিক্ষণে এই টিউটোরিয়াল শূন্য স্তরের একটি অংশ গঠন করে।
04:03 এই টিউটোরিয়াল একেবারে বিনামূল্যে উপলব্ধ।
04:07 আমরা এই রুটের মাধ্যমে অনেক FOSS সিস্টেম সমাবিষ্ট করতে ইচ্ছুক।
04:11 এই সম্বন্ধিত আপনাদের প্রতিক্রিয়ার স্বাগত জানাই।
04:14 আমরা সফটওয়্যারের জন্য সীমারেখা লিখতেও
04:17 আপনাদের অংশগ্রহণকে স্বাগত জানাই।
04:20 মূল স্ক্রিপ্ট লিখতে
04:22 স্পোকেন টিউটোরিয়াল রেকর্ড করতে
04:25 স্ক্রিপ্ট বিভিন্ন ভাষায় অনুবাদ করতে
04:28 ভারতীয় ভাষায় স্ক্রিপ্ট ব্যবহার করে অডিও ডাব করতে,
04:33 পুনঃনিরীক্ষণ এবং আপনার প্রতিক্রিয়া দিতে আপনাদের স্বাগত।
04:36 আমরা এই স্পোকেন টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালা পরিচালনা করতে আপনাদের স্বাগত জানাই।
04:42 আমরা স্পোকেন টিউটোরিয়ালের উপর ফলপ্রসূতা গবেষনার আয়োজন করতেও আপনাদের স্বাগত জানাই।
04:47 আমরা এমন বিশেষজ্ঞদের খুঁজছি যারা অডিও, ভিডিও, অটোমেটিক ট্রান্সলেশন, ইত্যাদি সংক্রান্ত সমর্থন প্রদান করে।
04:55 আমাদের কাছে এই সকল গতিবিধির জন্য পুঁজি উপলব্ধ।
04:58 স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের MHRD এর ICT এর মাধ্যমে জাতীয় মিশন দ্বারা সমর্থিত।
05:07 এই সম্পর্কে অধিক তথ্য http://spoken-tutorial.org/NMEICT-Intro তে উপলব্ধ।
05:11 আমাদের সাথে যোগাযোগের জন্য ধন্যবাদ।
05:13 আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি।
05:16 শুভবিদায়।

Contributors and Content Editors

Kaushik Datta