Difference between revisions of "Inkscape/C3/Create-an-A4-Poster/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 5: Line 5:
 
|-
 
|-
 
|  00.01
 
|  00.01
'''Inkscape''' ব্যবহার করে '''Create an A4 Poster''' এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
+
|  '''Create an A4 Poster''' এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
  
 
|-
 
|-
Line 24: Line 24:
 
|-
 
|-
 
|  00.17
 
|  00.17
|  টিউটোরিয়াল রেকর্ড করতে আমি ব্যবহার করছি:
+
|  টিউটোরিয়াল রেকর্ড করতে ব্যবহার করছি:
  
 
|-
 
|-
Line 576: Line 576:
 
|-
 
|-
 
|  10.16
 
|  10.16
|  আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।
+
|  আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।

Revision as of 12:35, 8 October 2015

Time Narration
00.01 Create an A4 Poster এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00.07 এই টিউটোরিয়ালে আমরা শিখব:
00.10 ডকুমেন্ট প্রোপার্টি বদলানো।
00.12 একটি A4 পোস্টার ডিজাইন এবং
00.14 পিডিএফ এ পোস্টার সংরক্ষণ করা।
00.17 টিউটোরিয়াল রেকর্ড করতে ব্যবহার করছি:
00.19 উবুন্টু লিনাক্স 12.04 OS
00.22 Inkscape সংস্করণ 0.48.4
00.26 Inkscape খুলুন।
00.28 File এ যান। New তে টিপুন।
00.32 এটি উপলব্ধ ডিফল্ট ক্যানভাসের আকার।
00.37 আমার ক্যানভাস ডিফল্ট রূপে A4 আকারের।
00.41 তাই আমি এটি এইভাবে ছেড়ে দেবো।
00.44 এটি আপনার মেশিনে না থাকলে A4 আকার নির্বাচন করুন।
00.49 এখন কিছু সেটিংস পরিবর্তন করি।
00.51 File এ যান। Document properties এ টিপুন।
00.54 একটি ডায়লগ বাক্স খোলে যেখানে বিভিন্ন ট্যাব এবং বিকল্প পেতে পারি।
00.59 এগুলি এক এক করে শিখি।
1.03 প্রথম ট্যাবে, Page, Default units ড্রপ ডাউন তালিকায় টিপুন।
1.08 আমি এক এক করে টিপলে, লক্ষ্য করি যে রুলারের ইউনিট বদলায়।
1.13 এই ইউনিট পিক্সেল হিসাবে রাখুন।
1.16 Background বিকল্প ব্যাকগ্রাউন্ডের স্বচ্ছতা এবং রঙ পরিবর্তন করতে সাহায্য করে।
1.21 আমরা ওটিতে টিপলে একটি নতুন ডায়লগ বাক্স খোলে।
1.24 RGB স্লাইডার বাম থেকে ডান দিকে সরান।
1.29 ক্যানভাসে ব্যাকগ্রাউন্ডের রঙ দৃশ্যমান করতে আলফা স্লাইডার ডান দিকে সরান।
1.35 এখন স্বচ্ছতা নির্বাচিত RGB ভ্যালুতে বদলায়।
1.40 লক্ষ্য করুন যে আমি সরলে Document properties উইন্ডোতে ব্যাকগ্রাউন্ড বিকল্পে রঙ বদলায়।
1.47 আলফা স্লাইডারকে আবার একেবারে বামদিকে নিয়ে গিয়ে ডায়ালগ বাক্স বন্ধ করুন।
1.52 Page size এর নীচে আমরা অনেক বিকল্প দেখি।
1.55 আমরা এই বিকল্প ব্যবহার করে ক্যানভাসের আকার বদলাতে পারি।
2.00 এখানে টিপলে ক্যানভাসের আকারে পরিবর্তন লক্ষ্য করুন।
2.04 পৃষ্ঠার আকার A4 হিসাবে রাখুন।
2.08 এর স্থিতি Portrait বা Landscape এ বদলানো যেতে পারে।
2.12 উভয় বিকল্পে টিপুন এবং ক্যানভাসে পরিবর্তন লক্ষ্য করুন।
2.17 আমরা Width এবং Height প্যারামিটার ব্যবহার করে ক্যানভাসের প্রস্থ এবং উচ্চতা বদলাতে পারি।
2.23 Units ড্রপ ডাউন তালিকায় টিপুন। এখানে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ইউনিট বদলাতে পারি।
2.31 এখন আমাদের ইউনিট পিক্সেলে বদলাই।
2.34 Resize page to content বিকল্পে টিপুন।
2.37 বিভিন্ন উপলব্ধ বিকল্প খোলে।
2.41 আমরা এখানে সকল দিকের জন্য মার্জিন সেট করতে পারি।
2.45 মার্জিন নির্ধারণের পর, Resize page to drawing or selection বোতামে টিপুন।
2.51 এরপর হল Border বিকল্প। আমরা এখানে 3 টি চেক বাক্স বিকল্প দেখতে পারি।
2.57 এই বিকল্প ব্যাখ্যা করতে, এই পদ্ধতিতে একটি উপবৃত্ত আঁকি।
3.03 প্রথম বিকল্প পৃষ্ঠার বর্ডার তৈরী করে যা প্রদর্শিত ক্যানভাসের বর্ডার।
3.08 এই বিকল্প আনচেক করুন এবং লক্ষ্য করুন যে বর্ডার অদৃশ্য হয়ে গেছে।
3.13 তারপর আবার, বিকল্প যাচাই করুন এবং লক্ষ্য করুন যে বর্ডার আবার প্রদর্শিত হয়।
3.18 দ্বিতীয় বিকল্প অঙ্কনের উপরে বর্ডার সেট করে, যাতে এটি স্পষ্টরূপে দেখায়।
3.25 আবার এই বিকল্প চেক এবং আনচেক করুন এবং লক্ষ্য করুন যে ক্যানভাসে কি হচ্ছে।
3.31 তৃতীয় বিকল্প ডানদিকে এবং নীচে ক্যানভাসে একটি ছায়া দেখায়।
3.36 এখানে লক্ষ্য করুন যে, ডানদিকের এবং নীচের বর্ডার অন্য দুই প্রান্তের চেয়ে বেশী পুরু।
3.42 তৃতীয় বিকল্প আনচেক করুন এবং লক্ষ্য করুন যে ছায়া অদৃশ্য হয়ে গেছে।
3.47 আমরা আমাদের প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী এই সকল বিকল্প ব্যবহার করতে পারি।
3.52 Border color বিকল্প বর্ডারের রঙ নির্ধারণের অনুমতি দেয়।
3.57 ডিফল্ট বর্ডারের রঙ একইরকম রেখে দিন।
4.01 এরপর Guides ট্যাবে টিপুন।
4.03 Guides ক্যানভাসে টেক্সট এবং গ্রাফিক অবজেক্ট সারিবদ্ধ করতে সাহায্য করে।
4.08 আপনি এখানে রুলার গাইড তৈরী করতে পারেন।
4.12 উল্লম্ব রুলারে টিপুন এবং একটি গাইডলাইন টানুন।
4.15 এখন প্রথম বিকল্প Show Guides চেক এবং আনচেক করুন।
4.19 এবং ক্যানভাসে প্রদর্শিত এবং অদৃশ্য গাইডলাইন লক্ষ্য করুন।
4.25 Guide color হল গাইডলাইনের রঙ।
4.28 Highlight color গাইডলাইনের রঙ যখন এটি একটি নির্দিষ্ট স্থানে টেনে আনা হয়।
4.33 guide এবং highlight এর ডিফল্ট রঙ এখানে দেখায়।
4.37 আপনি আপনার পছন্দ অনুযায়ী এটি বদলাতে পারেন।
4.41 আমি ডিফল্ট রং একইভাবে রেখে দেবো।
4.44 Snap guides while dragging বিকল্প ড্রাগিং এর সময় নিকটস্থ গাইডলাইনে অবজেক্ট বা বাউন্ডিং বাক্স স্ন্যাপ করতে সাহায্য করে।
4.52 এরপর Grids ট্যাবে টিপুন।
4.54 এই বিকল্প ব্যবহার করে আমরা ক্যানভাসে আর্টওয়ার্কের পিছনে প্রদর্শিত গ্রিড সেট করতে পারি।
5.00 Grids ক্যানভাসে অবজেক্ট স্থিত করতে সহায়ক কিন্তু তারা প্রিন্ট হয় না।
5.07 ড্রপ ডাউন তালিকায় টিপুন।
5.09 Rectangular grid এবং Axonometric grid হল উপলব্ধ দুই ধরনের গ্রিড।
5.16 Rectangular grid নির্বাচন করুন এবং New বোতামে টিপুন।
5.20 অবিলম্বে, একটি গ্রিড ক্যানভাস ব্যাকগ্রাউন্ডে গঠিত হয়।
5.25 আমরা উপলব্ধ বিকল্প ব্যবহার করে আমাদের প্রয়োজন অনুযায়ী গ্রিড বৈশিষ্ট্য সেট করতে পারি।
5.31 আমরা নীচে Remove বোতামে টিপে গ্রিড সরাতে পারি।
5.36 একইভাবে আপনি Axonometric grid এর জন্য ও বিকল্পগুলি চেষ্টা করে দেখতে পারেন।
5.41 পরবর্তী 3 টি ট্যাবের বিকল্প এই শৃঙ্খলার উন্নত স্তরের টিউটোরিয়ালে আলোচনা করা হবে।
5.47 এখন পোস্টার তৈরী করা শুরু করি।
5.50 সুতরাং, প্রথমে আমি উপবৃত্ত এবং গাইডলাইন মুছে দেই।
5.53 আমাদের পোস্টারের জন্য, প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড ডিসাইন করব।
5.58 Rectangle টুলে টিপুন।
6.00 সম্পূর্ণ ক্যানভাস জুড়ে একটি বড় আয়তক্ষেত্র আঁকুন।
6.06 হালকা নীল গ্রেডিয়েন্ট দিয়ে এটি রঙ করুন।
6.08 এরপর উপরে একটি হেডার এরিয়া আঁকুন।
6.16 এবং Bezier টুল ব্যবহার ক্যানভাসের নীচে একটি ফুটার এরিয়া আঁকুন।
6.23 আমি এর রঙ নীল করব।
6.25 এখন স্পোকেন টিউটোরিয়াল লোগো ইম্পোর্ট করি।
6.28 এই লোগো কোড ফাইল লিঙ্কে আপনাকে দেওয়া হয়েছে।
6.32 তাই প্রথমে টিউটোরিয়াল থামান, Code Files এ টিপুন এবং zip ফাইল ডাউনলোড করুন।
6.39 এখন ফোল্ডার unzip করুন এবং এটি আপনার মেশিনে পছন্দের স্থানে সংরক্ষণ করুন।
6.45 এখন Inkscape ডকুমেন্টে ফিরে আসি।
6.47 File মেনুতে যান। Import এ টিপুন।
6.51 যেখানে লোগো সংরক্ষণ করা হয়েছে সেই ফোল্ডারে যান।
6.54 Spoken Tutorial logo নির্বাচন করুন এবং Open এ টিপুন।
6.59 একটি নতুন ডায়লগ বাক্স খোলে। OK তে টিপুন।
7.03 এখন লোগো ক্যানভাসে ইম্পোর্ট করা হয়েছে।
7.06 এর মাপ 100 × 100 পিক্সেলে বদলান।
7.09 এটি হেডার এলাকার উপরের বাঁদিকের অংশে রাখুন।
7.14 এখন লিখুন Spoken Tutorial.
7.18 এটি Bold করুন।
7.20 টেক্সটের ফন্টের আকার 48 এ বদলান।
7.24 এটি লোগোর ডানদিকে রাখুন।
7.27 এরপর, এই টেক্সট লিখুন partner with us...help bridge the digital divide.
7.35 ফন্টের আকার 20 তে বদলান।
7.39 এরপর কিছু টেক্সট যোগ করি।
7.42 আমি ইতিমধ্যে আমার মেশিনে LibreOffice Writer ডকুমেন্টে একটি স্যাম্পল টেক্সট সংরক্ষণ করেছি।
7.47 এই স্যাম্পল টেক্সট কোড ফাইলে আপনাকে প্রদান করা হয়েছে।
7.51 এটি আপনার সংরক্ষণ করা ফোল্ডারে খুঁজুন।
7.54 এখন, আমি আমার পোস্টারে ফাঁকা স্থানে এই টেক্সট কপি এবং পেস্ট করব।
8.00 ফন্টের আকার 28 এ বদলান।
8.04 রেখার দুরুত্ব নির্ধারণ করুন।
8.06 প্রতিটি বাক্যের পূর্বে বুলেট এবং স্থান তৈরী করুন।
8.10 আমরা এর নীচে 2 টি ইমেজ যোগ করব।
8.13 আগের মত, এক এক করে এদের ইম্পোর্ট করুন।
8.17 আমি এটি images ফোল্ডারে সংরক্ষণ করেছি।
8.20 এই ছবিগুলি আপনাকে কোড ফাইলে প্রদান করা হয়েছে।
8.24 এটি আপনার সংরক্ষিত ফোল্ডারে খুঁজুন।
8.27 ছবিগুলি নির্বাচন করুন এবং তাদের মাপ বদলান।
8.30 তাদের পোস্টারের নীচে এলাকায় নিয়ে যান।
8.33 এখন ফুটার এলাকায় যোগাযোগের বিবরণ লিখতে শুরু করি।
8.37 আবার, LibreOffice Writer ডকুমেন্ট থেকে টেক্সট কপি এবং পেস্ট করুন।
8.42 ফন্টের আকার 18 এ বদলান।
8.45 এখন আমাদের পোস্টার প্রস্তুত।
8.47 এখন এটি পিডিএফ ফরম্যাট অনুযায়ী সংরক্ষণ করা শিখি।
8.51 File এ যান এবং Save As এ টিপুন।
8.55 একটি ডায়লগ বাক্স খোলে।
8.58 যেখানে আপনি সংরক্ষণ করতে চান সেই ফোল্ডার চয়ন করুন।
9.00 আমি Desktop নির্বাচন করব।
9.02 ডায়লগ বাক্সের নীচের অংশের ডানদিকের ড্রপ-ডাউন তালিকায় টিপে এটি পিডিএফ ফরম্যাটে বদলান।
9.09 এখানে নামের ক্ষেত্রে লিখুন Spoken-Tutorial-Poster.pdf.
9.16 তারপর Save বোতামে টিপুন।
9.18 আমাদের পোস্টার Desktop এ সংরক্ষণ হয়েছে।
9.21 এখন Desktop ফিরে গিয়ে পোস্টার যাচাই করি।
9.25 আমাদের পোস্টার পিডিএফ ফরম্যাটে রয়েছে।
9.28 সংক্ষিপ্তকরণ করি। এই টিউটোরিয়ালে শিখেছি:
9.32 ডকুমেন্ট প্রোপার্টি বদলানো।
9.34 একটি A4 পোস্টার ডিজাইন করা।
9.36 পিডিএফ এ পোস্টার সংরক্ষণ করা।
9.38 আপনার জন্য নির্দেশিত কাজ রয়েছে।
9.40 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পের জন্য একটি A4 পোস্টার তৈরী করুন।
9.44 আপনার সম্পন্ন কাজ এইরকম হওয়া উচিত।
9.48 এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি দেখুন।
9.54 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
10.01 বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন।
10.04 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত।
10.10 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
10.14 আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
10.16 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।

Contributors and Content Editors

Kaushik Datta