Difference between revisions of "Thunderbird/C2/Account-settings-and-configuring/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Time !Narration |- |00.00 |মোজিলা থান্ডারবার্ডে এড্রেস বুকের এই কথ্য টিউটোরিয…')
 
Line 4: Line 4:
 
|-
 
|-
 
|00.00
 
|00.00
|মোজিলা থান্ডারবার্ডে এড্রেস বুকের এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
+
|একাউন্ট সেটিংস  এবং জীমেল একাউন্ট কনফিগার করার এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
  
 
|-
 
|-

Revision as of 21:07, 27 April 2014

Time Narration
00.00 একাউন্ট সেটিংস এবং জীমেল একাউন্ট কনফিগার করার এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00.06 এই টিউটোরিয়ালে আমরা এড্রেস বুক থেকে সম্পর্কগুলি দেখা, জোড়া, পরিবর্তন করা এবং মোছা শিখব।
00.14 আমরা এও শিখব যে কিভাবে:
00.16 একটি নতুন এড্রেস বুক তৈরি করে।
00.18 উপস্থিত এড্রেস বুক মুছে ফেলে।
00.20 অন্য মেল অ্যাকাউন্ট থেকে সম্পর্কগুলি ইম্পোর্ট করে।
00.24 এখানে আমরা উবুন্টু 12.04 এ মোজিলা থান্ডারবার্ড 13.0.1 ব্যবহার করছি।
00.32 এড্রেস বুক কি?
00.34 এড্রেস বুক আপনার মোবাইল ফোনের Contact বৈশিষ্ট্যর মত একই ভাবে কাজ করে।
00.39 আপনি এড্রেস বুকের ব্যবহার সম্পর্ক তৈরি করা এবং বজায় রাখার জন্য করতে পারেন।
00.45 থান্ডারবার্ডে এড্রেস বুক দুই ধরনের হয়:
00.48 পার্সোনাল এড্রেস বুক আপনাকে নতুন সম্পর্ক তৈরী করার অনুমতি দেয়।
00.53 কালেক্টেড এড্রেস বুক নিজেই বহির্মুখী বা পাঠানো মেল থেকে ইমেল এড্রেস সংগ্রহ করে।
00.59 লঞ্চারে Thunderbird আইকনে টিপুন।
01.02 থান্ডারবার্ড উইন্ডো প্রর্দশিত হয়।
01.05 এখন, পার্সোনাল এড্রেস বুকে সম্পর্কগুলি যোগ করা শিখি।
01.10 মুখ্য মেনু থেকে, Tools এবং Address Book এ টিপুন।
01.14 এড্রেস বুক ডায়লগ বাক্স প্রদর্শিত হয়।
01.17 বাম প্যানেলে আপনি পার্সোনাল এবং কালেক্টেড এড্রেস বুক উভয়ই দেখতে পারেন।
01.23 ডিফল্টরূপে বাম প্যানেলে পার্সোনাল এড্রেস বুক নির্বাচিত আছে।
01.28 ডান প্যানেল দুটি অংশে বিভাজিত আছে।
01.31 উপরের অর্ধেক অংশ সম্পর্কগুলি প্রদর্শন করে।
01.34 নীচের অর্ধেক অংশ উপরে নির্বাচিত সম্পর্কগুলির সম্পূর্ণ বিবরণ প্রদর্শন করে।
01.40 একটি নতুন সম্পর্ক তৈরি করা যাক।
01.44 টুলবারে New Contact এ টিপুন।
01.47 New Contact ডায়লগ বাক্স প্রদর্শিত হয়।
01.50 Contact ট্যাবে টিপুন।
01.53 First কে AMyNewContact হিসাবে লিখুন।
01.57 ইমেল USERONE at GMAIL dot COM হিসাবে লিখুন।
02.02 লক্ষ্য করুন যে, Display name ফীল্ড নিজেই First name এর সাথে আপডেট হয়ে গেছে।
02.10 Private ট্যাবে টিপুন। এই ট্যাবটির ব্যবহার সম্পর্কের সম্পূর্ণ পোস্টাল এড্রেস সংরক্ষণ করতে করুন।
02.18 প্রাসঙ্গিক তথ্য সাথে সম্পর্কের ফটো সংরক্ষণ করতে, Work, Other এবং Photo Tab ব্যবহার করতে পারেন।
02.26 OK তে টিপুন।
02.29 সম্পর্ক জুড়ে গেছে এবং ডান প্যানেলে প্রদর্শিত হয়।
02.34 একইভাবে আরো দুটি সম্পর্ক VMyNewContact এবং ZMyNewContact যোগ করি।
02.48 ধরি যে আমরা সম্পর্ক নামের ভিত্তিতে সাজাতে চাই।
02.52 মূল মেনু থেকে, View, Sort by এবং Name এ টিপুন।
02.58 লক্ষ্য করুন যে সম্পর্ক ডিফল্টরূপে ঊর্ধ্বক্রমে সাজানো আছে।
03.04 ঊর্ধ্বক্রমে সাজানোর জন্য, মূল মেনু থেকে, View, Sort by এবং Ascending এ টিপুন।
03.13 বিকল্পরূপে, Address Book ডায়লগ বাক্সে ডান প্যানেলে শুধু Name এ টিপুন।
03.19 নাম এখন অবরোহী ক্রমে সাজানো আছে!
03.24 এখন, একটি সম্পর্ক খুঁজুন।
03.27 আমরা নাম বা ইমেল ব্যবহার করে সম্পর্ক খুঁজতে পারি।
03.33 চলুন AMyNewContact নামটি খুঁজি।
03.37 Address Book ডায়লগ বাক্সে যান।
03.40 সার্চ ক্ষেত্রে, AMyNewContact লিখুন।
03.45 সার্চ ক্ষেত্র লক্ষ্য করুন।
03.47 Magnifying glass আইকনের পরিবর্তে, একটি ছোট ক্রস আইকন প্রদর্শিত হয়।
03.54 উপরের ডান প্যানেলে শুধু AMyNewContact সম্পর্কটি প্রদর্শিত হয়।
04.01 এখন সার্চ ক্ষেত্রে, ক্রস আইকনে টিপুন।
04.05 সকল সম্পর্ক এখন উপরে ডান প্যানেলে দৃশ্যমান।
04.09 এই টিউটোরিয়াল থামান এবং এই নির্দেশিত কাজটি করুন।
04.13 ইমেল সাবজেক্ট দ্বারা খুঁজুন।
04.16 ধরুন যে ZMyContact এর সম্পর্ক তথ্য বদলে গেছে।
04.21 আমরা কি এই তথ্য বদলাতে পারি? হ্যাঁ, আমরা পারি।
04.26 ডান প্যানেল থেকে ZMyNewContact নির্বাচন করুন।
04.30 এখন কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করে Properties নির্বাচিত করুন।
04.36 Edit Contact For ZMyNewContact ডায়লগ বাক্স প্রদর্শিত হয়।
04.42 নাম MMyNewContact এ পরিবর্তন করি।
04..46 এখন, Display Name ফীল্ডকে MMyNewContact এ পরিবর্তন করি।
04.53 আমরা Work Title এবং Department ও যোগ করব।
04.57 Work ট্যাবে টিপুন।
04.59 Title এ Manager লিখুন এবং Department এ HR লিখুন। OK তে টিপুন।
05.06 নীচের ডান প্যানেলে সম্পর্ক বিবরণ দেখুন। এটি আপডেট হয়ে গেছে।
05.13 এখন, কিভাবে আমরা থান্ডারবার্ডে অবাঞ্ছিত সম্পর্ক মুছে ফেলতে পারি?
05.18 প্রথমে, সম্পর্ক নির্বাচন করুন।
05.20 কনটেক্সট মেনু দেখতে ডান ক্লিক করুন এবং Delete এ টিপুন।
05.25 একটি নিশ্চায়ন ডায়লগ বাক্স প্রদর্শিত হয়। OK তে টিপুন।
05.30 সম্পর্ক মুছে গেছে এবং সম্পর্ক সূচীতে আর প্রদর্শিত হয় না।
05.37 থান্ডারবার্ড আপনাকে নিজস্ব এড্রেস বুক বানানোর ও অনুমতি দেয়।
05.41 এই দুটি ডিফল্ট বুক্স হল Personal Address Book এবং Collected Addresses ছাড়া।
05.50 একটি নতুন এড্রেস বুক তৈরি করি।
05.53 মনে রাখুন, আপনাকে এড্রেস বুক ডায়লগ বাক্স খোলা রাখতে হবে।
05.58 মূল মেনু থেকে, File এ যান, New তে টিপুন এবং Address Book নির্বাচন করুন।
06.04 New Address Book ডায়লগ বাক্স প্রদর্শিত হয়।
06.08 Address Book Name ফীল্ডে Office Contacts লিখুন। OK তে টিপুন।
06.16 আমাদের বানানো এড্রেস বুক বাম প্যানেলে প্রদর্শিত হয়।
06.20 আপনি ডিফল্ট এড্রেস বুকের মত একইভাবে এই এড্রেস বুক ব্যবহার করতে পারেন।
06.28 এই টিউটোরিয়াল থামান এবং এই নির্দেশিত কাজটি করুন।
06.31 একটি নতুন এড্রেস বুক বানান এবং তাতে সম্পর্ক যোগ করুন।
06.36 এরপর, এড্রেস বুক মুছতে শিখি।
06.41 মনে রাখুন, আপনার একটি এড্রেস বুক মুছে ফেলার সময় তার সাথে জড়িত সকল সম্পর্কও মুছে যায়।
06.50 বাম প্যানেল থেকে এড্রেস বুক Office Contacts মুছতে তা নির্বাচন করুন।
06.56 কনটেক্সট মেনু দেখতে ডান ক্লিক করুন এবং Delete নির্বাচন করুন।
07.01 মুছে ফেলার সময় আপনার নিশ্চয়তার জন্য একটি ডায়লগ বাক্স প্রদর্শিত হয়। OK তে টিপুন।
07.10 এড্রেস বুক মুছে গেছে।
07.14 এই টিউটোরিয়াল থামান এবং এই নির্দেশিত কাজটি করুন।
07.17 Address Office Contacts নামক একটি নতুন এড্রেস বুক তৈরি করুন।
07.22 Address Book টুলবারে Edit বিকল্প ব্যবহার করুন।
07.27 এই এড্রেস বুক মুছে ফেলুন।
07.30 Address Book ডায়লগ বাক্সের মূল মেনু থেকে Edit এবং Search Addresses নির্বাচন করুন।
07.37 Addresses খুঁজতে Advanced Search বিকল্প ব্যবহার করুন।
07.43 থান্ডারবার্ড আমাদের অন্য মেল অ্যাকাউন্ট থেকেও সম্পর্ক ইম্পোর্ট করার অনুমতি দেয়।
07.48 এইভাবে আমরা সম্পর্ক তথ্য না হারিয়ে সম্পর্ক আপডেট করতে পারি।
07.55 আমাদের জীমেল অ্যাকাউন্ট থেকে সম্পর্ক ইম্পোর্ট করি।
07.59 প্রথমে আমরা জীমেল অ্যাকাউন্ট খুলি।
08.02 একটি নতুন ব্রাউজার খুলুন এবং url www.gmail.com লিখুন। Enter টিপুন।
08.12 জীমেল হোম পেজ প্রদর্শিত হয়।
08.15 ইউসারনেম STUSERONE at gmail dot com হিসাবে লিখুন। আপনার পাসওয়ার্ড লিখুন।
08.24 Sign in এ টিপুন। উইন্ডো প্রদর্শিত হয়।
08.29 এই টিউটোরিয়ালের উদ্দেশ্যে আমরা জীমেলে চারটি সম্পর্ক তৈরি করেছি।
08.35 জীমেল উইন্ডোর উপরে বাম দিকে Gmail এবং Contacts এ টিপুন।
08.41 Contacts ট্যাব প্রদর্শিত হয়।
08.44 More এ টিপুন এবং Export নির্বাচন করুন।
08.48 Export Contacts ডায়লগ বাক্স প্রদর্শিত হয়।
08.51 Which contacts do you want to export ফীল্ডে? All contacts নির্বাচন করুন।
08.58 Which export format ফীল্ডে? Outlook CSV format নির্বাচন করুন। Export এ টিপুন।
09.06 Opening contacts.csv ডায়লগ বাক্স প্রদর্শিত হয়।
09.11 Save File নির্বাচন করুন। OK তে টিপুন।
09.15 Downloads ডায়লগ বাক্স প্রদর্শিত হয়।
09.18 এটি ডিফল্ট ফোল্ডার যেখানে তথ্য সংরক্ষিত আছে।
09.23 ফাইল ডিফল্ট Downloads ফোল্ডারে contacts.csv রূপে সংরক্ষিত আছে।
09.30 Downloads ডায়ালগ বাক্স বন্ধ করুন।
09.34 মূল মেনু থেকে, Tools এ টিপুন এবং Import নির্বাচন করুন।
09.39 Import ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়।
09.42 Address Books নির্বাচন করুন। Next এ টিপুন।
09.47 Select type of file list থেকে, Text file এ টিপুন। Next এ টিপুন।
09.54 Downloads ফোল্ডারের জন্য ব্রাউজ করুন।
09.57 Select which types of files are shown বাটনে টিপুন এবং All Files নির্বাচন করুন।
10.04 contacts.csv নির্বাচন করুন। Open এ টিপুন।
10.10 Import Address Book ডায়লগ বাক্স প্রদর্শিত হয়।
10.14 নিশ্চিত করুন যে First record contains fields names বাক্স যাচাই হয়।
10.20 এই টিউটোরিয়ালে আমরা শুধু First Name, Last Name এবং Primary Email ক্ষেত্র যাচাই করব এবং মেলাবো।
10.28 এবং বাম পাশ থেকে অন্যান্য সমস্ত ক্ষেত্র অনচেক করব।
10.33 বামের First Name আগে থেকেই ডানের First Name এর সাথে সারিবদ্ধ আছে।
10.39 আপনার বামের Mozilla Thunderbird Address Book field column ডানের Gmail Record data to import column এর সাথে মেলানোর জন্য Move up
10.47 এবং Move down বাটন ব্যবহার করা আবশ্যক।
10.52 বাঁদিকের Last Name ফীল্ড নির্বাচন করুন এবং Move down বোতামে টিপুন।
10.58 লক্ষ্য করুন যে Address Book fields column এবং Record data to import column উভয়ের Last Name এখন সারিবদ্ধ আছে।
11.07 এখন Primary Email নির্বাচন করুন, এবং এটি Email Address এর সাথে সারিবদ্ধ না হওয়া পর্যন্ত Move down বোতাম টিপুন। OK তে টিপুন।
11.17 The address book has been imported সূচনাটি প্রদর্শিত হয়। Finish এ টিপুন।
11.24 জী-মেল এড্রেস বুক থান্ডারবার্ডে ইম্পোর্ট হয়ে গেছে।
11.28 Address Book ডায়লগ বাক্সের বাম প্যানেলে, একটি নতুন ফোল্ডার contacts যোগ হয়েছে।
11.36 Contacts এ টিপুন।
11.38 ইমেল এড্রেসের সাথে First Names প্রদর্শিত হয়।
11.43 আমরা জী-মেল এড্রেস বুক থান্ডারবার্ডে ইম্পোর্ট করেছি!
11.48 ডায়লগ বাক্সের উপরের বাঁদিকের কোনায় রেড ক্রসে টিপে Address Book বন্ধ করুন।
11.55 অবশেষে, থান্ডারবার্ড থেকে লগ আউট করুন। মূল মেনু থেকে, File এবং Quit এ টিপুন।
12.02 আমরা থান্ডারবার্ড টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
12.06 এই টিউটোরিয়ালে আমরা এড্রেস বুকে সম্পর্ক যোগ করা, দেখা, আপডেট করা এবং মুছে ফেলা শিখেছি। আমরা এও শিখেছি যে কিভাবে:
12.17 নতুন এড্রেস বুক তৈরী করে।
12.19 উপস্থিত এড্রেস বুক মুছে ফেলে।
12.21 অন্য মেল অ্যাকাউন্ট থেকে সম্পর্কগুলি ইম্পোর্ট করে।
12.25 এখন নির্দেশিত কাজ।
12.27 নতুন এড্রেস বুক তৈরী করুন।
12.29 সম্পর্ক যোগ করুন এবং দেখুন।
12.32 আপনার নিজস্ব ইমেল আইডি থেকে সম্পর্কগুলি থান্ডারবার্ড একাউন্টে ইম্পোর্ট করুন।
12.38 এড্রেস বুক ইম্পোর্ট করার সময় সকল ক্ষেত্র নির্বাচন করুন এবং মেলান।
12.43 এই লিঙ্কে উপলব্ধ ভিডিও-টি দেখুন।
12.46 এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
12.50 যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে, তাহলে আপনি ভিডিও-টি ডাউনলোড করে দেখতে পারেন।
12.54 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল,
12.56 কথ্য টিউটোরিয়াল-গুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে।
12.59 যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র দেয়।
13.03 এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
13.10 স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ,
13.14 এটি ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত।
13.22 এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, spoken hypen tutorial dot org slash NMEICT hypen Intro
13.32 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। এই টিউটোরিয়ালে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, PoojaMoolya