Difference between revisions of "PERL/C2/Comments-in-Perl/Bengali"
From Script | Spoken-Tutorial
Line 87: | Line 87: | ||
|- | |- | ||
|01:45 | |01:45 | ||
− | |'''print''' স্পেস ডাবল উদ্ধৃতিতে '''Count is dollar count | + | |'''print''' স্পেস ডাবল উদ্ধৃতিতে '''Count is dollar count''' স্ল্যাশ '''n''' ডাবল উদ্ধৃতি বন্ধ করুন সেমিকোলন স্পেস '''hash prints Count is 1''' |
|- | |- |
Revision as of 08:34, 15 July 2014
Time | Narration |
---|---|
00:00 | পর্লে Comments (কমেন্টস) এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:05 | এই টিউটোরিয়ালে আমরা শিখব, |
00:08 | পর্লে কমেন্ট করা। |
00:10 | আমি উবুন্টু লিনাক্স 12.04 OS এবং পার্ল 5.14.2 ব্যবহার করছি। |
00:18 | যা পর্ল সংশোধন 5 সংস্করণ 14 এবং উপসংস্করণ 2. |
00:23 | gedit টেক্সট এডিটর ও ব্যবহার করব। |
00:27 | আপনি পছন্দের টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন। |
00:31 | এখানে কম্পাইলিং, এক্সিকিউটিং এবং ভ্যারিয়েবল সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে হবে। |
00:37 | না হলে, প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে যান। |
00:43 | পর্লে কমেন্ট দুইভাবে করা যেতে পারে: |
00:47 | সিঙ্গল লাইন। |
00:48 | মাল্টি লাইন। |
00:49 | এই টাইপের কমেন্টের ব্যবহার কোডের একক লাইন কমেন্ট করতে অথবা |
00:55 | কোডের কার্যকারিতা বোঝাতে একক লাইনের টেক্সট যোগ করতে করা হয়। |
01:01 | এই কমেন্ট # (হ্যাশ) চিহ্ন দ্বারা শুরু হয়। |
01:05 | এখানে একটি ডেমো রয়েছে। টেক্সট এডিটরে নতুন ফাইল খুলি। |
01:11 | এখন টার্মিনাল খুলে লিখুন gedit স্পেস comments ডট pl স্পেস & (ampersand) |
01:19 | ampersand টার্মিনালে কমান্ড প্রম্পট খালি করতে ব্যবহৃত হয়। এন্টার টিপুন। |
01:27 | নিম্ন কমেন্ট লিখুন। |
01:29 | hash Declaring count variable. এন্টার টিপুন। |
01:37 | dollar count স্পেস = স্পেস 1 সেমিকোলন, এন্টার টিপুন। |
01:45 | print স্পেস ডাবল উদ্ধৃতিতে Count is dollar count স্ল্যাশ n ডাবল উদ্ধৃতি বন্ধ করুন সেমিকোলন স্পেস hash prints Count is 1 |
02:03 | এখন ফাইল সংরক্ষণ করে স্ক্রিপ্ট এক্সিকিউট করুন। |
02:08 | এখন টার্মিনালে গিয়ে লিখুন, perl স্পেস হাইফেন c স্পেস comments ডট pl এবং এন্টার টিপুন। |
02:18 | এখানে কোনো সিনট্যাক্স এরর নেই। |
02:21 | এখন লিখুন perl স্পেস comments ডট pl এবং এন্টার টিপুন। |
02:28 | এটি নিম্ন আউটপুট দেবে - Count is 1 |
02:33 | এখন gedit এ ফিরে যাই। |
02:36 | gedit এ, প্রথম লাইনে গিয়ে এন্টার টিপুন। |
02:40 | প্রথম লাইনে ফিরে গিয়ে নীচের কমান্ড লিখুন। |
02:44 | হ্যাশ বিস্ময়বোধক চিহ্ন স্ল্যাশ usr স্ল্যাশ bin স্ল্যাশ perl |
02:52 | পর্লে এই লাইনকে shebang লাইন বলে এবং এটি পর্ল প্রোগ্রামে প্রথম লাইন। |
02:59 | এটি পর্ল ইন্টারপ্রেটার খোঁজার জায়গা বলে। |
03:03 | লাইনটি হ্যাশ চিহ্ন দ্বারা শুরু হওয়া সত্বেও এটি একক লাইন কমেন্ট হিসাবে ধরা হয় না। |
03:11 | মাল্টিলাইন কমেন্ট দেখি। |
03:13 | এই টাইপের কমেন্টের ব্যবহার |
03:17 | ইউসার কোড কমেন্ট করতে চাইলে অথবা কোডের বর্ণন যোগ করতে বা কোড ব্যবহার করতে চাইলে করা হয়ে থাকে। |
