Difference between revisions of "QGIS/C2/Creating-a-Map/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{|border=1 ||'''Time''' ||'''Narration''' |- || 00:01 || Creating a Map in QGIS এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |- ||...")
 
 
Line 560: Line 560:
 
|-
 
|-
 
|| 12:10
 
|| 12:10
|| আপনার Print Composer এ প্রিন্ট কম্পোজারে 2 মানচিত্র অবজেক্ট, Main map এবং inset map থাকবে।
+
|| আপনার Print Composer এ 2 মানচিত্র অবজেক্ট, Main map এবং inset map থাকবে।
  
 
|-
 
|-

Latest revision as of 17:06, 28 January 2022

Time Narration
00:01 Creating a Map in QGIS এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালে আমরা শিখব, Print Composer ব্যবহার করে মানচিত্র বানানো।
00:14 Print Composer এ মানচিত্রের উপাদান জোড়া।
00:18 ম্যাপ এক্সপোর্ট করা।
00:20 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি

Ubuntu Linux OS সংস্করণ 16.04,

00:28 QGIS সংস্করণ 2.18
00:32 টিউটোরিয়ালটি অনুসরণ করতে আপনাকে QGIS ইন্টারফেসের সাথে পরিচিত হতে হবে।
00:39 পূর্বশর্ত টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটে যান।
00:44 প্লেয়ারের নীচে স্থিত Code files লিঙ্কে দেওয়া ফোল্ডারটি ডাউনলোড করুন।
00:50 ডাউনলোড করা zip ফাইলের বিষয়বস্তু এক্সট্র্যাক্ট করুন এবং একটি ফোল্ডারে সংরক্ষণ করুন।
00:57 এটি আমাদের Code files folder.
01:00 ফোল্ডার খুলতে ডাবল ক্লিক করুন।
01:03 এই ফোল্ডারে আপনি ভারত এবং বিশ্বের মানচিত্রের শেপ ফাইল পাবেন।
01:09 indiaboundary.shp ফাইলে যান।
01:14 এই ফাইলটি QGIS এ খুলতে, ফাইলটিতে ডান ক্লিক করুন।
01:19 context menu খোলে।
01:22 Open with QGIS Desktop বিকল্প চয়ন করুন।
01:27 ম্যাপ সরাসরি QGIS ইন্টারফেসে খোলে।
01:32 আপনি Open with QGIS Desktop বিকল্পটি না দেখলে প্রথমে QGIS ইন্টারফেস খুলুন।
01:41 এখানে আমি QGIS ইন্টারফেস খুলেছি।
01:45 বাম টুল বারে Add Vector Layer টুলে ক্লিক করুন।
01:50 Add Vector Layer ডায়ালগ বাক্স খোলে।
01:54 বাক্সে, Dataset টেক্সট বাক্সের পাশে Browse বোতামে ক্লিক করুন।
02:00 একটি ডায়ালগ বাক্স খোলে।
02:03 Desktop এ Code files ফোল্ডারে যান।
02:07 indiaboundary.shp ফাইলটি চয়ন করুন। Open বোতামে ক্লিক করুন।
02:15 Add Vector Layer ডায়ালগ বাক্সে, Open বোতামে ক্লিক করুন।
02:20 ক্যানভাসে ভারতের সীমানা মানচিত্র দেখায়।
02:24 এখন ভারতের কয়েকটি শহরের প্রতিনিধিত্বকারী আকৃতি ফাইল জুড়বো।
02:30 আবার, টুলবারে Add Vector Layer টুলে ক্লিক করুন।
02:36 Add Vector Layer ডায়ালগ বাক্স খোলে।
02:40 বাক্সে Browse বোতামে ক্লিক করুন।
02:44 একটি ডায়ালগ বাক্স খোলে।
02:47 Desktop এ Code files ফোল্ডারে যান।
02:51 places.shp ফাইলটি চয়ন করুন। Open বোতামে ক্লিক করুন।
02:58 Add Vector Layer ডায়ালগ বাক্সে, Open বোতামে ক্লিক করুন।
03:03 শহরগুলিকে ম্যাপে পয়েন্ট ফীচার হিসাবে দেখানো হয়েছে।
03:07 এই শহরগুলিকে লেবেল করুন।
03:10 Layers প্যানেলে Places লেয়ারে ডান ক্লিক করুন।
03:15 context menu থেকে, Properties বিকল্পে ক্লিক করুন।
03:20 Layer Properties ডায়ালগ বাক্সে labels ট্যাব চয়ন করুন।
03:25 মানচিত্রে স্থিত ড্রপ ডাউনে, Show labels for this layer করুন।
03:32 Label with ড্রপ ডাউনে, দেওয়া বিকল্প থেকে name চয়ন করুন।
03:38 Text ট্যাবে, আমাদের বেছে নেওয়ার বিকল্প রয়েছে।

fonts

03:46 style
03:49 size
03:51 color ইত্যাদি।
03:57 Apply বোতাম এবং OK বোতামে ক্লিক করুন।
04:02 ক্যানভাসে, কিছু শহর সহ ভারতের মানচিত্র এবং লেবেল প্রদর্শিত হয়।
04:08 এই ম্যাপ ফাইলটি মুদ্রণ বা প্রকাশ করতে ইমেজ ফরম্যাটে এক্সপোর্ট করা যেতে পারে।
04:15 QGIS এ Print Composer নামে টুল রয়েছে।
04:19 এটি আপনাকে সহজে পড়ার বিন্যাসে মানচিত্র বানাতে দেয়।
04:24 মেনু বারে Project মেনুতে ক্লিক করুন এবং New Print Composer চয়ন করুন।
04:31 Composer title ডায়ালগ বাক্স খোলে।
04:35 আপনাকে composer এর জন্য একটি শিরোনাম লিখতে বলা হবে।
04:40 শিরোনাম হিসাবে India-Map লিখুন।
04:44 OK বোতামে ক্লিক করুন।
04:47 Print composer উইন্ডো খোলে।
04:50 Print composer আপনাকে একটি ফাঁকা ক্যানভাস দেয়।
04:54 ক্যানভাসের পাশে ডানদিকে, আপনি দুটি প্যানেল পাবেন।
04:59 উপরের প্যানেল এবং নীচের প্যানেল।
05:03 প্যানেল সক্রিয় করতে, View মেনুতে ক্লিক করুন।
05:08 মেনু থেকে নীচে স্ক্রোল করুন এবং Panels চয়ন করুন।
05:13 সাব-মেনু প্যানেলের তালিকা দেখায়। এখানে কিছু প্যানেল ইতিমধ্যেই চয়নিত৷
05:21 চয়ন করতে প্যানেলের নামের উপর ক্লিক করুন।
05:24 প্যানেলটি ক্যানভাসের ডানদিকে দেখায়।
05:28 সকল Print Composer টুল মেনুতে এবং আইকন টুলবারে উপলব্ধ।
05:37 টুলবার বামদিকে এবং Composer উইন্ডোর উপরে উপস্থিত।
05:45 আরো তথ্যের জন্য, এই টিউটোরিয়ালে প্রদত্ত অতিরিক্ত উপাদান দেখুন।
05:52 এখন আমাদের ম্যাপ একত্রিত করা শুরু করি।
05:56 Print Composer উইন্ডোতে, টুল বারে Zoom full বোতামে ক্লিক করুন।
06:03 এটি লেআউটটিকে সম্পূর্ণরূপে প্রদর্শন করবে।
06:07 এখন আমাদের Composer এ মানচিত্র ভিউ আনতে হবে যা আমরা QGIS Canvas এ দেখি।
06:14 টুল বারে Add new map টুলে ক্লিক করুন।
06:19 composer উইন্ডোতে কার্সার নিয়ে যান।
06:23 কার্সার এখন প্লাস (+) চিহ্ন হিসাবে দেখা যাচ্ছে।
06:27 এটি দেখায় যে Add Map বোতাম সক্রিয়।
06:31 Composer উইন্ডোতে আয়তক্ষেত্র আঁকতে বাম-মাউস বোতামে ক্লিক করে টেনে আনুন।
06:37 প্রান্ত বরাবর মার্জিন ছেড়ে দিন।
06:40 আপনি দেখবেন যে আয়তক্ষেত্র উইন্ডো মুখ্য QGIS ক্যানভাস থেকে মানচিত্রের সাথে রেন্ডার হবে।
06:48 রেন্ডার করা মানচিত্র সম্পূর্ণ উইন্ডোকে কভার নাও করতে পারে।
06:43 বাম টুল বারে Move item content টুলে ক্লিক করুন।
06:59 বাম মাউস বোতাম ব্যবহার করে, মানচিত্রটি উইন্ডোতে সরান এবং এটি কেন্দ্রে রাখুন।
07:05 শিরোনামের জন্য শীর্ষ বরাবর স্থান ছেড়ে দিন।
07:09 এখন আমরা মূল মানচিত্রে একটি grid এবং zebra বর্ডার জুড়বো।
07:14 Item Properties Panel এ, Grids বিভাগে স্ক্রোল করুন।
07:19 প্রসারিত মেনু দেখতে Grids এর পাশের ছোট কালো ত্রিভুজে ক্লিক করুন।
07:25 সবুজ প্লাস (+) Add a new grid বোতামে ক্লিক করুন।
07:30 এখন গ্রিড বিভাগে সকল ফীচার সক্রিয়।
07:35 প্রয়োজন হলে, এখানে CRS পরিবর্তনের বিকল্প রয়েছে। আমি এটি এভাবেই রেখে দেবো।
07:43 ড্রপ-ডাউন অ্যারো ব্যবহার করে X এবং Y উভয় দিকেই Interval মান 10 ডিগ্রি করুন।
07:51 Grid frame বিভাগে স্ক্রোল করুন এবং Frame style চয়ন করুন। আমি Zebra চয়ন করব।
07:59 এখানে ফ্রেমের আকার, বেধ, রঙ ইত্যাদি পরিবর্তনের বিকল্প রয়েছে।
08:07 আপনার প্রয়োজন অনুসারে বিকল্পগুলি চয়ন করুন।
08:12 নীচে স্ক্রোল করুন এবং Draw Coordinates চেকবাক্স চেক করুন।
08:17 Distance to map frame স্থানাঙ্কগুলি পাঠযোগ্য না হওয়া পর্যন্ত সামঞ্জস্য করুন।
08:23 লেবেলগুলি সরাতে উপরের দিকে বা নীচের দিকের অ্যারোতে ক্লিক করুন।
08:30 Coordinate precision এ 1 চয়ন করুন।
08:34 এটি প্রথম দশমিক পর্যন্ত স্থানাঙ্ক প্রদর্শন করবে।
08:38 এরপর, আমরা মানচিত্রে একটি উত্তর তীর যুক্ত করব।
08:43 Print Composer, মানচিত্র সম্পর্কিত চিত্রগুলির একটি ভাল সংগ্রহ দেখায়।
08:49 টুল বারে Add image আইকনে ক্লিক করুন।
08:54 কার্সার map composer উইন্ডোতে নিয়ে আসুন।
08:58 বাম মাউস বোতামটি ধরে রাখুন, ম্যাপ ক্যানভাসের উপরের ডান কোণে টিপুন এবং একটি ছোট আয়তক্ষেত্র আঁকুন।
09:07 ডান প্যানেলে Item Properties ট্যাবে, Search directories বিভাগটি প্রসারিত করুন।
09:14 আপনার পছন্দের নর্থ অ্যারো চিত্রে ক্লিক করে চয়ন করুন।
09:20 ইমেজ মানচিত্র Composer উইন্ডোর বাক্সে প্রদর্শিত হয়।
09:25 মানচিত্র Composer উইন্ডোতে ক্লিক করুন।
09:28 আপনি মানচিত্রের উপরের ডানদিকে নর্থ অ্যারো চিত্রটি দেখবেন।
09:34 এখন আমরা মানচিত্রে একটি স্কেল বার জুড়বো।
09:38 টুল বারে Add new scalebar tool এ টুলে ক্লিক করুন।
09:43 যেখানে স্কেলবার দেখতে চান সেখানে মানচিত্রে ক্লিক করুন।
09:47 আমি নীচে বাম কোণে স্কেল বার যোগ করব।
09:52 Segments বিভাগে ডান প্যানেলে, আপনি সেগমেন্টের সংখ্যা এবং তাদের আকার সামঞ্জস্য করতে পারেন।
10:00 আমরা এখন আমাদের মানচিত্রের শিরোনাম জুড়বো।
10:04 বাম টুলবার থেকে Add new Label টুলে ক্লিক করুন।
10:09 কার্সারকে মানচিত্র composer উইন্ডোতে নিয়ে যান।
10:13 আপনার বাম মাউস বোতামটি ধরে রেখে, মানচিত্রের শীর্ষ-কেন্দ্রে একটি বাক্স আঁকুন।
10:19 ডান প্যানেলে Label এর জন্য Item Properties ট্যাব দেখবেন।
10:24 Main Properties এ, টেক্সট বাক্সে, Map of India লিখুন।
10:31 Appearance বিভাগে, Font ট্যাবে ক্লিক করুন।
10:36 Select Font ডায়ালগ বাক্স খোলে, উপযুক্ত Font, Font style এবং Size চয়ন করুন।
10:49 OK বোতামে ক্লিক করুন।
10:52 আপনার পছন্দ অনুযায়ী রঙ, মার্জিন এবং এলাইনমেন্ট বদলান।
11:03 পরিবর্তন করা শেষ করার পর, পরিবর্তনগুলি দেখতে composer উইন্ডোতে ক্লিক করুন।
11:10 চয়নিত ফন্ট এবং আকার সহ লেবেলটি composer উইন্ডোতে মানচিত্রে প্রদর্শিত হয়।
11:17 এরপর একটি Inset map যোগ করুন।
11:21 মুখ্য QGIS উইন্ডোতে যান।
11:24 টুল বারে Zoom In বোতামে ক্লিক করুন।
