Difference between revisions of "Drupal/C2/Creating-Dummy-Content/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border =1 | '''Time''' |'''Narration''' |- | 00:01 | Creating Dummy Content এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |- |...")
 
Line 14: Line 14:
 
| 00:12
 
| 00:12
 
|টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি
 
|টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি
 
+
উবুন্টু অপারেটিং সিস্টেম,
* উবুন্টু অপারেটিং সিস্টেম
+
Drupal 8 এবং,
* Drupal 8 এবং
+
ফায়ারফক্স ওয়েব ব্রাউজার।
* ফায়ারফক্স ওয়েব ব্রাউজার।
+
  
 
আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন।
 
আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন।
Line 230: Line 229:
 
| 06:35
 
| 06:35
 
| সংক্ষিপ্তকরণ করি এই টিউটোরিয়ালে আমরা শিখেছি:
 
| সংক্ষিপ্তকরণ করি এই টিউটোরিয়ালে আমরা শিখেছি:
 
+
devel মডিউল ব্যবহার করে ডামি কনটেন্ট বানানো।
* devel মডিউল ব্যবহার করে ডামি কনটেন্ট বানানো।
+
  
 
|-
 
|-

Revision as of 13:22, 7 October 2016

Time Narration
00:01 Creating Dummy Content এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:06 এই টিউটোরিয়ালে আমরা শিখব devel মডিউল ব্যবহার করে ডামি কন্টেন্ট বানানো।
00:12 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি

উবুন্টু অপারেটিং সিস্টেম, Drupal 8 এবং, ফায়ারফক্স ওয়েব ব্রাউজার।

আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন।

00:25 কিছু প্রয়োজনীয় বিষয় যা Drupal সাইট নির্মাণ করতে প্রয়োজন তা হল অনেক কনটেন্ট থাকা। এটি লেআউট, ভিউস এবং ডিজাইন বুঝতে সাহায্য করবে।
00:36 কিন্তু আদর্শভাবে, বাস্তব কন্টেন্ট ব্যবহার করা উচিত নয়, ধরুন একটি কনটেন্ট টাইপ বা ফীল্ড বদলাতে হবে।
00:44 সমস্যা হল সেখানে গিয়ে বাস্তব কনটেন্ট এডিট করতে হবে যাতে সময় নষ্ট হবে।
00:50 এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। কনটেন্ট টাইপ যাচাই করে নিশ্চিত করতে হবে যে আমরা যা চাই তারা তাতে কাজ করছে।
00:57 আমরা এখন পর্যন্ত শুধুমাত্র কয়েক ধরণের ফীল্ড দেখেছি।
01:01 এটি আমাদের Cincinnati নোড. ধরুন Cincinnati গ্রুপ তাদের সাক্ষাতের জন্য ফি চার্জ করতে চায়।
01:07 তারা এটি সাইটে রাখতে চায়।
01:10 আমরা টাকার জন্য দশমিক বা ইন্টিজার ব্যবহার করতে পারি যা একটি পূর্ণ সংখ্যা।
01:15 ধরুন আপনি একটি ইন্টিজার চয়ন করেন কারণ তারা মাত্র 10 ডলার নেয়। কিন্তু পরে তারা 10.99 ডলার চার্জ করার সিদ্ধান্ত নিয়েছে।
01:24 এতে অসুবিধা আছে।
01:26 একটি ইন্টিজার দশমিককে বদলানো যাবে না, বিশেষ করে ইতিমধ্যে কন্টেন্ট যোগ করলে থাকে।
01:32 তাই এটি দরকার যে এই ব্যাপারে আগেই ভাবতে হয়।
01:37 আমরা কিছু জালি কন্টেন্ট দিয়ে এগুলি পরীক্ষণ করতে পারি। একবার পরীক্ষণ সম্পন্ন হলে এগুলি সহজে সন্নিবেশ করা এবং সহজে মোছা যেতে পারে।
01:48 মনে রাখবেন - আমাদের একশ বাস্তব কন্টেন্টের প্রয়োজন নেই শুধুমাত্র কয়েকটি জালি কনটেন্ট।
01:54 এই সমস্যার সমাধান হল devel মডিউল। drupal.org/project/devel এ যান।
02:02 এখন পর্যন্ত আমরা মডিউল বা Drupal ওয়েবসাইটে এক্সট্রেন্ড সম্পর্কে বলিনি। এটি আসন্ন টিউটোরিয়ালে করব।
02:11 কিন্তু এখানে আমরা devel মডিউলের সংস্থাপন এবং ব্যবহার করা শিখব। এটি কিছু প্রভাবের ধারণা দেয় যা Drupal মডিউল আমাদের দিতে পারে।
02:21 নীচে স্ক্রোল করে Download সেকশনে যান। এই স্ক্রিন আপনার জন্য ভিন্ন দেখতে পারে।
02:28 Drupal 8 dot x সংস্করণ সবুজ অংশে উপরে রয়েছে, তাই তা চয়ন করা নিশ্চিত করুন।
02:34 না হলে Development release এ টিপুন।
02:38 এখন এটি করার দুটি উপায় রয়েছে। আমরা এটি ডাউনলোড করতে পারি কিন্তু এটি ডেস্কটপে অনেক অপ্রয়োজনীয় ফাইল দেবে।
02:44 আমরা ডান ক্লিক করতে পারি। ব্রাউজারের উপর নির্ভর করে আমরা Copy Link বা Copy Link Location দেখি।
02:53 উভয় ক্ষেত্রেই .tar বা .zip ফাইল লিঙ্কে টিপুন। কিন্তু dev ফাইলে টিপবেন না কারণ সেটি কাজ করবে না।
03:01 এটি প্রকৃত ফাইলগুলির লিঙ্ক।
03:04 একবার সেটি পেলে সাইটে ফিরে আসি. Extend এ টিপুন এবং তারপর Install new module এ।
03:11 এখন URL কে Install from a URL ফীল্ড এ পেস্ট করুন। ভালো ইন্টারনেট সংযোগ না থাকলে আপনি URL থেকে সংস্থাপন করতে পারেন।
03:22 অন্যথায় আপনার সুবিধার জন্য, devel প্যাকেজ এই পৃষ্ঠায় Code Files লিঙ্কে দেওয়া হয়েছে।
03:31 অনুগ্রহ করে এটি ডাউনলোড করে Choose File বিকল্প চয়ন করে আপলোড করুন। Install টিপুন।
03:41 এখন Enable newly added modules এ টিপুন।
03:45 এটি মিনিমাইজ করতে CORE শব্দে টিপুন। তারপর স্ক্রোল করুন।
03:50 DEVELOPMENT ব্লকের নীচে Devel এবং Devel generate দেখি। অন্যগুলি উপেক্ষা করুন।
03:57 Devel এবং Devel generate এ চেকমার্ক করুন। তারপর নীচে স্ক্রোল করে Install এ টিপুন।
04:05 মনে রাখবেন Drupal এ, সর্বদা নিশ্চিত করতে হবে যে আমরা Save, Install ইত্যাদিতে টিপেছি।
04:12 এখানে একটি সবুজ ম্যাসেজ 2 modules have been enabled পাওয়া উচিত।
04:17 লাল রঙের কোনো সাবধানতা ম্যাসেজ দেখলে চিন্তা করবেন না এটি গুরুতর এরর নয়।
04:23 কন্টেন্টের একটি গুচ্ছ বানাতে, Configuration এ টিপুন। বামদিকে Generate content লিঙ্ক দেখব। এটিতে টিপুন।
04:34 এখন প্রয়োজনীয় টেক্সটিং করতে আমরা যতগুলি চাই কনটেন্ট বানাতে সক্ষম।
04:41 আমরা Events এবং User Groups চয়ন করব কারণ 2 ধরনের Content types পরীক্ষণ করতে হবে।
04:47 লক্ষ্য করুন এখানে Delete all content in these content types before generating new content রয়েছে। এটি জালি একাউন্ট মোছার জন্য।
04:56 এখানে একটি চেকমার্ক রাখি এবং 0 নোডস বানাই। এটি সকল Events এবং User Groups মুছবে।
05:05 এতে সেগুলিও থাকে যা আমরা নিজে বানিয়েছি। উদাহরণস্বরূপ - এটি করলে Cincinnati User Group ও চলে যাবে।
05:15 তাই এটি আনচেক করি। 50 টি নোড বানাই।
05:20 এক বছর আগে যাই।
05:22 আমাদের নোডে কমেন্টস নেই।
05:25 Maximum number of words in titles কে 2 তে বদলান। তা না করলে এটি দীর্ঘ Lorem Ipsum টেস্ট বানাবে।
05:35 Generate টিপুন। অবিলম্বে, সাফল্যের ম্যাসেজ পাই. এটি কাজ করছে কিনা যাচাই করতে Content এ টিপুন।
05:44 এখানে 50 টি নতুন নোডের তালিকা রয়েছে - অর্ধেকEvents এবং অর্ধেক User groups.
05:50 যে কোনো একটিতে টিপলে দেখেন যে Devel তৈরী হয়েছে - Description এ অনেক টেক্সট, একটি Event Logo.
05:57 একটি জালি Event Website, একটি Date, Sponsor হিসেবে এক User Groups চয়ন করেছে এবং কিছু Event Topics নির্বাচিত হয়েছে।
06:08 এখন লেআউট করতে পারি, আমাদের ভিউ এবং অন্যান্য সকল জিনিস যা সাইটের সাথে করতে হবে।
06:15 Devel অনেক জালি একাউন্ট বানিয়ে অনেক সময় বাচিয়েছে।
06:20 এটি drupal.org তে ডাউনলোড করা Module থেকে দেওয়া Drupal এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। একে Contributed Modules বলে. এই বিষয়ে পরে শিখব।
06:32 এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
06:35 সংক্ষিপ্তকরণ করি এই টিউটোরিয়ালে আমরা শিখেছি:

devel মডিউল ব্যবহার করে ডামি কনটেন্ট বানানো।

06:48 এই ভিডিওটি Acquia এবং OSTraining থেকে অভিযোজিত এবং স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প, আইআইটি বোম্বে দ্বারা সংশোধিত।
06:57 এই ভিডিওটি প্রকল্পকে সারাংশিত করে। ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
07:03 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেই। আমাদের সাথে যোগাযোগ করুন।
07:11 স্পোকেন টিউটোরিয়াল প্রজেক্ট ভারত সরকারের MHRD এর NMEICT এবং মিনিস্ট্রি অফ কলচারের NVLI দ্বারা সমর্থিত।
07:23 আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, Pratik kamble, Shruti arya