Difference between revisions of "Firefox/C3/Themes-Popup-blocking/Bengali"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 || '''Time''' || '''Narration''' |- ||0:00 || মোজিলা ফায়ারফক্সে থীমস এর এই কথ্য টিউটোরিয…') |
|||
Line 193: | Line 193: | ||
||3:31 | ||3:31 | ||
||এটি আপনার অনন্য পছন্দ অনুযায়ী ফায়ারফক্স ব্রাউজার কাস্টমাইজ করে। | ||এটি আপনার অনন্য পছন্দ অনুযায়ী ফায়ারফক্স ব্রাউজার কাস্টমাইজ করে। | ||
− | |||
|- | |- |
Revision as of 11:10, 19 February 2014
Time | Narration |
0:00 | মোজিলা ফায়ারফক্সে থীমস এর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
0:05 | এই টিউটোরিয়ালে আমরা শিখব: থীমস, পার্সোনাস, মোজিলা ফায়ারফক্সে অ্যাড (বিজ্ঞাপন) ব্লকিং। |
0:13 | মোজিলা ফায়ারফক্স ব্যবহারকারীর পছন্দ বা প্রেফারেন্সের অনুকুল কাস্টমাইজেসন প্রদান করে। |
0:20 | একটি কাস্টমাইজেসন হল থীমস। |
0:23 | একটি থীম ফায়ারফক্সের চেহারা বদলে দেয়। |
0:27 | পটভূমির রং, বোতামের চেহারা এবং লেআউট পরিবর্তন করে। |
0:32 | এই টিউটোরিয়ালে আমরা উবুন্টু 10.04 এ ফায়ারফক্স সংস্করণ 7.0 ব্যবহার করছি। |
0:40 | একটি ফায়ারফক্স ব্রাউজার খুলি। |
0:43 | প্রথমে আমরা শিখব যে মোজিলা ফায়ারফক্সের থীম কিভাবে পরিবর্তন করে। |
0:48 | প্রথমে, Load images automatically বিকল্প সক্রিয় করুন, যাতে আমরা ব্রাউজারে প্রদর্শিত ছবি দেখতে পারি। |
0:58 | Menu বার থেকে, Edit এবং তারপর Preferences এ টিপুন। |
1:03 | Preferences ডায়ালগ বাক্সে, Content ট্যাব নির্বাচন করুন। |
1:08 | Load images automatically বাক্স যাচাই করুন। |
1:12 | Close এ টিপুন। |
1:14 | এখন, URL বারে টিপুন এবং লিখুন “addons.mozilla.org/firefox/themes” |
1:25 | Enter টিপুন। |
1:27 | এটি আমাদের Mozilla Firefox Add-ons এর জন্য Themes পৃষ্ঠায় নিয়ে যায়। |
1:32 | আমরা এখানে থাম্বনেল হিসেবে অধিক সংখ্যায় থীমস দেখি। |
1:37 | থাম্বনেল আপনাকে দেখায় যে থীম কিভাবে প্রদর্শিত হবে। |
1:41 | এখানে আপনি থীম প্রিভিউ করতে পারেন। |
1:43 | উপলব্ধ থীমসের শ্রেণী দেখুন এবং |
1:46 | অন্যান্য ব্যবহারকারীদের দ্বারা প্রদত্ত রেটিং দেখুন যারা থীম ব্যবহার করেছে। |
1:52 | আমাদের মাউস সূচক কিছু থীমসে ঘোরাই। <Pause> |
1:57 | এখন Shine Bright Skin থীমে টিপুন। |
2:01 | এই পৃষ্ঠায় উপলব্ধ অনেক থীমের মধ্যে এটি একটি। |
2:05 | Shine Bright Skin থীম পৃষ্ঠা প্রদর্শিত হয়। |
2:09 | Continue to Download বোতামে টিপুন। |
2:12 | এটি আপনাকে থীম সম্পর্কে অতিরিক্ত বিবরণ প্রদত্তকারী পৃষ্ঠায় নিয়ে যায়। |
2:17 | থীম সংস্থাপিত করতে Add to Firefox বোতামে টিপুন। |
2:22 | Add-on downloading প্রগতি বার প্রদর্শিত হয়। |
2:27 | এরপর Software Installation নিশ্চিতকরণ বার্তা প্রদর্শিত হয়। |
2:32 | Install Now তে টিপুন। |
2:34 | একটি বার্তা প্রদর্শিত হবে যা হল the theme will be installed once you restart Firefox. |
2:40 | Restart Now তে টিপুন। |
2:43 | মোজিলা ফায়ারফক্স বন্ধ হয়। |
2:46 | এটি পুনরায় আরম্ভ হলে, নতুন থীম প্রয়োগ করা হয়। |
2:51 | আপনার থীমস পৃষ্ঠায় ফেরত যান। |
2:54 | এখন আরেকটি থীম নির্বাচন করি। |
2:57 | এই থীম Add to Firefox বোতাম প্রদর্শন করে। |
3:01 | এটি নির্বাচিত থীম ডাউনলোড করবে। |
3:05 | একবার ডাউনলোড সম্পন্ন হলে, একটি সতর্কতামূলক বার্তা উইন্ডো প্রদর্শিত হয়। |
3:10 | Install Now বোতামে টিপুন। |
3:13 | আপনার ফায়ারফক্স ব্রাউজার পুনরায় চালু করার অনুরোধ জানানো হবে। |
3:16 | Restart now বোতামে টিপুন। |
3:19 | মোজিলা ফায়ারফক্স বন্ধ হয়। |
3:22 | এটি পুনরায় আরম্ভ হলে, নতুন থীম প্রয়োগ করা হয়। |
3:27 | তাই আপনি দেখেন যে, থীম ব্রাউজারের চেহারা উন্নত করতে সাহায্য করে। |
3:31 | এটি আপনার অনন্য পছন্দ অনুযায়ী ফায়ারফক্স ব্রাউজার কাস্টমাইজ করে। |
3:36 | যদি কোনো কারণে, আপনি ডিফল্ট থীমে ফেরত যেতে চান, |
3:40 | তাহলে, Tools এবং Add-ons এ টিপুন। |
3:44 | বাম প্যানেলে, Appearance ট্যাবে টিপুন। |
3:48 | এখানে ডাউনলোড করা সকল থীম দৃশ্যমান। |
3:53 | এখানে Default Theme দেখুন। |
3:56 | Enable বোতামে টিপুন। |
3:59 | Restart now বোতামে টিপুন। |
4:02 | মোজিলা ফায়ারফক্স বন্ধ হয়ে পুনরায় চালু হবে। |
4:06 | পুনরায় আরম্ভ হলে, ডিফল্ট থীম আবার দৃশ্যমান হয়। |
4:12 | Add-ons ট্যাব বন্ধ করুন। |
4:16 | পার্সোনাস ফায়ারফক্সের জন্য বিনামূল্য, সংস্থাপিত করতে সহজ "skins". |
4:22 | পার্সোনাস প্লাস অধিক নিয়ন্ত্রণের জন্য, |
4:26 | নতুন, জনপ্রিয়, এবং এমনকি আপনার নিজের প্রিয় পার্সোনাসের |
4:28 | সহজ এক্সেসের জন্য অন্তর্নিহিত কার্যকারিতা প্রসারিত করে। |
4:34 | URL বারে টিপুন এবং লিখুন “addons.mozilla.org/firefox/personas”. |
4:44 | Enter টিপুন। |
4:47 | এটি আমাদের Mozilla Firefox Add-ons এর Personas পৃষ্ঠায় নিয়ে যায়। |
4:52 | আমরা এখানে অধিক সংখ্যায় পার্সোনাস দেখি। |
4:56 | আপনার পছন্দের যেকোনো পার্সোনায় টিপুন। |
5:01 | এটি আপনাকে সেই পৃষ্ঠায় নিয়ে যাবে যা নির্বাচিত পার্সোনার বিবরণ দেয়। |
5:06 | Add to Firefox বোতামে টিপুন। |
5:09 | সতর্কের জন্য উপরে একটি নোটিফিকেশন বার প্রদর্শিত হবে যে নতুন থীম সংস্থাপিত হয়ে গেছে। |
5:16 | নোটিফিকেশন বারের ডানদিকে ছোট "X" চিহ্ন এর উপর টিপুন। |
5:21 | ফায়ারফক্স স্বয়ংক্রিয়ভাবে এই পার্সোনা সংস্থাপিত করে। |
5:28 | প্রায়ই বিজ্ঞাপন আমাদের ইন্টারনেট অভিজ্ঞতার সাথে হস্তক্ষেপ করে। |
