Difference between revisions of "Digital-Divide/C2/How-to-use-FOSSEE-Netbook/Bengali"
From Script | Spoken-Tutorial
Line 166: | Line 166: | ||
|- | |- | ||
|4.03 | |4.03 | ||
− | | এখানে আমরা '''Start Menu''' পাই যা হল | + | | এখানে আমরা '''Start Menu''' পাই যা হল মেন মেনু। |
|- | |- | ||
|4.07 | |4.07 |
Latest revision as of 12:34, 3 October 2015
Time | Narration |
---|---|
0.01 | নমস্কার। IIT বোম্বে দ্বারা আরম্ভিত কম খরচে FOSSEE নেটবুক ব্যবহার করার টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
0.09 | এই টিউটোরিয়ালে আমরা নিম্ন সম্পর্কে শিখব: |
0.12 | FOSSEE নেটবুকের ডেস্কটপ। |
0.14 | কিছু প্রোগ্রাম যা এর সাথে আসে। |
0.17 | নতুন প্রকাশনের সাথে এর অপারেটিং সিস্টেম আপডেট করা। |
0.22 | আমরা এটিকে FOSSEE নেটবুক বলি কারণ |
0.26 | FOSSEE দল এর জন্য উপযুক্ত বিবরণী নির্ধারিত করেছে। |
0.30 | অপারেটিং সিস্টেম নির্ধারিত করেছে। |
0.32 | সফটওয়্যার ডিস্ট্রিবিউশন নিয়ে এসেছে। |
0.35 | এবং আপডেট ও প্রশিক্ষণ প্রদান করে। |
0.38 | অপারেটিং সিস্টেম উবুন্টু লিনাক্সের নতুন প্রকাশন দ্বারা বানানো হয়েছে। |
0.43 | FOSSEE নেটবুক IIT বোম্বে দ্বারা শুরু করা একটি কম খরচের ল্যাপটপ। |
0.49 | Basics Comtech Pvt. Ltd. এর বৈশিষ্ট নির্মান করেছে। |
0.55 | শিক্ষা এবং গবেষণার জন্য ডিজাইন করা হয়েছে। |
0.58 | এর দাম হল প্রায় 5,000 টাকা সাথে কাস্টম্স, ট্যাক্সেস ইত্যাদি। |
1.03 | টিউটোরিয়াল রেকর্ড করতে আমি ব্যবহার করছি:
FOSSEE Netbook |
1.08 | GNU/Linux অপারেটিং সিস্টেমের FOSSEE বিতরণ এবং |
1.12 | Kazam স্ক্রীন রেকর্ডিংসংস্করণ 1.4.5. |
1.17 | এখন FOSSEE নেটবুক একবার দেখি। |
1.20 | FOSSEE নেটবুক এরকম দেখায়। |
1.24 | এর ওজন মোটামুটি 700 গ্রাম। |
1.28 | এতে একটি 10 ইঞ্চির ডিসপ্লে এবং টাচ প্যাড রয়েছে। |
1.31 | এর আগে একটি ক্যামেরা এবং দুটি বিল্ট ইন স্পীকার্স রয়েছে। |
1.35 | এতে দুটি রেগুলার USB পোর্টস, একটি মিনি HDMI পোর্ট, একটি Lan পোর্ট রয়েছে। |
1.43 | এতে অডিও সাপোর্টের জন্য আলাদা আলাদা হেডফোন এবং mic জ্যাক রয়েছে। |
1.49 | এতে এটি SD card স্লট রয়েছে যা 32GB পর্যন্ত সাপোর্ট করতে পারে। |
1.56 | এতে একটি 5000 mAH এর ব্যাটারী রয়েছে। |
1.59 | প্রোগ্রাম ব্যবহারের উপর ভিত্তি করে এটি 4 থেকে 8 ঘন্টা ব্যাকআপ দেয়। |
2.04 | এতে 1GB RAM এবং 8GB ROM রয়েছে। |
2.07 | এতে wi-fi এবং bluetooth সাপোর্ট ও রয়েছে। |
2.11 | হার্ডওয়্যার স্পষ্টিকরণ সম্পর্কে অধিক জানতে দয়া করে http://netbook.fossee.in এ যান। |
2.19 | FOSSEE অপারেটিং সিস্টেমের রিকভারি / আপডেট / পুনরায় সংস্থাপনের জন্য নিম্নোক্ত কাজ করা উচিত। |
2.25 | netbook.fossee.in/recovery তে দেওয়া নির্দেশের সাথে sd কার্ড তৈরী করুন। |
2.33 | FOSSEE নেটবুকের পাওয়ার অন করুন। |
2.35 | sd কার্ড স্লটে লাগান এবং কিছুক্ষণ পাওয়ার কী টিপে থাকুন। |
2.41 | স্ক্রীনের একটি টেক্সট ম্যাসেজ Entering recovery mode... দেখানো উচিত। |
2.46 | পরবর্তী স্ক্রীনে দেখানো বিকল্প থেকে উচিত বিকল্পটি চয়ন করুন। |
2.51 | আপনি এখানে যা দেখেন তা FOSSEE OS এর সাথে FOSSEE নোটবুকের ডেস্কটপ। |
2.57 | ডিফল্টরূপে, আপনি ডেস্কটপে কিছু আইকন দেখবেন। |
3.01 | যে কোনো কম্পিউটারের মত, যে কোনো আইকনে দুইবার টিপলে সংশ্লিষ্ট এপ্লিকেশন খুলবে। |
3.09 | এখানে নীচে ডানদিকে Network connection আইকন রয়েছে। |
3.15 | এই সময় এটি বলে No network connection |
3.18 | এখন নেটবুকের সাথে জোড়া শিখি। |
3.21 | wi-fi সংযোগের জন্য, কেবল আইকনে টিপুন। |
3.25 | ইতিমধ্যে উপলব্ধ সংযোগের একটি তালিকা প্রদর্শিত হয়। |
3.30 | তাদের যে কোনো একটির সাথে জুড়তে পারেন, আপনাকে প্রদত্ত wi-fi নেটওয়ার্ক পাসওয়ার্ড জানতে হবে। |
3.35 | আমি আমার মেশিনে উপলব্ধ নেটওয়ার্ক থেকে একটি নির্বাচন করব। |
3.40 | তারপর পাসওয়ার্ড লিখুন এবং Connect বোতামে টিপুন। |
3.46 | System Tray তে Network আইকন দেখুন। |
3.50 | আইকন এখন বদলে গেছে। |
3.52 | এটি সেই নেটওয়ার্ক নির্দিষ্ট করে যার সাথে আমি এখন জুড়েছি। |
3.57 | এখন আমরা ডেস্কটপের নীচে বাম কোণে ধ্যান দেই। |
4.03 | এখানে আমরা Start Menu পাই যা হল মেন মেনু। |
4.07 | Start মেনু সকল উপলব্ধ সফ্টওয়্যার এবং অ্যাপ্লিকেশন শ্রেণীকরণ পদ্ধতিতে তালিকাভুক্ত করে। |
4.14 | কোন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সূচীবদ্ধ রয়েছে এটি জানতে প্রতিটি বিভাগে টিপুন। |
4.21 | এখন এদের মধ্যে কয়েকটি দেখি। |
4.24 | Education বিভাগে এই সকল অ্যাপ্লিকেশন তালিকাভুক্ত রয়েছে। |
4.28 | এখানে Geogebra রয়েছে। |
4.31 | এটি বীজগণিত এবং জ্যামিতির বিষয় শিখতে একটি অসামান্য ফ্রী সফটওয়্যার। |
4.37 | এটি বিশেষরূপে ষষ্ঠ শ্রেণীর উপরের শিক্ষার্থীদের জন্য সহায়ক। |
4.41 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প জীয়োজেব্রা শিখতে খুল ভালো টিউটোরিয়াল তৈরী করেছে। |
4.47 | এটি http://spoken-tutorial.org তে বিনামূল্যে উপলব্ধ। |
4.53 | আপনি দেখেন যে ব্রাইজার উইণ্ডোতে এই লিঙ্ক কিরকম দেখায়। |
4.57 | আপনি এই টিউটোরিয়াল অনেক ভারতীয় ভাষাতেও দেখতে পারেন। |
5.03 | এই পৃষ্ঠাতে স্পোকেন টিউটোরিয়ালের সাথে নেটবুকের উপর আরো অনেক ফ্রী সফটওয়্যার রয়েছে। |
5.10 | আমি এটি শীঘ্রই দেখাবো। |
5.13 | এখন Start মেনুতে ফিরে আসি। |
5.15 | এখন একটি অন্য সফটওয়্যার Jmol দেখি। |
5.19 | এটি 3D তে কেমিকাল স্ট্রাকচার যেমন অণু, বন্ধন ইত্যাদি দেখতে খুব উপকারী। |
5.26 | স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে অনেক ভাষায় Jmol টিউটোরিয়াল রয়েছে। |
5.33 | Start তে এখন একটি নতুন বিভাগ Graphics দেখি। |
5.40 | এখানে আপনি GIMP, Inkscape এবং XFig দেখতে পারেন। |
5.46 | স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে GIMP, Inkscape এবং XFig এর অনেক টিউটোরিয়াল রয়েছে। |
5.54 | এই গ্রাফিক সফটওয়্যারের ব্যবহার সম্পর্কে শিখতে আপনি এই টিউটোরিয়াল ব্যবহার করতে পারেন। |
6.01 | এখন ইন্টারনেট বিভাগ দেখি এবং এখানে এই বিকল্প উপলব্ধ। |
6.07 | এখানে Firefox Web Browser রয়েছে। |
6.10 | Firefox এর ব্যবহার সম্পর্কে শিখতে এখানে স্পোকেন টিউটোরিয়াল রয়েছে। |
6.15 | একবার আবার এটি অনেক ভারতীয় ভাষায় উপলব্ধ। |
6.20 | Office বিভাগে, আমার কাছে সম্পূর্ণ LibreOffice Suite রয়েছে -
Writer, Calc, Impress, Base, Draw এবং Math. |
6.31 | স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে আমাদের কাছে সম্পূর্ণ LibreOffice Suite শেখার টিউটোরিয়াল রয়েছে। |
6.37 | এখন Programming বিভাগে যাই। |
6.40 | এখানে iPython দেখতে পারি। |
6.43 | স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে একটি Python শৃঙ্খলা রয়েছে। |
6.47 | এখানে Scilab রয়েছে। |
6.50 | স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে আমাদের কাছে Scilab শেখারও টিউটোরিয়াল রয়েছে। |
6.56 | আমাদের কাছে কিছু IDEs ও রয়েছে যেমন Code Blocks এবং Geany |
7.01 | এর উপর এখন পর্যন্ত স্পোকেন টিউটোরিয়াল উপলব্ধ নয়। |
7.05 | কিন্তু ইন্টারনেট সন্ধান করলে আপনার শেখার জন্য এর উপর উপযোগী তথ্য প্রাপ্ত হবে। |
7.12 | এখন Sound & Video তে উপলব্ধ অ্যাপ্লিকেশন দেখি। |
7.17 | আমার কাছে Audacity রয়েছে যা অডিও ট্রেক রেকর্ড করতে উপযোগী। |
7.22 | এখানে Audacity এর প্রয়োগ শেখার টিউটোরিয়াল রয়েছে। |
7.26 | Preferences ডেস্কটপ, কীবোর্ড, মনিটর, নেটওয়ার্ক ইত্যাদি কাস্টমাইজ করার বিকল্প রাখে। |
7.33 | এখন Customise look and feel বিকল্পে টিপুন। |
7.37 | ডিফল্টরূপে, আমরা Widget ট্যাবে রয়েছি। |
7.40 | এখানে প্রদর্শিত উইন্ডোজের ডিফল্ট থীম যে কেউ বদলাতে পারে। |
7.45 | প্রদত্ত সূচী থেকে পছন্দের থীম চয়ন করুন। |
7.51 | পরের টিউটোরিয়ালে আমরা সকল অন্য ট্যাব এবং তাদের বিকল্প সম্পর্কে বিস্তারে শিখব। |
7.57 | লগআউট সেই বিকল্প যা নয়তো shutdown বা স্ক্রীন লক করার বা logout করতে উপযোগী। |
8.03 | এখন আমি Cancel বোতামে টিপি। |
8.05 | Start মেনুর পরের আইকন ডেস্কটপের শর্টকাট আইকন। |
8.10 | এখন এটিতে টিপি। |
8.12 | এটি আইকনের সাথে সকল খোলা উইন্ডোস দেখায় এবং শুধুমাত্র ডেস্কটপ প্রদর্শন করে। |
8.18 | এখন ডেস্কটপে কিছু আইকন দেখি। |
8.23 | এখানে টার্মিনাল রয়েছে। |
8.25 | এটি কমান্ড লাইন ইন্টারফেস। |
8.28 | টার্মিনাল ব্যবহার সম্পর্কে শিখতে, BOSS Linux এর স্পোকেন টিউটোরিয়াল শৃঙ্খলায় যান। |
8.34 | উইন্ডোজ অপারেটিং সিস্টেমে File Manager, My Computer বিকল্পের মত কাজ করে। |
8.39 | আপনি এই উইন্ডো থেকে, যে কোনো ফোল্ডার বা ফাইলে যেতে পারেন। |
8.47 | সফটওয়্যার সেন্টার আমাদের দ্বারা ইচ্ছিত সকল সফটওয়্যার সংস্থাপন করতে সাহায্য করে। |
8.58 | লেন্গয়েজ সাপোর্ট FOSSEE অপারেটিং সিস্টেম দ্বারা সমর্থিত সকল ভাষার সূচী দেখায়। |
9.05 | ডেস্কটপে Readme নামক pdf লক্ষ্য করুন। |
9.10 | দয়া করে এই pdf খুলুন এবং পড়ুন। |
9.17 | এটি আমাদের নেটবুক সম্পর্কে তথ্য দেয়। |
9.27 | এর সাথেই আমরা FOSSEE Netbook ব্যবহার করার টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। |
9.33 | নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি দেখুন। |
9.40 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। |
9.48 | বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন। |
9.51 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। |
9.57 | এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। |
10.04 | আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |