Difference between revisions of "OpenModelica/C2/Developing-an-equation-based-model/Bengali"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border=1 ||''' Time ''' ||'''Narration''' |- ||00:01 ||Developing an equation based model এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগ...") |
|||
Line 89: | Line 89: | ||
|- | |- | ||
|| 02:14 | || 02:14 | ||
− | || নীচে ডান কোণায়, আপনি Welcome, Modeling এবং Plotting | + | || নীচে ডান কোণায়, আপনি Welcome, Modeling এবং Plotting perspective এর বোতাম দেখতে পারেন। |
|- | |- | ||
Line 491: | Line 491: | ||
|- | |- | ||
||11:01 | ||11:01 | ||
− | ||টুলবারে | + | ||টুলবারে অবস্থিত Simulation Setup বোতামে ক্লিক করুন। |
|- | |- | ||
|| 11:06 | || 11:06 | ||
− | || General ট্যাবে, Stop time ফীল্ডে যান। | + | || General ট্যাবে, Stop time ফীল্ডে যান। এটি 5 ইউনিটে বদলান। |
|- | |- | ||
Line 575: | Line 575: | ||
|- | |- | ||
|| 13:04 | || 13:04 | ||
− | ||এটি বলছে, এখানে খুব কম equations রয়েছে এবং মডেলে 1 | + | ||এটি বলছে, এখানে খুব কম equations রয়েছে এবং মডেলে 1 equation এবং 2 variables রয়েছে। তাই এটি সিমুলেট হয়নি। |
|- | |- | ||
Line 611: | Line 611: | ||
|- | |- | ||
|| 14:00 | || 14:00 | ||
− | ||Initial equations section এর ব্যবহার | + | ||Initial equations section এর ব্যবহার প্রাথমিক কন্ডিশন প্রবিষ্ট করতে করা হয়। |
|- | |- | ||
Line 643: | Line 643: | ||
|- | |- | ||
|| 14:53 | || 14:53 | ||
− | || অংশগ্রহনের জন্যে ধন্যবাদ। | + | || অংশগ্রহনের জন্যে ধন্যবাদ। অংশগ্রহনের জন্যে ধন্যবাদ। |
|- | |- | ||
|} | |} |
Latest revision as of 11:53, 23 January 2018
Time | Narration |
00:01 | Developing an equation based model এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:06 | এখানে আমরা শিখব: OMEdit এ textual মডেল বানানো এবং এটি সিমুলেট করা। |
00:14 | ভ্যারিয়েবল এবং সমীকরণ ঘোষণা করা। |
00:17 | Simulation Setup টুলবাক্স ব্যবহার করা। |
00:21 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি: OpenModelica 1.9.2 এবং উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম 14.04. |
00:32 | কিন্তু, এই প্রক্রিয়া Windows, Mac OS X বা ARM এ FOSSEE তে অনুরূপ। |
00:40 | টিউটোরিয়ালটি বুঝতে আপনার ফিজিক্যাল সিস্টেমের সমীকরণ-ভিত্তিক মডেলিং জানা প্রয়োজন। |
00:48 | ভর m এর একটি বলের গতিকে সিমুলেট করি, যা free fall due to gravity তে রয়েছে। |
00:54 | পৃথিবীর পৃষ্ঠ থেকে বলের উচ্চতা ভ্যারিয়েবল h দ্বারা দেখানো হয়েছে। |
00:59 | বলের বেগ ভ্যারিয়েবল v দ্বারা দেখানো হয়েছে। |
01:04 | Acceleration due to gravity কে g দ্বারা দেখানো হয়েছে এবং এটি ধ্রুবক ধরা হয়। |
01:10 | পৃথিবীর পৃষ্ঠ থেকে দূরে সরানো ভ্যারিয়েবল পজিটিভ বলে মনে করা হয়। |
01:16 | স্বাধীনভাবে পতিত বডির গতির সমীকরণ নিম্নরূপ: dh/dt = v , dv/dt = g |
01:27 | t = 0 সময়ে h এর ভ্যালু হল 30 m এবং t = 0 সময়ে v এর ভ্যালু হল 0. |
01:37 | এখন OMEdit এ যাই। আমি এটি ইতিমধ্যে আমার সিস্টেমে খুলেছি। |
01:43 | উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেমে OMEdit খুলতে Dash Home আইকনে ক্লিক করুন, যা লঞ্চারের উপরে বামদিকে দেখায়। |
01:53 | সার্চ বারে OMEdit লিখুন। |
01:56 | OMEdit আইকনে ক্লিক করুন। |
01:59 | OMEdit আইকনে ক্লিক করে আপনি এই ধরণের উইন্ডো দেখেন। |
02:06 | এই উইন্ডো Welcome perspective নামে পরিচিত। |
02:09 | OMEdit ডিফল্টরূপে Welcome perspective এ খোলে। |
02:14 | নীচে ডান কোণায়, আপনি Welcome, Modeling এবং Plotting perspective এর বোতাম দেখতে পারেন। |
02:23 | Modeling perspective এ ক্লিক করুন। |
02:26 | Modeling perspective এখন খুলেছে। |
02:29 | আমি modeling area হিসাবে বামদিকে Libraries Browser, নীচে Messages Browser এবং উপরে Toolbar এর মাঝের ক্ষেত্র উল্লেখ করব। |
02:41 | টুলবারে file operations, graphical view এবং simulation সম্পর্কিত বোতাম রয়েছে। |
02:51 | আমরা এগোনোর সাথে এই বোতাম সম্পর্কে আরো শিখব। |
02:55 | এখন Spoken Tutorial ওয়েবপেজে Code Files লিঙ্কে উপলব্ধ freeFall ক্লাস ফাইল ব্যবহার করব। |
03:02 | এই ফাইলটি ডাউনলোড করে এটি আপনার সিস্টেমে সংরক্ষণ করুন। |
03:07 | এই ক্লাসটি খুলতে Menu bar এ File মেনুতে যান। |
03:13 | Open Model/Library File এ ক্লিক করুন। |
03:17 | freeFall ফাইলটি খুঁজুন যা ডাউনলোড করে আপনার সিস্টেমে সংরক্ষণ করেছেন এবং এটি খুলুন। |
03:24 | আপনি ফাইল খুলতে Open Model / Library File ও ব্যবহার করতে পারেন, যা আমার কার্সার নির্দেশ করছে। |
03:34 | লক্ষ্য করুন freeFall আইকন Libraries Browser এ দেখায়। |
03:39 | Libraries Browser সকল ক্লাস দেখায়, যা OMEdit সেশনে লোড করা হয়েছে। |
03:45 | freeFall আইকনে ডান ক্লিক করুন এবং View Class চয়ন করুন। |
03:52 | ক্লাস এখন Diagram ভিউতে খুলেছে। |
03:56 | ক্লাস Diagram view তে না খুললে চিন্তা করবেন না। |
04:00 | আমি আপনাকে বিভিন্ন ভিউতে সুইচ করা দেখাবো। |
04:04 | Modeling area এর উপরে যান। |
04:07 | লক্ষ্য করুন, দ্বিতীয় বোতাম Diagram view এর জন্য। |
04:10 | তৃতীয় বোতাম হল Text View. |
04:13 | Text View তে স্যুইচ করতে এতে ক্লিক করুন। |
04:17 | ক্লাস এখন Text view তে খোলে। |
04:20 | লক্ষ্য করুন প্রথম বোতাম Icon View এর জন্য। |
04:24 | আমরা পরে Icon view এবং Diagram view সম্পর্কে আরো শিখব। |
04:29 | আপনি freeFall নামে নতুন ক্লাসও বানাতে পারি এবং প্রয়োজনীয় তথ্য লিখতে পারি। |
04:36 | নতুন ক্লাস বানাতে, File মেনুতে যান। |
04:40 | New Modelica Class চয়ন করুন। |
04:43 | যেমনকি দেখাচ্ছে একটি ডায়লগ বাক্স পপ আপ হয়। |
04:46 | এই ডায়ালগ বাক্সে Name ফীল্ডে, freeFall লিখুন। |
04:51 | আমি অন্য নাম freeFall ব্যবহার করছি কারণ freeFall ক্লাস ইতিমধ্যে OMEdit খোলা রয়েছে। |
04:58 | লক্ষ্য করুন দুটি ক্লাসের একই নাম হতে পারে না। |
05:03 | Specialization ড্রপ ডাউন মেনুতে ক্লিক করুন। Class চয়ন করুন। Ok তে ক্লিক করুন। |
05:10 | একটি নতুন ক্লাস তৈরী হয়েছে। |
05:13 | আপনি একটি নতুন ক্লাস খুলতে New Modelica class নামে টুলও ব্যবহার করতে পারেন। |
05:20 | আমি annotation section মুছে ফেলি। |
05:23 | এখন, আপনি এখানে প্রয়োজনীয় তথ্য লিখতে পারেন এবং এই ক্লাসটি সংরক্ষণ করুন। |
05:29 | ক্লাসটি সংরক্ষণ করতে, Menu bar এ File মেনুতে যান এবং Save এ ক্লিক করুন। |
05:36 | এই ফাইলের জন্য উপযুক্ত স্থান চয়ন করুন এবং এটি সংরক্ষণ করুন। |
05:41 | এখন, freeFall ক্লাস দ্বারা Modelica এর সিনট্যাক্স বুঝি। |
05:47 | freeFall ক্লাসে যান। |
05:49 | Modelling area এর শীর্ষে যান। freeFall ট্যাবে ক্লিক করুন। |
05:54 | Modelica তে প্রোগ্রাম ক্লাসের আকারে সাজানো হয়। |
05:58 | Class এর প্রথম লাইন তার নাম সংজ্ঞায়িত করে। |
06:02 | এই ক্লাসের নাম হল freeFall. |
06:05 | ক্লাস কোথায় শেষ হয় তা দেখতে সকল ক্লাসের একটি end statement থাকতে হবে। |
06:11 | এই ক্লাসে variable declarations এবং equations রয়েছে। |
06:15 | আমি আপনাকে variables ঘোষিত করা দেখাই। |
06:18 | Real, data-type প্রদর্শন করে। |
06:21 | h পৃথিবীর পৃষ্ঠ থেকে বলের উচ্চতা প্রদর্শন করে। |
06:25 | start হল Real variable এর একটি বৈশিষ্ট্য। |
06:29 | প্রতিটি data-type এর নির্দিষ্ট বৈশিষ্ট্যাবলী রয়েছে, যা variables এর সম্পর্কিত দরকারী তথ্য উল্লেখ করে। |
06:36 | start অ্যাট্রিবিউটটি variable এর প্রাথমিক ভ্যালু নির্দিষ্ট করে। |
06:41 | h এর প্রাথমিক ভ্যালু হল 30 ইউনিট। |
06:45 | unit attribute, variable এর ইউনিট নির্দিষ্ট করে। |
06:49 | h এর ইউনিট হল মিটার। |
06:52 | প্রতিটি variable declaration সেমিকোলন দ্বারা শেষ হওয়া উচিত। |
06:57 | v বলের বেগ বোঝায়। এটি Real data-type এর। |
07:02 | v এর প্রাথমিক ভ্যালু শূন্য। এর ইউনিট হল meter per second. |
07:09 | g, acceleration due to gravity বোঝায়। এটি Real data-type এবং এর ইউনিট meter per second square. |
07:18 | parameter এমন একটি মাত্রা যা সিমুলেশন রানে ধ্রুবক থাকে। |
07:24 | g এর ভ্যালু 9.81 এর সাথে সিমুলেশনের সময় ধ্রুবক থাকে। |
07:32 | নেগেটিভ চিহ্ন ব্যবহৃত সাইন কনভার্শনের জন্য হয়। |
07:36 | ডাবল উদ্ধৃতিতে টেক্সট, g এর ঘোষণার সাথে লিখিত একটি comment. |
07:42 | Comments প্রোগ্রাম সম্পর্কে দরকারী তথ্য প্রদান করে। তা ডকুমেন্টেশনের জন্যও দরকারী। |
07:49 | এখন, স্লাইডে ফিরে যাই। |
07:52 | parameter একটি মাত্রা যা সিমুলেশনের সময় ধ্রুবক থাকে। |
07:57 | Real, Integer, Boolean এবং String data-types, Modelica তে সমর্থিত। |
08:03 | start এবং unit attributes ইতিমধ্যেই সংজ্ঞায়িত করা হয়েছে। |
08:07 | min attribute, variable এর সর্বনিম্ন ভ্যালু নির্দিষ্ট করে। |
08:10 | একইভাবে, max attribute variable এর সর্বোচ্চ ভ্যালু নির্দিষ্ট করে। |
08:16 | OMEdit এ ফিরে যাই। |
08:19 | equation, class এর equation section এর শুরু নির্দেশ করে। |
08:25 | এটি comments প্রবিষ্ট করার একটি বৈকল্পিক উপায়। |
08:30 | freely falling বডির জন্য আমাদের ইতিমধ্যে আলোচিত দুটি equations of motion অন্তর্ভুক্ত করা হয়েছে। |
08:38 | der(), time derivative এর জন্য Modelica function. |
08:43 | তাই der(h), dh/dt বোঝায় |
08:48 | এবং der(v), dv/dt বোঝায়। |
08:52 | প্রতিটি equation সেমিকোলন দ্বারা শেষ হওয়া উচিত। |
08:57 | আমি আপনাকে এই ক্লাস সিমুলেট করা দেখাই। |
09:00 | টুলবার থেকে simulate বোতামে ক্লিক করুন। |
09:04 | পপ আপ উইন্ডো বন্ধ করুন। |
09:07 | এই উইন্ডো Plotting perspective হিসাবে পরিচিত। |
09:11 | ক্লাসের সফল সিমুলেশনে, Plotting perspective স্বয়ংক্রিয়ভাবে খোলে। |
09:17 | Variables browser ক্লাসের variables এবং parameters সম্পর্কিত তথ্য প্রদর্শন করে। |
09:24 | লক্ষ্য করুন যে Unit এবং Description নামে কলাম রয়েছে। |
09:29 | Unit কলাম, variables এর units নির্দিষ্ট করে যেমনকি Unit বৈশিষ্ট্য দ্বারা পরিভাষিত করা হয়েছে। |
09:37 | Description কলাম, variable declarations এর সাথে ডাবল উদ্ধৃতিতে লেখা কমেন্ট প্রদর্শন করে। |
09:45 | আমি আপনাকে plot বানানো দেখাই। h চয়ন করুন। |
09:51 | এটি y-axis এ h এবং x-axis এ time সহ h ভিত্তিক time এর প্লট বানায়। |
10:01 | ডিফল্টরূপে, সিমুলেশন 0 থেকে 1 ইউনিট পর্যন্ত সঞ্চালিত হয়। |
10:07 | Time এর ইউনিট অন্য ভ্যারিয়েবলের জন্য ব্যবহৃত units সিস্টেম ভিত্তিক। |
10:13 | আমি h অচয়নিত করি। |
10:17 | প্রয়োজনীয় প্লট তৈরীর পর ফলাফলগুলি মুছে ফেলা সর্বদা একটি ভাল অভ্যাস। |
10:25 | ফলাফল মুছে ফেলতে, freeFall এ ডান ক্লিক করুন এবং Delete result চয়ন করুন। |
10:33 | ফলাফল মুছে গেছে। |
10:36 | Modeling perspective এ ফিরে যাই। |
10:39 | নীচের ডানদিকে Modeling বোতামে ক্লিক করুন। |
10:43 | Modelica তে, class এর ব্যবহার model এর সাথে সমর্থিত করা হয়। |
10:48 | একই প্রভাব নির্মাণ করতে, এখানে class এর বদলে model ব্যবহার করতে পারেন। |
10:54 | এখন, আমি দেখাই যে সিমুলেশনের জন্য time interval কিভাবে বদলায়। |
11:01 | টুলবারে অবস্থিত Simulation Setup বোতামে ক্লিক করুন। |
11:06 | General ট্যাবে, Stop time ফীল্ডে যান। এটি 5 ইউনিটে বদলান। |
11:14 | Simulate এ ক্লিক করুন। প্রদর্শিত পপ আপ উইন্ডো বন্ধ করুন। |
11:21 | Variables browser এ আবার h চয়ন করি। |
11:26 | এটি h v/s time প্লট বানায়। |
11:29 | লক্ষ্য করুন সময়ের ব্যবধান 5 ইউনিটে বেড়ে গেছে। |
11:33 | কিন্তু, h এর ভ্যালু শূন্যের নীচে চলে গেছে, যা অগ্রহণযোগ্য। |
11:40 | আমরা আসন্ন টিউটোরিয়ালে এই সমস্যাটি সমাধান করা শিখব। |
11:45 | আমি freeFall এ ডান ক্লিক করে এই ফলাফল মুছে ফেলি এবং Delete result চয়ন করি। |
11:53 | নীচে ডানদিকে Modeling perspective এ ক্লিক করে Modeling perspective এ ফিরে যান। |
11:59 | এটি নিশ্চিত করা প্রয়োজন যে সমীকরণ সংখ্যা ভ্যারিয়েবল সংখ্যার সমান কিনা। |
12:07 | এই ক্লাসে দুটি ভ্যারিয়েবল এবং দুটি সমীকরণ রয়েছে। |
12:11 | এখন, প্রথমে equation মুছে ফেলুন এবং কি ঘটে তা দেখতে ক্লাসটি সিমুলেট করি। |
12:18 | আমি প্রথমে equation মুছে ফেলেছি। |
12:21 | লক্ষ্য করুন freeFall ট্যাবে ক্লাসের নামের পাশে স্টার দেখায়। |
12:28 | এটি ক্লাসে অসংরক্ষিত পরিবর্তন দেখায়। |
12:31 | তাই পরিবর্তন করার পর ক্লাস সংরক্ষণ করা একটি ভাল অভ্যাস। |
12:38 | ক্লাসটি সংরক্ষণ করতে, File menu তে যান এবং Save এ ক্লিক করুন। |
12:44 | আপনি টুলবার থেকেও Save বোতাম ব্যবহার করতে পারেন, যা ফাইল সংরক্ষণ করতে কার্সারটি ইঙ্গিত করে। |
12:53 | এখন, Simulate বোতামে ক্লিক করে এই ক্লাসটি সিমুলেট করি। |
12:59 | লক্ষ্য করুন একটি এরর ম্যাসেজ Messages browser এ পপ আপ হয়। |
13:04 | এটি বলছে, এখানে খুব কম equations রয়েছে এবং মডেলে 1 equation এবং 2 variables রয়েছে। তাই এটি সিমুলেট হয়নি। |
13:14 | আমি equation তার জায়গায় সন্নিবেশ করি এবং টুলবারে Save বোতামে ক্লিক করি। |
13:24 | এই ক্লাসটি সিমুলেট করতে Simulate বোতামে ক্লিক করুন। |
13:29 | লক্ষ্য করুন ক্লাস সফলভাবে সিমুলেট হয়েছে কারণ equations এর সংখ্যা variables এর সংখ্যার সমান। |
13:37 | পপ-আপ উইন্ডো বন্ধ করুন। |
13:40 | স্লাইডে ফিরে যাই। |
13:43 | der(), time derivative এর জন্য Modelica ফাংশন। |
13:48 | এখানে equations জন্য কোনো ডেটা ফ্লো দিক নেই। |
13:52 | উদাহরণস্বরূপ, der(h) = v কে v = der(h) হিসাবে লেখা যেতে পারে। |
14:00 | Initial equations section এর ব্যবহার প্রাথমিক কন্ডিশন প্রবিষ্ট করতে করা হয়। |
14:05 | আমরা Initial equation সম্পর্কে পরে আরো বিস্তারে শিখব। |
14:10 | অনুশীলনী হিসাবে, differential equation dx/dt = -a into x সিমুলেট করতে একটি মডেল লিখুন যেখানে a = 1, x R এর সম্পর্কিত এবং টাইম t=0 তে x এর ভ্যালু হল 5. |
14:28 | এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। |
14:31 | নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিও দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে দেখায়। |
14:37 | আমরা কর্মশালার আয়োজন করি এবং প্রশংসাপত্র দেই। অধিক জানতে আমাদের লিখুন। |
14:43 | Spoken Tutorial প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। |
14:49 | আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। |
14:53 | অংশগ্রহনের জন্যে ধন্যবাদ। অংশগ্রহনের জন্যে ধন্যবাদ। |