Difference between revisions of "PHP-and-MySQL/C2/Loops-For-Statement/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 21: Line 21:
 
|সুতরাং, আমি এখানে 'ইকো' বলতে যাচ্ছি এবং চলুন একটি ভ্যারিয়েবল 'num' বানাই। সুতরাং, আমরা 'num' ইকো করে ফেলেছি।
 
|সুতরাং, আমি এখানে 'ইকো' বলতে যাচ্ছি এবং চলুন একটি ভ্যারিয়েবল 'num' বানাই। সুতরাং, আমরা 'num' ইকো করে ফেলেছি।
 
|-
 
|-
|1.0
+
|1.00
 
|এখানে আমরা লিখি num = 1, নাকি == 1 কারণ আমরা ভ্যারিয়েবল num কে মান 1 এ স্থাপন করছি।  
 
|এখানে আমরা লিখি num = 1, নাকি == 1 কারণ আমরা ভ্যারিয়েবল num কে মান 1 এ স্থাপন করছি।  
 
|-
 
|-

Latest revision as of 12:53, 27 February 2017

Time Narration
0:00 ফর লুপ্সের মূল নীতি এই হল যে এটি শুধু কন্ডিশন নয় বরং এর সাথেই শুরুতে আরম্ভিকরণ এবং শেষে বৃদ্ধি করে কোডস এর ব্লককে যতবার আপনি উল্লেখ করেছেন পুনরাবৃত্তি করবে।
0:18 সুতরাং আপনি কতটা আপনার ভ্যারিয়েবল বাড়াতে চান নির্ধারিত করে যে কতবার আপনার ভ্যারিয়েবল লুপ হবে।
0.30 সুতরাং, এটি লিখতে একটু বেশি জটিল। তবে এটি ভালো দেখায়, কাজ করে এবং এটি খুব সংক্ষিপ্ত।
0.42 এখন 'for' লিখব।
0.44 সুতরাং আপনি এখানে আপনার কোডের তিনটি অংশ এবং আপনার ব্লক পেয়েছেন, এবং এতটাই আপনার প্রয়োজন এবং আপনার বিষয়বস্তু এখানে হতে পারে।
0.54 সুতরাং, আমি এখানে 'ইকো' বলতে যাচ্ছি এবং চলুন একটি ভ্যারিয়েবল 'num' বানাই। সুতরাং, আমরা 'num' ইকো করে ফেলেছি।
1.00 এখানে আমরা লিখি num = 1, নাকি == 1 কারণ আমরা ভ্যারিয়েবল num কে মান 1 এ স্থাপন করছি।
1.14 তারপর আমাদের কাছে একটি শর্ত আছে। উদাহরণস্বরূপ, যখন num <= to 10
1.22 তারপর, আমাদের কাছে বৃদ্ধি মান আছে। তাই, আমরা num ++ করতে যাচ্ছি এবং লুপ সম্পূর্ণ হয়ে গেছে।
1:32 তাই, আমরা 'For' লিখেছি এবং আমাদের ভ্যারিয়েবল হল num = 1.
1:38 তারপর আমাদের শর্ত 'While num <= 10, লুপ অবিরত থাকবে, এবং তারপর আমাদের কাছে num ++ আছে।
1:47 যেমনকি আপনি দেখতে পারেন যে num ++ এর তুলনায় এটি অনেক বেশি দরকারী।
1:53 এটি উপরে বলার দরকার নেই।
1:56 এগুলিকে এই বন্ধনীর ভিতরে বানাতে পারি।
2:00 আমি লাইন-ব্রেক ভুলে গেছি।
2:03 আমি এর শেষে একটি লাইন-ব্রেক যুক্ত করব।
2:09 রিফ্রেশ করুন।
2:11 আপনি এই পেলেন।
2:15 আপনি আপনার লুপ দশ বার পেয়েছেন।
2:18 এবং এটি এমনভাবে বলা হয়েছে যে এটি শুধু তখনই লুপ করবে যখন num ১০ এর থেকে ছোট বা সমান হবে।
2:26 লুপ ব্রেকের পর বাকি স্ক্রিপ্টের সাথে এগোতে পারেন।
2:31 এটি একটু বেশি জটিল কিন্তু একবার মূলসূত্র শিখে গেলে আপনি এটি অনেক সহজ পাবেন।
2:37 দেখার জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta