Difference between revisions of "Jmol-Application/C2/Measurements-and-Labeling/Bengali"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border=1 | '''Time''' | '''Narration''' |- | 00:01 | '''Jmol''' অ্যাপ্লিকেশনে '''Measurements''' এবং '''Labeling''' এর টিউটো...") |
|||
Line 331: | Line 331: | ||
|- | |- | ||
| 06:25 | | 06:25 | ||
− | |তাই পরমাণু সংখ্যা | + | |তাই পরমাণু সংখ্যা '''5''' এ দুইবার টিপে কার্সার পরমাণু সংখ্যা 6 এ নিয়ে যান এবং দুইবার টিপুন। |
|- | |- | ||
Line 380: | Line 380: | ||
| 07:39 | | 07:39 | ||
|পরমাণু সংখ্যা '''4''' এ টিপে পরমাণু সংখ্যা '''1''' এ টিপুন। | |পরমাণু সংখ্যা '''4''' এ টিপে পরমাণু সংখ্যা '''1''' এ টিপুন। | ||
− | |||
|- | |- |
Revision as of 16:17, 19 September 2014
Time | Narration |
00:01 | Jmol অ্যাপ্লিকেশনে Measurements এবং Labeling এর টিউটোরিয়াললে আপনাদের স্বাগত। |
00:06 | এই টিউটোরিয়ালে আমরা শিখব: |
00:09 | কার্বক্সিলিক (carboxylic) অ্যাসিড এবং নাইট্রোঅ্যালকেন (nitroalkane) মডেল তৈরি করা। |
00:14 | চিহ্ন এবং সংখ্যা দ্বারা মডেলে পরমাণু লেবেল করা। |
00:19 | বন্ধনের দৈর্ঘ্য, কোণ এবং ডাই-হেড্রাল কোণ পরিমাপ করা। |
00:24 | টিউটোরিয়ালটি অনুসরণ করতে, |
00:27 | Jmol অ্যাপ্লিকেশনে মডেল তৈরী এবং সম্পাদন করতে জানতে হবে। |
00:32 | না হলে, নিম্নলিখিত লিঙ্ক থেকে প্রাসঙ্গিক টিউটোরিয়াল দেখুন। |
00:37 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে |
00:39 | উবুন্টু OS সংস্করণ 12.04, |
00:44 | Jmol সংস্করণ 12.2.2 |
00:47 | এবং জাভা সংস্করণ 7 ব্যবহার করছি। |
00:50 | এই অ্যানিমেশন ব্যবহার করে একটি কার্বক্সিল গ্রুপ নির্মাণ করার পদক্ষেপ দেখি। |
00:56 | উদাহরণস্বরূপ, ইথানোয়িক (Ethanoic) অ্যাসিডের মডেল তৈরী করব যা অ্যাসিটিক (Acetic) অ্যাসিড নামে পরিচিত। |
01:03 | আমি ইথেন (Ethane) দ্বারা শুরু করব। |
01:06 | আমাদের একটি মিথাইল গ্রুপ কার্বক্সিল গ্রুপে বদলাতে হবে। |
01:11 | একই কার্বন পরমাণুর সাথে সংযুক্ত দুটি হাইড্রোজেন হাইড্রক্সি গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করুন। |
01:18 | অক্সিজেন এবং কার্বনের সাথে সংযুক্ত একটি হাইড্রোজেন মুছে দিন। |
01:23 | কার্বন অক্সিজেন (Carbon-Oxygen) বন্ধন দ্বি-বন্ধনে বদলায়। |
01:26 | মিথাইল (Methyl) গ্রুপ কার্বক্সিল (Carboxyl) গ্রুপে বদলে গেছে। |
01:31 | ইথেন ইথানোয়িক অ্যাসিডে বদলে গেছে। |
01:35 | আমরা উপরোক্ত ধাপগুলি অনুসরণ করে Jmol এপ্লিকেশনে ইথানোয়িক অ্যাসিডের মডেল তৈরি করব। |
01:42 | এটি Jmol প্যানেলে ইথেনের মডেল। |
01:46 | একটি মিথাইল গ্রুপ কার্বক্সিল গ্রুপে বদলাই। |
01:50 | Model kit মেনু থেকে অক্সিজেন (O) নির্বাচন করুন। |
01:54 | একই কার্বন পরমাণুর সাথে সংযুক্ত হাইড্রোজেনে টিপুন। |
01:58 | এখন, model kit মেনু থেকে delete atom বিকল্প যাচাই করুন। |
02:02 | অক্সিজেনের সাথে সংযুক্ত হাইড্রোজেন মুছে দিন। |
02:07 | তারপর কার্বনের সাথে সংযুক্ত হাইড্রোজেন মুছে দিন। |
02:11 | এখন কার্বন এবং অক্সিজেনের মধ্যে দ্বি-বন্ধন প্রদর্শন করি। |
02:16 | তাই model kit মেনু থেকে double বিকল্প যাচাই করুন |
02:20 | এবং কার্বন ও অক্সিজেন সংযোগকারী বন্ধনে টিপুন। |
02:25 | স্ক্রিনে অ্যাসিটিক অ্যাসিডের মডেল রয়েছে। |
02:28 | কাঠামো নিখুত করতে শক্তি নুন্যতম করুন। |
02:32 | নাইট্রো গ্রুপ তৈরি করতে আমরা অনুরূপ কৌশল অনুসরণ করব। |
02:37 | এখানে ইথেনের মডেলের সাথে Jmol প্যানেল রয়েছে। |
02:40 | এখন এই অণু নাইট্রো-ইথেন (nitro-ethane) এ রূপান্তর করি। |
02:45 | Model kit মেনু থেকে নাইট্রোজেন (N) নির্বাচন করুন। |
02:50 | ইথেন অণুতে হাইড্রোজেন পরমাণুতে টিপুন। |
02:54 | নাইট্রোজেন পরমাণু নীল গোলক হিসাবে প্রদর্শিত হয়েছে। |
02:58 | এরপর, নাইট্রোজেনের সাথে সংযুক্ত দুটি হাইড্রোজেন হাইড্রক্সি (hydroxy) গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করব। |
03:04 | Model kit মেনু থেকে অক্সিজেন (O) নির্বাচন করুন। |
03:10 | তারপর নাইট্রোজেনের সাথে সংযুক্ত হাইড্রোজেনে টিপুন। |
03:14 | অক্সিজেন পরমাণুর সাথে সংযুক্ত হাইড্রোজেন মুছে দিন। |
03:18 | model kit মেনু খুলুন এবং delete atom এ টিপুন। |
03:23 | অক্সিজেন পরমাণুর সাথে সংযুক্ত হাইড্রোজেনে টিপুন। |
03:26 | এখন আমরা নাইট্রোজেন এবং অক্সিজেন পরমাণুর মধ্যে একটি দ্বি-বন্ধন প্রদর্শন করব। |
03:32 | model kit মেনু থেকে “double” বিকল্পে টিপুন। |
03:36 | নাইট্রোজেন এবং অক্সিজেন সংযোগকারী বন্ধনে টিপুন। |
03:40 | এই প্যানেলে নাইট্রোইথেন (nitroethane) এর মডেল। |
03:44 | নির্দেশিত কাজ হিসাবে- |
03:45 | 1-butanoic acid (1-বিউটানোয়িক অ্যাসিড) এবং ethylacetate (ইথাইলঅ্যাসিটেট) মডেল তৈরি করুন। |
03:50 | নুন্যতম শক্তি দ্বারা কাঠামো নিখুত করুন। |
03:53 | ইমেজ সংরক্ষণ করুন। |
03:56 | আপনার করা নির্দেশিত কাজ এরকম হওয়া উচিত। |
04:02 | Jmol প্যানে ফিরে যাই। |
04:04 | এটি হল 1-butanoic acid (1-বিউটানোয়িক অ্যাসিড) এর মডেল। |
04:08 | এখন মডেলে পরমাণু লেবেল করা শিখি। |
04:12 | এটি এলিমেন্ট এবং সংখ্যার সংশ্লিষ্ট চিহ্ন দ্বারা করি। |
04:17 | Display মেনুতে গিয়ে স্ক্রোল করে Label নির্বাচন করুন। |
04:22 | এলিমেন্টের সংশ্লিষ্ট চিনহের সাথে সকল পরমাণু লেবেল করতে “Symbol” বিকল্প নির্বাচন করুন। |
04:29 | “Name” বিকল্প চিহ্ন এবং সংখ্যা উভয় দেবে। |
04:34 | “Number” বিকল্প শুধুমাত্র পরমাণুর সংখ্যা দেয়। |
04:37 | “None” বিকল্প ব্যবহার করে, মডেল থেকে লেবেল মুছে দিতে পারেন। |
04:43 | উপরোক্ত সকল পরিবর্তন করতে পপ আপ মেনু ও ব্যবহার করতে পারেন। |
04:48 | প্যানেলে ডান ক্লিক করে পপ আপ মেনু খুলুন এবং বিভিন্ন বিকল্প যাচাই করুন। |
04:55 | অণুতে দুটি পরমাণুর দূরত্ব মাপতে "Tools" মেনু ব্যবহার করতে পারি। |
05:01 | পরিমাপের পূর্বে, model kit মেনু খুলে “minimize” এ টিপুন। |
05:07 | শক্তি নুন্যতম করা হয়েছে এবং মডেল সর্বোচ্চ স্থিতিশীল অবস্থায় রয়েছে। |
05:14 | এখন, “Tools” মেনুতে টিপে “Distance Units” নির্বাচন করুন। |
05:20 | প্রয়োজন অনুযায়ী সাব মেনু বিকল্প নির্বাচন করুন। |
05:25 | উদাহরণস্বরূপ, আমি Angstroms নির্বাচন করব। |
05:28 | তাই, আমাদের পরিমাপ করা বন্ধনের দৈর্ঘ্য Angstrom এককে হবে। |
05:34 | Rotate molecule আইকনে টিপুন এবং কার্সার প্যানেলে নিয়ে যান। |
05:42 | আমি পরমাণু 9 এবং 4 এর মধ্যে দূরত্ব পরিমাপ করব। |
05:46 | শুরুর পরমাণুতে দুইবার টিপুন যা হল পরমাণু সংখ্যা 9. |
05:52 | পরিমাপ সঠিক করতে, শেষের অণুতে দুইবার টিপুন যা হল পরমাণু সংখ্যা 4. |
05:58 | এখন বন্ধনের দৈর্ঘ্য পর্দায় প্রদর্শিত হয়েছে। |
06:02 | এখন আরো কয়েকটি বন্ধন দৈর্ঘ্য পরিমাপ করি। |
06:05 | এখন কার্বন এবং অক্সিজেন দ্বি-বন্ধনের মধ্যে বন্ধনের দৈর্ঘ্য পরিমাপ করি। |
06:10 | তাই পরমাণু সংখ্যা 5 এ দুইবার টিপে কার্সার পরমাণু সংখ্যা 7 এ নিয়ে যান এবং দুইবার টিপুন। |
06:19 | একইভাবে, কার্বন এবং অক্সিজেন একক বন্ধনের দূরত্ব পরিমাপ করি। |
06:25 | তাই পরমাণু সংখ্যা 5 এ দুইবার টিপে কার্সার পরমাণু সংখ্যা 6 এ নিয়ে যান এবং দুইবার টিপুন। |
06:34 | আমরা প্যানেলে সকল বন্ধনের দৈর্ঘ্য দেখতে পারি। |
06:39 | আমরা মডেলে বন্ধনের কোণ এবং ডাই-হেড্রাল কোণ ও পরিমাপ করতে পারি। |
06:44 | উদাহরণস্বরূপ, আমরা পরমাণু সংখ্যা 9, 4 এবং 1 এর মধ্যে বন্ধনের কোণ পরিমাপ করব। |
06:51 | পরমাণু সংখ্যা 9 এ টিপে তারপর পরমাণু সংখ্যা 4 এ টিপুন। |
06:56 | কোণের পরিমাপ সঠিক করতে পরমাণু সংখ্যা 1 এ দুইবার টিপুন। |
07:01 | আমরা পর্দায় প্রদর্শিত বন্ধনের কোণ দেখতে পারি। |
07:05 | আরেকটি বন্ধনের কোণ পরিমাপ করি। ধরুন পরমাণু 1, 5 এবং 6 এর মধ্যে। |
07:12 | পরমাণু সংখ্যা 1 এ দুইবার টিপে পরমাণু সংখ্যা 5 এ টিপুন এবং শেষে পরমাণু সংখ্যা 6 এ দুইবার টিপুন। |
07:23 | টর্শিয়াল বা ডাই-হেড্রাল কোণের পরিমাপে 4 টি পরমাণু জড়িত থাকে। |
07:29 | তাই, আমরা পরমাণু 8, 4, 1 এবং 2 নির্বাচন করব। |
07:34 | ডাই-হেড্রাল কোণ মাপতে প্রথমে পরমাণু সংখ্যা 8 এ দুইবার টিপুন। |
07:39 | পরমাণু সংখ্যা 4 এ টিপে পরমাণু সংখ্যা 1 এ টিপুন। |
07:43 | অবশেষে, ডাই-হেড্রাল কোণ পরিমাপ করতে, পরমাণু সংখ্যা 2 এ দুইবার টিপুন। |
07:50 | আমরা পর্দায় ডাই-হেড্রাল কোণের পরিমাপ দেখতে পারি। |
07:55 | সকল পরিমাপ একটি ট্যাবুলার আকারে দেখা যেতে পারে। |
08:00 | টুল বারে “Click atom to measure distances” আইকনে টিপুন। |
08:06 | প্যানেলে “Measurements” ডায়ালগ বাক্স খোলে। |
08:10 | এখানে এতক্ষণ করা সকল পরিমাপের তালিকা রয়েছে। |
08:14 | ইমেজ সংরক্ষণ করে এপ্লিকেশন থেকে প্রস্থান করি। |
08:17 | সংক্ষেপে, |
08:19 | এই টিউটোরিয়ালে আমরা শিখেছি: |
08:22 | কার্বক্সিলিক অ্যাসিড এবং নাইট্রোঅ্যালকেন মডেল তৈরি করা। |
08:26 | এলিমেন্টের চিহ্ন এবং সংখ্যা দ্বারা মডেলে পরমাণু লেবেল করা। |
08:31 | বন্ধনের দৈর্ঘ্য, কোণ এবং ডাই-হেড্রাল কোণ পরিমাপ করা। |
08:36 | নির্দেশিত কাজ হিসাবে: |
08:38 | একক, দ্বি এবং ত্রি বন্ধনের সাথে অণুর মডেল তৈরি করুন। |
08:43 | কার্বন পরমাণু মধ্যে বন্ধনের দৈর্ঘ্য পরিমাপ করুন |
08:45 | এবং তাদের তুলনা করুন। |
08:48 | এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন, http://spoken-tutorial.org/What_is_a_Spoken_ Tutorial |
08:51 | এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। |
08:54 | ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। |
08:59 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল |
09:01 | কর্মশালার আয়োজন করে। |
09:04 | অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। |
09:08 | বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। |
09:15 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ। |
09:19 | এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। |
09:26 | এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, http://spoken-tutorial.org/NMEICT-Intro |
09:31 | আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ। |