Difference between revisions of "GIMP/C2/Adjusting-Colours-Using-Layers/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border = 1 |'''Time''' |'''Narration''' |- | 00:22 | Meet the Gimp এ আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালটি উত...")
 
Line 212: Line 212:
 
|-
 
|-
 
| 07:13
 
| 07:13
|আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।
+
|আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।

Revision as of 10:30, 8 December 2015

Time Narration
00:22 Meet the Gimp এ আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালটি উত্তর জার্মানির ব্রেমেনে রল্ফ স্টাইনর্ট দ্বারা নির্মিত হয়েছে।
00:29 আগের সংস্করণে, আমি এই ইমেজ এডিটিং এর পর এখানে পেয়েছি।
00:33 আজ আমার মনে হয় আমাকে রঙ সেট করতে কিছু করা উচিত।
00:39 কারণ এই ইমেজ খুবই সবুজ।
00:41 এখানে রঙ সমন্বয়ের অনেক উপায় রয়েছে এবং তার মধ্যে একটি হল curve tool.
00:47 আমি টুল বাক্সে curves tool এ টিপি এবং তারপর আমি সবুজ চ্যানেল চয়ন করি এবং কার্ভ নীচে টানি।
00:55 খন আপনি দেখতে পারেন যে ইমেজে চ্যানেলের রঙ এবং কুয়াশা বাস্তব কুয়াশার মত দেখায়।
01:02 এখন, আমার curve এইভাবে সমন্বয় করা উচিত যাতে আমি এমন ছবি পাই যা ধুসর রঙের হয় এবং সবুজ বা ম্যাজেন্টা নয়।
01:13 আমি curves টুল ব্যবহার করতে চাই না কারণ এটি ইমেজের বর্ণণের ক্ষতি করে এবং আমি পরে ক্ষতি সংশোধন করতে পারি না।
01:23 আমি আনডু টুল ব্যবহার করতে পারি কিন্তু আমাকে তারপর সকল পদক্ষেপ আবার করতে হবে।
01:28 তাই আমি এমন কিছু করতে চাই যাতে ইমেজের কোনো ক্ষতি না হয় এবং আমি পরে তা সমন্বয় করতে পারি।
01:34 এটি এমন একটি উপায় যা লেয়ারের সাথে একটি সাধারণ ফিল্টার ব্যবহার করে।
01:39 এইজন্য আমি এখানে লেয়ার ডায়ালগ খুলেছি।
01:43 আপনি এখানে ব্যাকগ্রাউন্ড দেখবেন, যা আমাদের মূল ইমেজ।
01:47 আমি শুধু একটি নতুন লেয়ার যোগ করি এবং আমি Layer Fill Type এ white চয়ন করি এবং এটিকে color correction green নাম দেই।
01:59 এখন আমার ইমেজ সম্পূর্ণরূপে সাদা কিন্তু আমি লেয়ার মোড বদলাতে পারি।
02:05 লেয়ার মোড একটি অ্যালগরিদম, যা দুটি স্তর অর্থাৎ মূল ব্যাকগ্রাউন্ড লেয়ার এবং নতুন নির্মিত লেয়ার জোড়ে।
02:16 সুতরাং আমি এখানে একাধিক মোড চয়ন করি।
02:22 আপনি মূল ইমেজ আবার ফিরে পান যেমন এটি আগে ছিল।
02:27 মাল্টিপ্লাই মোড, ব্যাকগ্রাউন্ডের পিক্সেল ফরগ্রাউন্ডের পিক্সেল দ্বারা গুন করে এবং ফলাফল 255 দ্বারা ভাগ করে।
02:37 একটি সাদা ছবিতে মোট রঙের চ্যানেল 255 হয়; তাই 255 দ্বারা গুন করলে এবং 255 দ্বারা ভাগ করলে প্রারম্ভিক বিন্দু অর্থাৎ ব্যাকগ্রাউন্ড পাই।
02:52 কিন্তু নতুন লেয়ার থেকে একটি চ্যানেল কম করে দিলে এটি ব্যাকগ্রাউন্ডেও কম হয়ে যাবে কারণ 200 দ্বারা গুন করলে এবং 255 দ্বারা ভাগ করলে কম ফলাফল পাই।
03:06 এখন এমন একটি রঙ চয়ন করতে চাই যাতে সবুজ চ্যানেলের কমতি রয়েছে।
03:12 এখানে ফোরগ্রাউন্ড রঙ রূপে কালো রং রয়েছে যা ব্যাকগ্রাউন্ডের রঙে বদলাই এবং ফোরগ্রাউন্ড রঙ হিসাবে সাদা রঙ রয়েছে এবং আপনি দেখেন যে লাল, সবুজ এবং নীল রঙ সকল রঙ চ্যানেলের মান একই অর্থাৎ 255.
03:31 যাইহোক এখানে স্লাইডারে রঙ দ্বারা বিভ্রান্ত হবেন না।
03:36 এটি নীল নয়, এটি হলুদ কিন্তু আমি একটি নির্দিষ্ট বিন্দু পর্যন্ত নীচে স্লাইড করি, আপনি দেখেন যে সকল স্লাইডার স্বয়ংক্রিয়ভাবে বদলায়।
03:50 আমি এখানে সবুজ রঙের স্লাইডার চয়ন করি এবং স্লাইডার কিছুটা অর্থাৎ 211 পর্যন্ত টানি।
03:59 আমি সেই রং নেই যা আমি ইমেজে ফোরগ্রাউন্ড রঙ হিসাবে পেয়েছি এবং আমি ফলাফল পাই যা ম্যাজেন্টার জন্য একটি উপায়।
04:10 কিন্তু আমি opacity স্লাইডারের সাহায্যে সবুজ রঙের তীব্রতা সমযোজিত করতে পারি।
04:19 আমি শুন্যে ফিরে আসলে পুরোনো ইমেজ পাই এবং আমি স্লাইডার উপরে বাড়ালে ইমেজে সবুজ চ্যানেল কম করতে পারি এবং ইমেজকে ম্যাজেন্টা হওয়া থেকেও বাচাতে পারি।
04:35 আমার মনে হয় এটি বেশ ভালো দেখাচ্ছে।
04:38 লেয়ার টুল ব্যবহার করে আমি যা করতে চাই ঐ পরিবর্তন করতে পারি এবং এছাড়া একের অধিক লেয়ার এর উপর স্থিত হলে হালকা সমযোজনও করতে পারি এবং আন্ডারলাইন ছবিতে কিছু পরিবর্তন করে দিলেও পরিবর্তন বজায় থাকবে।
04:55 এই লেয়ারে এখনো পরিবর্তন করা বাকি আছে কারণ এটি ধুসর রঙের দেখায় এবং আমি একটু নীল রঙ মেলাতে চাই।
05:03 আবার একই পদ্ধতি অনুসরণ করে একটি নতুন লেয়ার তৈরী করি এবং একে color correction blue নাম দেই।
05:11 এখন আমি একটু নীল রঙ মেলাতে চাই।
05:15 ইমেজে নীল রঙ মেলাতে স্ক্রীন মোড ব্যবহার করি যা মাল্টিপ্লাই মোডের তুলনায় একটু অধিক জটিল।
05:24 স্ক্রীন মোডে রঙ প্রথমে ইনভার্ট করা হয় এবং তারপর মাল্টিপ্লাই এবং ডিভাইড করা হয় এবং এটি বেশ জটিল।
05:33 এখন ফোরগ্রাউন্ড রঙ কালো রঙে বদলাতে পারি এবং সোজা সেই রঙ মেলাতে পারি যা মেলাতে চাই এবং আমি একটু নীল রঙ মেলাতে চাই।
05:43 তাই নীল স্লাইডার একটু নীচে নিয়ে আসি
05:47 এবং ইমেজে রঙ টেনে আনি।
05:51 এটিকে এখানে নীল ধরা হয় যা এখনো কালো রঙের দেখায় কিন্তু এটি খুবই গাঢ় নীল।
05:59 এখানে ইমেজ দেখুন এবং যখন আমি এটি সুইচ অফ করি আপনি পরিবর্তন দেখতে পারেন।
06:04 ইমেজ স্পষ্টরূপে নীলাভ।
06:08 আমি দুটি নতুন লেয়ার সুইচ অফ করতে পারি এবং তার দ্বারা আপনি আরম্ভ বিন্দু প্রাপ্ত করেন।
06:13 আমি প্রথম লেয়ারে টিপলে সবুজ রঙের লঘুকৃত চ্যানেল দেখি এবং দ্বিতীয় লেয়ারে টিপলে এতে একটু নীল রং পাই।
06:22 আমার মনে হয় এটি একটু অধিক নীল তাই আমি অপেসিটি হ্রাস করি।
06:27 আমার মনে হয় এটি ভালো দেখাচ্ছে।
06:30 আমি এটি পরে কখনো সমাযোজিত করতে পারি।
06:33 লেয়ার টুল খুব শক্তিশালী কারণ লেয়ারের উপর লেয়ার বানাতে পারেন এবং প্রতিটি লেয়ারে সেই পিক্সেল বদলাতে পারেন যা নীচের লেয়ার থেকে উপরে আসছে।
06:44 সংশোধন করার সম্ভাবনা সীমাহীন হয় এবং আপনি যখনই করতে চান এটি করতে পারেন।
06:51 সম্ভবত এখানে একটি ভালো রঙ পেতে অপেসিটি স্লাইডার একটু নীচে স্লাইড করতে পারেন এবং এই স্লাইডারের সাথে কাজ করতে পারেন যা এখানে রং বদলানোর জন্য সীমাহীন সম্ভাবনা প্রদান করে।
07:05 আমার মনে হয় যে আমাকে লেয়ার টুল একটি বিশেষ প্রদর্শনীতে সবিস্তারে করতে হবে কিন্তু আজকের জন্য এটি যথেষ্ঠ।
07:13 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta