Difference between revisions of "PERL/C2/Variables-in-Perl/Bengali"
From Script | Spoken-Tutorial
Line 72: | Line 72: | ||
|- | |- | ||
| 01.34 | | 01.34 | ||
− | | এখন টার্মিনাল খুলুন এবং লিখুন gedit variables | + | | এখন টার্মিনাল খুলুন এবং লিখুন gedit স্পেস variables ডট pl স্পেস ampersand. |
|- | |- | ||
Line 80: | Line 80: | ||
|- | |- | ||
| 01.50 | | 01.50 | ||
− | | এটি gedit টেক্সট এডিটরে variables | + | | এটি gedit টেক্সট এডিটরে variables dot pl ফাইল খুলবে। |
|- | |- | ||
Line 152: | Line 152: | ||
|- | |- | ||
| 03.36 | | 03.36 | ||
− | | লিখুন perl | + | | লিখুন perl স্পেস c variables ডট pl |
|- | |- | ||
Line 182: | Line 182: | ||
|- | |- | ||
| 04.18 | | 04.18 | ||
− | | dollar priority | + | | dollar priority = এর বদলে লিখুন |
|- | |- | ||
| 04.22 | | 04.22 | ||
− | | dollar priority | + | | dollar priority = একক উদ্ধৃতিতে high |
|- | |- | ||
Line 202: | Line 202: | ||
|- | |- | ||
| 04.45 | | 04.45 | ||
− | | perl | + | | perl হাইফেন c variables ডট pl এখন Enter টিপুন। |
|- | |- | ||
Line 210: | Line 210: | ||
|- | |- | ||
| 04.55 | | 04.55 | ||
− | | স্ক্রিপ্ট এক্সিকিউট করতে লিখুন perl variables | + | | স্ক্রিপ্ট এক্সিকিউট করতে লিখুন perl variables ডট pl এবং Enter টিপুন। |
|- | |- |
Revision as of 17:51, 4 July 2014
|
|
---|---|
00.01 | Perl (পর্ল) এ Variables (ভ্যারিয়েবল) এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00.06 | এই টিউটোরিয়ালে, আমরা পর্লে ভ্যারিয়েবল সম্পর্কে শিখব। |
00.12 | আমি উবুন্টু লিনাক্স 12.04 OS এবং |
00.18 | পর্ল 5.14.2 ব্যবহার করছি যা হল পর্ল রিভিশন 5 ভার্সন 14 এবং সাবভার্সন 2. |
00.26 | আমি gedit টেক্সট এডিটর ও ব্যবহার করব। |
00.30 | আপনি পছন্দের টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন। |
00.34 | পর্লের মধ্যে ভ্যারিয়েবল: |
00.37 | ভ্যারিয়েবল ভ্যালু সংরক্ষণ করতে ব্যবহৃত হয় যেমন টেক্সট স্ট্রিংস, সংখ্যা বা অ্যারেস। |
00.44 | ভ্যারিয়েবল ঘোষিত হওয়ার পর এটি স্ক্রিপ্টে বার বার ব্যবহার করা যেতে পারে। |
00.50 | Scaler (স্কেলার) একক ভ্যালু বোঝায় এবং শুধু স্কেলার সংরক্ষণ করে। |
00.56 | স্কেলার ভ্যারিয়েবল $ (dollar) চিহ্ন দ্বারা ঘোষিত হয়েছে। |
01.00 | ভ্যারিয়েবল ঘোষিত করা দেখি। |
01.03 | ভ্যারিয়েবল নিম্নরূপে ঘোষিত করা যায় : dollar priority semicolon |
01.09 | পর্লে ভ্যারিয়েবল নামের ভিন্ন ফরম্যাট থাকতে পারে। ভ্যারিয়েবল অক্ষর বা আন্ডারস্কোর দ্বারা শুরু হওয়া প্রয়োজন। |
01.18 | এছাড়া এতে অক্ষর, সংখ্যা, আন্ডারস্কোর বা উপরোক্ত 3টির সংমিশ্রণ থাকতে পারে। |
01.24 | বড়হাতের অক্ষরে ঘোষিত ভ্যারিয়েবলের পর্লে বিশেষ অর্থ রয়েছে। |
01.30 | তাই বড়হাতের অক্ষরে ভ্যারিয়েবলের ঘোষণা করা এড়ান। |
01.34 | এখন টার্মিনাল খুলুন এবং লিখুন gedit স্পেস variables ডট pl স্পেস ampersand. |
01.44 | Ampersand টার্মিনালে কমান্ড প্রম্পট আনলক করবে। এখন Enter টিপুন। |
01.50 | এটি gedit টেক্সট এডিটরে variables dot pl ফাইল খুলবে। |
01.56 | dot pl হল পর্ল ফাইলের ডিফল্ট এক্সটেনশন। |
02.01 | ফাইলের মধ্যে লিখুন; dollar priority semicolon এবং Enter টিপুন। |
02.10 | আমরা priority ভ্যারিয়েবল ঘোষিত করেছি। |
02.13 | এটি ব্যবহারের পূর্বে ভ্যারিয়েবল ঘোষিত করার দরকার নেই; |
02.18 | এটি শুধু কোডে ব্যবহার করতে পারেন। |
02.21 | এখন priority ভ্যারিয়েবলে ন্যুমেরিকল ভ্যালু নির্ধারিত করি। |
02.25 | এর জন্য লিখুন dollar priority space equal to space one semicolon |
02.32 | এবং Enter টিপুন। |
02.34 | এরপর লিখুন, |
02.36 | print space ডবল উদ্ধৃতিতে Value of variable is: dollar priority slash n semicolon এবং enter টিপুন। |
02.50 | slash n একটি নিউ লাইন ক্যারেক্টার। |
02.53 | এখন ফাইলটি যেকোনো স্থানে variables.pl রূপে সংরক্ষণ করুন। |
03.02 | এখানে, এটি home/amol ডিরেক্টরিতে সংরক্ষিত হবে। ফাইলটি সংরক্ষণ করুন। |
03.10 | এখন variables.pl ফাইলের পরমিশন বদলান, যা আমরা এইমাত্র তৈরী করেছি। |
03.18 | এটি করতে, টার্মিনালে লিখুন, chmod 755 variables dot pl. |
03.27 | এটি ফাইলে পড়া, লেখা এবং এক্সিকিউটের অনুমতি দেবে। |
03.32 | এই পর্ল স্ক্রিপ্ট কম্পাইল করতে, টার্মিনালে |
03.36 | লিখুন perl স্পেস c variables ডট pl |
03.42 | Hyphen c সুইচ যেকোনো কম্পাইলেশন/ সিনট্যাক্স এররের জন্য পর্ল স্ক্রিপ্ট কম্পাইল করে। |
03.49 | এখন Enter টিপুন। |
03.51 | এটি বলে যে আমাদের স্ক্রিপ্টে কোনো সিনট্যাক্স এরর নেই। |
03.56 | এখন পর্ল স্ক্রিপ্ট এক্সিকিউট করতে লিখুন perl variables dot pl এবং Enter টিপুন। |
04.06 | আউটপুট হাইলাইট করা হয়েছে। |
04.10 | আমরা ঘোষিত ভ্যারিয়েবলে স্ট্রিং ভ্যালু ও প্রদান করতে পারি। |
04.15 | টেক্সট এডিটর উইন্ডোতে ফিরে যাই। |
04.18 | dollar priority = এর বদলে লিখুন |
04.22 | dollar priority = একক উদ্ধৃতিতে high |
04.28 | লক্ষ্য করুন যে এসাইনমেন্ট ডান থেকে বামে এক্সিকিউট হয়েছে। |
04.34 | Scaler যেকোনো ধরনের ডেটা রাখে, স্ট্রিং বা সংখ্যা। |
04.38 | ফাইলটি সংরক্ষণ করে স্ক্রিপ্ট আবার কম্পাইল করতে লিখুন, |
04.45 | perl হাইফেন c variables ডট pl এখন Enter টিপুন। |
04.51 | এটি বলে যে কোনো সিনট্যাক্স এরর নেই। |
04.55 | স্ক্রিপ্ট এক্সিকিউট করতে লিখুন perl variables ডট pl এবং Enter টিপুন। |
05.03 | আউটপুট প্রদর্শিত হয়েছে। |
05.07 | এখন টেক্সট এডিটর উইন্ডোতে ফিরে যান। |
05.10 | আপনি ডবল উদ্ধৃতি সহ স্ট্রিং এও স্কেলার ব্যবহার করতে পারেন। |
05.15 | dollar priority ডবল উদ্ধৃতিতে String |
05.19 | ফাইল সংরক্ষণ করে বন্ধ করুন। |
05.22 | এখন একাধিক ভ্যারিয়েবল ঘোষিত করা শিখি। |
05.27 | এটি করতে টেক্সট এডিটরে নতুন ফাইল খুলুন। |
05.31 | টার্মিনালে লিখুন - gedit multivar dot pl space ampersand এবং Enter টিপুন। |
05.42 | এটি টেক্সট এডিটরে multivar dot pl ফাইল খুলবে। |
05.48 | এখন লিখুন - |
05.50 | dollar firstVar comma dollar secondVar semicolon এবং Enter টিপুন। |
06.00 | dollar firstVar ভ্যারিয়েবল থেকে dollar secondVar এ ভ্যালু কপি করতে, লিখুন - |
06.07 | dollar firstVar space equal to space dollar secondVar semicolon এবং Enter টিপুন। |
06.19 | সকল গাণিতিক অপারেশন যেমন যোগ, বিয়োগ, গুন, ভাগ এই ভ্যারিয়েবলে করা যেতে পারে। |
06.30 | এখন পর্ল ব্যবহার করে এটি করা দেখি। |
06.34 | টেক্সট এডিটরে যাই। |
06.36 | এবং এখন এই ভ্যারিয়েবলে ভ্যালু 10 নির্ধারিত করতে লিখুন, |
06.41 | dollar firstVar equal to dollar secondVar equal to ten semicolon এবং Enter টিপুন। |
06.51 | এই ভ্যালু প্রিন্ট করতে, লিখুন, |
06.55 | print ডবল উদ্ধৃতিতে firstVar: dollar firstVar and secondVar: dollar secondVar slash n semicolon. Enter টিপুন। |
07.17 | ফাইল সংরক্ষণ করুন। |
07.19 | এখন দুটি ভ্যারিয়েবলে ভ্যালু যোগ করুন। |
07.23 | এখন লিখুন, |
07.25 | dollar addition space equal to space dollar firstVar plus space dollar secondVar semicolon এবং Enter টিপুন। |
07.43 | আমরা addition ভ্যারিয়েবল ঘোষিত করিনি। |
07.47 | আবার, ভ্যারিয়েবল addition প্রিন্ট করতে লিখুন, |
07.53 | print ডবল উদ্ধৃতিতে Addition is dollar addition slash n semicolon. |
08.05 | ফাইল সংরক্ষণ করুন। |
08.07 | ফাইলটি কম্পাইল করতে আবার টার্মিনালে লিখুন, |
08.12 | perl hyphen c multivar dot pl. |
08.18 | এখানে কোনো সিনট্যাক্স এরর নেই তাই স্ক্রিপ্ট এক্সিকিউট করতে |
08.24 | লিখুন perl multivar dot pl |
08.30 | এটি আউটপুট হাইলাইট করবে। |
08.34 | একইভাবে বিয়োগ, গুন এবং ভাগ চেষ্টা করুন। |
08.38 | আমি এখানে কোড লিখেছি। |
08.41 | এখন ফাইলটি সংরক্ষণ করে বন্ধ করি। |
08.46 | এখন ফাইলটি কম্পাইল করতে লিখুন, |
08.48 | perl hyphen c multivar dot pl |
08.54 | কোনো সিনট্যাক্স এরর নেই। |
08.55 | আমাদের এক্সিকিউট করা ফাইল হল perl multivar dot pl |
09.01 | এক্সিকিউট করলে আউটপুট এরকম দেখাবে। |
09.06 | আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। |
09.11 | এখানে আমরা শিখেছি, |
09.14 | Perl এ scalar ভ্যারিয়েবল ঘোষিত এবং ব্যবহার করা। |
09.18 | নির্দেশিত কাজ |
09.20 | নম্বর ভ্যারিয়েবল ঘোষিত করা। |
09.22 | এটি 10 নির্ধারিত করুন। |
09.24 | ঘোষিত ভ্যারিয়েবল প্রিন্ট করুন। |
09.26 | 2 টি স্ট্রিং ভ্যারিয়েবল ঘোষিত করুন। |
09.29 | এতে “Namaste ” এবং “India” এই ভ্যালু নির্ধারিত করুন। |
09.34 | একের পর এক এই 2 টি ভ্যারিয়েবল প্রিন্ট করুন। |
09.38 | এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। |
09.42 | এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। |
09.45 | ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। |
09.50 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল, |
09.53 | টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। |
09.56 | অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। |
10.01 | বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। |
10.08 | স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ। |
10.13 | এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় সাক্ষরতা মিশন দ্বারা সমর্থিত। |
10.23 | এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, spoken HYPHEN tutorial DOT org SLASH NMEICT HYPHEN Intro |
10.29 | আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। |
10.34 | ধন্যবাদ। |