11:28 কার্সার মানচিত্রে আনুন, মুম্বাইয়ের চারপাশের এলাকা জুম করুন।
11:34 এলাকা জুম করতে মুম্বাইয়ের চারপাশে একটি আয়তক্ষেত্র আঁকুন।
11:39 আমরা এখন map inset জুড়তে প্রস্তুত।
11:43 Print Composer উইন্ডোতে যান।
11:46 টুল বারে Add new map টুলে ক্লিক করুন।
11:51 Composer উইন্ডোর উপরের বাম কোণায় একটি আয়তক্ষেত্র আঁকুন।
11:57 টুল বার থেকে Move item Content টুল চয়ন করুন।
12:02 কার্সার inset map এ রাখুন।
12:05 আপনার পছন্দের স্থানে inset এ মানচিত্রটি নিয়ে যান।
12:10 আপনার Print Composer এ 2 মানচিত্র অবজেক্ট, Main map এবং inset map থাকবে।
12:17 Item Properties প্যানেলে, Frame বিভাগে স্ক্রোল করুন এবং এর পাশের বাক্সটি চেক করুন।
12:26 inset map এর জন্য ফ্রেম সীমানার রঙ এবং বেধ বদলান,
12:36 inset map এর ব্যাকগ্রাউন্ড রঙ বদলান, যাতে এটিকে মানচিত্র ব্যাকগ্রাউন্ডের থেকে পার্থক্য বুঝতে সহজ হয়।
12:45 অন্যান্য মানচিত্র এলিমেন্ট যেমন Legends, shapes, arrows ইত্যাদি বুঝুন।
12:53 আপনার প্রয়োজনীয় পরিবর্তন করা শেষের পর, মানচিত্রটি সংরক্ষণ বা এক্সপোর্ট করতে পারেন।
12:59 মেনু বারে Composer মেনুতে ক্লিক করুন।
13:03 এখানে আমাদের কাছে Image, PDF বা SVG হিসাবে মানচিত্র এক্সপোর্ট করার বিকল্প রয়েছে।
13:12 একটি ইমেজ হিসাবে মানচিত্র এক্সপোর্ট করুন। Export as Image বিকল্প চয়ন করুন।
13:20 Save composition as ডায়ালগ বাক্স খোলে। উপযুক্ত ফাইলের নাম, স্থান এবং ফরম্যাট দিন।
13:29 আমি PNG ফরম্যাট চয়ন করবো। Save বোতামে ক্লিক করুন।
13:35 Image export options ডায়ালগ বাক্স খোলে।
13:39 উপযুক্ত resolution, page-width এবং height চয়ন করুন।
13:44 আমি page width এ 800 pixels সেট করব।
13:49 Save বোতামে ক্লিক করুন।
13:52 এখানে মানচিত্র ইমেজ ফাইল হিসাবে সংরক্ষিত হয়েছে।
13:56 এখন এই মানচিত্রটি মুদ্রিত বা প্রকাশিত হতে পারে।
14:01 সংক্ষেপে, এই টিউটোরিয়ালে আমরা শিখেছি,
14:06 Print Composer ব্যবহার করে মানচিত্র বানানো, Print Composer এ মানচিত্রের উপাদান জোড়া, ম্যাপ এক্সপোর্ট করা।
14:16 অনুশীলনী

Code files লিঙ্কে দেওয়া বিশ্ব dataset ব্যবহার করে এশিয়া মহাদেশের একটি মানচিত্র বানান।

14:25 ভারতের একটি inset map বানান। map legend যোগ করুন।
14:31 আপনার সম্পন্ন অনুশীলনী এইরকম দেখানো উচিত।
14:36 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারাংশিত করে। এটি ডাউনলোড করুন এবং দেখুন।
14:44 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। আরো বিস্তারিত জানতে আমাদের লিখুন।
14:54 এই ফোরামে আপনার নির্দিষ্ট প্রশ্ন পোস্ট করুন।
14:58 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশনে সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে উপলব্ধ।
15:09 আমি কৌশিক দত্ত আইআইটি বোম্বে থেকে বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta