Difference between revisions of "OpenFOAM/C3/Creating-and-Meshing-aerofoil-in-Gmsh/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with " {| Border=1 | '''Time''' | '''Narration''' |- |00:01 | Creating and Meshing aerofoil in Gmsh এর টিউটোরিয়ালে আপনাদের স্বা...")
 
 
Line 34: Line 34:
 
|-
 
|-
 
| 00:45
 
| 00:45
| Aerofoils হল streamline আকারের পাখা, যার ব্যবহার উড়োজাহাজ এবং টার্বো যন্ত্রপাতিতে করা হয়।
+
| Aerofoil হল streamline আকারের পাখা, যার ব্যবহার উড়োজাহাজ এবং টার্বো যন্ত্রপাতিতে করা হয়।
  
 
|-
 
|-
Line 81: Line 81:
 
|-
 
|-
 
|02:01
 
|02:01
| এখন পাইথন স্ক্রিপ্ট খুলুন।
+
| এখন পাইথন স্ক্রিপ্ট লিখুন।
  
 
|-
 
|-
Line 97: Line 97:
 
|-
 
|-
 
| 02:31
 
| 02:31
| এখন ls লিখুন। আমরা দেখি যে naca5012xyz.dat নামে একটি নতুন ফাইল তৈরী হয়েছে।
+
| এখন ls লিখুন। আমরা দেখি যে naca5012xyz.dat.geo নামে একটি নতুন ফাইল তৈরী হয়েছে।
  
 
|-
 
|-
Line 149: Line 149:
 
|-
 
|-
 
| 03:53
 
| 03:53
| এখন spline এর উপরে লিখুন, Point open close bracket 1046 space = open close curly bracket space 1.005 comma space -0.0005 comma space 0.00000 comma space nac_lc, এটি সেমিকোলন দিয়ে বন্ধ করুন।
+
| এখন spline এর উপরে লিখুন, Point প্রথম বন্ধনীতে 1046 স্পেস = কোঁকড়া বন্ধনীতে স্পেস 1.005 কমা স্পেস -0.0005 কমা স্পেস 0.00000 কমা স্পেস nac_lc, এটি সেমিকোলন দিয়ে বন্ধ করুন।
  
 
|-
 
|-
 
|04:26
 
|04:26
| spline কে Spline(1000) = curly braces open 1000 colon 1046 comma 1000 close the curly bracket semicolon দ্বারা সংশোধিত করুন।
+
| spline কে Spline(1000) = কোঁকড়া বন্ধনীতে 1000 colon 1046 কমা 1000 কোঁকড়া বন্ধনী বন্ধ, semicolon দ্বারা সংশোধিত করুন।
  
 
|-
 
|-
Line 304: Line 304:
 
|-
 
|-
 
|08:37
 
|08:37
|এখানে আমরা শিখেছি: Gmsh aerofoil বানানো এবং Gmsh এ meshing করা।
+
|এখানে শিখেছি: Gmsh ব্যবহার করে aerofoil বানানো এবং নির্মিত aerofoil কে mesh করা।
  
 
|-
 
|-

Latest revision as of 15:51, 2 November 2017

Time Narration
00:01 Creating and Meshing aerofoil in Gmsh এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:08 এখানে আমরা শিখব Gmsh ব্যবহার করে aerofoil বানানো।
00:14 এবং নির্মিত aerofoil কে mesh করা।
00:17 পূর্বআবশ্যকতা হিসাবে, ইউসারের aerofoil এবং Gmsh এর জ্ঞান থাকতে হবে।
00:23 না হলে Gmsh এর জন্য, স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে Installing and running Gmsh টিউটোরিয়ালটি দেখুন।
00:31 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি: উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম সংস্করণ 14.04 এবং Gmsh সংস্করণ 2.8.3
00:42 আমি আপনাকে aerofoil সম্পর্কে বলি।
00:45 Aerofoil হল streamline আকারের পাখা, যার ব্যবহার উড়োজাহাজ এবং টার্বো যন্ত্রপাতিতে করা হয়।
00:53 এই আকার এইরকম যে drag force, lift এর খুব ছোট অংশ।
00:59 এটি একটি aerofoil এর ছবি।
01:03 aerofoil এর জন্য পূর্বনির্ধারিত স্থানাঙ্ক .dat এক্সটেনশন সহ সাধারণ টেক্সট ফাইলে উপলব্ধ।
01:11 আমি এই url থেকে .dat ফাইল এবং পাইথন স্ক্রিপ্ট ডাউনলোড করব।
01:19 আমি ওয়েবসাইট খুলি।
01:22 .dat ফাইল এবং পাইথন স্ক্রিপ্ট ডাউনলোড করুন এবং ডাউনলোডস ফোল্ডারে যান।
01:31 Downloads ফোল্ডার থেকে ডেস্কটপে এই ফাইলগুলি কপি এবং পেস্ট করুন।
01:37 .dat ফাইলটি খুলুন।
01:40 এই ফাইলে প্রতিটি পয়েন্টের জন্য গণিত X এবং Y স্থানাঙ্ক রয়েছে যা aerofoil নির্ধারণ করে। Z স্থানাঙ্ক 0 রাখা হয়েছে।
01:51 আমাদের X, Y এবং Z স্থানাঙ্ক Gmsh গ্রহণযোগ্য ফরম্যাটে প্রয়োজন।
01:56 এটি ম্যানুয়ালী করা যায় কিন্তু এটি সময় নেয়।
02:01 এখন পাইথন স্ক্রিপ্ট লিখুন।
02:04 এই পাইথন স্ক্রিপ্ট ডেটাকে .dat ফাইলে বদলাবে এবং একটি পৃথক ফাইলে আউটপুট দেবে যা Gmsh দ্বারা পরিভাষিত।
02:14 এখন টার্মিনাল উইন্ডো খুলুন। লিখুন: cd space Desktop.
02:21 এখন লিখুন: python space dat2gmsh.py space, dat ফাইলের নাম এবং Enter টিপুন।
02:31 এখন ls লিখুন। আমরা দেখি যে naca5012xyz.dat.geo নামে একটি নতুন ফাইল তৈরী হয়েছে।
02:43 geo ফাইলটি খুলুন।
02:46 এতে Gmsh ফরম্যাটে স্থানাঙ্ক রয়েছে।
02:50 এখানে, nac_lc একটি বিশিষ্ট দৈর্ঘ্য যা 0.005 রূপে প্রথম লাইনে নির্ধারণ করা হয়।
02:59 আমি এটি 0.5 এ বদলাবো।
03:03 এর কারণ হল আমাদের coarser mesh প্রয়োজন।
03:07 আপনি এই ভ্যালু mesh এর প্রয়োজনীয়তা অনুযায়ী বদলাতে পারেন। এখন এই ফাইলটি সংরক্ষণ করুন।
03:15 টার্মিনাল উইন্ডোতে লিখুন: gmsh স্পেস, geo ফাইলের নাম এবং এন্টার টিপুন।
03:25 এটি aerofoil সহ gmsh খুলবে।
03:29 এখন, aerofoil এর tail end এ স্ক্রোলিং করে এটি জুম করুন।
03:35 আপনি দেখবেন যে aerofoil এ open trailing edge রয়েছে।
03:40 gmsh বন্ধ করুন। এখন geo ফাইলে ফিরে যান। নীচে স্ক্রোল করুন।
03:48 আমরা অন্তিম বিন্দু যোগ করে এতে অন্তর্ভুক্ত করব।
03:53 এখন spline এর উপরে লিখুন, Point প্রথম বন্ধনীতে 1046 স্পেস = কোঁকড়া বন্ধনীতে স্পেস 1.005 কমা স্পেস -0.0005 কমা স্পেস 0.00000 কমা স্পেস nac_lc, এটি সেমিকোলন দিয়ে বন্ধ করুন।
04:26 spline কে Spline(1000) = কোঁকড়া বন্ধনীতে 1000 colon 1046 কমা 1000 কোঁকড়া বন্ধনী বন্ধ, semicolon দ্বারা সংশোধিত করুন।
04:44 geo ফাইলটি সংরক্ষণ করুন।
04:47 এখন, সংশোধিত ফাইলটি Gmsh এ খুলুন। আমরা দেখি যে edge জুড়ে গেছে।
04:56 এখন আমরা পয়েন্ট দ্বারা aerofoil এর চারিদিকে বাউন্ডারী বানাবো।
05:02 এই স্থানাঙ্ককে 4, 3, 0 লিখুন এবং prescribed mesh element size কে 0.5 এ বদলান। এন্টার টিপুন।
05:17 একইভাবে, অন্যান্য পয়েন্ট যোগ করুন।

4-3 0 -4 -3 0 -4 3 0

05:29 এখন, একটি সরলরেখা দ্বারা পয়েন্টগুলি যোগ করুন।
05:44 এখন Plane surface এ ক্লিক করুন এবং সার্ফেস বাউন্ডারী চয়ন করুন।
05:52 জুম করুন এবং aerofoil কে hole boundary নির্বাচন করুন।
05:58 চয়ন সমাপ্ত করতে e টিপুন। আমরা এখানে আমাদের সার্ফেস দেখি।
06:04 এখন, সার্ফেস 3D বানাতে বাইরে বেরোতে হবে. Translate >> Extrude Surface এ যান।
06:14 একটি নতুন উইন্ডো দেখাবে যা অনুবাদের জন্য স্থানাঙ্ক জিজ্ঞাসা করবে।
06:19 আমরা Z এর দিক দিয়ে সার্ফেস বাইরে বের করতে চাই, তাই Z ডাইরেশনের জন্য স্থানাঙ্ক হিসাবে 1 লিখুন এবং সার্ফেস বাউন্ডারীতে ক্লিক করুন।
06:30 চয়ন সমাপ্ত করতে e টিপুন।
06:33 geometry মুভ করতে মাউসের বাম বোতাম ব্যবহার করুন।
06:37 আপনি দেখেন যে geometry নিষ্কাশিত করা হয়েছে।
06:42 এটি বন্ধ করুন। gmsh উইন্ডো বন্ধ করুন।
06:45 geo ফাইলটি খুলুন।
06:48 নীচে স্ক্রোল করুন এবং Extrude এ যান।
06:52 Extrude এ, এই লাইন যোগ করুন:

Layers{1}; এন্টার টিপুন। Recombine; এই ফাইলটি সংরক্ষণ করুন।

07:09 এটি নিশ্চিত করে যে mesh এক এলিমেন্ট পুরু।
07:14 এখন, টার্মিনাল উইন্ডোতে, geo ফাইলটি খুলুন।
07:19 এখন আমাদের geometry রয়েছে, আমরা meshing করব।
07:23 Gmsh স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত geometry এর Gmsh বানাবে।
07:28 Mesh এ যান।
07:30 1D mesh, 2D mesh এবং 3D mesh এ ক্লিক করুন।
07:36 mesh নির্মিত হয়েছে।
07:39 আপনি দেখেন যে mesh, aerofoil এর কাছে সরু রয়েছে এবং বাউন্ডারীর কাছে এগোনোর সাথে এটি পুরু হয়।
07:48 আমরা mesh মেনুতে Refine by Splitting প্যারামিটারে ক্লিক করে mesh সংশোধনও করতে পারি।
07:56 এখন, কাজটি সংরক্ষণ করি।
07:59 File মেনুতে যান এবং Save as এ ক্লিক করুন।
08:05 একটি নতুন উইন্ডো দেখাবে। ড্রপ ডাউনে, mesh ফরম্যাট বদলান।
08:11 ফাইলকে aerofoil.msh নাম দিন।
08:17 উল্লেখ্য যে এখানে msh হল mesh ফাইল ধরণের জন্য।
08:22 OK তে ক্লিক করুন, আবার OK তে ক্লিক করুন।
08:26 এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে এসেছি।
08:29 অনুশীলনী হিসাবে, ভিন্ন aerofoil আকারের জন্য ভিন্ন dat ফাইল দ্বারা অন্য aerofoil বানান।
08:37 এখানে শিখেছি: Gmsh ব্যবহার করে aerofoil বানানো এবং নির্মিত aerofoil কে mesh করা।
08:45 ভিডিওটি নিম্ন URL এ উপলব্ধ:

http: //spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial. এটি প্রকল্পকে সারসংক্ষেপে দেখায়।

08:52 ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
08:56 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে।
09:00 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
09:03 অধিক জানতে contact@spoken-tutorial.org তে লিখুন।
09:06 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ।
09:09 এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।
09:15 এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, http://spoken-tutorial.org/NMEICT-Intro.
09:19 আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্যে ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, Satarupadutta