Difference between revisions of "Firefox/C4/Add-ons/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 || Visual Cue || Narration |- || 00.01 || মোজিলা ফায়ারফক্সে অ্যাডভান্সড (উন্নত) ফায়া…')
 
Line 10: Line 10:
 
||  00.08
 
||  00.08
 
|| এই টিউটোরিয়ালে আমরা অ্যাডভান্সড ফায়ারফক্স বৈশিষ্ট্য সম্পর্কে শিখব।
 
|| এই টিউটোরিয়ালে আমরা অ্যাডভান্সড ফায়ারফক্স বৈশিষ্ট্য সম্পর্কে শিখব।
            *Quick find link
+
 
            *Firefox Sync
+
Quick find link
            *Plug-ins
+
 
 +
Firefox Sync
 +
 
 +
Plug-ins
  
 
|-
 
|-
Line 311: Line 314:
 
||  08.27
 
||  08.27
 
|| এই টিউটোরিয়ালে আমরা শিখেছি;
 
|| এই টিউটোরিয়ালে আমরা শিখেছি;
            *'''Quick find link'''
+
 
            *'''Firefox Sync''' এবং '''Plug-ins'''
+
'''Quick find link'''
 +
 
 +
'''Firefox Sync''' এবং '''Plug-ins'''
 
|-
 
|-
 
|| 08.36
 
|| 08.36

Revision as of 11:17, 21 February 2014

Visual Cue Narration
00.01 মোজিলা ফায়ারফক্সে অ্যাডভান্সড (উন্নত) ফায়ারফক্স বৈশিষ্ট্য এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00.08 এই টিউটোরিয়ালে আমরা অ্যাডভান্সড ফায়ারফক্স বৈশিষ্ট্য সম্পর্কে শিখব।

Quick find link

Firefox Sync

Plug-ins

00.19 এখানে আমরা উবুন্টু 10.04 এ ফায়ারফক্স 7.0 ব্যবহার করছি।
00.26 এখন ফায়ারফক্স ব্রাউজার খুলুন।
00.29 ডিফল্টরূপে Yahoo হোম পেজ খোলে।
00.33 এখন ফায়ারফক্সে লিঙ্ক খুঁজতে শিখি।
00.37 ফায়ারফক্স আপনাকে একটি সার্চ বার দেয় এবং ওয়েব পৃষ্ঠায় লিঙ্ক খোঁজে।
00.43 address বারে, লিখুন WWW. Google.co.in এবং enter টিপুন।
00.51 লক্ষ্য করুন যে কার্সার এখন Google সার্চ বারে রয়েছে।
00.58 এরপর, কার্সার সার্চ বারের বাইরে পৃষ্ঠার কোথাও একটি টিপুন।
01.04 এখন কীবোর্ডে apostrophe কী টিপুন।
01.09 উইন্ডোতে নীচে বাম কোণায় quick find links সার্চ বাক্সে প্রদর্শিত হয়।
01.16 এই বাক্সে লিখুন Bengali. লক্ষ্য করুন যে Bengali লিঙ্ক লক্ষনীয় হয়।
01.25 আপনি ওয়েব পৃষ্ঠায় লিঙ্কের জন্য দ্রুত এবং সহজে অনুসন্ধান করতে পারেন।
01.31 ধরুন আপনি অন্য কোনো কম্পিউটার বা মোবাইল ফোনের মত ডিভাইস থেকে আপনার সেটিং এবং প্রেফেরেন্সেসের সাথে ব্রাউজার অ্যাক্সেস করতে চান। এটা কি সম্ভব।
01.43 হ্যাঁ! firefox sync features মোজিলা সার্ভারে bookmarks, history এবং installed extensions এর মত আপনার সকল ব্রাউজার তথ্য সঞ্চিত করে।
01.55 আপনি এই সার্ভারের সাথে আপনার কম্পিউটার sync করতে পারেন এবং আপনি আপনার ব্রাউজার তথ্য অ্যাক্সেস করতে পারেন।
02.02 এখন sync features (বৈশিষ্ট্য) সক্রিয় করি।
02.06 Menu বার থেকে tools এবং set up sync এ টিপুন। Firefox sink setup ডায়লগ বাক্স প্রদর্শিত হয়।
02.15 যেহেতু আমরা প্রথমবার sync এর ব্যবহার করছি, create a new account টিপুন।
02.21 account details ডায়লগ বাক্স প্রদর্শিত হয়।
02.24 এই টিউটোরিয়ালের উদ্দেশ্যে, আমরা ইতিমধ্যে একটি gmail একাউন্ট বানিয়েছি।
02.30 ST.USERFF@gmail.com email address ক্ষেত্রে ST.USERFF@gmail.com লিখুন।
02.42 choose a password ক্ষেত্রে, পাসওয়ার্ড লিখুন।
02.47 confirm password ক্ষেত্রে, আবার পাসওয়ার্ড লিখুন।
02.52 ডিফল্টরূপে সার্ভার, firefox sync সার্ভার নির্বাচিত হয়।
02.58 আমরা সেটিংস পরিবর্তন করব না। “terms of service” এবং “privacy policy” বাক্স যাচাই করুন।
03.08 “next” এ টিপুন। ফায়ারফক্স sync কী প্রদর্শন করে।
03.11 এটি সেই কী যা ঐ মেশিন থেকে আপনার sync অ্যাক্সেস করতে আমাদের সিস্টেমে আপনার লেখা জরুরি।
03.18 “save” বোতামে টিপুন। প্রদর্শিত save sync কী ডায়লগ বাক্সে,
03.24 ডেস্কটপে ব্রাউজ করুন। “save” এ টিপুন।
03.28 firefox sync key.html ফাইলটি ডেস্কটপে HTML ফাইল হিসেবে সংরক্ষিত হয়।
03.35 এই কী নোট করুন এবং নম্বর সংরক্ষণ করুন, যেখান থেকে আপনি সহজে পেতে পারেন।
03.41 আপনি এই কী না লেখা ছাড়া অন্য কম্পিউটার থেকে আপনার sync account এক্সেস করতে সক্ষম হবেন না।
03.48 next এ টিপুন। confirm you are not a Robot ডায়লগ বাক্সে,
03.53 প্রদর্শিত শব্দ লিখুন। সেটআপ সম্পূর্ণ হয়েছে।
03.59 “firefox sync” সেটআপ ডায়লগ বাক্সের বামদিকে Sync Options বোতামে টিপুন।
04.06 এখানে আপনি আপনার Sync Options সেট করতে পারেন।
04.09 এই টিউটোরিয়ালের উদ্দেশ্যে, আমরা ডিফল্ট বিকল্প পরিবর্তন করব না। “done” এ টিপুন।
04.17 Next এ টিপুন firefox বিষয়বস্তু যাচাই করে, এরপর finish বোতাম প্রদর্শিত হয়, “finish” এ টিপুন।
04.25 আপনি আপনার কম্পিউটারে ফায়ারফক্স সেটআপ করেছেন
04.29 এবং এখন অন্য কম্পিউটার থেকে ব্রাউজার তথ্য কিভাবে এক্সেস করবেন।
04.35 আপনার অন্য কম্পিউটার বা ডিভাইস টুলে sync এর প্রয়োজন।


04.40 এই টিউটোরিয়ালের উদ্দেশ্যে, আমরা স্লাইডে নির্দেশাবলী সূচীবদ্ধ করব।
04.46 আপনি আপনার অন্যান্য কম্পিউটার বা ডিভাইসে sync করতে এই নির্দেশাবলী অনুসরণ করতে পারেন।
04.52 অন্য কম্পিউটার বা ডিভাইসে ফায়ারফক্স ব্রাউজার খুলুন।
04.57 Menu বার থেকে tools এবং Setup Firefox Sync এ টিপুন।
05.03 I have a firefox sync account এ টিপুন। আপনার email ID এবং password লিখুন।
05.10 আপনার sync की প্রবিষ্ট করুন। finish টিপুন।
05.15 অন্য কম্পিউটার ও sync হয়। আপনি অন্য কম্পিউটার টুলস থেকে ব্রাউজার তথ্য অ্যাক্সেস করতে পারেন।
05.23 আপনি নতুন bookmark ও সংরক্ষণ করতে পারেন এবং এখানে আপনার preferences বদলাতে পারেন।
05.28 এই পরিবর্তন স্বয়ং-ই sync manager এ আপডেট হয়ে যাবে।
05.34 অবশেষে,শিখি যে sync manager এ আপডেট করা তথ্য দিয়ে একটি মূল কম্পিউটার sync কিভাবে করে।
05.42 এখন Menu বার থেকে, tools এ টিপুন।
05.46 লক্ষ্য করুন যে sync option এখন sync now হিসেবে প্রদর্শিত হয়।
05.51 Sync manager এর সাথে তথ্য sync করতে, আপনি এটিতে টিপতে পারেন।
05.55 আপনি আপনার firefox sync account মুছে ফেলা বা sync data সরানোও চাইতে পারেন।
06.02 আপনি এটি কিভাবে করবেন? এটি অত্যন্ত সহজ।
06.06 নতুন ব্রাউজার খুলুন। এড্রেস বারে লিখুন, https://account.services.mozilla.com. Enter টিপুন।
06.21 UsernameST.USERFF@gmail.com লিখুন।


06.28 এখন Password লিখুন। login এ টিপুন।
06.33 Firefox Sync ওয়েবপেজ খোলে।
06.36 এখন আপনি ফায়ারফক্স সেটিংস এবং তথ্য পরিবর্তন করতে পারেন।
06.40 এখন এই পৃষ্ঠা log out করি।
06.43 এখন plug-ins সম্পর্কে শিখি। Plug-ins কি?
06.49 plug-in একটি সফটওয়্যার প্রোগ্রাম, যা ফায়ারফক্স ব্রাউজারে নির্দিষ্ট বৈশিষ্ট্য যুক্ত করে।
06.57 যদিও, plug-ins,extensions থেকে ভিন্ন।
07.00 plug-ins হল অন্যান্য কোম্পানির দ্বারা নির্মিত প্রোগ্রাম।
07.04 Plug-ins, ফায়ারফক্স ব্রাউজারে অন্য পক্ষের প্রোগ্রাম সমাহিত করে।

.

07.10 Plug-ins আপনাকে ভিডিও চালানো, মাল্টি মিডিয়া কন্টেন্ট দেখা, ভাইরাস স্ক্যান সঞ্চালন এবং অ্যানিমেশন রান করার অনুমতি দেয়।
07.21 উদাহরণস্বরূপ, Flash একটি plug-in, যা আপনি ভিডিও দেখতে আপনার ফায়ারফক্স ব্রাউজারে সংস্থাপিত করেছেন।
07.28 এখন plug-ins দেখি, যা ফায়ারফক্সে সংস্থাপিত আছে।
07.33 Menu বার থেকে tools এবং Add-ons এ টিপুন।
07.38 Add-ons Manager ট্যাব খোলে। বাম প্যানেল থেকে plug-ins এ টিপুন।
07.45 এখন ডান প্যানেল কম্পিউটারে সংস্থাপিত হওয়া plug-ins প্রদর্শন করে।
07.50 এবং plug-ins কিভাবে সংস্থাপিত করে?
07.53 প্রতিটি plug-ins প্রাসঙ্গিক ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তারপর কম্পিউটারে সংস্থাপিত করুন।
08.01 প্রত্যেক plug-ins এর জন্য ভিন্ন সংস্থাপন প্রক্রিয়া হতে পারে।
8.05 মোজিলা ফায়ারফক্সের জন্য উপলব্ধ plug-ins এবং তা সংস্থাপনের নির্দেশাবলী সম্পর্কে আরো জানতে দয়া করে mozilla ওয়েবসাইটে যান।
08.16 এই browser বন্ধ করুন।
08.19 plug-ins অক্ষম করতে, কেবল disable বোতামে টিপুন।
08.24 টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
08.27 এই টিউটোরিয়ালে আমরা শিখেছি;

Quick find link

Firefox Sync এবং Plug-ins

08.36 নির্দেশিত কাজ।
08.38 ফায়ারফক্সের জন্য তিনটি plug-ins ডাউনলোড এবং সংস্থাপিত করুন।
08.43 ফায়ারফক্স sync account তৈরি করুন। অন্য কম্পিউটার থেকে ফায়ারফক্স ব্রাউজার অ্যাক্সেস করুন।
08.50 এই লিঙ্কে উপলব্ধ ভিডিও-টি দেখুন। এটি Spoken Tutorial প্রকল্পটি সারসংক্ষেপে বোঝায়।
08.56 যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে, তাহলে আপনি ভিডিও-টি ডাউনলোড করে দেখতে পারেন।
09.01 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল, কথ্য টিউটোরিয়াল-গুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে।
09.06 যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র দেয়।
09.10 এই বিষয় বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
09.16 স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ।
09.21 এটি ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত।
09.28 এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্ক-এ প্রাপ্তিসাধ্য।
09.31 spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
09.36 আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Gaurav, Kaushik Datta, Pratik kamble