03:25 | এই টাইপের কমেন্ট =head চিহ্ন দ্বারা শুরু এবং =cut চিহ্ন দ্বারা শেষ হয়।' |
03:33 | এখন gedit এ ফিরে গিয়ে comments.pl ফাইলে এগুলি লিখুন। |
03:39 | ফাইলের শেষে =head লিখুন, এন্টার টিপুন। |
03:45 | print স্পেস ডবল উদ্ধৃতিতে count variable is used for counting purpose, ডাবল উদ্ধৃতি বন্ধ করে এন্টার টিপুন। |
03:59 | =cut |
04:01 | ফাইলটি সংরক্ষণ করে এক্সিকিউট করুন। |
04:05 | এখন টার্মিনালে গিয়ে লিখুন perl স্পেস হাইফেন c স্পেস comments ডট pl, এন্টার টিপুন। |
04:13 | সিনট্যাক্স এরর নেই। |
04:15 | এখন perl স্পেস comments ডট pl এক্সিকিউট করি। |
04:21 | এটি নিম্ন আউটপুট দেবে, Count is 1 |
04:27 | এটি “count variable is used for counting purpose” বাক্যটি প্রিন্ট করে না। |
04:32 | এর কারণ হল আমরা =head এবং =cut ব্যবহার করে এই অংশ কমেন্ট করেছি। |
04:40 | আপনি =head =cut অথবা =begin =end ব্যবহার করতে পারেন। |
04:48 | এটি পর্লে ব্যবহৃত বিশেষ কীওয়ার্ড নয়। |
04:52 | = চিহ্ন এর head, cut, begin বা end শব্দের আগে বা পরে স্পেস থাকা উচিৎ নয়। |
05:02 | আবার টার্মিনাল খুলুন |
05:05 | এবং লিখুন gedit স্পেস commentsExample ডট pl স্পেস & এবং এন্টার টিপুন। |
05:15 | এখন স্ক্রিনে প্রদর্শিত কমান্ড লিখুন। |
05:19 | আমি এখানে দুটি ভ্যারিয়েবল firstNum এবং secondNum ঘোষিত করে এতে কিছু মান রাখব। |
05:28 | তারপর এখানে এই অংশ কমেন্ট করব। |
05:32 | আমরা এই দুটি ভ্যারিয়েবল যোগ করে addition ভ্যারিয়েবলে এই মান নির্ধারিত করব। |
05:39 | print কমান্ড ব্যবহার করে এই মান প্রিন্ট করতে চাই। |
05:44 | ফাইল সংরক্ষণ করে স্ক্রিপ্ট এক্সিকিউট করুন। |
05:49 | টার্মিনালে লিখুন perl স্পেস হাইফেন c স্পেস commentsExample ডট pl, এন্টার টিপুন। |
05:57 | সিনট্যাক্স এরর নেই। |
05:59 | স্ক্রিপ্ট এক্সিকিউট করতে লিখুন, |
06:01 | perl স্পেস commentsExample ডট pl, এন্টার টিপুন। |
06:07 | এটি নিম্ন আউটপুট দেয়, Addition is 30. |
06:12 | আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। |
06:16 | এখানে কমেন্ট যোগ করা শিখেছি। |
06:19 | সংখ্যার বর্গ নির্ণয় করতে স্ক্রিপ্ট লিখুন। |
06:23 | সিঙ্গল এবং মাল্টিলাইন কমেন্ট ব্যবহার করে লিখিত কোডের কার্যকারিতা বোঝান। |
06:30 | এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। |
06:34 | এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। |
06:37 | ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। |
06:42 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল, |
06:44 | টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। |
06:48 | অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। |
06:51 | বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। |
06:58 | স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ। |
07:03 | এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। |
07:11 | এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। |
07:15 | আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ। |