Difference between revisions of "DWSIM-3.4/C2/Overview-of-DWSIM/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
m (Nancyvarkey moved page DWSIM/C2/Overview-of-DWSIM/Bengali to DWSIM-3.4/C2/Overview-of-DWSIM/Bengali without leaving a redirect: Archived as old version)
 
(No difference)

Latest revision as of 10:17, 8 January 2020

Time Narration
00:01 DWSIM, open source chemical process simulator এর ওভারভিউয়ের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:11 এখানে আমরা DWSIM সংস্থাপন করা এবং
00:15 DWSIM সম্পর্কে শিখব।
00:18 ইতিমধ্যে উপলব্ধ DWSIM স্পোকেন টিউটোরিয়ালের ঝলক দেখবো।
00:23 DWSIM এর জন্য সম্ভাব্য সকল সহায়তা সম্পর্কে শিখব।
00:28 এটি প্রায় সকল অপারেটিং সিস্টেম কাজ করবে, কিন্তু আমি টিউটোরিয়ালটি উইন্ডোজ 7 এ রেকর্ড করছি।
00:34 simulation কী?
00:36 গাণিতিক মডেল এবং মডেলের জন্য কম্পিউটার সলিউশন সহ একটি ফিজিক্যাল সিস্টেমের অধ্যয়ন।
00:43 সিমুলেশন ফিজিক্যাল সিস্টেম ব্যবহারের পূর্বানুমান করতে সহায়তা করে।
00:47 এটি সস্তা, সুরক্ষিত এবং দ্রুত।
00:51 এটি বাস্তব সিস্টেমে এই গবেষণাগুলি করার প্রয়োজনীয়তা সরায়।
00:56 ইন্ডিয়ান স্পেস মিশনগুলি লাভজনক এবং অপেক্ষাকৃত কম সময়ে সম্পন্ন হয়।
01:02 একটি গুরুত্বপূর্ণ কারণ হল সিমুলেশন।
01:05 রিলায়েন্স জামনগর শুরুতে পৃথিবীর বৃহত্তম সিঙ্গল স্ট্রিম রিফাইনারি ছিল।
01:11 আমরা আবার সিমুলেশকে ধন্যবাদ জানাই।
01:16 অনেক বাণিজ্যিক প্রসেস সিমুলেটর রয়েছে।
01:19 কয়েকটি সাধারণ উদ্দেশ্যের সিমুলেটর এখানে তালিকাভুক্ত।
01:23 DWSIM কি?

এটি আধুনিক প্রসেস সিমুলেটর, ওপেন সোর্স সফটওয়্যার, একেবারে বিনামূল্য, Daniel দ্বারা বিকাশিত, Gregor দ্বারা থার্মোমোডায়মানিক সাপোর্ট, সম্পূর্ণ বিশ্বজুড়ে প্রযুক্ত।

01:39 এখন আমি উইন্ডোজ 7 এর DWSIM এর সংস্থাপন ব্যাখ্যা করব।
01:45 এখানে দেখানো লিঙ্কে যান।
01:50 আমি ইতিমধ্যে এই লিঙ্কে রয়েছি। Download বোতামে ক্লিক করুন।
01:55 আমি ইতিমধ্যে এটি করেছি।
01:57 আমি এই ফাইল পেয়েছি।
02:00 এটি Downloads ডাইরেক্টরিতে রয়েছে।
02:02 এটি এখানে রয়েছে।
02:04 এর সংস্করণের উপর নির্ভর করে এই ফাইলের নাম ভিন্ন হতে পারে।
02:10 ডান ক্লিক করুন, Run as an administrator এ যান।
02:15 Next এ ক্লিক করুন।
02:18 I agree তে ক্লিক করুন।
02:20 আপনার Chemsep এবং C ++ লাইব্রেরি চাই।
02:24 উভয় বাক্স চেক করুন।
02:27 Enter টিপে রাখুন এবং DWSIM সংস্থাপিত হয়।
02:32 এই পদ্ধতি দ্বারা, আমি ইতিমধ্যে DWSIM সংস্থাপন করেছি।
02:36 তাই আমি এই সংস্থাপন প্রক্রিয়া বাতিল করব।
02:41 yes এ ক্লিক করুন।
02:43 আমি এই উইন্ডো মিনিমাইজ করি।
02:45 আমি ডেস্কটপ থেকে এর আইকনে ডবল ক্লিক করে DWSIM খুলতে পারি।
02:50 আমি ইতিমধ্যে DWSIM খুলেছি।
02:54 আপনি অনেক মেনু এবং রোমাঞ্চক ক্ষমতা দেখতে পারেন।
03:02 DWSIM একটি অসাধারণ Help সুবিধা রাখে।
03:06 আপনি F1 টিপে এটি ব্যবহার করতে পারেন।
03:09 আমি 1 টিপি।
03:12 আমি এই Help পৃষ্ঠা পাই।
03:14 এতে অনেক তথ্য রয়েছে।
03:18 আমি Simulation Objects টিপি।
03:22 এখন Unit Operations টিপি।
03:25 আমি Separator এ ডবল ক্লিক করুন।
03:29 এটি আমাকে এই পৃষ্ঠা দেয়।
03:31 এটি separator সম্পর্কে অনেক তথ্য রাখে।
03:36 এই উইন্ডোটি মিনিমাইজ করি।
03:39 এখন slide এ যাই।
03:42 এখন DWSIM এর কিছু সুবিধা দেখি।
03:46 এটি সম্পূর্ণ বিনামূল্যের।
03:48 এতে অসাধারণ থার্মোডাইনামিক্স এবং সলভার্স রয়েছে।
03:52 প্রত্যেকের জন্য সমগ্র সোর্স কোড উপলব্ধ।
03:56 DWSIM এর ম্যানুয়াল সকল গণনা ব্যাখ্যা করে।
04:00 বাণিজ্যিক সিমুলেটর এটি গোপনীয় রাখে।
04:04 ইউসার মডেল, কম্পাউন্ডস এবং থার্মোডাইনামিক্স বানাতে পারে।
04:09 অন্যান্য প্রোগ্রামের সাথেও DWSIM এর thermodynamic লাইব্রেরী ব্যবহার করা যায়।
04:15 আমাদের কাছে DWSIM এর স্পোকেন টিউটোরিয়াল রয়েছে।
04:19 আমরা DWSIM এ material streams নির্মাণ সহ শুরু করব।
04:24 আমি ইতিমধ্যে সকল স্পোকেন টিউটোরিয়াল ডাউনলোড করেছি।
04:29 আমি এক এক করে এগুলি চালাবো।
04:32 আমি এটি চালাই। --- DWSIM এ Creating a material Stream এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত ---
04:40 পরবর্তী টিউটোরিয়াল Flowsheeting এর ভূমিকা।
04:45 এটি একটি flash এবং mixer সহ একটি সহজ flowsheet বানায়।
04:50 এটি শুনুন।
04:53 --- DWSIM এ Introduction to Flowsheeting এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত---
04:59 পরের টিউটোরিয়াল shortcut দ্বারা একটি distillation column সিমুলেট করা ব্যাখ্যা করে।
05:07 এটি শুনুন।
05:10 --- DWSIM এ shortcut distillation column সিমুলেশনের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত---
05:17 পরের টিউটোরিয়ালটি rigorous distillation গণনা কার্যান্বিত করা ব্যাখ্যা করে।
05:23 এরজন্য শুরুর পয়েন্ট হল shortcut distillation.
05:27 এটি শুনুন।
05:30 --- DWSIM এ rigorous distillation column সিমুলেশনের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত---
05:36 অন্তিম টিউটোরিয়ালে যা দেখায় সেটি sensitivity analysis ব্যাখ্যা করা।
05:42 অন্যান্য ভ্যারিয়েবলে কিছু ভ্যারিয়েবলের sensitivity স্টাডি অধ্যয়ন করতে সহায়তা করে।
05:49 adjust অপারেশন একই জিনিস নিজেই করে।
05:54 --- DWSIM এ এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এখানে Sensitivity Analysis এবং Adjust করা সম্পর্কে শিখব---
06:04 এটি টিউটোরিয়ালের সংক্ষিপ্তসার যা এখানে দেখেছি।
06:10 DWSIM দ্বারা যে কেউ দ্রুত flowsheeting সমস্যার সমাধান খুঁজতে পারে।
06:15 কি হয় যদি অধ্যযন করি।
06:18 সমস্যা বোঝা এবং তার উপায় সনাক্ত করা।
06:23 শিক্ষার্থীদের জন্য DWSIM অত্যন্ত উপযোগী হবে।
06:27 এটি তাদের ধারণা ভালোমত বুঝতে সাহায্য করবে।
06:29 তাদের দক্ষতা শিল্পে লাভ করতে সাহায্য করবে।
06:34 তারা আরো কোর ইঞ্জিনিয়ারিং চাকরী পাবে।
06:38 এটি সেই শিক্ষার্থীদের জন্যও সহায়ক যারা কনসাল্টিং কম্পানি খুলতে চায়।
06:43 আপনার মনে হতে যে এটি ওপেন সোর্স সফটওয়্যার হওয়ায় কোনও সাহায্য উপলব্ধ নয়।
06:49 এটি কি সত্যি?
06:51 এটি মোটেই সত্যি নয়।
06:53 DWSIM ইউসারদের জন্য অনেক সাহায্য রয়েছে।
06:57 আমি তাদের এক এক করে ব্যাখ্যা করব।
07:00 আমাদের spoken tutorial forum রয়েছে।
07:03 এই লিঙ্কে যান। আমি এটি ইতিমধ্যে খুলেছি।
07:06 অনুভূমিক স্ক্রোল ব্যবহার করুন।
07:10 আপনি View all previous questions বোতামেও টিপতে পারেন।
07:14 আপনি নির্দিষ্ট সময়ে শুধুমাত্র একটি সফ্টওয়্যারে আগ্রহী হতে পারে।
07:20 এর পাশের টিতে ক্লিক করুন।
07:22 উদাহরণস্বরূপ, আমি Python এর উপর প্রশ্ন দেখাই।
07:28 মনে রাখবেন, আগের আলোচনা দেখতে লগইন করা জরুরী নয়।
07:34 আপনি Ask Question এ ক্লিক করে নতুন প্রশ্ন পোস্ট করতে পারেন।
07:38 এটি login এর পাশে রয়েছে।
07:40 এতে ক্লিক করুন। প্রশ্ন পোস্ট করতে লগ ইন করতে হবে।
07:45 আপনি নিবন্ধিত না হলে আপনাকে এটি একবার করতে হবে।
07:50 আমি ইতিমধ্যে এই সাইটে নিবন্ধিত।
07:53 এটি ক্লিক এবং লগ ইন করি।
07:56 একটি ক্যাটাগরি চয়ন করতে হবে।
07:59 আমি DWSIM চয়ন করি।
08:02 ধরুন flowsheeting টিউটোরিয়ালে একটি প্রশ্ন রয়েছে।
08:06 Introduction to flowsheeting টিউটোরিয়াল চয়ন করুন।
08:11 ধরুন এই প্রশ্ন 3 মিনিট 35 সেকেন্ডে আসে।
08:16 minute এ 3-4 চয়ন করুন।
08:19 second এ 30-40 চয়ন করুন।
08:23 এখানে আপনার প্রশ্ন লিখুন এবং সবুজ বোতাম দ্বারা submit করুন।
08:29 এখন পরবর্তী স্লাইডে যাই।
08:31 কি হয় যদি আপনার কাছে সাধারণ প্রশ্ন থাকে,
08:34 যা স্পোকেন টিউটোরিয়াল থেকে নয়।
08:36 তাই এর জন্য মিনিট এবং সেকেন্ড নেই।
08:39 উদাহরণস্বরূপ, এটি নতুন সমস্যার জন্যও হতে পারে যা DWSIM দ্বারা সমাধান করার চেষ্টা করেছেন।
08:46 তাই, আমাদের FOSSEE এর নেতৃত্বে আরেকটি ফোরাম রয়েছে।
08:52 সেখানে যাই।
08:55 অনুভূমিক স্ক্রোলিং মেনু থেকে ক্যাটাগরি চয়ন করুন।
08:59 আপনি আগের প্রশ্ন দেখতে পারেন।
09:02 আমি এতে ক্লিক করি।
09:04 উদাহরণস্বরূপ, এখন FOSSEE ল্যাপটপের নিয়ে আলোচনা করি।
09:10 আপনি প্রিন্টারের উপর আলোচনা দেখতে পারেন।
09:14 আপনি DWSIM সম্পর্কিত যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন।
09:17 এখন Ask Question লিঙ্কে ক্লিক করি।
09:21 আপনি এটি করতে চাইলে আপনাকে লগ ইন করতে হবে।
09:24 কিন্তু প্রথমে রেজিস্টার করতে হবে।
09:27 এখন উপলব্ধ হেল্পের বিভিন্ন ধরণে যাই।
09:31 আমাদের textbook companions নামে সুবিধা রয়েছে।
09:35 এটি স্ট্যান্ডার্ড টেক্সটবুক থেকে সমাধান করা প্রশ্নের DWSIM সমাধান দেয়।
09:41 এটি এই লিন্কে উপলব্ধ।
09:44 এখন FOSSEE এর DWSIM পৃষ্ঠাতে যাই।
09:49 Textbook Companion Project এর লিঙ্কে ক্লিক করি।
09:53 এটি আমাকে এখানে নিয়ে আসে।
09:55 এখানে এই প্রকল্পের ভূমিকা দেখতে পারেন।
09:59 আপনি এখানে সম্পূর্ণ DWSIM টেক্সটবুক কম্পেনিযন দেখতে পারেন।
10:04 এরপর, এই লিঙ্কে দেখুন।
10:07 একে Lab Migration Project বলে।
10:09 এটি আমি পরবর্তী স্লাইডে ব্যাখ্যা করব।
10:14 আমরা কমার্শিয়াল সিমুলেটর ভিত্তিক ল্যাবগুলি DWSIM এ স্থানান্তর করতে সহায়তা করি।
10:20 আমরা তাদের মানদণ্ড এবং সার্টিফিকেট দেই যারা এটি করে।
10:25 আরো বিস্তারিত জানতে এই লিঙ্কে যান।
10:29 আমি আগেই বলেছি যে DWSIM বিশ্বব্যাপী ব্যবহার করা হয়।
10:35 DWSIM এর সকল ব্যবহারকারী এবং নির্মাতারা আপনাকে সাহায্য করতে প্রস্তুত।
10:40 আমরা বিশ্বজুড়ে বন্ধুদের থেকে পাওয়া কিছু সহায়তা দেখবো।
10:45 unit operations এর উপর অসাধারণ ম্যানুয়াল উপলব্ধ।
10:48 DWSIM সংস্থাপন করলে আপনি এর একটি কপি পাবেন।
10:53 এটি DWSIM এর docs ফোল্ডারে উপলব্ধ।
10:59 DWSIM এর বর্তমান সংস্করণ এটিকে Unit Ops and Utilities Guide বলে।
11:05 আমি ইতিমধ্যে এটি খুলেছি।
11:07 নীচে স্ক্রোল করুন।
11:09 এখন heat exchanger এ ক্লিক করুন এবং গণনা দেখুন।
11:18 আপনি এখানে গণনা দেখেন।
11:22 এই ম্যানুয়াল মিনিমাইজ করি।
11:23 পরবর্তী স্লাইড আরেকটি ম্যানুয়াল সম্পর্কে বলে।
11:28 একই ফোল্ডারে properties manual এ যান।
11:31 বর্তমান সংস্করণে, এটিকে tech manual বলে।
11:37 আমি ইতিমধ্যে এটি খুলেছি। এখন fugacity calculation সম্পর্কে একটি বর্ণন দেখি।
11:48 একটি অন্তিম সাহায্য দেখাই।
11:50 এটি DWSIM ডিসকাশন ফোরাম।
11:54 আমি এখানে একটি লিঙ্ক দিয়েছি।
11:57 আপনি পূর্বের চর্চা দেখতে পারেন।
12:01 আপনাকে রেজিস্টার করতে হবে।
12:03 আমি ইতিমধ্যে সেই পৃষ্ঠাতে রয়েছি।
12:07 এখন এটি বন্ধ করি।
12:09 সংক্ষেপে, এখানে নিম্ন করা শিখেছি:
12:13 DWSIM সংস্থাপন করা।
12:15 DWSIM এর উপর উপলব্ধ স্পোকেন টিউটোরিয়াল দেখা।
12:19 DWSIM এর ব্যবহার সম্পর্কে ব্যাখ্যা করা।
12:22 স্পোকেন টিউটোরিয়াল এবং FOSSEE প্রজেক্ট থেকে উপলব্ধ সহায়তা এবং প্রজেক্ট।
12:28 বিশ্বব্যাপী কমিউনিটি থেকে DWSIM এর সহায়তা।
12:32 আমার কাছে দশটি অনুশীলনী রয়েছে।
12:35 আপনার মেশিনে DWSIM সংস্থাপন করুন।
12:38 DWSIM খোলা চেক করুন।
12:41 DWSIM ইন্টারফেস অন্বেষণ করুন।
12:44 প্রত্যেক মেনু এবং বোতামে যান।
12:46 দেখুন DWSIM কি করতে পারে।
12:51 এখানে দেখানো স্পোকেন টিউটোরিয়াল অভ্যেস করুন।
12:55 এর জন্য, এই টিউটোরিয়ালে দেখানো side-by-side মেথড ব্যবহার করুন।
13:01 এখন এই টিউটোরিয়ালটি চালাই।
13:03 --- side by side method ব্যাখ্যা করার এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত---
13:10 এখন পরবর্তী অনুশীলনীতে যাই। Spoken Tutorial discussion forum এ যান।
13:15 আগের আলোচনাগুলি দেখুন।
13:18 টিউটোরিয়ালে সন্দেহ থাকলে সেই ভিত্তিক প্রশ্ন জিজ্ঞাসা করুন।
13:23 FOSSEE discussion forum এ যান।
13:25 DWSIM আলোচনা দেখুন।
13:28 রেজিস্টার করুন, লগইন করুন এবং প্রশ্ন জিজ্ঞাসা করুন।
13:32 DWSIM এর জন্য textbook companion বানান।
13:36 সিমুলেশন ল্যাবকে DWSIM এ স্থানান্তর করতে সাহায্য করুন।
13:41 DWSIM এর সাথে আসা ম্যানুয়ালগুলি দেখুন।
13:45 DWSIM বিশ্বব্যাপী সম্প্রদায়ের ডিসকাশন ফোরামে যান।
13:50 পূর্ববর্তী আলোচনা দেখুন।
13:52 রেজিস্টার করুন, লগ ইন করুন এবং প্রশ্ন জিজ্ঞাসা করুন।
13:56 এখন অন্তিম অনুশীলনীতে যাই।
13:59 DWSIM খুলুন এবং F1 টিপুন।
14:03 Help সুবিধা অন্বেষণ করুন।
14:05 এই লিঙ্কে উপলব্ধ টিউটোরিয়ালেও যান।
14:11 হেল্প বিভাগে এর উল্লেখ করতে ভুলে গেছি।
14:15 এই লিঙ্ক আপনাকে এই পৃষ্ঠায় নিয়ে যাবে।
14:20 এখন স্লাইডে ফিরে যাই।
14:23 এই ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
14:27 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
14:32 আমরা কর্মশালার আয়োজন করি এবং সার্টিফিকেট দেই। আমাদের সাথে যোগাযোগ করুন।
14:39 স্পোকেন টিউটোরিয়াল এবং FOSSEE প্রজেক্ট ভারত সরকারের MHRD এর NMEICT দ্বারা সমর্থিত।
14:46 আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি।

Contributors and Content Editors

Kaushik Datta, Nancyvarkey, Satarupadutta