5:32 | কিন্তু এখানে বিশেষ সফটওয়্যার রয়েছে যা বিজ্ঞাপন ব্লক করতে সাহায্য করে। |
5:36 | Adblock হল এই ধরনের অ্যাড অন। |
5:39 | Tools এবং তারপর Add-ons এ টিপুন। |
5:43 | উপরের ডানদিকের অংশে, সার্চ ট্যাবে Adblock খুঁজুন। Enter টিপুন। |
5:51 | Ad blocking সফ্টওয়্যারের একটি তালিকা প্রদর্শিত হয়েছে। |
5:55 | Adblock Plus এর জন্য Install বোতামে টিপুন। |
5:59 | Adblock ডাউনলোড শুরু হয়। |
6:02 | শুধু এতটাই। Ad blocker এখন সংস্থাপিত হয়ে গেছে। |
6:06 | একটি নোটিফিকেশন বার্তা প্রদর্শিত হবে যা বলে যে, “Adblock will be installed after you restart Firefox”. |
6:14 | Restart now লিঙ্কে টিপুন। |
6:17 | মোজিলা ফায়ারফক্স বন্ধ হয়ে পুনরায় চালু হবে। |
6:21 | পুনরায় আরম্ভ হলে,অ্যাড ব্লকার প্রভাবিত হবে। |
6:25 | যদিও, অ্যাড ব্লকের ব্যবহারে কিছু নেতিবাচক ফলাফল রয়েছে। |
6:30 | কিছু সাইট প্রবেশের অনুমতি দেয় না, যখন অ্যাড ব্লকার অন থাকে। |
6:35 | এর কারণ হল, অনেক বিনামূল্যের সাইট অ্যাড থেকে আয় উপার্জন করে। |
6:41 | অ্যাড ব্লকার ব্রাউজারে প্রদর্শিত হওয়া থেকে কিছু সাইটের প্রতিরোধ করতে পারে। |
6:46 | এই ব্যাপারটি ধ্যানে রাখা দরকার যখন অ্যাড ব্লক করছেন। |
6:51 | টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। |
:54 | এই টিউটোরিয়ালে, আমরা থীমস, পার্সোনাস, অ্যাড ব্লকিং সম্পর্কে শিখেছি। |
7:00 | এখন নির্দেশিত কাজ। |
7:03 | "NASA night launch" থীম সংস্থাপিত করা। |
7:06 | তারপর ডিফল্ট থীমে ফিরে যান। |
7:10 | yahoo.com থেকে প্রাপ্ত ফাইল ছাড়া সকল পপ আপস ব্লক করুন। |
7:15 | এই লিঙ্কে উপলব্ধ ভিডিও-টি দেখুন। |
7:18 | এটি Spoken Tutorial প্রকল্পটি সারসংক্ষেপে বোঝায়। |
7:21 | যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে, তাহলে আপনি ভিডিও-টি ডাউনলোড করে দেখতে পারেন। |
7:25 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল, |
7:28 | কথ্য টিউটোরিয়াল-গুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। |
7:31 | যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র দেয়। |
7:35 | এই বিষয় বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। |
7:41 | স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ |
7:45 | এটি ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত। |
7:53 | এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্ক-এ প্রাপ্তিসাধ্য। |
7:56 | spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
8:04 | আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। |
8:08 | অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |