Difference between revisions of "GIMP/C2/Two-Minutes-Edit/Bengali"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border = 1 |'''Time''' |'''Narration''' |- | 00:23 |Meet The GIMP এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |- | 00:25 | এ...") |
|||
Line 217: | Line 217: | ||
|- | |- | ||
|08:03 | |08:03 | ||
− | | | + | |তাই আমাকে এই ইমেজ ক্রপ করতে হবে। |
− | তাই আমাকে এই ইমেজ ক্রপ করতে হবে। | + | |
|- | |- |
Latest revision as of 10:21, 14 December 2015
Time | Narration |
00:23 | Meet The GIMP এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:25 | এই টিউটোরিয়াল উত্তর জার্মানির ব্রেমেনে রল্ফ স্টাইনর্ট দ্বারা নির্মিত। |
00:31 | এখানে এই ইমেজে কি সমস্যা রয়েছে? |
00:35 | এখানে এই বোর্ডে কি রয়েছে তা ঠিক মত দেখাচ্ছে না। |
00:39 | তাই আমি এখানে এই লিখন বাইরে বের করতে চাই। |
00:44 | আমি আকাশ এইভাবেই রাখতে চাই তাই আমি এই layer ডাবল করি এবং curves টুল চয়ন করি। |
00:56 | ইমেজের এই অংশে দেখুন। |
01:02 | আমি এটি একটু হালকা করতে কার্ভ উপরে টানি। |
01:10 | এটি ভালো দেখায় এবং এখন আমি এখানে একটু গাঢ় করতে এই কালো পয়েন্টকে আরো উপরে টানছি। |
01:19 | আমার মনে হয় এটি কাজ করা উচিত। |
01:25 | এখন আমার সাইন বোর্ডে যা লেখা রয়েছে তা নীচের ইমেজে চাই। |
01:32 | তাই আমি layer mask চয়ন করি এবং লেয়ার মাস্ককে black দ্বারা ভরি। |
01:43 | এখন আমি আমার পুরোনো ইমেজে ফিরে আসি এবং লেয়ার মাস্কে কাজ করি যার বর্ডার হল সাদা। |
01:54 | এখন আমি এখানে paint টুল চয়ন করি। |
02:00 | ফোরগ্রাউন্ড কলর হিসাবে সাদা চয়ন করি। |
02:05 | আমি একটি ব্রাশ চয়ন করি এবং এটি বড় করি। |
02:12 | এখন আমি লেয়ার মাস্কে পেন্ট করছি। |
02:18 | এবং সম্ভবত আমাকে ইমেজে জুম ইন করা উচিত। |
02:25 | এটি বেশ ভালো। |
02:27 | ওটি ভালো। |
02:31 | আপনি সেই কী দেখাতে পারেন যা আমার কী ইন্ডিকেটরে টেপা হয়েছে। |
02:37 | এটি অনেক বেশী ভালো দেখায়। |
02:40 | এখন আমি লেয়ার আবার দ্বিগুন করি এওবং overlay মোড চয়ন করি এবং ব্যাকগ্রাউন্ডকে একটু বেশী দেখতে Opacity একটু কম করি। |
03:03 | আমার মনে হয় এটি এখন ভালো দেখায়। |
03:07 | এখন আমি আমার ইমেজে সংরক্ষণ করতে প্রস্তুত। |
03:12 | আমি এখানে কপিসের উপর কাজ করছি তাই আমি শুধু save এ টিপি বা Ctrl + S টিপি এবং অবশ্যই আমি এখানে সকল লেয়ার সংরক্ষণ করতে চাই না এবং আমি এই ইমেজ Jpeg হিসাবে সংরক্ষণ করছি। |
03:32 | এই ইমেজ ওয়েবে আপলোড করতে এটি রীসাইজ করা জরুরী তাই আমি Image, Scale Image এ যাই এবং আমি width কে 600 পর্যন্ত কম করি। |
03:58 | এখন আমাকে এটি একটু শার্পেন করতে হবে তাই আমি Filters, Enhance, Sharpen এ যাই। |
04:20 | আমি ইমেজে আর্ট ইফেক্ট যাচাই করি এবং এখানে আপনি কিছু লাইট দেখতে পারেন। |
04:38 | এখন আমি এটিকে copy এর মত সংরক্ষণ করছি। |
04:44 | আমি এটিকে small নাম দেই এবং সংরক্ষণ করি। |
04:50 | এবং আমি এই ইমেজ সমাপ্ত করে ফেলেছি। |
04:53 | আপনার এডিটিং করার সময় 2 টি জিনিসে ধ্যান দেওয়া উচিত। |
04:58 | প্রথম হল আপনি যদি ইমেজের একটি অংশ বদলাতে চান এবং বাকি একই রাখতে চান তাহলে সেই লেয়ারের একটি কপি তৈরী করুন এবং পরিবর্তন করুন এবং তারপর লেয়ার মাস্ক অন করুন। |
05:15 | কালো ইমেজকে লুকোয় এবং সাদা সেখানকার জিনিসগুলি দেখায়। |
05:22 | দ্বিতীয়ত আপনি যদি ওভারলে মোডে দ্বিতীয় লেয়ারকে এর উপরে রাখেন তাহলে ইমেজের কলর এবং কনট্রাস্ট ভালো হবে। |
05:33 | খুব তাড়াতাড়ি এডিট করার এটি হল দুই পদ্ধতি। |
05:41 | এই ইমেজে আপনি কম করে দুটি সমস্যা দেখতে পারেন। |
05:46 | প্রথম হল আমি লোকেদের পায়ের ইমেজ কেটে দিয়েছি যখনকি তাদের সাথে থাকা বেশী ভালো হত। |
05:55 | এবং দ্বিতীয় সমস্যা হল এই ইমেজে এটি ভবন পতিত হয় মনে হয় কারণ আমি ক্যামেরা উপরের দিকে রেখেছি। |
06:08 | আমি perspective টুল চয়ন করি। |
06:15 | আমি directions ডায়ালগে corrective backward চয়ন করি এবং preview তে grid নির্বাচন করি। |
06:23 | আমি outline বা image চয়ন করতে পারি কিন্তু আমি grid চয়ন করি। |
06:30 | এবং যখন আমি ইমেজে টিপি তখন আমি এখানে একটি ইনফো উইন্ডো পাই যাতে বেশী কাজের তথ্য থাকে না। |
06:38 | তাই আমি এটি এখান থেকে সরাই এবং এখন এখানে আমার কাছে এই গ্রিড রয়েছে এবং আমি এই ইমেজে গ্রিড লাইন উল্লম্বভাবে এলাইন করি। |
06:52 | আউটপুট ইমেজে এই গ্রিড লাইন নয়তো উল্লম্ব না হলে অনুভূমিক হবে এবং এটি উপরের লাইন ইমেজের শীর্ষ হবে। |
07:02 | তাই আমি এটি এখানে টানতে পারি। |
07:07 | আমি ইমেজ দেখি এবং আমার মনে হয় যে এটি একবারে সঠিক। |
07:41 | এবং এখন আমি transform এ টিপি। |
07:45 | আমাদের এটি ট্রান্সফর্ম অর্থাৎ রূপান্তরিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। |
07:51 | এটি এখানে রয়েছে। |
07:55 | এখন আপনি এখানে অন্য সমস্যা দেখেন। |
08:00 | এর জমি ভালো নয়। |
08:03 | তাই আমাকে এই ইমেজ ক্রপ করতে হবে। |
08:16 | আমি আমার crop টুলে যাই। |
08:19 | এবং আমি পাশের বিল্ডিং সরাতে চাই এবং শুধুমাত্র তাদের সেখানে ছেড়ে দিন। |
08:28 | এটি একটু বর্গক্ষেত্রের মত দেখায় তাই আমি fixed aspect ratio তে টিপি এবং এটিকে 1 by 1 রাখি। |
08:40 | আমার কাছে স্কোয়ার ক্রপ রয়েছে। |
08:45 | ইমেজে লোকেদের রাখতে |
08:51 | আমার মনে হয় এই ক্রপ কাজ করা উচিত। |
08:56 | এটিতে টিপুন এবং এটি এখানে রয়েছে। |
09:00 | এখন আমি Curves টুল চয়ন করি। |
09:04 | এটিতে অধিক কনট্রাস্টের জন্য হাই লাইন্স একটু বেশী উপরে করি। |
09:19 | এখন এই ইমেজও সমাপ্ত হয়ে গেছে। |
09:24 | এটি হল পরের ইমেজ। |
09:27 | তাই এই ইমেজের সাথে কি করি। |
09:37 | আমি rotate টুল চয়ন করি এবং 1 টিপে ইমেজে জুম্ ইন করি। |
09:49 | এখানে ইমেজের মাঝে আমি ভালো উল্লম্ব সেকশনের জন্য দেখি এবং Direction এ আমি corrective backward rotation চয়ন করি। |
10:04 | আমি cubic interpolation চয়ন করি এবং preview তে grid চয়ন করি। |
10:12 | এখন গ্রিড লাইন প্রাপ্ত করতে আমি ইমেজে টিপি এবং এখন আমি ঘরের উল্লম্ব কাঠামোর সাথে এই গ্রিড লাইন এলাইন করি। |
10:24 | আমার মনে হয় এতটাই যথেষ্ঠ। |
10:28 | আমার কাছে এই ছোট উইন্ডো রয়েছে যা 2.90 ডিগ্রী দেখায় এবং আমি rotate টুলে টিপি এবং অন্তিম পরিণামের জন্য অপেক্ষা করি। |
10:40 | এটি এখানে রয়েছে। |
10:44 | এটি বেশ ভালো দেখায়। |
10:48 | আপনি দেখতে পারেন এখানে অনেক বিকৃতি রয়েছে এবং আমাকে এতে সংশোধন করতে হবে কিন্তু এখন আমি এই ইমেজ ক্রপ করছি। |
11:07 | আমার মনে হয় এটি সঠিক। |
11:13 | আমার মনে হয় যে আমি ইমেজকে ঠিক মত ঘোরাইনি। |
11:23 | আমি বেশি ঘোরাইনি এবং আমি সঠিক স্পট নির্বাচন করিনি। |
11:34 | তাই এটি আবার করি। |
11:39 | আমি Ctrl + Z টিপে আবার স্টেপ আনডু করি। |
12:00 | আমি rotate টুল আবার চয়ন করি। |
12:10 | প্রথমে চয়ন করা সেটিংসকে আমি বদলাই না এবং আমি ইমেজের কেন্দ্রকে এখানে এই TV টাওয়ারে সেট করছি। |
12:34 | শুধুমাত্র এই TV টাওয়ারে এলাইন করছি। |
12:41 | TV টাওয়ার ইমেজের মুখ্য অংশ এবং এটি সোজা না হলে ইমেজ সোজা লাগে না। |
12:59 | এটি বেশ ভালো দেখায়। |
13:01 | এখন আমি crop টুল নেই এবং এতে অধিক নেগেটিভ স্পেস ছাড়া ক্রপ চয়ন করি। |
13:26 | এখন অন্তিম জিনিস সম্ভবত ইমেজে একটু অধিক কনট্রাস্ট আনতে একটু কার্ভ। |
13:44 | এটি ঠিক। এখন আমি এই ইমেজ সমাপ্ত করেছি। |
13:50 | এই ইমেজ পোট্রেট অর্থাত ছায়াচিত্র মোডে হওয়া উচিত তাই এখানে এটি বদলাতে হবে। |
13:59 | আমি Image, Transform এবং rotate 90 degree anticlockwise এ যাই। |
14:08 | এখন আমায় আমার ইমেজ ঘুরিয়ে ফেলেছি। |
14:11 | যখন আমি আমার ইমেজ 90 ডিগ্রী ঘোরাই তখন এর কোয়ালিটিতে কোনো প্রভাব পরে না যা jpeg ইমেজের জন্য বিশেষরূপে গুরুত্বপূর্ণ। |
14:28 | এখন এই ইমেজের জন্য একটু বেশী কনট্রাস্টা আনি এবং আমি এটি করতে curves টুল প্রয়োগ করি। |
14:37 | আপনি levels টুল বা অন্য প্রয়োগ করতে পারেন কিন্তু আমার মনে হয় আমার জন্য curves টুল সবচেয়ে ভালো। |
14:44 | শুধু S কার্ভকে হালকা এর উপর রাখুন এবং আমার মনে হয় আমরা করে ফেলেছি, আমি ইমেজ সংরক্ষণ করি। |
14:59 | এখন পরের ইমেজ। |
15:01 | সবকিছু সাথে রাখতে, ইমেজেস তাড়াতাড়ি এডিটিং এর জন্য আপনার কিছু মৌলিক টুলের প্রয়োজন। |
15:10 | প্রথম হল rotate টুল। |
15:13 | Corrective mode এবং গ্রিডকে preview এর মত প্রয়োগ করুন এবং গ্রিড উল্লম্ব বা অনুভূমিক ভাবে এলাইন করুন। |
15:24 | কাত করা লাইনের জন্য আপনার perspective টুলের প্রয়োজন। |
15:31 | আবার corrective মোড এবং grid প্রয়োগ করুন এবং গ্রিডকে এই উল্লম্ব বা অনুভূমিক ভাবে এলাইন করুন। |
15:48 | ইমেজের কনট্রাস্ট এবং লাইটনেস ঠিক করতে curves টুল চয়ন করুন এবং একটি S কার্ভ প্রয়োগ করুন, এটি অধিকতর ক্ষেত্রে সহায়ক হয়, বা কিছু ক্ষেত্রে আপনি যদি একটি সফ্ট ইমেজ চান তাহলে উল্টো S কার্ভ প্রয়োগ করুন এবং আপনি এখানে বাস্তব কুয়াশা দেখতে পারেন। |
16:23 | Image এবং Transform মেনুতে যান, যেখানে আপনি ইমেজকে rotate অর্থাৎ ঘোরান এবং আউটপুটের আকার Scale করুন। |
16:37 | অবশেষে filters দ্রুত সম্পাদনার জন্য গুরুত্বপূর্ণ। |
16:43 | Enhance এবং Sharpen এ যান। |
16:47 | অনেক টুল প্রয়োগ করার পর উদাহরণস্বরূপ rotating বা transformation টুল, perspective টুল বা resizing, ইমেজ বেশী সফ্ট হয়ে যাবে। |
17:02 | Sharpening এর দ্বারা আপনি সেটি রিডু করতে পারেন। |
17:08 | আপনাকে লেয়ার্সের সাথে পরিচিত হওয়া উচিত। |
17:15 | প্রথম লেয়ার ডাবল করুন এবং উদাহরণস্বরূপ যাচাই করুন যে Overlay মোড বা অন্যান্য মোডে কি হয়। |
17:26 | এখানে অন্বেষণ করার অনেক কিছু রয়েছে এবং আমি তা পরে কখনো বলব। |
17:33 | আপনি দেখেন যে প্রতিবার আমি যখন মোড বদলাই তখন আপনি সম্পূর্ণরূপে একটি আলাদা ইমেজ পাই। |
17:41 | আপনি যদি ইমেজের শুধু একটি অংশ বদলাতে চান তাহলে layer mask জুড়ুন এবং আপনি আপনার ইমেজে যা দেখতে চান তা white দ্বারা ভরুন। |
17:58 | যে জিনিস আপনি দেখতে চান না তা black দ্বারা ভরুন। |
18:05 | গ্রে আংশিকরূপে দৃশ্যমান এবং এটি স্বচ্ছ। |
18:12 | এবং আমার মনে হয় এই সপ্তাহের জন্য এতটাই। |
18:17 | আমি আশা করি পরের সপ্তাহে আবার দেখা হবে। |
18:25 | আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। ধন্যবাদ। |