Difference between revisions of "What-is-Spoken-Tutorial/C2/What-is-Spoken-Tutorial-2min/Bengali"
From Script | Spoken-Tutorial
(Created page with " {| border = 1 |'''Time''' |'''Narration''' |- |00:00 |স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পের এই দুই মিনিটে...") |
|||
Line 107: | Line 107: | ||
|- | |- | ||
|02:28 | |02:28 | ||
− | | | + | |ধন্যবাদ। |
Latest revision as of 12:38, 18 September 2017
Time | Narration |
00:00 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পের এই দুই মিনিটের সংক্ষিপ্ত বিবরণে আপনাদের স্বাগত। |
00:06 | স্পোকেন টিউটোরিয়াল রনিং কমেন্ট্রি সহ একটি স্ক্রিন কাস্ট। |
00:10 | নিজে শেখার জন্য নির্মিত সেশনের রেকর্ডিং রয়েছে। |
00:13 | আমরা FOSS প্রচার করি যা ডিজিটাল ডিভাইড মেটাতে উপযোগী, বিনামূল্যে ডাউনলোড করা যায়। |
00:19 | আমাদের ওয়েবসাইটে যাই। এখানে spoken tutorial.org রয়েছে। |
00:26 | এখানে একটি স্যাম্পল স্পোকেন টিউটোরিয়াল রয়েছে। |
00:29 | Recording File |
00:34 | এখন স্পোকেন টিউটোরিয়াল বানাতে প্রযুক্ত প্রক্রিয়া ব্যাখ্যা করছি। |
00:38 | আমরা এখানে প্রদর্শনের মত আউটলাইন শুরু করি। |
00:41 | আমরা প্রতিটি টিউটোরিয়ালের স্ক্রিপ্ট এইরকম লিখি। |
00:45 | তারপর আমরা স্ক্রিপ্ট রেকর্ড করি। |
00:47 | আমরা ইতিমধ্যে রেকর্ডিং দেখেছি। তারপর আমরা স্ক্রিপ্ট অনুবাদ করি। |
00:51 | তারপর এটি ডাব করি। |
00:53 | Recording files |
00:59 | এটি টিউটোরিয়াল হিন্দিতে ছিল। |
01:03 | আমরা এখানে ফিরে আসব। |
01:06 | এখানে স্পোকেন টিউটোরিয়ালের স্থাপত্য রয়েছে। |
01:10 | আমরা স্পোকেন টিউটোরিয়াল দ্বারা কর্মশালা পরিচালন করি, ডোমেন বিশেষজ্ঞদের প্রয়োজন নেই। |
01:15 | কর্মশালার অবধি 2 ঘন্টার হয়। |
01:18 | শিক্ষার্থীরা তাদের নিজস্ব গতিতে শেখে। |
01:21 | তারা পছন্দের ভাষায় শিখতে পারে। |
01:23 | তারা সকলে একই স্তরে পৌঁছতে পারে। |
01:26 | আমাদের কর্মশালাগুলি খুব কার্যকর মনে হয়েছে। |
01:30 | এই কর্মশালাগুলি খুব জনপ্রিয় হয়ে উঠছে। |
01:33 | বর্তমানে আমরা এক মাসে 200 টি কর্মশালা পরিচালনা করি। |
01:36 | উত্তর, পশ্চিম, পূর্ব এবং দক্ষিণে নিশ্চিতরূপে কর্মশালার সংখ্যা। |
01:42 | এখানে আমাদের ওয়েবসাইটে কোয়ার্টার ভিত্তিক দেখানো গ্রাফ রয়েছে। |
01:48 | এখানে ফিরে আসি। আমরা ডিজিটাল ডিভাইড টিউটোরিয়াল দিয়ে শুরু করছি। |
01:53 | এখানে একটি উদাহরণ রয়েছে। Recording file |
02:00 | এখানে ফার্স্ট এড এর স্যাম্পল টিউটোরিয়াল রয়েছে। |
02:04 | Recording file |
02:16 | এই টিউটোরিয়াল অধিকাংশ ভারতীয়দের জন্য অত্যন্ত উপযোগী হবে। |
02:20 | এই টিউটোরিয়াল এই প্রকল্পকে আরো বিস্তারে বোঝায়। |
02:25 | কিছু প্রকাশনা রয়েছে। আমাদের পুঁজি কে দেয়? |
02:28 | ধন্যবাদ। |