Difference between revisions of "LibreOffice-Suite-Draw/C3/Flow-Charts-Connectors-Glue-Points/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
(One intermediate revision by the same user not shown)
Line 16: Line 16:
 
|-
 
|-
 
|00:20
 
|00:20
| এখানে আমরা '''অপারেটিং সিস্টেম'''  হিসাবে ব্যবহার করছি:
+
| এখানে আমরা '''অপারেটিং সিস্টেম'''  হিসাবে ব্যবহার করছি
* '''উবুন্টু লিনাক্স' '' সংস্করণ '''১০.০৪'''  
+
 
* '''লিবরে অফিস সুট''' সংস্করণ '''৩.৩.৪''' ।  
+
'''উবুন্টু লিনাক্স' '' সংস্করণ '''১০.০৪'''  
 +
 
 +
'''লিবরে অফিস সুট''' সংস্করণ '''৩.৩.৪''' ।  
  
 
|-
 
|-
Line 498: Line 500:
 
|11:02
 
|11:02
 
|এই টিউটোরিয়াল,এ আমরা শিখেছি  
 
|এই টিউটোরিয়াল,এ আমরা শিখেছি  
* '''ফ্লোচারট্স'''
+
 
* '''কান্নেকটর্স'''
+
'''ফ্লোচারট্স'''
* '''গ্লু পয়েন্টস '''
+
 
 +
'''কান্নেকটর্স'''
 +
 
 +
'''গ্লু পয়েন্টস '''  
  
 
|-
 
|-
Line 520: Line 525:
 
|-
 
|-
 
|11:24
 
|11:24
| * কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে ।
+
| কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে ।
  
 
|-
 
|-
 
|11:28
 
|11:28
|* যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের ​​সার্টিফিকেট দেয় ।
+
|যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের ​​সার্টিফিকেট দেয় ।
  
 
|-
 
|-

Latest revision as of 16:55, 27 February 2017

Time Narration
00:01 লিবরেঅফিস ড্র-তে ফ্লোচার্ট, গ্লু পয়েন্ট এবং বেইজের কার্ভ এর উপর এই স্পোকেন টিউটোরিয়াল -এ আপনাদের স্বাগত ।
00:08 এই টিউটোরিয়াল-এ , আপনি বেইজের কার্ভএবং ফ্লোচার্টsঅঙ্কন করতে শিখবেন ।
00:14 এছাড়াও আপনি কানেক্টর এবং গ্লু পয়েন্টস ব্যবহার করে ফ্লোচার্ট সংযুক্ত করতে শিখবেন ।
00:20 এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করছি

'উবুন্টু লিনাক্স' সংস্করণ ১০.০৪

লিবরে অফিস সুট সংস্করণ ৩.৩.৪

00:29 বেইজের কার্ভ সম্পর্কে জানা যাক ।
00:33 বেইজের কার্ভ প্রধানতঃ কম্পুটার গ্রাফিক্স-এ কার্ভ মসৃন করতে ব্যবহার করা হয় ।
00:40 এই কার্ভ-গুলির আকার এবং আকৃতি-ও পরিবর্তন করা যায় ।
00:45 সব কার্ভ-এরই একটি শুরুর বিন্দু এবং সমাপ্তি বিন্দু থাকে ।
00:50 কার্ভ এর উপরের বিন্দু-গুলিকে নোড বলা হয় ।
00:54 আমাদের 'রুটমাপ' ফাইল-এ যাওয়া যাক ।
00:58 হোম. থেকে কমার্শিয়াল কমপ্লেক্স এ যাওয়া যাক ।
01:03 এর জন্য, আমাদের পার্কিং লট থেকে ডানদিকে যেতে হবে ।
01:08 মনে করে দেখুন, আগে আমরা আঁকাগুলিকে দলবদ্ধ করেছিলাম । আবার, সেগুলিকে আনগ্রূপ করুন ।
01:14 এখন ড্রয়িং টুলবার থেকে, ক্লিক করুন কার্ভ এবং নির্বাচন করুন কার্ভ
01:20 ড্র পেজ-এর উপর, রুট-এর শুরুর বিন্দুর উপর ক্লিক করুন - এটি হলো হোম.
01:27 বাম মাউস-বোতাম টিপে ধরে প্লে গ্রাউন্ড পর্যন্ত টেনে আনুন ।
01:32 আপনি একটি সোজা রেখা দেখতে পাচ্ছেন ।
01:36 মাউস বোতাম ছেড়ে দিন ।
01:39 এখন, পয়েন্টার-টি কমার্শিয়াল কমপ্লেক্স-এ নিয়ে আসুন ।
01:43 মাউস যেভাবে যাবে, রেখাটিও সেইভাবেই বাঁকবে ।
01:47 সমাপ্তি বিন্দু অর্থাত কমার্শিয়াল কমপ্লেক্স-তে ডবল-ক্লিক করুন ।
01:52 আমরা একটি কার্ভ এঁকে ফেলেছি !
01:55 লক্ষ্য করুন কার্ভ-টি বেশ মসৃন !
01:59 এখন কার্ভ-এ বিন্দুগুলিকে ‘‘‘এডিট পয়েন্টস’’’টুলবার ব্যবহার করে এডিট করা যাক ।
02:05 কার্ভ-এ ক্লিক করুন ।
02:07 টুলবার সক্রিয় করতে, কার্ভ-এ ডান-ক্লিক করে নির্বাচন করুন ‘‘‘এডিট পয়েন্টস’’’ ।
02:14 কার্ভ-এর শেষের বিন্দুগুলিতে নীল বাক্স দেখা গেলে, আমরা কার্ভ-টি এডিট করতে পারি ।
02:21 কার্ভ-এর শুরুর বিন্দুতে ক্লিক করুন ।
02:24 আপনি কন্ট্রোল বিন্দু-সমেত একটি ফুটকিওয়ালা রেখা দেখতে পাচ্ছেন ।
02:29 আপনি ফুটকি-ওয়ালা রেকাহ-টিকে টেনে প্রয়োজনমত কার্ভ-টি ছোট বড় করতে পারবেন ।
02:35 পরিবর্তন-টি হয়ে গেলে, ড্র পেজ-এর যেকোনো জায়গায় ডবল ক্লিক করুন ।
02:41 আপনি ‘‘‘এডিট পয়েন্টস’’’ টুলবার ব্যবহার করে কার্ভে বিন্দু যোগ, সরানো বা বিন্দু মুছে ফেলে কার্ভ-টি আরো মসৃন করতে পারবেন ।
02:50 আপনার জন্য একটি ছোট কাজ রয়েছে ।
02:54 একটি বেইজের কার্ভ আঁকুন এবং ‘‘‘এডিট পয়েন্টস’’টুলবারের সবকটি বিকল্প ব্যবহার করুন ।
03:02 এখন ফ্লোচার্ট তৈরী করতে শেখা যাক ।
03:05 'রুটম্যাপ' ফাইল-এ দুটি নতুন পেজ যোগ করা যাক ।
03:10 ড্র -এর টুলবার-এ ফ্লোচার্ট এর জন্য আলাদা বিকল্প আছে ।
03:17 এই ফ্লোচার্ট-টি স্পোকেন টিউটোরিয়াল পদ্ধতির সবকটি পর্যায় দেখায় ।
03:22 এই ফ্লোচার্ট-টি তৈরী করা যাক ।
03:26 ড্রয়িং টুলবার থেকে ক্লিক করুন ফ্লোচার্ট
03:30 ছোট কালো ত্রিভুজ-টিতে ক্লিক করুন এবং ফ্লোচার্ট: প্রসেস নির্বাচন করুন ।
03:37 কার্সর ড্র' পেজ-এর উপর রাখুন, বাম-মাউস-বোতাম টিপে ধরে রেখে নীচের দিকে টানুন ।
03:44 আপনি একটি প্রসেস বাক্স এঁকেছেন ।
03:47 একটি প্রসেস বাক্স সমগ্র পদ্ধতি-তির মধ্যে একটি ধাপ বা একটি ইভেন্ট বোঝায় ।
03:54 আমরা ফ্লোচার্ট অবজেক্ট-এও লেখা যোগ করতে পারি ।
03:59 প্রসেস বাক্সে ডবল ক্লিক করুন এবং এর মধ্যে লিখুন "ক্রিয়েট দ টিউটোরিয়াল আউটলাইন টু চান্ক কনটেন্ট ইনটু ১০-মিনিট স্ক্রিপ্টস"
04:13 ফ্লোচার্ট ফরম্যাট করার বিকল্প-গুলি অন্যান্য অবজেক্ট-এর মতই ।
04:20 এখন প্রসেস বাক্সের লেখাটিকে এলাইন করা যাক ।
04:24 লেখাটি নির্বাচন করা যাক ।
04:27 ডান ক্লিক করে কনটেক্সট মেনু দেখুন এবং ক্লিক করুন টেক্সট
04:32 টেক্সট' ডায়লগ বাক্স দেখা যাচ্ছে ।
04:35 টেক্সট ডায়লগ বাক্সে, "রিসাইজ সেপ টু ফিট টেক্সট উইডথ" বাক্স-টিতে টিক করুন এবং ক্লিক করুন ওকে
04:43 দেখুন, লেখাটিকে সঠিকভাবে ধরানোর জন্য প্রসেস বাক্সটির আকার পরিবর্তন হয়ে গেছে !
04:49 এখন, Ctrl+Z কী-দুটি একসাথে টিপে আগের কাজটি আনডুকরা যাক ।
04:55 আবার লেখাটি নির্বাচন করুন ।
04:59 মেন মেনুতে যান এবং নির্বাচন করুন ফরম্যাট , ক্লিক করুন টেক্সট
05:05 টেক্সট ডায়লগ বাক্স দেখা যাচ্ছে ।
05:08 "ওয়ার্ড ড়্যাপ টেক্সট ইন সেপ" বিকল্প-টিতে টিক দিন এবং ক্লিক করুন ওকে
05:15 লেখাটি নিজেকে প্রসেস বাক্সের আকৃতির মাপসই করে নিয়েছে !
05:21 Iএকইভাবে, প্রথম-তির নীচে আর-একটি প্রসেস বাক্স অঙ্কন করা যাক ।
05:28 এর মধ্যে লেখা যাক "ক্রিএট স্ক্রিপ্টস"
05:33 এখন, একটি ডিসিশন বাক্স আঁকুন এবং ওর মধ্যে লিখুন "রিভিউ ওকে?"
05:42 একটি ডিসিশন কোনো একটি সিধান্ত-কে বোঝায় ।
05:46 সিধান্তের ফলাফল অনুযাই এটি আমাদের পরবর্তী প্রসেস-এ নিয়ে যায় ।
05:52 এখন ডিসিশন বাক্সের নীচে আর একটি প্রসেস বাক্স আঁকা যাক ।
05:58 এর মধ্যে লেখা যাক "রেকর্ড ভিডিও"
06:04 এরপর, এখানে আরেকটি ডিসিশন বাক্স প্রয়োজন যাতে লেখা থাকবে রিভিউ ওকে?
06:12 আগে তৈরী করা ডিসিশন বাক্স-টিকে কপি করে এখানে বসাতে হবে ।
06:18 তাহলে, ডিসিশন বাক্স-টি নির্বাচন করুন এবং Ctrl+C কী-দুটি একসাথে টিপুন ।
06:25 এখন, Ctrl+V কী-দুটি একসাথে টিপুন ।
06:29 এই বাক্স-টিকে আগের প্রসেস বাক্সের নীচে বসান ।
06:35 এখন, এর মধ্যে "রিভিউ ওকে?" লিখুন ।
06:40 সবশেষে, একটি ফ্লোচার্ট-কানেক্টর আঁকুন এবং ওর মধ্যে 'A' লিখুন ।
06:48 একটি ফ্লোচার্ট-কানেক্টর ফ্লোচার্ট-এর দুটি অংশ-কে সংযুক্ত করে ।
06:53 ধরুন, ফ্লোচার্ট-এর প্রথম অংশ একটি পৃষ্ঠায় রয়েছে
06:58 আর দ্বিতীয় অংশ আর একটি পৃষ্ঠায় ।
07:02 আমরা প্রথম পৃষ্ঠায় ফ্লেচার্ট-এর শেষে একটি ফ্লোচার্ট-কানেক্টর আঁকব ।
07:08 তারপর আমরা দ্বিতীয় পৃষ্ঠার শুরুতে ওই একই কানেক্টর আঁকব ।
07:13 অবজেক্ট-গুলিকে সংযুক্ত করা আগে, ড্র-তে কানেক্টর লাইন আর গ্লু পয়েন্ট সম্পর্কে জেনে নেওয়া যাক ।
07:21 কানেক্টর হলো রেখা বা তীরচিন্হ যা কোনো বস্তুর সাথে লেগে বা সংযুক্ত থাকে ।
07:28 গ্লু পয়েন্ট- এর নাম থেকেই বোঝা যায় এগুলি কানেক্টর-এর সাথে বস্তু-গুলি সংযুক্ত করে ।
07:35 সব অবজেক্ট-এরই গ্লু পয়েন্ট থাকে ।
07:39 এগুলিকে দেখা যায়না ।
07:41 ড্রয়িং টুল-বার থেকে কোনো কানেক্টর নির্বাচন করলে বা মাউস পয়েন্টার কোনো অবজেক্ট-এর উপরে আনলে এগুলিকে দেখা যায় ।
07:51 গ্লু পয়েন্টস আর হ্যান্ডেল এক জিনিস নয় ।
07:54 আমরা হ্যান্ডেল দিয়ে অবজেক্ট-এর আকার পরিবর্তন করি ।
07:58 গ্লূ পয়েন্টস দিয়ে কানেক্টর এর সাথে অবজেক্ট-এর যোগ করা যায় ।
08:02 এখন, কানেক্টর দিয়ে ফ্লোচার্ট এর অবজেক্ট গুলিকে সংযুক্ত করা যাক ।
08:07 ড্রয়িং টুলবার-এ নির্বাচন করুন কানেক্টর
08:12 ছোট কালো ত্রিভুজ-টিতে ক্লিক করে সব রকমের কানেক্টর. গুলি দেখুন ।
08:18 স্ট্রেট কানেক্টর এন্ডস উইথ অ্যারো বিকল্প-টি নির্বাচন করুন ।
08:23 কানেক্টর ক্লিক করলে, আপনি ড্র পেজএর সবকটা অবজেক্ট-এই কাটা চিহ্ন দেখতে পাবেন ।
08:31 এগুলি হলো গ্লু পয়েন্ট
08:34 এখন, প্রথম প্রসেস বাক্সের গ্লু পয়েন্ট থেকে পরের প্রসেস বাক্সের গ্লু পয়েন্ট পর্যন্ত সংযুক্ত করা যায় ।
08:44 আমরা কানেক্টর ব্যবহার করে উপর থেকে নীচ পর্যন্ত পরপর সব ফ্লোচার্ট অবজেক্টগুলিকে সংযুক্ত করব ।
08:52 লক্ষ্য করুন, প্রত্যেকটি রেখা নিজে থেকেই, আপনি যেখানে কার্সর রাখছেন, তার সবচেয়ে কাছের গ্লু পয়েন্ট-এর্ব সাথে লেগে যাচ্ছে ।
09:03 এখন, প্রসেস আর ডিসিশন বাক্স-গুলি সংযুক্ত করা যাক ।
09:08 ড্রয়িং টুলবার থেকে নির্বাচন করুন কানেক্টর এন্ডস উইথ অ্যারো
09:14 প্রসেস বাক্স থেকে ডিসিশন বাক্স যোগ করা যাক ।
09:19 একইভাবে ডিসিশন বাক্সটিকে পরের প্রসেস বাক্সের সাথে যোগ করা যাক ।
09:25 আপনি কানেক্টর-এ কোন লেখা যোগ করতে পারেন ।
09:29 ডিসিশন বাক্স থেকে প্রসেস বাক্স পর্যন্ত কানেক্টর এর উপর লেখা যাক: "নো”।
09:35 কোন কানেক্টর নির্বাচন করতে, তাতে ডবল ক্লিক করুন ।
09:39 প্রান্তের নিয়ন্ত্রণ বিন্দু-গুলি সক্রিয় হয়ে গেছে ।
09:43 আর টেক্সট কার্সর দেখা যাচ্ছে ।
09:46 লেখা যাক নো
09:49 অন্য কানেক্টর-এর জন্য এটি আবার করা যাক ।
09:54 আমরা একটি সহজ ফ্লোচার্ট তৈরি করেছি!
09:57 Ctrl+S কীদুটি ব্যবহার করে ফ্লোচার্ট-টি সেভ করা যায় ।
10:03 আপনি লাইন এবং অ্যারো দিয়েও অবজেক্ট-গুলিকে যোগ করতে পারেন ।
10:08 কিনতু সেক্ষেত্রে আমাদের অবজেক্ট-গুলিকে দলবদ্ধ করতে হবে ।
10:11 কারণ, তীরগুলি অবজেক্টের সাথে লেগে থাকে না ।.
10:16 কানেক্টর , লাইন বা অ্যারো থেকে কিভাবে আলাদা ?
10:21 কানেক্টর হলো লাইন বা তীর ।
10:24 যেগুলির প্রান্ত-বিন্দু-গুলি নিজে থাকেই
10:28 কোনো অবজেক্ট-এর গ্লু পয়েন্টস -এর সাথে লেগে থাকে ।
10:31 অপরপক্ষে,লাইন এবং অ্যারো স্বয়ন্ক্রিয়ভাবে লেগে থাকে না ।
10:36 এই টিউটোরিয়াল-টি সাময়িকভাবে বন্ধ রেখে কাজ-টি করে নিন ।
10:40 স্পোকেন টিউটোরিয়াল ফ্লোচার্ট-এর দ্বিতীয় অংশ-টি তৈরী করুন ।
10:45 প্রসেস বাক্সগুলি রং করুন ।.
10:48 একটি কানেক্টর এঁকে তাতে 'A' অক্ষরটি লিখুন ।
10:51 এটি ফ্লোচার্ট-এর প্রথম অবজেক্ট হওয়া উচিত ।
10:55 এটির এরকম দেখতে হওয়া উচিত ।
10:59 আমরা টিউটোরিয়াল-এর শেষে এসে গেছি ।
11:02 এই টিউটোরিয়াল,এ আমরা শিখেছি

ফ্লোচারট্স

কান্নেকটর্স

গ্লু পয়েন্টস

11:09 নিম্নলিখিত লিংক-এ উপলব্ধ ভিডিও-টি দেখুন ।
11:13 এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় ।
11:17 আপনার ভাল ব্যান্ডউইডথ না থাকলে, আপনি এটি ডাউনলোড করেও দেখতে পারেন।
11:22 কথ্য টিউটোরিয়াল প্রকল্পর দল
11:24 কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে ।
11:28 যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের ​​সার্টিফিকেট দেয় ।
11:32 অধিক বিবরণের জন্য, contact@স্পোকেন-টিউটোরিয়াল.org তে ইমেল করুন ।
11:40 স্পোকেন্ টিউটোরিয়াল্ স্পোকেন্ টিউটোরিয়াল্ '' টক্ টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ,
11:45 যা ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত ।
11:53 এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্ক-এ পাওয়া যাবে ।

স্পোকেন হাইফেন টিউটোরিয়াল ডট org স্ল্যাশ NMEICT হাইফেন ইন্ট্রো ।

12:05 এই টিউটোরিয়াল - এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ । শুভবিদায় ।

Contributors and Content Editors

Antarade, Kaushik Datta