Difference between revisions of "Advance-C/C2/Command-line-arguments-in-C/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 42: Line 42:
 
|-
 
|-
 
| 01:01
 
| 01:01
|stdlib.h হেডার ফাইল নির্দেশ করে-
+
|stdlib.h হেডার ফাইল নির্দেশ করে
  
 
ন্যুমেরিক কনভার্সন ফাংশন
 
ন্যুমেরিক কনভার্সন ফাংশন
Line 56: Line 56:
 
|-
 
|-
 
|01:16
 
|01:16
|এটি আমাদের মেন ফাংশন। এর ভিতরে, দুটি আর্গুমেন্ট পাস করেছি -
+
|এটি আমাদের মেন ফাংশন। এর ভিতরে, দুটি আর্গুমেন্ট পাস করেছি  
  
 
int argc, char এস্টেরিস্ক এস্টেরিস্ক argv (**argv)
 
int argc, char এস্টেরিস্ক এস্টেরিস্ক argv (**argv)
Line 122: Line 122:
 
|-
 
|-
 
| 02:54
 
| 02:54
|আপনি নিম্ন আউটপুট পারেন:
+
|আপনি নিম্ন আউটপুট পারেন
  
 
Total number of arguments are 1
 
Total number of arguments are 1
Line 156: Line 156:
 
|-
 
|-
 
| 03:47
 
| 03:47
|আমরা নিম্ন আউটপুট দেখবো:
+
|আমরা নিম্ন আউটপুট দেখবো
  
 
Total number of arguments are 4
 
Total number of arguments are 4
Line 166: Line 166:
 
|-
 
|-
 
| 04:04
 
| 04:04
|এখন আউটপুট ব্যাখ্যা করি.
+
|এখন আউটপুট ব্যাখ্যা করি।
  
 
|-
 
|-
Line 194: Line 194:
 
|-
 
|-
 
| 04:31
 
| 04:31
|আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। সংক্ষেপে,
+
|আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। সংক্ষেপে
  
 
|-
 
|-
 
| 04:37
 
| 04:37
|এই টিউটোরিয়ালে আমরা শিখেছি:
+
|এই টিউটোরিয়ালে আমরা শিখেছি
  
 
Command line arguments
 
Command line arguments

Latest revision as of 15:49, 23 February 2017

Time
Narration
00:01 Command Line Arguments এর স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালে একটি উদাহরণ দিয়ে আর্গুমেন্টের সাথে মেন ফাংশন সম্পর্কে শিখব।
00:15 এই টিউটোরিয়ালের জন্য উবুন্টু অপারেটিং সিস্টেম সংস্করণ 11.10 এবং উবুন্টুতে gcc কম্পাইলার সংস্করণ 4.6.1 ব্যবহার করছি।
00:27 টিউটোরিয়ালটি অনুসরণ করতে আপনার C টিউটোরিয়ালের সাথে পরিচিত হতে হবে।
00:33 না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটে যান।
00:39 প্রোগ্রাম দিয়ে শুরু করি। একটি কোড ফাইল রয়েছে। এখন এটি খুলবো।
00:45 ফাইলের নাম main হাইফেন with হাইফেন args ডট c
00:50 এখন প্রোগ্রাম ব্যাখ্যা করি।
00:53 এগুলি হেডার ফাইল। stdio.h কোর ইনপুট এবং আউটপুট ফাংশন নির্দেশ করে।
01:01 stdlib.h হেডার ফাইল নির্দেশ করে

ন্যুমেরিক কনভার্সন ফাংশন

সিউডো-রেণ্ডম নাম্বার্স

জেনারেশন ফাংশন

মেমরি অ্যালোকেশন

প্রসেস কন্ট্রোল ফাংশন

01:16 এটি আমাদের মেন ফাংশন। এর ভিতরে, দুটি আর্গুমেন্ট পাস করেছি

int argc, char এস্টেরিস্ক এস্টেরিস্ক argv (**argv)

01:28 argc প্রোগ্রামে পাস করা কমান্ড লাইন আর্গুমেন্টের সংখ্যা বোঝায়।
01:34 এতে প্রোগ্রামের প্রকৃত নাম অন্তর্ভুক্ত রয়েছে।
01:38 argv তে আসল আর্গুমেন্ট থাকে যা ইন্ডেক্স 0 থেকে শুরু হয়।
01:44 Index 0 হল প্রোগ্রামের নাম।
01:48 Index 1 প্রোগ্রামে পাস করা প্রথম আর্গুমেন্ট হবে।
01:53 Index 2 প্রোগ্রামে পাস করা দ্বিতীয় আর্গুমেন্ট হবে এবং এইভাবে।
01:59 এই স্টেটমেন্ট প্রোগ্রামে পাস করা মোট আর্গুমেন্টের সংখ্যা প্রদর্শন করবে।
02:05 এটি প্রোগ্রামে পাস করা প্রথম আর্গুমেন্ট প্রদর্শন করবে।
02:09 1 ইন্ডেক্স 1 এ আর্গুমেন্ট বর্ণন করে।
02:13 While কন্ডিশন আর্গুমেন্টের সংখ্যা হ্রাস করবে।
02:18 এই স্টেটমেন্ট প্রোগ্রামে পাস করা সকল আর্গুমেন্ট প্রিন্ট করবে।
02:23 শেষে আমাদের কাছে return 0 স্টেটমেন্ট রয়েছে।
02:27 আপনার কীবোর্ডে Ctrl + Alt + T কী একসাথে টিপে টার্মিনাল খুলুন।
02:35 লিখুন: gcc স্পেস main হাইফেন with হাইফেন args ডট c স্পেস হাইফেন o স্পেস args. Enter টিপুন।
02:49 লিখুন: ডট স্ল্যাশ args. Enter টিপুন।
02:54 আপনি নিম্ন আউটপুট পারেন

Total number of arguments are 1

The first argument is null

arguments are ./args

03:06 কমান্ড লাইন আর্গুমেন্ট এক্সিকিউশনের দরুন দেওয়া হয়।
03:11 Total number of arguments are 1 যেহেতু Zeroth আর্গুমেন্ট নিজেই এক্সিকিউটেবল ফাইলের নাম।
03:19 The first argument is (null) যেহেতু আমরা প্রোগ্রামে কোনো আর্গুমেন্ট পাস করিনি।
03:26 আর্গুমেন্ট শুধুমাত্র এক অর্থাৎ dot slash args
03:31 আবার এক্সিকিউট করি।
03:34 আপ অ্যারো কী টিপুন স্পেস লিখুন Sunday স্পেস Monday স্পেস Tuesday. Enter টিপুন।
03:47 আমরা নিম্ন আউটপুট দেখবো

Total number of arguments are 4

The first argument is Sunday

Argument are ./args Sunday Monday এবং Tuesday

04:04 এখন আউটপুট ব্যাখ্যা করি।
04:06 Total number of arguments are 4 যা হল ./args, Sunday, Monday এবং Tuesday.
04:14 First argument হল Sunday
04:17 Zeroth আর্গুমেন্ট সর্বদা এক্সিকিউটেবল ফাইলের নাম দেয়।
04:22 Sunday প্রথম আর্গুমেন্ট নির্দেশ করে।
04:25 Monday দ্বিতীয় আর্গুমেন্ট নির্দেশ করে।
04:28 Tuesday তৃতীয় আর্গুমেন্ট নির্দেশ করে।
04:31 আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। সংক্ষেপে
04:37 এই টিউটোরিয়ালে আমরা শিখেছি

Command line arguments

argc

argv

04:45 নির্দেশিত কাজ হিসাবে বিভিন্ন আর্গুমেন্টের সাথে প্রোগ্রাম এক্সিকিউট করুন।
04:51 এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন।
04:54 এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
04:57 ভাল ব্যান্ডউইডথ না থাকলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন।
05:02 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে।
05:08 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়। বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
05:18 স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ।
05:22 এটি ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত।
05:30 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। http:// spoken- tutorial.org/NMEICT-Intro
05:36 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta