Difference between revisions of "Ruby/C3/while-and-until-Looping-Statements/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 278: Line 278:
 
|-
 
|-
 
|  04:30
 
|  04:30
| '''end''' লুপ।
+
| '''end loop'''
  
 
|-
 
|-

Revision as of 11:55, 26 September 2014

Time Narration
00:01 Ruby তে while এবং until লুপের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:06 এই টিউটোরিয়ালে আমরা শিখব -
00:09 while লুপ,
00:10 until লুপ,
00:11 redo
00:12 এবং break
00:13 এখানে আমরা
00:14 উবুন্টু সংস্করণ 12.04,
00:17 Ruby 1.9.3 ব্যবহার করছি।
00:20 টিউটোরিয়ালটি অনুসরণ করতে, ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
00:25 লিনাক্স কমান্ড, টার্মিনাল এবং টেক্সট-এডিটর সম্পর্কেও জ্ঞান থাকতে হবে।
00:29 না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটে যান।
00:34 শুরু করার পূর্বে, ttt ডিরেক্টরি তৈরী করা নিশ্চিত করুন।
00:38 সেই ডিরেক্টরিতে যাই।
00:41 তারপর ruby হাইফেন tutorial এবং looping হাইফেন statements ডিরেক্টরিতে যাই।
00:46 আমরা সেই ফোল্ডারে আছি। এখন এগোই।
00:50 Ruby তে while লুপের সিনট্যাক্স হল:
00:54 while “boolean expression”
00:56 ruby code
00:57 end
00:58 এখন একটি উদাহরণ দেখি।
01:01 মৌলিক স্তর রুবি টিউটোরিয়ালে প্রদর্শিত gedit এ একটি নতুন ফাইল তৈরি করুন।
01:05 এর নাম দিন while হাইফেন loop ডট rb.
01:09 এখানে ইতিমধ্যে while লুপের কার্যকর উদাহরণ রয়েছে।
01:13 এখন টার্মিনালে গিয়ে লিখুন gedit স্পেস while হাইফেন loop ডট rb স্পেস & (ampersand)
01:24 এখন টিউটোরিয়াল থামিয়ে এই কোড লিখুন।
01:28 আমরা উদাহরণে while লুপ ঘোষিত করেছি।
01:32 একটি লোকাল ভ্যারিয়েবল i ঘোষিত করে ভ্যালু 0 এর সাথে ইনিসিয়েলাইজ করেছি।
01:38 তারপর while লুপ ঘোষিত করেছি।
01:41 এই লুপ i ভ্যারিয়েবল -10 এর থেকে বড় হওয়া পর্যন্ত এক্সিকিউট হবে।
01:46 while লুপে ঘোষিত puts মেথড আউটপুট প্রদর্শন করবে।
01:51 আউটপুট প্রদর্শনের পর, আমরা i এর মান 1 দ্বারা হ্রাস করব।
01:56 পরের পুনরাবৃত্তির পূর্বে i এই হ্রাস পাওয়া মান গ্রহণ করবে।
02:01 i ভ্যারিয়েবল প্রত্যেক পুনরাবৃত্তিতে হ্রাস পায়।
02:04 এটি i এর মান -10 এ পৌছনো পর্যন্ত চলে।
02:09 এখন while কন্ডিশন পূর্ণ হয় না।
02:12 এটি আউটপুট প্রিন্ট করা বন্ধ করে।
02:16 এখন টার্মিনালে গিয়ে লিখুন ruby স্পেস while হাইফেন loop ডট rb এবং আউটপুট দেখুন।
02:30 আউটপুট 0 থেকে -9 পর্যন্ত সংখ্যার একটি সূচী রাখবে।
02:35 এখন Ruby তে নিজের while লুপ লিখতে সক্ষম হতে হবে।
02:40 এরপর until লুপ দেখি।
02:43 Ruby তে until লুপের সিনট্যাক্স হল -
02:45 until “boolean expression”
02:47 ruby code
02:48 end
02:50 এখন একটি উদাহরণ দেখি।
02:52 এখন টার্মিনালে গিয়ে লিখুন gedit স্পেস until হাইফেন loop ডট rb স্পেস & (ampersand)
03:03 এখন টিউটোরিয়াল থামান এবং কোড লিখুন।
03:07 এই উদাহরণে until লুপ ঘোষিত করেছি।
03:12 লোকাল ভ্যারিয়েবল i ঘোষিত করে 0 তে ইনিসিয়েলাইজ করেছি।
03:16 until লুপ ঘোষিত করি।
03:18 এই লুপ i ভ্যারিয়েবল -10 এর থেকে বড় হওয়া পর্যন্ত এক্সিকিউট হবে।
03:23 puts মেথড আউটপুট প্রদর্শন করবে।
03:27 আউটপুট প্রদর্শনের পর, আমরা i এর মান 1 দ্বারা হ্রাস করব।
03:32 পরের পুনরাবৃত্তির পূর্বে i এই হ্রাস পাওয়া মান গ্রহণ করবে।
03:36 i ভ্যারিয়েবল প্রত্যেক পুনরাবৃত্তির দরুন হ্রাস পায়।
03:40 এটি i এর মান -11 এ পৌছনো পর্যন্ত চলে।
03:43 এখন until কন্ডিশন পূর্ণ হয় না।
03:46 এটি আউটপুট প্রিন্ট করা বন্ধ করে।
03:51 এখন টার্মিনালে গিয়ে লিখুন ruby স্পেস until হাইফেন loop ডট rb এবং আউটপুট দেখুন।
04:03 আউটপুট 0 থেকে -10 পর্যন্ত সংখ্যার একটি সূচী রাখবে।
04:08 এখন Ruby তে নিজের until লুপ লিখতে সক্ষম হতে হবে।
04:13 এখন redo কনস্ট্রাক্টে যাই।
04:16 Ruby তে redo এর সিনট্যাক্স হল -
04:20 a collection of objects.each do item
04:25 একটি conditional statement
04:27 ruby code
04:28 redo
04:29 end conditional
04:30 end loop
04:32 এখানে redo লুপের কার্যকর উদাহরণ রয়েছে।
04:35 এখন টার্মিনালে গিয়ে লিখুন gedit স্পেস redo হাইফেন loop ডট rb স্পেস & (ampersand)
04:48 এখন টিউটোরিয়াল থামিয়ে এই কোড লিখুন।
04:52 আমরা উদাহরণে each লুপ ঘোষিত করেছি।
04:55 আমরা 10 থেকে 20 পর্যন্ত সংখ্যা পুনরাবৃত্তি করতে each লুপ ঘোষিত করেছি।
05:00 তারপর, আমরা if কন্ডিশনাল স্টেটমেন্ট ঘোষিত করি।
05:04 এই লুপ 10 থেকে 20 এর মধ্যের প্রতিটি সংখ্যা এক্সিকিউট করবে।
05:08 i এর মান 20 এর সমান হলেই এটি ভিতরের কন্ডিশনাল if কন্ডিশনাল ব্লক লিখবে।
05:15 each লুপের মধ্যে ঘোষিত puts মেথড আউটপুট প্রদর্শন করে।
05:20 একবার প্রোগ্রাম if কন্ডিশনাল ব্লক লিখলে, এটি প্রথমে আউটপুট প্রিন্ট করবে।
05:24 এরপর এটি redo এক্সিকিউট করবে।
05:28 redo অধিকাংশ অভ্যন্তরীণ লুপের পুনরাবৃত্তি এক্সিকিউট করবে।
05:31 এটি লুপ কন্ডিশন যাচাই ছাড়া এটি করবে।
05:34 if i == 20 হল আমাদের কন্ডিশন।
05:38 i এর মান 20 এর থেকে পরিবর্তন না হওয়ায় ফলাফল অসীম লুপ হবে।
05:43 এখন টার্মিনালে গিয়ে লিখুন ruby স্পেস redo হাইফেন loop ডট rb
05:52 এবং আউটপুট দেখুন।
05:53 আউটপুটে না শেষ হওয়া অসীম লুপ থাকবে।
05:58 Ctrl + C টিপে অসীম লুপ থামান।
06:03 এখন, break স্টেটমেন্ট দেখি।
06:06 Ruby তে break স্টেটমেন্টের সিনট্যাক্স হল -
06:10 একটি looping statement
06:12 একটি conditional statement
06:13 break
06:14 end conditional
06:16 ruby code
06:17 end loop
06:18 এখন একটি উদাহরণ দেখি।
06:21 এখন টার্মিনালে গিয়ে লিখুন gedit স্পেস break হাইফেন loop ডট rb স্পেস &.
06:33 আপনি টিউটোরিয়াল থামাতে পারেন এবং এই কোড লিখতে পারেন।
06:38 আমরা এই উদাহরণে each লুপ ঘোষিত করেছি।
06:41 এটি পূর্বের অনুরূপ।
06:43 এখানে puts মেথড 11 থেকে 19 সংখ্যার আউটপুট প্রদর্শন করবে।
06:49 একবার মান 20 হলে, প্রোগ্রাম if কন্ডিশনাল if ব্লক লিখবে।
06:54 এখন, এটি break স্টেটমেন্টের সম্মুখীন হবে এবং লুপ থেকে প্রস্থান করবে।
06:59 এখন টার্মিনাল খুলে লিখুন,
07:02 ruby স্পেস break হাইফেন loop ডট rb
07:05 এবং আউটপুট দেখুন।
07:08 আউটপুট 10 থেকে 19 পর্যন্ত সংখ্যা রাখবে।
07:13 এখন আপনাকে নিজের break কনস্ট্রাক্ট তৈরী করতে সক্ষম হতে হবে।
07:17 আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
07:20 সংক্ষেপে,
07:22 এই টিউটোরিয়ালে শিখেছি
07:24 while লুপ
07:25 until কনস্ট্রাক্ট
07:26 redo
07:27 break কনস্ট্রাক্ট সম্পর্কে।
07:29 নির্দেশিত কাজ হিসাবে
07:31 100 থেকে 115 পর্যন্ত সংখ্যা বিবেচিত করুন যা ফারেনহাইট হিসাবে বর্ণিত।
07:38 একটি রুবি প্রোগ্রাম লিখতে
07:40 উপযুক্ত লুপ কনস্ট্রাক্ট ব্যবহার করুন,
07:42 যা প্রদত্ত সংখ্যার সীমার বিপক্ষে
07:46 সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর সূত্র ব্যবহার করে।
07:49 “The temperature has reached a certain degree Celcius and has become unbearable” আউটপুট প্রদর্শন করতে।
07:55 যখন তাপমাত্রা সেলসিয়াস 32 ডিগ্রী সেলসিয়াসের উপরে হয়।
08:00 এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন।
08:03 এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
08:07 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
08:10 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল,
08:13 টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে।
08:15 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
08:19 বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
08:25 স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ।
08:29 এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় সাক্ষরতা মিশন দ্বারা সমর্থিত।
08:35 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
08:44 আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta