Difference between revisions of "Linux-AWK/C2/Overview-of-Linux-AWK/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 28: Line 28:
 
|-  
 
|-  
 
||00:36
 
||00:36
||যে কোনো প্রোগ্রামিং ভাষা পছন্দ করে, AWK এ Variable
+
||যে কোনো প্রোগ্রামিং ভাষা পছন্দ করে, AWK এ Variables
  
 
Operators
 
Operators

Latest revision as of 11:38, 16 July 2019

Time Narration
00:01 Overview of Linux AWK commands এর স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:08 এখানে আমরা Linux AWK এবং Linux AWK শৃঙ্খলায় থাকা টিউটোরিয়াল সম্পর্কে শিখব।
00:17 টিউটোরিয়ালটি রেকর্ড করতে উবুন্টু লিনাক্স 16.04 অপারেটিং সিস্টেম ব্যবহার করছি।
00:24 AWK একটি ফাইল থেকে ডেটা খুঁজতে এবং এক্সট্র্যাক্ট করতে ব্যবহৃত হয়।
00:30 আমরা AWK দ্বারা ডেটা ম্যানিপুলেট করতে এবং রিপোর্ট বানাতে পারি।
00:36 যে কোনো প্রোগ্রামিং ভাষা পছন্দ করে, AWK এ Variables

Operators

00:41 Conditional Statements

Loops

00:45 Single এবং Multi Dimensional Arrays

Built-in Functions এবং User Defined functions রয়েছে।

00:52 সন্ধান প্রক্রিয়ার সময়- ফাইল রেকর্ডের ক্রম হিসাবে গণ্য করা হবে।
00:58 প্রতিটি লাইন একাধিক ফীল্ড সহ একক রেকর্ড হিসাবে বিবেচিত হবে।
01:04 তারপর AWK প্রদত্ত প্যাটার্নের সন্ধান করে এবং পছন্দসই কর্ম সঞ্চালন করে।
01:11 এখন, আমরা সংক্ষেপে এই শৃঙ্খলার কিছু AWK টিউটোরিয়াল দেখবো।
01:18 Basics of awk

এই টিউটোরিয়াল AWK এ কিছু মৌলিক ক্রিয়াকলাপ ব্যাখ্যা করে।

01:25 প্রক্রিয়াকৃত আউটপুট এবং নিয়মিত এক্সপ্রেশন ব্যবহার করে প্রিন্ট করা।
01:31 এই টিউটোরিয়ালটি দেখুন।
------------ অডিও যোগ করুন ---------------
01:43 Variables and Operators

এখানে আমরা User defined variables ব্যবহার করা শিখব।

01:51 Variable প্রাথমিকরণ।

Operators

01:55 String Concatenation এবং matching operator

AWK এ BEGIN এবং END স্টেটমেন্ট।

02:03 এই টিউটোরিয়ালটি দেখুন।
---------- অডিও যোগ করুন -------------
02:16 Built-In variables
02:18 এই টিউটোরিয়ালটি AWK এ নিম্ন built-in variables ব্যাখ্যা করে
02:24 RS, FS

ORS, OFS

NR, NF

ARGV, ARGC

02:34 এই টিউটোরিয়াল একটি AWK স্ক্রিপ্ট লেখা শেখায়।
02:39 এই টিউটোরিয়ালটি দেখুন।
--------------- অডিও যোগ করুন ------------
02:53 Conditional statements

এই টিউটোরিয়ালে, আমরা conditional statements ব্যবহার করা শিখব যেমন:

awk এ If, else , else if

03:04 এই টিউটোরিয়ালটি দেখুন।
--------------- অডিও যোগ করুন ------------
03:21 Loop- এখানে AWK এ for, while এবং do-while loop এর মত Conditional loops সম্পর্কে আলোচনা করব।
03:31 আমরা AWK ব্যবহার করে সার্চ প্যাটার্ন শিখব।
03:35 একক বা একাধিক ফাইল থেকে ডেটা প্রসেস করা।
03:40 এই টিউটোরিয়ালটি দেখুন।
--------------- অডিও যোগ করুন ------------
03:53 Single Dimensional Array টিউটোরিয়াল ব্যাখ্যা করে:

array elements নির্ধারণ করা।

03:59 একটি অ্যারের এলিমেন্ট রেফার করা।

AWK arrays ইনডেক্স করা।

04:04 associative array এর সুবিধা।
04:07 একটি নির্দিষ্ট ইনডেক্সে একটি অ্যারেতে কোন এলিমেন্ট বিদ্যমান কিনা তা যাচাই করা।
04:14 এই টিউটোরিয়ালটি দেখুন।
--------------- অডিও যোগ করুন ------------
04:30 Single dimensional array এর উন্নত স্তরের টিউটোরিয়াল ব্যাখ্যা করে:

ফাইলের সাথে AWK অ্যারের ব্যবহার।

একটি অ্যারের এলিমেন্ট স্ক্যান করা।

04:41 for loop এর নতুন পরিবর্তন।

একটি অ্যারের এলিমেন্ট মোছা।

04:47 সম্পূর্ণ অ্যারে মোছা।
04:50 ARGC এবং ARGV এর ভ্যালু।
04:54 এই টিউটোরিয়ালটি দেখুন।
--------------- অডিও যোগ করুন ------------
05:08 AWK এ Multi Dimensional Array ব্যাখ্যা করে।
05:12 একাধিক সূচকের ক্রম দ্বারা এলিমেন্ট চিহ্নিত করা।
05:17 একক স্ট্রিং এ Concatenate করা।
05:20 AWK এ 2 by 2 multidimensional অ্যারে বানানো।
05:24 2 by 2 ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বানানো।
05:28 multidimensional অ্যারে স্ক্যান করা।
05:31 split ফাংশনের সাথে for loop জোড়া।
05:35 এই টিউটোরিয়ালটি দেখুন।
--------------- অডিও যোগ করুন ------------
05:48 Built-in Functions

আমরা AWK built-in functions সম্পর্কে শিখি যেমন:

Arithmetic functions

05:57 Random functions

String functions

06:01 Input and Output functions এবং Timestamp functions
06:07 এই টিউটোরিয়ালটি দেখুন।
--------------- অডিও যোগ করুন ------------
06:23 User defined functions টিউটোরিয়ালে আমরা শিখব:

নিজস্ব ফাংশন বানানো।

06:30 Function call

Return statement এবং Reverse function

06:37 এই টিউটোরিয়ালটি দেখুন।
--------------- অডিও যোগ করুন ------------
06:54 এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে এসেছি। সংক্ষিপ্তকরণ করি।
07:00 এখানে আমরা AWK সম্পর্কে শিখেছি এবং এই শৃঙ্খলার টিউটোরিয়াল দেখেছি।
07:08 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপ বোঝায়। এটি ডাউনলোড করে দেখুন।
07:16 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
07:26 আপনার এই স্পোকেন টিউটোরিয়ালে কোন প্রশ্ন রয়েছে? এই সাইটে যান।
07:31 যেখানে আপনার প্রশ্ন রয়েছে সেই মিনিট এবং সেকেন্ড চয়ন করুন। সংক্ষেপে আপনার প্রশ্ন ব্যাখ্যা করুন।
07:38 আমাদের দল থেকে কেউ তাদের উত্তর দেবে।
07:42 স্পোকেন টিউটোরিয়াল ফোরাম এই টিউটোরিয়ালের নির্দিষ্ট প্রশ্নের জন্য।
07:47 তাদের সাথে সম্পর্কহীন এবং সাধারণ প্রশ্ন পোস্ট করবেন না।
07:52 এটি প্রশ্নগুচ্ছ কমাতে সাহায্য করবে। কম গুচ্ছ সহ, আমরা এই আলোচনা নির্দেশমূলক উপাদান হিসাবে ব্যবহার করতে পারি।
08:01 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
08:12 আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta