Difference between revisions of "Thunderbird/C2/Introduction-to-Thunderbird/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 68: Line 68:
 
|-
 
|-
 
|01:12
 
|01:12
|'''Date, Sender, Priority''' বা '''Custom label'''.
+
|'''Date, Sender, Priority''' বা '''Custom label'''
 
    
 
    
 
|-
 
|-
Line 87: Line 87:
 
|-
 
|-
 
|01:46
 
|01:46
|মোজিলা থান্ডারবার্ড...
+
|মোজিলা থান্ডারবার্ড
  
 
|-
 
|-
Line 175: Line 175:
 
|-
 
|-
 
|03:41
 
|03:41
|এই টিউটোরিয়ালের উদ্দেশ্যে,
+
|এই টিউটোরিয়ালের উদ্দেশ্যে
  
 
|-
 
|-
 
|03:44
 
|03:44
|দুটি ইমেল একাউন্ট বানিয়েছি। এগুলি হল:
+
|দুটি ইমেল একাউন্ট বানিয়েছি। এগুলি হল
  
 
|-
 
|-
Line 247: Line 247:
 
|-
 
|-
 
|05:19
 
|05:19
|পরে অন্যান্য ইমেল একাউন্টের জন্য ম্যানুয়াল কনফিগার সম্পর্কে শিখব।।
+
|পরে অন্যান্য ইমেল একাউন্টের জন্য ম্যানুয়াল কনফিগার সম্পর্কে শিখব।
  
 
|-
 
|-
Line 311: Line 311:
 
|-
 
|-
 
|06:46
 
|06:46
|একটি এরর ম্যাসেজ ,
+
|একটি এরর ম্যাসেজ
  
 
|-
 
|-
Line 612: Line 612:
 
|-
 
|-
 
|13:37
 
|13:37
| নতুন ইমেল অ্যাকাউন্ট কনফিগার করা,
+
| নতুন ইমেল অ্যাকাউন্ট কনফিগার করা
 
ম্যাসেজ লেখা এবং মেল পাঠানো। ম্যাসেজ পেয়ে তা পড়া। থান্ডারবার্ড লগ-আউট করা।
 
ম্যাসেজ লেখা এবং মেল পাঠানো। ম্যাসেজ পেয়ে তা পড়া। থান্ডারবার্ড লগ-আউট করা।
  
Line 649: Line 649:
 
|-
 
|-
 
|14:16
 
|14:16
|স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল,
+
|স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল
  
 
|-
 
|-
Line 665: Line 665:
 
|-
 
|-
 
|14:32
 
|14:32
|স্পোকেন টিউটোরিয়াল '''Talk to a Teacher''' প্রকল্পের অংশবিশেষ,
+
|স্পোকেন টিউটোরিয়াল '''Talk to a Teacher''' প্রকল্পের অংশবিশেষ
  
 
|-
 
|-

Latest revision as of 14:35, 23 February 2017

Time Narration
00:00 থান্ডারবার্ড পরিচিতির টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:04 এই টিউটোরিয়ালে মোজিলা থান্ডারবার্ড সম্পর্কে শিখব।
00:09 এটি ডাউনলোড, সংস্থাপণ এবং লঞ্চ করা।
00:13 এছাড়া
00:15 নতুন ইমেইল একাউন্ট কনফিগার করা, ডাউনলোড করা এবং ম্যাসেজ পড়াও শিখবেন।
00:20 লেখা এবং মেল পাঠানো, থান্ডারবার্ড লগ আউট করা।
00:26 এটি একটি সহজ ইমেইল ক্লায়েন্ট।
00:29 এটি বড় প্ল্যাটফর্ম সফ্টওয়্যার, এটি বিভিন্ন অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে।
00:35 এটি ইমেইল ম্যাসেজ ডাউনলোড করার অনুমতি দেয়।
00:39 অন্যান্য মেইল অ্যাকাউন্ট থেকে কম্পিউটারে।
00:42 এটি একাধিক ইমেইল একাউন্ট পরিচালনা করে।
00:47 এখানে কিছু উন্নত বৈশিষ্ট্য রয়েছে।
00:50 আপনি জীমেল, ইয়াহু এবং ইউডোরার মত মেল অ্যাকাউন্ট থেকে সকল ইমেল তথ্য নিতে পারেন যেমন মেইল ফোল্ডার এবং এড্রেস বুক।
01:01 আপনি POP 3 ব্যবহার করলে
01:04 থান্ডারবার্ডের সিঙ্গল ইনবক্সে এই অ্যাকাউন্টটি একত্রিত করতে পারেন।
01:09 গুণাবলী দ্বারা ম্যাসেজ একত্রিত করতে পারেন।
01:12 Date, Sender, Priority বা Custom label
01:18 এখানে মোজিলা থান্ডারবার্ড 13.0.1 ব্যবহার করছি যা উবুন্টু 12.04 এ উপলব্ধ।
01:26 থান্ডারবার্ড সংস্থাপিত না থাকলে উবুন্টু সফটওয়্যার সেন্টার ব্যবহার করে এটি সংস্থাপিত করতে পারেন।
01:33 উবুন্টু সফটওয়্যার সেন্টার সম্পর্কে আরো জানতে এই ওয়েবসাইটে দেখুন।
01:40 মোজিলা ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড এবং সংস্থাপন করতে পারেন।
01:46 মোজিলা থান্ডারবার্ড
01:48 Microsoft Windows 2000 বা নতুন সংস্করণ MS Windows XP বা MS Windows 7 এর জন্যও উপলব্ধ।
01:56 এই সম্পর্কে আরো জানতে, মোজিলা ওয়েবসাইটে যান।
02:02 থান্ডারবার্ড ব্যবহার করতে, অন্তত দুটি বৈধ ইমেল এড্রেস থাকতে হবে।
02:08 আপনি এও নিশ্চিত করুন যে ইমেল একাউন্টে POP 3 বিকল্প সক্ষম।
02:15 এখানে ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকতে হবে।
02:19 থান্ডারবার্ড লঞ্চ করুন।
02:22 প্রথমে Dash Home এ টিপুন, যা ডেস্কটপের বাম কোণায় উপরে একটি গোল বোতাম।
02:29 সার্চ বাক্স প্রদর্শিত হয়।
02:31 এখন Thunderbird লিখুন। Thunderbird আইকন প্রদর্শিত হয়।
02:37 এখন এটিতে টিপুন।
02:40 Mail Account Setup ডায়ালগ বাক্স খোলে।
02:43 উপরে বামে রেড ক্রস বাটনে টিপে এটি বন্ধ করুন।
02:49 মোজিলা থান্ডারবার্ড অ্যাপ্লিকেশন খোলে।
02:53 প্রথমে, মোজিলা থান্ডারবার্ড ইন্টারফেসের সাথে নিজে পরিচয় করুন।
02:59 মোজিলা থান্ডারবার্ড ইন্টারফেসে বিভিন্ন বিকল্প সহ মুখ্য মেনু রয়েছে।
03:05 মেনু বারে মুখ্য মেনুর নীচে শর্টকাট আইকন রয়েছে।
03:11 এখানে Get Mail, Write, এবং Address Book এর জন্য শর্টকাট আইকন রয়েছে।
03:18 এটি দুটি প্যানেলে বিভাজিত।
03:21 বাম প্যানেল থান্ডারবার্ড একাউন্টে ফোল্ডার প্রদর্শন করে।
03:26 মেল একাউন্ট কনফিগার না করায় এই প্যানেল কখনও কোনো ফোল্ডার প্রদর্শন করবে না।
03:33 ডান প্যানেলে Accounts, Advanced Features এবং অনেক বিকল্প রয়েছে।
03:41 এই টিউটোরিয়ালের উদ্দেশ্যে
03:44 দুটি ইমেল একাউন্ট বানিয়েছি। এগুলি হল
03:48 STUSERONE@gmail.com, STUSERTWO@yahoo.in
03:56 আমাদের প্রস্তাব হল আপনি দুটি ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করুন।
04:02 এই দুটি মেইল অ্যাকাউন্টে POP 3 বিকল্প সক্ষম করেছি।
04:07 জীমেলে POP 3 কিভাবে সক্ষম করেছি?
04:11 প্রথমে, জীমেলে লগইন করুন।
04:14 নতুন ব্রাউজার খুললে এড্রেস বারে www.gmail.com লিখুন।
04:21 ইউসারনেম হল STUSERONE@ gmail.com এবং তারপর পাসওয়ার্ড লিখুন।
04:30 জীমেল উইন্ডোর উপরে ডানদিকে Settings আইকনে টিপুন। Settings বিকল্পে টিপুন।
04:40 সেটিংস উইন্ডো প্রদর্শিত হয়। Forwarding এবং POP/IMAP ট্যাবে টিপুন।
04:48 POP ডাউনলোডে, Enable POP for all mail নির্বাচন করেছি।
04:53 Save Changes এ টিপুন।
04:56 জীমেল উইন্ডো প্রদর্শিত হয়।
04:58 এখানে POP 3 সক্ষম।
05:02 এখন জীমেল লগ আউট করুন এবং এই ব্রাউজার বন্ধ করুন।
05:08 থান্ডারবার্ডে STUSERONE@ gmail.com একাউন্ট কনফিগার করুন।
05:15 থান্ডারবার্ড দ্বারা অ্যাকাউন্ট কনফিগার করা হয়েছে।
05:19 পরে অন্যান্য ইমেল একাউন্টের জন্য ম্যানুয়াল কনফিগার সম্পর্কে শিখব।
05:26 প্রথমে নেটওয়ার্ক সংযোগ সঠিক কনফিগার করা নিশ্চিত করুন।
05:31 মুখ্য মেনু থেকে, Edit এবং Preferences নির্বাচন করুন।
05:36 Thunderbird Preferences ডায়লগ বাক্স প্রদর্শিত হয়।
05:39 Advanced এ টিপে Network & DiskSpace ট্যাব নির্বাচন করুন এবং Settings এ টিপুন।
05:48 কানেকশন সেটিংস ডায়লগ বাক্সে, Use system proxy settings বিকল্প নির্বাচন করুন।
05:56 OK তে টিপুন। Close এ টিপুন।
06:00 Accounts অপশন ব্যবহার করে একটি নতুন অ্যাকাউন্ট বানান।
06:05 থান্ডারবার্ডের ডান প্যানেলে অ্যাকাউন্টের নীচে, Create a New Account এ টিপুন।
06:12 Mail Account Setup ডায়লগ বাক্স প্রদর্শিত হয়।
06:17 STUSERONE হিসেবে নাম লিখুন।
06:20 ইমেল এড্রেস হল STUSERONE@gmail.com
06:27 এবং শেষে জীমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড লিখুন।
06:32 এরপর, Continue তে টিপুন।
06:36 Configuration found in Mozilla ISP database ম্যাসেজ প্রদর্শিত হয়।
06:42 এরপর, POP 3 নির্বাচন করুন।
06:46 একটি এরর ম্যাসেজ
06:49 Thunderbird failed to find the settings প্রদর্শিত হতে পারে।
06:53 এর মানে থান্ডারবার্ড জীমেল সেটিংস নিজে কনফিগার করতে সক্ষম ছিল না।
06:59 এই ক্ষেত্রে, আপনাকে নিজে সেটিংস কনফিগার করতে হবে।
07:04 এখন, Manual Config বোতামে টিপুন।
07:08 জীমেলের জন্য কনফিগার সেটিংস প্রদর্শিত হয়।
07:12 থান্ডারবার্ড ইতিমধ্যে জীমেল সেটিংস কনফিগার করেছে আমরা তাদের বদলাবো না।
07:19 এই ভিডিওটি থামিয়ে এই সেটিংসের একটি নোট বানান।
07:24 জীমেল নিজে কনফিগার করতে, সম্বন্ধিত ফীল্ডে এই সেটিংস উল্লেখ করতে হবে।
07:30 সেটিংস স্বয়ং কনফিগার হলে, Create Account বোতাম সক্ষম হয়।
07:36 এখানে থান্ডারবার্ডে জীমেল সঠিকভাবে কনফিগার রয়েছে।
07:41 Create Account এ টিপুন।
07:44 আপনার ইন্টারনেটের গতির উপর নির্ভর করে এটি করতে কিছু সময় লাগতে পারে।
07:52 জীমেল একাউন্ট তৈরি হয়ে ডান প্যানেলে প্রদর্শিত হয়।
07:56 দেখুন যে এখন বাম প্যানেল ইমেল আইডি STUSERONE @ gmail.com প্রদর্শন করে।
08:04 এই জীমেল অ্যাকাউন্টের নীচে, বিভিন্ন মেল ফোল্ডার প্রদর্শিত হয়।
08:09 এখন বাম প্যানেল থেকে জীমেল অ্যাকাউন্টের নীচে, Inbox এ টিপুন। Get Mail আইকনে টিপুন।
08:18 উইন্ডোর নীচে স্ট্যাটাস বার দেখুন।
08:22 এটি ডাউনলোড করা ম্যসেজের সংখ্যা প্রদর্শন হয়।
08:27 STUSERONE @ gmail.com এর সকল মেল এখন ইনবক্সে ডাউনলোড হয়েছে।
08:36 Inbox এ টিপে ম্যাসেজ নির্বাচন করুন।
08:39 ম্যাসেজ নীচের প্যানেলে প্রদর্শিত হয়।
08:43 ম্যাসেজে দুইবার টিপুন।
08:46 এটি একটি নতুন ট্যাবে খোলে।
08:49 ট্যাবের উপরে ডানদিকে X আইকনে টিপে ট্যাবটি বন্ধ করুন।
08:55 এই ম্যাসেজ লিখুন এবং সেটি STUSERTWO@ yahoo.in একাউন্টে পাঠান।
09:03 মেল টুল বার থেকে, Write এ টিপুন।
09:07 ডায়লগ বাক্স প্রদর্শিত হয়।
09:10 From ফীল্ড আপনার নাম এবং জীমেল আইডি প্রদর্শন করে।
09:14 To ফীল্ডে STUSERTWO@yahoo. in লিখুন।
09:20 মেলে টেক্সট Hi, I now have an email account in Thunderbird! এটি লিখুন।
09:29 টেক্সট নির্বাচন করে ফন্টের আকার বাড়ান।
09:33 Larger font size আইকনে টিপুন। এটি ফন্টের আকার বৃদ্ধি করে।
09:40 টেক্সটের রঙ বদলাতে, প্রথমে তা নির্বাচন করে Choose colour for text আইকনে টিপুন।
09:47 টেক্সট কলর ডায়লগ বাক্স প্রদর্শিত হয়। লাল-এ টিপুন এবং OK তে টিপুন।
09:55 টেক্সটের রঙ বদলে গেছে।
09:58 এখন স্মাইলি লিখুন ! Insert a Smiley face আইকনে টিপুন।
10:04 স্মাইলি সূচী থেকে, Smile এ টিপুন। একটি স্মাইলি প্রবিষ্ট হয়।
10:11 আপনি মেলে বানান ও চেক করতে পারেন।
10:15 have এর বানান heve এ বদলান।
10:20 Spelling এ টিপে English US নির্বাচন করুন।
10:24 Check Spelling ডায়লগ বাক্স প্রদর্শিত হয়, যা ভুল শব্দ চিনহাঙ্কিত করে।
10:30 এটি সঠিক বানান ও প্রদর্শন করে। Replace এ টিপুন। বাইরে বেরোতে Close এ টিপুন।
10:38 এখন মুখ্য মেনু থেকে, Edit এবং Preferences এ টিপুন।
10:44 Preferences ডায়লগ বাক্সে, Composition এ টিপুন।
10:48 এরপর প্রয়োজনমত বিকল্প যাচাই করতে পারেন। Close এ টিপুন।
10:54 এখন, মেল পাঠাতে শুধু Send বোতামে টিপুন।
10:59 Subject Reminder ডায়লগ বাক্স প্রদর্শিত হয়।
11:03 কারণ মেলের জন্য কোনো বিষয় লিখিনি।
11:07 বিনা বিষয়ের মেল পাঠাতে, Send Without Subject এ টিপতে পারেন।
11:13 Cancel Sending এ টিপুন।
11:16 সাবজেক্ট ফীল্ডে, My First Email From Thunderbird লিখুন।
11:21 Send এ টিপুন। আপনার ইমেল পাঠানো হয়েছে। এখন এটি যাচাই করুন।
11:29 STUSERTWO@yahoo.in একাউন্ট খুলে ইনবক্স যাচাই করতে হবে।
11:37 এখন ইয়াহু তে লগইন করি।
11:47 ইয়াহু লগইন পৃষ্ঠায় ইয়াহু আইডি STUSERTWO লিখুন। আপনার পাসওয়ার্ড লিখুন।
11:56 Inbox এ টিপুন। ইনবক্স জীমেল একাউন্ট থেকে প্রাপ্ত মেল প্রদর্শন করে।
12:03 মেল এ টিপুন।
12:05 মেলের উত্তর দিতে Reply বোতাম ব্যবহার করে পারেন কিন্তু এখানে একটি নতুন মেল পাঠাই।
12:13 Compose এ টিপুন।
12:16 To ফীল্ডে, STUSERONE @gmail.com এড্রেস লিখুন।
12:23 Subject ফীল্ডে, Congrats! লিখুন।
12:27 মেলে Glad you got a new account লিখুন।
12:32 Send বোতামে টিপে ইয়াহু থেকে লগ আউট হন।
12:37 ব্রাউজার বন্ধ করুন।
12:39 এখন থান্ডারবার্ড যাচাই করি।
12:42 Get Mail এ টিপুন এবং Get All New Messages এ টিপুন।
12:48 বাম প্যানেল থেকে, জীমেল একাউন্ট আইডির নীচে, Inbox এ টিপুন।
12:53 ইয়াহু একাউন্ট থেকে পাঠানো নতুন ম্যাসেজ ইনবক্সে দেখায়।
12:58 মেলের বিষয়বস্তু নীচের প্যানেলে প্রদর্শিত হয়।
13:03 আপনি Reply বোতাম ব্যবহার করতে পারেন।
13:07 থান্ডারবার্ড ব্যবহার করে ইমেল সঠিকভাবে পাঠিয়েছি, পেয়েছি এবং দেখেছি।
13:14 লগ আউট করতে, File এবং Quit এ টিপুন।
13:19 আমরা থান্ডারবার্ডের বাইরে আসবো।
13:22 আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
13:26 এই টিউটোরিয়ালে মোজিলা থান্ডারবার্ড সম্পর্কে এছাড়া এটি ডাউনলোড, সংস্থাপন এবং লঞ্চ করা শিখেছি।
13:35 এও শিখেছি যে,
13:37 নতুন ইমেল অ্যাকাউন্ট কনফিগার করা

ম্যাসেজ লেখা এবং মেল পাঠানো। ম্যাসেজ পেয়ে তা পড়া। থান্ডারবার্ড লগ-আউট করা।

13:46 এখন নির্দেশিত কাজ।
13:49 থান্ডারবার্ড এপ্লিকেশন ডাউনলোড করুন।
13:52 সংস্থাপন এবং লঞ্চ করুন।
13:54 থান্ডারবার্ডে ইমেল একাউন্ট কনফিগার করুন।
13:58 এই অ্যাকাউন্ট ব্যবহার করে মেল পাঠান এবং পান। দেখুন কি হয়।
14:06 এই লিঙ্কে উপলব্ধ ভিডিও-টি দেখুন।
14:09 এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
14:12 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিও-টি ডাউনলোড করে দেখুন।
14:16 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল
14:18 কর্মশালার আয়োজন করে।
14:22 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
14:26 বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে মেল করুন।
14:32 স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ
14:36 এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।
14:44 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, spoken hypen tutorial dot org slash NMEICT hypen Intro
14:55 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, PoojaMoolya