Difference between revisions of "Python-3.4.3/C2/Subplots/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 | '''Time''' |'''Narration''' |- |00:01 |নমস্কার। Subplots এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত...")
 
 
Line 136: Line 136:
 
|-
 
|-
 
| 04:35
 
| 04:35
|cosine কার্ভের জন্য, x-axis 0 থেকে 50 পর্যন্ত এবং y-axis 1 থেকে 1 পর্যন্ত বদলায়।
+
|cosine কার্ভের জন্য, x-axis 0 থেকে 50 পর্যন্ত এবং y-axis মাইনাস 1 থেকে 1 পর্যন্ত বদলায়।
  
 
|-
 
|-

Latest revision as of 16:58, 9 April 2020

Time Narration
00:01 নমস্কার। Subplots এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:06 এই টিউটোরিয়ালের শেষে, আপনি subplots বানাতে এবং এদের মাঝে সুইচ করতে সক্ষম হবেন।
00:14 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি:

উবুন্টু লিনাক্স 14.04 অপারেটিং সিস্টেম,

Python 3.4.3,

IPython 5.1.0,

00:29 টিউটোরিয়ালটি অনুশীলন করতে জানতে হবে:

ipython কনসোলে বেসিক পাইথন কমান্ড রান করা।

Plots ইন্টারেক্টিভ উপায়ে ব্যবহার করা।

প্লট সজ্জিত করা।

না হলে এই ওয়েবসাইটে আগের প্রয়োজনীয় Python টিউটোরিয়াল দেখুন।

00:48 প্রথমে Ctrl + Alt + T কী একসাথে টিপে টার্মিনাল খুলুন।

এখন, লিখুন ipython3 এবং এন্টার টিপুন।

01:01 pylab প্যাকেজ ইনিসিয়েলাইজ করি। লিখুন percentage pylab এবং এন্টার টিপুন।
01:10 দুটি প্লট তুলনা করতে আমরা একই প্লটিং এলাকাতে প্লট আঁকতে পারি।
01:15 আমরা দুটি প্লট বানাই- একই প্লটিং এলাকায় একটি cosine প্লট এবং একটি exponential কার্ভ।
01:24 লিখুন:

x ইকুয়াল টু linspace বন্ধনীতে 0 কমা 50 কমা 500 এবং Enter টিপুন।

plot বন্ধনীতে x কমা cos(x)

01:45 লিখুন:

y ইকুয়াল টু linspace বন্ধনীতে 0 কমা 5 কমা 100. plot বন্ধনীতে y কমা y square.

02:04 এখানে দুটি প্লটের ভিন্ন নিয়মিত অক্ষ রয়েছে। তাই আমরা overlaid plots আঁকতে পারি না।
02:13 এই ক্ষেত্রে আমরা subplots আঁকতে পারি।
02:17 আমরা এটি সম্পন্ন করতে subplot কমান্ড ব্যবহার করি।

লিখুন: clf ()

subplot বন্ধনীতে 2 কমা 1 কমা 1

02:33 আমরা প্রথম subplot দেখতে পারি। সাবপ্লট কমান্ড তিনটি আর্গুমেন্ট নেয়।
02:40 প্রথম আর্গুমেন্ট হল subplots এর সারির সংখ্যা যা বানানো আবশ্যক।

এখানে প্লট অনুভূমিকভাবে বিভক্ত করতে প্রথম আর্গুমেন্ট 2 রয়েছে।

02:53 দ্বিতীয় আর্গুমেন্ট হল subplots এর কলামের সংখ্যা যা বানানো আবশ্যক।

এখানে দ্বিতীয় আর্গুমেন্ট হল 1. তাই প্লট অনুভূমিকভাবে বিভক্ত হবে না।

03:07 অন্তিম আর্গুমেন্ট সাবপ্লটের সিরিয়াল সংখ্যা নির্দিষ্ট করে।

এখানে আমরা আর্গুমেন্ট হিসাবে 1 পাস করি যা upper subplot বানায়।

03:19 আমরা subplot কমান্ড এক্সিকিউট করতে

subplot বন্ধনীতে 2 কমা 1 কমা 2 লিখলে lower subplot তৈরী হয়।

03:34 এখানে, আমরা দুটি subplots দেখতে পারি।
03:38 এখন plot কমান্ড দ্বারা প্রতিটি subplot এলাকায় প্লট আঁকতে পারি।

লিখুন: subplot বন্ধনীতে 2 কমা 1 কমা 1

plot বন্ধনীতে x কমা cos(x)

04:00 এখন লিখুন: subplot বন্ধনীতে 2 কমা 1 কমা 2

plot y কমা y square

04:16 এটি subplot এলাকার প্রতিটিতে দুটি প্লট বানায়। উপরের subplot এ cosine কার্ভ রয়েছে এবং নীচের subplot এ প্যারাবোলা রয়েছে।
04:29 এই দুটি সাবপ্লটস থেকে এটি স্পষ্ট যে উভয়ের ভিন্ন নিয়মিত অক্ষ রয়েছে।
04:35 cosine কার্ভের জন্য, x-axis 0 থেকে 50 পর্যন্ত এবং y-axis মাইনাস 1 থেকে 1 পর্যন্ত বদলায়।
04:46 parabolic কার্ভের জন্য, x-axis 0 থেকে 5 এবং y-axis 0 থেকে 25 পর্যন্ত বদলায়।
04:57 এখন প্লট উইন্ডো মুছুন।
05:00 ভিডিও থামান। এই অনুশীলনী চেষ্টা করুন এবং তারপর ভিডিও পুনরায় শুরু করুন।
05:05 Pressure, Volume and Temperatures সমীকরণ দ্বারা ধারণ করা হয় Pv = nRT যেখানে nR হল ধ্রুবক।
05:16 ধরুন যে nR = 0.01 Joules per Kelvin এবং T = 200K. V, 21cc থেকে 100cc এর সীমায় হতে পারে।
05:29 সাবপ্লট হিসাবে দুটি ভিন্ন প্লট বানান:

Pressure v/s Volume প্লট এবং

Pressure v/s Temperature প্লট।

05:39 সমাধানের জন্য টার্মিনালে যান।
05:43 শুরু করতে, আমাদের Volume এর সীমা দেওয়া হয়েছে যেখান থেকে ভ্যারিয়েবল v সংজ্ঞায়িত করতে পারি।
05:51 v ইকুয়াল টু linspace বন্ধনীতে 21 কমা 100 কমা 500
06:03 আমরা প্রথম সাবপ্লট বানাতে এবং এই v দ্বারা Pressure v/s Volume গ্রাফ আঁকতে পারি।

subplot(2 কমা 1 কমা 1)

plot(v কমা 2 point 0 by v)

06:24 আমরা জানি যে nRT একটি ধ্রুবক যা 2.0 এর সমান।

যেহেতু nR = 0.01 Joules per Kelvin এবং T = 200 Kelvin

06:38 এখন আমরা দ্বিতীয় সাবপ্লট বানাতে পারি এবং নিম্ন উপায়ে Pressure v/s Temperature প্লট আঁকতে পারি

subplot(2 কমা 1 কমা 2)

plot(200 কমা 2 point 0 divided by v)

07:02 এখন একটি এরর রয়েছে যা বলে যে x এবং y ডাইমেনশন মিলছে না।
07:08 তাই আমরা তাপমাত্রার জন্য একই পয়েন্ট সংখ্যা বানাবো।
07:14 লিখুন t ইকুয়াল টু linspace বন্ধনীতে 200 কমা 200 কমা 500.
07:27 এখন t তে 500 টি ভ্যালু রয়েছে এবং প্রতিটিতে 200 Kelvin ভ্যালু রয়েছে।
07:35 এই ডেটা প্লট করলে আমরা প্রয়োজনীয় প্লট পাই।

plot বন্ধনীতে t কমা 2 point 0 divided by v

07:48 আমরা যথাক্রমে Pressure v/s Volume এবং Pressure v/s Temperature এর দুটি subplot দেখতে পারি।
07:56 এই আমাদের টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে।

এই টিউটোরিয়ালে আমরা সাবপ্লট বানানো এবং তাদের মাঝে স্যুইচ করা শিখেছি।

08:08 এখানে আপনার সমাধানের জন্য কিছু আত্ম মূল্যায়ন প্রশ্ন রয়েছে।
08:12 1. নিম্নের মধ্যে কোনটি সঠিক?

subplot বন্ধনীতে numRows কমা numCols কমা plotNum

subplot বন্ধনীতে numRows কমা numCols

subplot বন্ধনীতে numCols কমা numRows

08:36 এবং উত্তর হল প্রথম বিকল্প।

1. subplot কমান্ড তিনটি আর্গুমেন্ট নেয়, যেমন সারি সংখ্যা, কলাম সংখ্যা এবং প্লট সংখ্যা।

08:48 সময়ের সাথে আপনার প্রশ্ন এই ফোরামে পোস্ট করুন।
08:53 এই ফোরামে Python সম্পর্কিত আপনার সাধারণ প্রশ্ন পোস্ট করুন।
08:59 FOSSEE দল TBC প্রকল্প সমন্বয় করে।
09:04 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। আরো জনাতে এই লিঙ্কে যান।
09:15 আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta