Difference between revisions of "Java/C2/Creating-object/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
(One intermediate revision by one other user not shown)
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
|| ''Time'''
+
|| '''Time'''
 
|| '''Narration'''
 
|| '''Narration'''
 
|-
 
|-
Line 221: Line 221:
 
|  06:31
 
|  06:31
 
|  সুতরাং এই টিউটোরিয়ালে আমরা শিখেছি
 
|  সুতরাং এই টিউটোরিয়ালে আমরা শিখেছি
 
 
|-
 
|-
 
| 06:34
 
| 06:34
|রেফারেন্স ভ্যারিয়েবল,
+
|রেফারেন্স ভ্যারিয়েবল, নতুন অপারেটর ব্যবহার করে অবজেক্ট তৈরী
|-
+
|06:35
+
| নতুন অপারেটর ব্যবহার করে অবজেক্ট তৈরী
+
 
|-
 
|-
 
| 06:38  
 
| 06:38  

Latest revision as of 12:43, 25 February 2017

Time Narration
00:01 Creating objects এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:05 এই টিউটোরিয়ালে

রেফারেন্স ভ্যারিয়েবল,

কন্সট্রকটিং অবজেক্ট এবং

অবজেক্টের জন্য মেমরি অ্যালোকেশন সম্পর্কে শিখব।

00:13 এখানে আমরা

উবুন্টু সংস্করণ 11.10,

JDK 1.6 এবং

Eclipse IDE 3.7.0 ব্যবহার করছি।

00:23 টিউটোরিয়ালটি অনুসরণ করতে Eclipse ব্যবহার করে সহজ ক্লাস তৈরি সম্পর্কে জানতে হবে।
00:29 না হলে, এই বিষয়ে spoken hyphen tutorial dot org তে উপলব্ধ এই টিউটোরিয়ালটি দেখুন।
00:38 variables এবং methods একত্রে ক্লাসের মেম্বার গঠন করে।
00:43 ক্লাসের মেম্বার অ্যাক্সেস করতে, ক্লাসের জন্য অবজেক্ট তৈরি করা প্রয়োজন।
00:48 এখন দেখি যে অবজেক্ট কি ?
00:52 অবজেক্ট হল ক্লাসের ইনস্ট্যান্স।
00:55 প্রতিটি অবজেক্ট state এবং behavior দ্বারা গঠিত।
00:58 human being class এর উদাহরণটি মনে করুন যা আগের টিউটোরিয়ালে ব্যাখ্যা করেছি।
01:04 অবজেক্ট তার state ফিল্ডস বা ভ্যারিয়েবলে সংরক্ষিত করে।
01:08 এটি তার আচরণ methods এর মাধ্যমে প্রকাশ করে।
01:11 এখন রেফারেন্স ভ্যারিয়েবল সম্পর্কে শেখা যাক।
01:15 আমরা জাভাতে ৮টি প্রিমিটিভ ডেটা টাইপ সম্পর্কে জানি।
01:19 অন্য সকল ধরন প্রিমিটিভের বদলে অবজেক্টে প্রসঙ্গিত।
01:23 ভ্যারিয়েবল যা অবজেক্টে প্রসঙ্গিত তা হল রেফারেন্স ভ্যারিয়েবল।
01:28 এখন Student ক্লাসে ফিরে যাই যা আমরা ইতিমধ্যে আগের টিউটোরিয়ালে তৈরি করেছি।
01:37 এখন, এই ক্লাস থেকে মেন মেথড মুছে ফেলি।
01:49 এখন Ctrl এবং S কি একসাথে টিপে ফাইলটি সংরক্ষণ করি।
01:55 এখন একই প্রজেক্টে TestStudent নামে আরেকটি ক্লাস তৈরি করুন।
02:00 আমি ইতিমধ্যে এটি তৈরি করেছি।
02:03 এই ক্লাসে মেন মেথড রয়েছে।
02:06 এখন আমি মেন মেথডে Student ক্লাসের অবজেক্ট তৈরী করব।
02:11 এইজন্য, মেন মেথডে লিখব
02:17 Student স্পেস stud1 ইকুয়াল টু new স্পেস Student ওপেনিং এবং ক্লোসিং বন্ধনী, সেমিকোলন।
02:34 আমরা Student ক্লাসের অবজেক্ট তৈরী করেছি।
02:37 এখানে Student হল ক্লাসের নাম যার জন্য অবজেক্ট তৈরী করা হয়।
02:47 stud1 হল রেফারেন্স ভ্যারিয়েবল যা Student ক্লাসের অবজেক্টে প্রসঙ্গিত।
02:53 এবং new কীওয়ার্ড নতুন অবজেক্ট তৈরির জন্য স্পেস বরাদ্দ করে।
02:59 Stud1, Student ক্লাসের অবজেক্ট নয়।
03:03 এটি শুধুমাত্র নির্মিত নতুন অবজেক্টের রেফারেন্স রাখে।
03:09 এখন দেখি যে stud1 এ কি রয়েছে।
03:13 তাই পরের লাইনে লিখুন System dot out dot println বন্ধনী ও ডবল উদ্ধৃতি চিনহের মধ্যে stud1 contains স্পেস প্লাস stud1 এবং সেমিকোলন।
03:44 এখন TestStudent dot java ফাইলটি সংরক্ষণ করে রান করুন।
03:53 আমরা নিম্নরূপে আউটপুট পাই।
03:56 সুতরাং এখানে Student হল নির্মিত নতুন অবজেক্টের ক্লাসের নাম।
04:03 দ্বিতীয় অংশ হল নির্মিত নতুন অবজেক্টের মেমরি এড্রেস।
04:08 stud1 ব্যবহার করে আমরা Student ক্লাসের ফিল্ডস এবং মেথড অ্যাক্সেস করতে পারি।
04:15 আমরা এই সম্পর্কে পরে শিখব।
04:18 এখন, আমি Student ক্লাসের আরেকটি অবজেক্ট তৈরী করব।
04:24 তাই আমি লিখব Student স্পেস stud2 ইকুয়াল টু new স্পেস Student ওপেনিং এবং ক্লোসিং বন্ধনী, সেমিকোলন।
04:47 এখন পরের লাইনে লিখুন System dot out dot println, বন্ধনী ও ডবল উদ্ধৃতি চিনহের মধ্যে stud2 contains স্পেস প্লাস stud2 এবং সেমিকোলন।
05:19 এখন এই ফাইলটি সংরক্ষণ করে রান করি।
05:25 আমরা দেখি যে এখানে stud1 এবং stud2 দুটি ভিন্ন অবজেক্টকে বোঝায়।
05:31 সুতরাং stud1 এবং stud2 দুটি ভিন্ন শিক্ষার্থীকে বোঝায়।
05:37 আমাদের কাছে ভিন্ন রোল নম্বর এবং নাম রয়েছে।
05:44 এখন, এখানে আমরা একটি পরিবর্তন করতে পারি।
05:51 এখানে লিখুন Student stud2 ইকুয়াল টু stud1.
06:01 এখন এই ফাইলটি সংরক্ষণ করে রান করুন।
06:06 আমরা দেখি যে এখানে stud1 এবং stud2 উভয়ই এক অবজেক্টকে বোঝায়।
06:12 এর মানে হল stud1 এবং stud2 উভয়ই একটি রোল নম্বর এবং নামের সাথে একই অবজেক্টকে বোঝায়।
06:31 সুতরাং এই টিউটোরিয়ালে আমরা শিখেছি
06:34 রেফারেন্স ভ্যারিয়েবল, নতুন অপারেটর ব্যবহার করে অবজেক্ট তৈরী
06:38 এবং নির্দেশিত রেফারেন্স।
06:41 নির্দেশিত কাজ হিসাবে
06:43 TestEmployee নামে আরেকটি ক্লাস তৈরি করুন।
06:46 emp1 হিসাবে রেফারেন্স ভ্যারিয়েবলের সাথে Employee ক্লাসের অবজেক্ট তৈরি করুন।
06:52 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প সম্পর্কে অধিক জানতে,
06:55 এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন, spoken-tutorial.org/what is a spoken-tutorial
06:58 এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
07:01 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
07:05 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল
07:07 টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে।
07:10 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
07:14 এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
07:20 স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ।
07:24 এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।
07:31 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, http://spoken-tutorial.org/NMEICT-Intro
07:40 আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
07:43 আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।
07:46 ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, Pratik kamble