Difference between revisions of "GChemPaint/C3/Charts-in-GChemTable/Bengali"
From Script | Spoken-Tutorial
Line 17: | Line 17: | ||
|- | |- | ||
|00:11 | |00:11 | ||
− | |কাস্টম চার্ট তৈরি করা। | + | |"কাস্টম" চার্ট তৈরি করা। |
|- | |- |
Revision as of 16:15, 14 August 2014
Time | Narration |
00:01 | নমস্কার, GChemTable এ Chart (চার্ট) এর এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:07 | এই টিউটোরিয়ালে আমরা শিখব: |
00:09 | এলিমেন্টাল চার্ট এবং |
00:11 | "কাস্টম" চার্ট তৈরি করা। |
00:15 | এই টিউটোরিয়ালের জন্য |
00:18 | উবুন্টু লিনাক্স OS সংস্করণ 12.04, |
00:21 | GChemPaint সংস্করণ 0.12.10 |
00:25 | এবং GChemTable সংস্করণ 0.12.10 ব্যবহার করছি। |
00:31 | টিউটোরিয়ালটি অনুসরণ করতে |
00:35 | এলিমেন্টের পর্যায় সারণি এবং |
00:37 | GChemPaint এর সাথে পরিচিত হতে হবে। |
00:40 | না হলে, প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন। |
00:44 | একটি নতুন GChemTable উইন্ডো খুলুন। |
00:49 | Dash Home এ টিপুন। |
00:51 | প্রদর্শিত সার্চ বারে “gchemtable” লিখুন। |
00:55 | Periodic table of the elements আইকনে টিপুন। |
01:00 | View মেনুতে টিপুন, Elements Charts নির্বাচন করুন। |
01:05 | একটি সাবমেনু খোলে যা বিকল্পের তালিকা প্রদর্শন করে। |
01:10 | Electro-negativity তে টিপুন। |
01:13 | Pauling ইলেকট্রো নেগেটিভিটি এবং পারমাণবিক সংখ্যা (Z) এর একটি চার্ট প্রদর্শিত হয়। |
01:18 | লেখচিত্রে সর্বোচ্চ ইলেকট্রো নেগেটিভিটির মান হল 4 |
01:23 | আমি ইলেকট্রো নেগেটিভি চার্ট বন্ধ করব। |
01:26 | একইভাবে, View মেনুতে Element charts এ |
01:29 | বিভিন্ন চার্ট উপলব্ধ। |
01:32 | আমি Melting Temperature চার্ট নির্বাচন করব। |
01:35 | গলনাঙ্ক বিন্দু বনাম পারমাণবিক সংখ্যা (Z) এর একটি চার্ট প্রদর্শিত হয়। |
01:41 | এই তালিকায় কার্বনের সর্বোচ্চ গলনাঙ্ক রয়েছে। |
01:46 | আমি গলনাঙ্ক বিন্দুর চার্ট বন্ধ করব। |
01:50 | এখন, একটি "কাস্টম" চার্ট তৈরি করা শিখি। |
01:54 | View তে গিয়ে Element Charts নির্বাচন করুন এবং Custom এ টিপুন। |
02:01 | Customize Chart উইন্ডো এবং GChemTable Graph উইন্ডো স্ক্রিনে প্রদর্শিত হয়। |
02:07 | Customize Chart উইন্ডোতে বামদিকে Graph hierarchy tree এবং |
02:11 | ডানদিকে Graph preview রয়েছে। |
02:13 | Graph hierarchy tree তাদের বর্তমান গ্রাফের এলিমেন্ট এবং অনুক্রম প্রদর্শন করে। |
02:20 | অনুক্রম, প্যানেলে দেওয়া বোতাম ব্যবহার করে পরিবর্তন করা যেতে পারে। |
02:25 | Graph preview
|
02:26 | গ্রাফে পরিবর্তিত ছোট সংস্করণ প্রদর্শন করে। |
02:31 | Graph hierarchy tree তে |
02:32 | আপনি Graph এবং Chart1 দেখতে পারেন। |
02:36 | ডিফল্টরূপে Graph নির্বাচিত রয়েছে। |
02:39 | এখন নীচের প্যানেলে যাই। |
02:42 | এখানে দুটি ট্যাব রয়েছে, Style এবং Theme |
02:46 | ডিফল্টরূপে Style নির্বাচিত রয়েছে। |
02:51 | এখানে দুটি শিরোনামে রয়েছে: Outline এবং Fill |
02:55 | Outline শিরোনামের তিনটি ড্রপ ডাউন রয়েছে, |
02:59 | Style, Color এবং Size |
03:04 | এই ড্রপ ডাউনগুলি গ্রাফের আউটলাইন পরিবর্তন করতে সাহায্য করে। |
03:09 | Style ড্রপ-ডাউনে টিপুন এবং প্রদর্শিত যে কোনো লাইনের শৈলী নির্বাচন করুন। |
03:15 | উদাহরণস্বরূপ" আমি Long dash নির্বাচন করব। |
03:20 | উপলব্ধ সকল রঙ দেখতে Color ড্রপ-ডাউন অ্যারোতে টিপুন। |
03:25 | আমি 'সবুজ' রং নির্বাচন করব। |
03:28 | "Size" স্ক্রোলার অ্যারোতে টিপুন এবং আকার "3.0" ঘর বাড়ান। |
03:34 | সকল পরিবর্তন Graph preview ক্ষেত্রে দেখতে পারেন। |
03:38 | এখন Fill দেখা যাক। |
03:41 | Fill এর নীচে, আমরা Type ড্রপ ডাউন বোতাম দেখতে পারি। |
03:45 | Type ড্রপ ডাউন বোতামে টিপুন এবং Pattern নির্বাচন করুন। |
03:50 | Pattern এর বৈশিষ্ট্য নীচে প্রদর্শিত হয়। |
03:52 | এতে Pattern, Foreground এবং Background অন্তর্ভুক্ত। |
03:58 | প্রতিটি বৈশিষ্ট্যের বিকল্প দেখায় এরকম একটি ড্রপ ডাউন রয়েছে। |
04:03 | Pattern ড্রপ ডাউনে টিপে |
04:05 | আপনার পছন্দের প্যাটার্ন নির্বাচন করুন। |
04:08 | Foreground ড্রপ ডাউনে টিপে 'কমলা' রঙ নির্বাচন করুন। |
04:13 | Background ড্রপ ডাউনে টিপে 'কালো' রঙ নির্বাচন করুন। |
04:18 | Graph preview ক্ষেত্রে সকল পরিবর্তন লক্ষ্য করুন। |
04:22 | আপনি নিজের Theme ট্যাব বিকল্প অন্বেষণ করতে পারেন। |
04:27 | এখন Graph hierarchy tree থেকে Chart1 নির্বাচন করুন। |
04:31 | Add বোতামে টিপুন। |
04:34 | বিকল্পের তালিকা থেকে Title to Chart1 নির্বাচন করুন। |
04:39 | একটি নতুন ট্যাবের সেট নীচে খোলে। |
04:42 | ডিফল্টরূপে, Data ট্যাব নির্বাচিত রয়েছে। |
04:46 | Text ফীল্ডে, চার্টের শিরোনাম লিখুন। |
04:49 | আমি লিখব Atomic mass হাইফেন Fusion Temperature. |
04:55 | Font ট্যাবে টিপুন। |
04:58 | এখানে আপনি ফন্টের ধরন, ফন্টের শৈলী, ফন্টের আকার এবং ফন্টের রঙ পরিবর্তন করতে পারেন। |
05:05 | আমি ফন্টের আকার 14 করব এবং ফন্টের রঙ মেরুনে বদলাবো। |
05:13 | Text ট্যাবে টিপুন। |
05:15 | এখানে আপনি টেক্সটের স্থিতি বদলাতে পারেন। |
05:19 | এটি দুইভাবে করা যাবে - |
05:21 | এক হল সরাসরি প্রিভিউ ক্ষেত্রে টিপে... |
05:24 | অপরটি স্ক্রোলার ব্যবহার করে কোণের ক্ষেত্র পরিবর্তন করে। |
05:31 | Position ট্যাবে টিপুন। |
05:34 | আমি ডিফল্ট ভ্যালু হিসেবে এটি ছেড়ে দেবো। |
05:38 | Graph hierarchy tree তে ফিরে যান এবং |
05:41 | Chart1 এ টিপুন। |
05:43 | Panel উইন্ডোতে তিনটি ট্যাব, |
05:46 | Style, Position এবং Plot area দেখায়... |
05:50 | ডিফল্টরূপে Style ট্যাব নির্বাচিত। |
05:54 | এখন Fill এ যাই। |
05:56 | Type ড্রপ ডাউনে Unicolor gradient নির্বাচন করুন। |
06:01 | Direction ড্রপ ডাউন নির্বাচন করে |
06:04 | আপনার পছন্দের দিক নির্বাচন করুন। |
06:08 | End ড্রপ ডাউনে টিপুন এবং আপনার পছন্দের রঙ নির্বাচন করুন। |
06:14 | “Brightness” স্লাইডার ডানদিকে সরিয়ে |
06:16 | গ্রেডিয়েন্টের উজ্জ্বলতা বৃদ্ধি করুন। |
06:19 | Position এ বিকল্প এবং Plot area |
06:21 | ট্যাব অন্বেষণ করুন। |
06:25 | Add বোতামে টিপুন। |
06:28 | Plot to Chart1 নির্বাচন করুন। |
06:31 | বিভিন্ন চার্টের তালিকার সাথে একটি সাবমেনু খোলে, যা হল: |
06:34 | XY, Bubble, ColoredXY এবং DropBar. |
06:40 | প্রতিটি চার্টের বিভিন্ন সাব চার্ট বিকল্প রয়েছে। |
06:45 | XY এবং XY Lines চার্ট বিকল্প নির্বাচন করি। |
06:51 | নীচে একটি নতুন সেটের ট্যাব খোলে। ডিফল্টরূপে Style ট্যাব নির্বাচিত রয়েছে। |
06:58 | Interpolation এ যান। |
07:00 | Type স্ক্রোলারে টিপুন এবং “Bezier cubic spline” নির্বাচন করুন। |
07:06 | Fill এ যান। |
07:07 | Type স্ক্রোলারে “Bicolor gradient” নির্বাচন করুন। |
07:12 | Data ট্যাবে টিপুন। |
07:13 | চার্টের নাম দিন, |
07:15 | Atomic-mass Vs Fusion temperature |
07:20 | X: আমি X অক্ষে Atomic mass (পারমাণবিক ভর) নির্বাচন করব। |
07:25 | Y: আমি Y অক্ষে Fusion temperature (ফিউশন তাপমাত্রা) নির্বাচন করব। |
07:30 | Markers ট্যাবে টিপুন। |
07:33 | Markers চার্টে পয়েন্ট চিহ্নিত করতে ব্যবহৃত হয়। |
07:37 | Markers এর নীচে |
07:40 | Shape, Fill, Outline এবং Size রয়েছে। |
07:44 | Shape হিসাবে বৃত্ত নির্বাচন করুন। |
07:48 | Fill হিসাবে 'বাদামী' এবং |
07:51 | বাকি জিনিস ডিফল্টরূপে ছেড়ে দিন। |
07:54 | এখন Apply বোতামে টিপুন। |
07:57 | প্রয়োজনীয় চার্ট GChemTable Graph |
08:00 | উইন্ডোতে প্রদর্শিত হয়েছে। |
08:03 | এখন এই চার্ট একটি ইমেজ রূপে সংরক্ষণ করুন। |
08:06 | প্রথমে GChemTable Graph উইন্ডোতে টিপুন। |
08:10 | File এ টিপুন এবং |
08:11 | Save As Image বিকল্পে টিপুন। |
08:14 | Save As Image ডায়লগ বাক্স প্রর্দশিত হয়। |
08:18 | File type কে PS document রূপে নির্বাচন করুন। |
08:22 | আপনার পছন্দের ফাইলের নাম লিখুন। |
08:24 | আমি লিখব “my-custom-chart” |
08:27 | ফাইল সংরক্ষণের স্থান রূপে Desktop নির্বাচন করব। |
08:32 | Save বোতামে টিপুন। |
08:35 | এখানে আমার সংরক্ষিত ডকুমেন্ট রয়েছে। |
08:38 | ডান ক্লিক করুন এবং |
08:40 | Open with Document Viewer বিকল্পটি চয়ন করুন। |
08:44 | এটি হল আমার গ্রাফ। |
08:47 | সংক্ষেপে, |
08:48 | এই টিউটোরিয়ালে শিখেছি |
08:51 | ইলেকট্রো নেগেটিভিটি, |
08:53 | গলনাঙ্ক বিন্দুর চার্ট এবং |
08:55 | কাস্টম চার্ট তৈরি করা। |
08:58 | নির্দেশিত কাজ হিসাবে: |
09:00 | বিভিন্ন এলিমেন্টের |
09:01 | চার্ট অন্বেষণ করুন। |
09:02 | অন্যান্য XY চার্টের ধরন |
09:05 | "Bubble", "ColoredXY" এবং "DropBar" চার্টের ধরন এবং |
09:10 | এবং "SVG" এবং "PDF" ফাইল ফরম্যাটে চার্ট সংরক্ষণ করুন। |
09:16 | এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। |
09:20 | এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। |
09:23 | ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। |
09:28 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল |
09:30 | কর্মশালার আয়োজন করে। |
09:33 | অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। |
09:36 | বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। |
09:44 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ। |
09:48 | এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। |
09:55 | এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
10:01 | আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। |
10:04 | অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |